Wed. Apr 24th, 2024

ABTA Test Paper 2021-22 Geography Page 844

 

ABTA Test Paper 2021-22 Geography Page 844

বিভাগ – ‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ আরোহণ ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো –

(ক) পর্যায়ণ

(খ) পুঞ্জিতক্ষয়

(গ) ক্ষয়ীভাবন

(ঘ) নগ্নীভবন

উত্তরঃ (ক) পর্যায়ণ

 

১.২ পলল ব্যজনী গঠিত হয় –

(ক) পর্বতের উচ্চভাগে

(খ) ব-দ্বীপ অঞ্চলে

(গ) অশ্বক্ষুরাকৃতি হ্রদে

(ঘ) পর্বতের পাদদেশীয় অঞ্চলে

উত্তরঃ (ঘ) পর্বতের পাদদেশীয় অঞ্চলে

 

১.৩ হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপটি হলো –

(ক) করি

(খ) ড্রামলিন

(গ) রসে মতানে

(ঘ) হিমদ্রোনী

উত্তরঃ (খ) ড্রামলিন

 

১.৪ মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলা হয় –

(ক) ওয়াদি

(খ) বাজাদা

(গ) এসকার

(ঘ) প্লায়া

উত্তরঃ (ক) ওয়াদি

 

১.৫ সুন্দরবনের দ্বীপগুলি ধীরে ধীরে ডুবে যাওয়ার মূল কারণ –

(ক) অত্যাধিক বৃষ্টিপাত

(খ) সমুদ্র জলের উন্থান

(গ) ভূমিকম্প

(ঘ) ঘূর্ণিঝড়

উত্তরঃ (খ) সমুদ্র জলের উন্থান

 

১.৬ ভারত – চীন সীমারেখার নাম –

(ক) র‍্যাডক্লিফ লাইন

(খ) ম্যাকমোহন লাইন

(গ) ডুরান্ডা লাইন

(ঘ) সূচার লাইন

উত্তরঃ (খ) ম্যাকমোহন লাইন

 

১.৭ দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ –

(ক) দোদাবেতা

(খ) অমরকন্টক

(গ) আনাইমুদি

(গ) নীলগিরি

উত্তরঃ (গ) আনাইমুদি

 

১.৮ বহুমুখী নদী-উপত্যকা পরিকল্পনা রূপায়িত হয়েছে এমন একটি নদী –

(ক) রূপনারায়ণ

(খ) মহানন্দা

(গ) দামোদর

(ঘ) তিস্তা

উত্তরঃ (গ) দামোদর

 

১.৯ ভারতের মৃত্তিকা ক্ষয়ের একটি মনুষ্যকৃত কারণ হল –

(ক) আবহবিকার

(খ) জলপ্রবাহ দ্বারা ক্ষয়

(গ) ত্রুটিপূর্ণ বা বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ

(ঘ) বায়ুপ্রবাহ

উত্তরঃ (গ) ত্রুটিপূর্ণ বা বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ

 

১.১০ সবুজ বিপ্লব সবচেয়ে বেশি কার্যকারী হয়েছে –

(ক) তৈলবীজ উৎপাদনে

(খ) ধান উৎপাদনে

(গ) গম উৎপাদনে

(ঘ) চা উৎপাদনে

উত্তরঃ (খ) ধান উৎপাদনে

 

১.১১ ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত –

(ক) কলকাতা

(খ) বেঙ্গালুরু

(গ) দিল্লি

(ঘ) চেন্নাই

উত্তরঃ (খ) বেঙ্গালুরু

 

১.১২ সবচেয়ে জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল –

(ক) দিল্লি

(খ) লাক্ষাদ্বীপ

(গ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

(ঘ) পুদুচেরি

উত্তরঃ (খ) লাক্ষাদ্বীপ

 

১.১৩ ভারতের বৃহতম বন্দর হলো –

(ক) চেন্নাই বন্দর

(খ) কলকাতা বন্দর

(গ) বিশাখাপত্তনম বন্দর

(ঘ) মুম্বাই বন্দর

উত্তরঃ (ঘ) মুম্বাই বন্দর

 

১.১৪ সোনালি চতুর্ভূজ প্রকল্পটি যে ধরনের পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত –

(ক) বিমানপথ

(খ) জলপথ

(গ) সড়কপথ

(ঘ) রেলপথ

উত্তরঃ (গ) সড়কপথ

ABTA Test Paper 2021-22 Geography Page 844

ABTA Test Paper 2021-22 Geography Page 844

 

বিভাগ – ‘খ’

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ মিসিসিপি নদীর ব-দ্বীপ অনেকটা পাখির পায়ের মতো দেখতে।

উত্তরঃ শু

 

২.১.২ রাজস্থানে চলমান বালিয়াড়ীগুলিকে ধ্রিয়ান বলে।

উত্তরঃ শু

 

২.১.৩ কার্পাস চাষের জন্য সবচেয়ে উপযুক্ত হলো লবনাক্ত মৃত্তিকা।

উত্তরঃ অ

 

২.১.৪ পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়।

উত্তরঃ শু

 

২.১.৫ ক্রান্তীয় মরু উদ্ভিদের মধ্যে শ্বাসমূল দেখা যায়।

উত্তরঃ অ

 

২.১.৬ ভারতের রাজ্যগুলির মধ্যে রাজস্থানের জনঘনত্ব সর্বনিম্ন।

উত্তরঃ অ

 

২.১.৭ শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত পশ্চিমা বায়ুর প্রভাবে ভারতে যে ঝড়বৃষ্টি হয় তাকেই ‘আশ্বিনের ঝড় বলে।

উত্তরঃ অ

ABTA Test Paper 2021-22 Geography Page 844

 

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ঃ

 ২.২.১ ‘আবহবিকার’ শব্দটি এসেছে _________ থেকে।

উত্তরঃ আবহাওয়া থাকে

 

২.২.২ দুই নদীর মধ্যবর্তী স্থানকে _________ বলে।

উত্তরঃ দোয়াব বলে

 

২.২.৩ তামিলনাড়ুকে উপকূলের আর একটি নাম __________ উপকূল।

উত্তরঃ করমন্ডল উপকূল

 

২.২.৪ ভারতে প্রবাহিত __________ বায়ু একটি সাময়িক বায়ু।

উত্তরঃ মৌসুমী বায়ু

 

২.২.৫ কৃষিজমির সাথে উদ্ভিদের প্রতিপালনকে __________ বলে।

উত্তরঃ কৃষি বনসৃজন

 

২.২.৬ ভারতের প্রধান নির্মান কারখানাটি __________ অবস্থিত।

উত্তরঃ বিশাখাপত্তনমে অবস্থিত

 

২.২.৭ বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে তা হলো __________।

উত্তরঃ স্থিতিশীল উন্নয়ন বা বহতা উন্নয়ন বা Sustainable Development

ABTA Test Paper 2021-22 Geography Page 844

 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও ঃ (যে কোনো ছয়টি) ঃ

২.৩.১ নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কোন এককে?

উত্তরঃ কিউসেক বা কিউমেক

 

২.৩.২ শিলাময় মরুভূমকে কী বলে?

উত্তরঃ হামাদা

 

২.৩.৩ ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?

উত্তরঃ উত্তরাখন্ডের দেরাদুনে

 

২.৩.৪ খারফ শস্য কোন ঋতুতে চাষ করা হয়?

উত্তরঃ বর্ষা ঋতুতে

 

২.৩.৫ দক্ষিণ ভারতের একটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো।

উত্তরঃ বিশাখাপত্তনম

 

২.৩.৬ পশ্চিমবঙ্গের একটি মেগাসিটির নাম কী?

উত্তরঃ কলকাতা

 

২.৩.৭ ভারত কোন জলবায়ুর অন্তর্গত?

উত্তরঃ মৌসুমী জলবায়ুর

 

২.৩.৮ SAARC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ কাঠমান্ডুতে

ABTA Test Paper 2021-22 Geography Page 844

 

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো ঃ

বামদিক ডানদিক
২.৪.১ চা (১) হোয়াং হো অববাহিকা
২.৪.২ লোয়েস (২) শিলং
২.৪.৩ আউটসোর্সিং (৩) বাগিচা ফসল
২.৪.৪ বৃষ্টিচ্ছায় অঞ্চল (৪) অথ্যপ্রযুক্তি শিল্প

উত্তরঃ

বামদিক ডানদিক
২.৪.১ চা (৩) বাগিচা ফসল
২.৪.২ লোয়েস (১) হোয়াং হো অববাহিকা
২.৪.৩ আউটসোর্সিং (৩) তথ্য প্রযুক্তি শিল্প
২.৪.৪ বৃষ্টিচ্ছায় অঞ্চল (২) শিলং

ABTA Test Paper 2021-22 Geography Page 844

Thank You

ABTA Test Paper 2021-22 Geography Page 844

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!