ABTA Test Paper 2021-22 Geography Page 315
ABTA Test Paper 2021-22 Geography Page 315
বিভাগ – ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ প্রাকৃতিক শক্তি ভূ-পৃষ্ঠে কার্যকারী হয়ে ভূমিরূপ পরিবর্তনের প্রক্রিয়া হল –
(ক) বহির্জাত প্রক্রিয়া
(খ) অন্তর্জাত প্রক্রিয়া
(গ) আবহবিকার প্রক্রিয়া
(ঘ) ভূমিকম্প
উত্তরঃ (ক) বহির্জাত প্রক্রিয়া
১.২ আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল –
(ক) পর্যায়ন
(খ) পুঞ্জিত ক্ষয়
(গ) নগ্নীভবন
(ঘ) ক্ষয়ীভবন
উত্তরঃ (ক) পর্যায়ন
১.৩ পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁকা দেখা যায় তাকে বলে –
(ক) ক্রেভাস
(খ) স্নাউট
(গ) হিমদ্রোণী
(ঘ) বার্গস্রুড
উত্তরঃ (ঘ) বার্গস্রুড
১.৪ হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে পলি সঞ্চিত হয় তাকে বলে –
(ক) বোল্ডার ক্লে
(খ) গ্রাবরেখা
(গ) ড্রামকিন
(ঘ) রসেমতানে
উত্তরঃ (খ) গ্রাবরেখা
১.৫ মরু অঞ্চলে ইনসেলবার্জের থেকে ছোটো অবশিষ্ট পাহাড়কে বলা হয় –
(ক) কোপিস
(খ) টরস
(গ) মোনাডনক
(ঘ) বর্ণহাউট
উত্তরঃ (খ) টরস
১.৬ ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হল –
(ক) বিন্ধ্যা
(খ) হিমালয়
(গ) নীলগিরি
(ঘ) আরাবল্লী
উত্তরঃ (ঘ) আরাবল্লী
১.৭ কোন গিরিপথ লাদাখের রাজধানী লেহকে কাশ্মীরের সাথে যুক্ত করেছে –
(ক) জোজিলা
(খ) পীরপানজাল
(গ) বুলন্দপীর
(ঘ) জওহর
উত্তরঃ (ক) জোজিলা
১.৮ ভারতে নিত্যবহ খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত –
(ক) পাঞ্জাব
(খ) রাজস্থান
(গ) বিহার
(ঘ) উত্তর প্রদেশ
উত্তরঃ (ঘ) উত্তর প্রদেশ
১.৯ ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের মুখ্য কারণ –
(ক) পূবালি জেট
(খ) এল নিনো
(গ) পশ্চিমী জেট
(ঘ) সমুদ্রের উষ্ণতার তারতম্য
উত্তরঃ (ক) পূবালি জেট
১.১০ Black cotton soil কোন্ মৃত্তিকার ওপর নাম –
(ক) পলিমাটি
(খ) ল্যাটেরাইট মাটি
(গ) পডসল মাটি
(ঘ) কৃষ্ণ মৃত্তিকা
উত্তরঃ (ঘ) কৃষ্ণ মৃত্তিকা
১.১১ ‘সোনালিকা’ কোন্ কৃষিজ ফসলের উচ্চফলশীল বীজ?
(ক) ধান
(খ) গম
(গ) পাট
(ঘ) চা
উত্তরঃ (খ) গম
১.১২ রেটুন শব্দটির সাথে কোন্ ফসল জড়িত –
(ক) কফি
(খ) আখ
(গ) চা
(ঘ) পাট
উত্তরঃ (খ) আখ
১.১৩ ভারতের বৃহত্তম সরকারি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটি হল –
(ক) জামশেদপুর
(খ) দুর্গাপুর
(গ) ভিলাই
(ঘ) সালেম
উত্তরঃ (গ) ভিলাই
১.১৪ ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হল –
(ক) 74.04%
(খ) 68.04%
(গ) 75.02%
(ঘ) 76.88%
উত্তরঃ (ক) 74.04%
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ।
উত্তরঃ অ
২.১.২ প্লায়া হ্রদগুলি রাজস্থানের থর মরুঊমিতে ধান্দ নামে পরিচিত।
উত্তরঃ শু
২.১.৩ ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনগর্ঠন করা হয় ১৯৫০ সালে।
উত্তরঃ অ
২.১.৪ ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলী।
উত্তরঃ শু
২.১.৫ নদী উপত্যকার নতুন পলিকে রেগুর বলে।
উত্তরঃ অ
২.১.৬ অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হল লোহা।
উত্তরঃ শু
২.১.৭ ভারতের জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ অশিক্ষা।
উত্তরঃ শু
ABTA Test Paper 2021-22 Geography Page 315
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি)
২.২.১ ‘গ্রেড’ শব্দটি প্রথম ব্যবহার করেন __________।
উত্তরঃ G K Gilbert
২.২.২ হিমালয় পর্বতের নীলকন্ঠ শৃঙ্গ __________ উদাহরণ।
উত্তরঃ পিরামিড চূড়ার
২.২.৩ ভারতের মরু গবেষণাকেন্দ্র __________ এ অবস্থিত।
উত্তরঃ যোধপুরে
২.২.৪ ভারতের উত্তরতম স্থান হল __________।
উত্তরঃ ইন্দিরা কল
২.২.৫ পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় __________।
উত্তরঃ বেট
২.২.৬ তিলাইয়া বাঁধ _________নদীর উপর নির্মাণ করা হয়েছে।
উত্তরঃ বরাকর
২.২.৭ ‘Tech city’ বলা হয় ভারতের __________ শহরকে।
উত্তরঃ পুনে
ABTA Test Paper 2021-22 Geography Page 315
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি)
২.৩.১ অসংখ্য ছোটো ছোটো র্যাপিডস পাশাপাশি অবস্থান করলে তাকে কী বলে?
উত্তরঃ ক্যাসকেড
২.৩.২ অতরিক্ত লবণাক্ত প্লায়াকে কী বলে?
উত্তরঃ স্যালিনা
২.৩.৩ করি হ্রদকে ফ্রান্সে কী বলে?
উত্তরঃ সার্ক
২.৩.৪ ভারতের নবীনতম রাজ্য কোন্টি?
উত্তরঃ তেলেঙ্গানা
২.৩.৫ ভারতের সর্বোচ্চ গিরিপথ কোন্টি?
উত্তরঃ খারদুংলা
২.৩.৬ ভারতের কোন্ জায়গায় বছরে দু’বার বৃষ্টিপাত হয়?
উত্তরঃ করমন্ডল উপকূল
২.৩.৭ ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন্ রাজ্য প্রথম?
উত্তরঃ পাঞ্জাব
ABTA Test Paper 2021-22 Geography Page 315
২.৪ বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক |
ডানদিক |
২.৪.১ ভারতের গ্লাসগো ২.৪.২ ভাকরা নাঙ্গাল ২.৪.৩ পেনগঙ্গা ২.৪.৪ শিবালিক ও হিমাচলের মধ্যবর্তী উপত্যকা |
(১) পাঞ্জাব (২) গোদাবরী (৩) দুন (৪) হাওড়া |
উত্তরঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ ভারতের গ্লাসগো ২.৪.২ ভাকরা নাঙ্গাল ২.৪.৩ পেনগঙ্গা ২.৪.৪ শিবালিক ও হিমাচলের মধ্যবর্তী উপত্যকা |
(৪) হাওড়া (১) পাঞ্জাব (২) গোদাবরী (৩) দুন |
ABTA Test Paper 2021-22 Geography Page 315
Good job
Thank You