Skip to content

ABTA Test Paper 2021-22 Geography Page 864

WBBSE Life Science Question Paper 2022 with Answer

ABTA Test Paper 2021-22 Geography Page 864

 

ABTA Test Paper 2021-22 Geography Page 864

বিভাগ – ‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ বহির্জাত শক্তি নয় এমন এক শক্তি হল –

(ক) নদী প্রবাহ

(খ) অগ্ন্যুৎগম

(গ) বায়ুপ্রবাহ

(ঘ) সমুদ্র তরঙ্গ

উত্তরঃ (খ) অগ্ন্যুৎগম

 

১.২ শিলাময় মরুভূমিকে সাহারায় বলে –

(ক) আর্গ

(খ) রেগ

(গ) হামাদা

(ঘ) কুম

উত্তরঃ (গ) হামাদা

 

১.৩ দুটি করির বিভাজিকা হল –

(ক) কর্তিত শৈলশিরা

(খ) হিমদ্রোণী

(গ) এসকার

(ঘ) অ্যারেট

উত্তরঃ (ঘ) অ্যারেট

 

১.৪ নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় –

(ক) ২⁶ গুণ

(খ) ২⁴ গুণ

(গ) ২⁸ গুণ

(ঘ) ২² গুণ

উত্তরঃ (ক) ২⁶ গুণ

 

১.৫ ‘গ্রেট গ্রিন ওয়াল’ অরণ্য প্রাচীরটি যে মরুভূমির প্রসার রোধ করার জন্য নির্মিত হয়েছে সেটি হল –

(ক) সোনেরান

(খ) আটকামা

(গ) থর

(ঘ) সাহারা

উত্তরঃ (ঘ) সাহারা

 

১.৬ বর্তমানে (২০১৯ অনুসারে) ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হল –

(ক) আন্দামান ও নিকোবর

(খ) জম্মু-কাশ্মীর

(গ) লাক্ষাদ্বীপ

(ঘ) দিল্লি

উত্তরঃ (খ) জম্মু-কাশ্মীর

 

১.৭ মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল –

(ক) ডাফাবুম

(খ) শিলং

(গ) নকরেক

(ঘ) পাইকই

উত্তরঃ (খ) শিলং

 

১.৮ ভারতের উচ্চতম হ্রদ হল –

(ক) লোকটাক

(খ) উলার

(গ) প্যাংগং

(ঘ) চিল্কা

উত্তরঃ (গ) প্যাংগং

 

১.৯ ভারতের পশ্চিমীঝঞ্ঝার উৎপত্তি স্থল হল –

(ক) আরব সাগর

(খ) বঙ্গোপসাগর

(গ) ভারত মহাসাগর

(ঘ) ভূ-মধ্যসাগর

উত্তরঃ (ঘ) ভূ-মধ্যসাগর

 

১.১০ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি অবস্থিত –

(ক) অন্ধ্রপ্রদেশ

(খ) পশ্চিমবঙ্গে

(গ) ওড়িশায়

(ঘ) মহারাষ্ট্রে

উত্তরঃ (ক) অন্ধ্রপ্রদেশ

 

১.১১ ‘মার্মাগাঁও’ বন্দরটি অবস্থিত –

(ক) কর্ণাটকে

(খ) কেরলে

(গ) গোয়ায়

(ঘ) মহারাষ্ট্রে

উত্তরঃ (গ) গোয়ায়

 

১.১২ ভারতের কফির রাজধানী নামে পরিচিত –

(ক) চিকমাগালুর

(খ) কুর্গজেল

(গ) কোদালুর

(ঘ) সিমোগা

উত্তরঃ (ক) চিকমাগালুর

 

১.১৩ ভারতের স্বাধীনতার আগে গড়ে ওঠা লৌহ-ইস্পাত কেন্দ্রটি হল –

(ক) ভিলাই

(খ) দুর্গাপুর

(গ) রৌরকেল্লা

(ঘ) ভদ্রাবতী

উত্তরঃ (ঘ) ভদ্রাবতী

 

১.১৪ হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য –

(ক) পশ্চিমবঙ্গ

(খ) পাঞ্জাব

(গ) অন্ধ্রপ্রদেশ

(ঘ) তামিলনাড়ু

উত্তরঃ (খ) পাঞ্জাব

ABTA Test Paper 2021-22 Geography Page 864

ABTA Test Paper 2021-22 Geography Page 864

 

বিভাগ – ‘খ’

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ হিমরেখার উচ্চতা নিরক্ষরেখার থেকে মেরুর দিকে ক্রমশ বাড়তে থাকে।

উত্তরঃ অ

 

২.১.২ গঙ্গা নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা।

উত্তরঃ অ

 

২.১.৩ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH44

উত্তরঃ শু

 

২.১.৪ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ।

উত্তরঃ অ

 

২.১.৫ ভারতের একক বৃহত্তম শিল্প হল বস্ত্র-বয়ন শিল্প।

উত্তরঃ শু

 

২.১.৬ আরাবল্লীর পশ্চিমাংশে নদী বিধৌত উর্বর প্লাবনভূমিকে বলে রোহি।

উত্তরঃ শু

 

২.১.৭ রেগুর মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ।

উত্তরঃ শু

ABTA Test Paper 2021-22 Geography Page 864

 

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) ঃ

২.২.১ পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটিকে __________ বলে।

উত্তরঃ লোব

 

২.২.২ __________ পৃথিবীর গভীরতম গিরিখাত।

উত্তরঃ নেপালের অন্ধ গলচি বা কালী গন্ডকী গিরিঘাত

 

২.২.৩ __________ ভারতের বৃহত্তম রাজ্য।

উত্তরঃ রাজস্থান

 

২.২.৪ দেবপ্রয়োগে ভাগীরথী ও __________ নদীর মিলনে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে।

উত্তরঃ অলকানন্দা

 

২.২.৫ দক্ষিণ-পূর্ব রেলের সদর দপ্তর __________ শহরে অবস্থিত।

উত্তরঃ কলকাতা

 

২.২.৬ ‘মরুস্থলী’ শব্দের অর্থ __________ ।

উত্তরঃ মৃতের স্তুপ

 

২.২.৭ __________ ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরন্য।

উত্তরঃ সুন্দরবন

ABTA Test Paper 2021-22 Geography Page 864

 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ

২.৩.১ প্লায়া হ্রদের সন্নিকটে গঠিত পলল সমভূমি কী নামে পরিচিত?

উত্তরঃ বাজাদা বা বাহাদা

 

২.৩.২ বিশ্বের দীর্ঘতম খাঁড়ির নাম কী?

উত্তরঃ ওব নদীর মোহনা

 

২.৩.৩ ইন্দিরা পয়েন্ট-এর অপর নাম কী?

উত্তরঃ পিগম্যালিয়ন পয়েন্ট

 

২.৩.৪ মালাবার উপকূলে অবস্থিত বালিয়াড়িগুলি স্থানীয় ভাষায় কী নামে পরিচিত?

উত্তরঃ টেরিস

 

২.৩.৫ ভারতের সর্বাধুনিক বন্দরটির নাম কী?

উত্তরঃ নভসেবা বা জওহরলাল নেহেরু বন্দর

 

২.৩.৬ ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?

উত্তরঃ উত্তরাখন্ডের দেরাদুনে

 

২.৩.৭ কাকে ‘ভারতের উন্নয়নের জীবনরেখা’ বলা হয়?

উত্তরঃ জলপথকে

 

২.৩.৮ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো।

উত্তরঃ শিলং এবং পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল

ABTA Test Paper 2021-22 Geography Page 864

 

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো ঃ

বামদিক ডানদিক
২.৪.১ ক্ষয়সীমা ১। উন্নত মেধা
২.৪.২ গ্লোবাল শিল্প ২। মুম্বাই
২.৪.৩ কার্পাস ৩। সমদ্রতল
২.৪.৪ মনোরেল ৪। নাগপুর

উত্তরঃ

বামদিক ডানদিক
২.৪.১ ক্ষয়সীমা ৩। সমুদ্রতল
২.৪.২ গ্লোবাল শিল্প ১। উন্নত মেধা
২.৪.৩ কার্পাস ৪। নাগপুর
২.৪.৪ মনোরেল ২। মুম্বাই

ABTA Test Paper 2021-22 Geography Page 864

Thank You

ABTA Test Paper 2021-22 Geography Page 864

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!