ABTA Test Paper 2021-22 Geography Page 888
ABTA Test Paper 2021-22 Geography Page 888
বিভাগ – ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ বহির্জাত প্রক্রিয়ায় মূল উৎস হল –
(ক) নদী
(খ) বায়ু
(গ) হিমবাহ
(ঘ) সূর্য
উত্তরঃ (ঘ) সূর্য
১.২ সমভূমি প্রবাহে নদীর আঁকাবাঁকা পথকে বলে –
(ক) প্লাবনভূমি
(খ) মিয়েন্ডার
(গ) ব-দ্বীপ
(ঘ) পলল ব্যজনী
উত্তরঃ (খ) মিয়েন্ডার
১.৩ ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় –
(ক) মহাদেশীয় হিমবাহ
(খ) পার্বত্য হিমবাহ
(গ) পাদদেশীয় হিমবাহ
(ঘ) নদী দ্বার
উত্তরঃ (খ) পার্বত্য হিমবাহ
১.৪ রসেমতানের সমুখের মসৃণ প্রতিবাত ঢালকে বলে –
(ক) লি
(খ) ক্র্যাগ
(গ) স্টস
(ঘ) টেল
উত্তরঃ (গ) স্টস
১.৫ ব্লো আউট-এর সৃষ্টি হয় –
(ক) নদীর ক্ষয়ে
(খ) বায়ুর ক্ষয়ে
(গ) হিমবাহের ক্ষয়ে
(ঘ) সমুদ্রতরঙ্গের ক্ষয়ে
উত্তরঃ (গ) হিমবাহের ক্ষয়ে
১.৬ ভোরঘাট ফাঁকটি অবস্থিত –
(ক) পশ্চিমঘাট পর্বতে
(খ) হিমালয় পর্বতে
(গ) পূর্বঘাট পর্বতে
(ঘ) আরাবল্লী পর্বতে
উত্তরঃ (ক) পশ্চিমঘাট পর্বতে
১.৭ শিবালক এর পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখন্ড দ্বারা সঞ্চিত ভূমিকে বলে –
(ক) ভাবর
(খ) ভাঙর
(গ) খাদার
(ঘ) বেট
উত্তরঃ (ক) ভাবর
১.৮ যে নদীর মহনায় ব-দ্বীপ গড়ে ওঠেনি –
(ক) গঙ্গা
(খ) মহানদী
(গ) গোদাবরী
(ঘ) তাপ্তি
উত্তরঃ (ঘ) তাপ্তি
১.৯ ভারতে পশ্চিমীঝঞ্ঝার প্রভাব দেখা যায় –
(ক) শীত
(খ) শরৎ
(গ) গ্রীষ্ম
(ঘ) বর্ষা ঋতুতে
উত্তরঃ (ক) শীত
১.১০ প্রাচীন পলিমাটিকে বলা হয় –
(ক) ভাঙ্গর
(খ) খাদার
(গ) ভাবর
(ঘ) বেট
উত্তরঃ (ক) ভাঙ্গর
১.১১ ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত –
(ক) যোধপুর
(খ) হায়দ্রাবাদ
(গ) দেরাদুনে
(ঘ) চন্ডীগড়
উত্তরঃ (গ) দেরাদুনে
১.১২ হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতে প্রথম রাজ্যটি হলো –
(ক) তামিলনাড়ু
(খ) অসম
(গ) কর্ণাটক
(ঘ) পশ্চিমবঙ্গ
উত্তরঃ (খ) অসম
১.১৩ ‘আধুনিক শিল্পদানব’ বলা হয় যে শিল্পকে –
(ক) পেট্রোরসায়ন
(খ) ইঞ্জিনিয়ারিং
(গ) কার্পাসবয়ন
(ঘ) অটো মোবাইল
উত্তরঃ (ক) পেট্রোরসায়ন
১.১৪ ভারতে লিঙ্গ অনুপাতে সবথেকে কম যে রাজ্যে –
(ক) কেরল
(খ) পাঞ্জাব
(গ) হরিয়ানা
(ঘ) গোয়া
উত্তরঃ (গ) হরিয়ানা
ABTA Test Paper 2021-22 Geography Page 888
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ শুষ্ক অঞ্চলে নদীখাত ইংরেজি V আকৃতির মতো হয়।
উত্তরঃ অ
২.১.২ বহিঃবিধৌত সমভূমি নদীদ্বারা ব্যবচ্ছিন্ন হলে তাকে ভ্যালিট্রেন বলে।
উত্তরঃ শু
২.১.৩ বার্খানের প্রতিবাত ঢালটি উত্তল হয়।
উত্তরঃ শু
২.১.৪ মহারাষ্ট্রের উপকূল হলো মালাবার উপকূল।
উত্তরঃ অ
২.১.৫ চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়গ্রা বলে।
উত্তরঃ শু
২.১.৬ খারিফ শস্য শীতকালে রোপণ করা হয়।
উত্তরঃ অ
২.১.৭ মহানগরের জনসংখ্যা হয় ৫০ লক্ষ।
উত্তরঃ অ
ABTA Test Paper 2021-22 Geography Page 888
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) ঃ
২.২.১ ফানেল আকৃতি নদী মোহনাকে __________ বলে।
উত্তরঃ খাঁড়ি
২.২.২ বায়ুর গতিপথে কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে __________ ভূমিরূপ সৃষ্টি হয়।
উত্তরঃ গৌর
২.২.৩ ভারতের বৃহত্তম বিমানবন্দর হলো __________।
উত্তরঃ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
২.২.৪ ভারতের Tech City বলা হয় __________ শহরকে।
উত্তরঃ পুনে
২.২.৫ নীলগিরি পর্বতের কাছে অবস্থিত গিরিপথটির নাম __________।
উত্তরঃ পলঘাট
২.২.৬ সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো __________।
উত্তরঃ ধূপগড়
২.২.৭ শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত __________ নদীতে।
উত্তরঃ কাবেরী নদীতে
ABTA Test Paper 2021-22 Geography Page 888
২.৩ একটি বা দুটি উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম কী?
উত্তরঃ সিয়াচেন
২.৩.২ যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কী বলে?
উত্তরঃ জলবিভাজিকা
২.৩.৩ ভারতে সবুজ বিপ্লবের ফলে প্রথম কোন্ ফসলের উৎপাদন বৃদ্ধি পায়?
উত্তরঃ গম
২.৩.৪ কোন্ ফসলকে ‘তৃষ্ণার্ত ফসল’ বলা হয়?
উত্তরঃ ধান
২.৩.৫ জায়িদ ফসল কোন্ সময় চাষ করা হয়?
উত্তরঃ গ্রীষ্মকালে
২.৩.৬ আসামে কালবৈশাখীর ঝড়ের নাম কী?
উত্তরঃ বরদৈছিলা
২.৩.৭ ভারতে সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে কোন্ মৃত্তিকা?
উত্তরঃ পলি মৃত্তিকা
২.৩.৮ শিলং কোন্ পাহাড়ের অনুবাত ঢালে অবস্থিত?
উত্তরঃ শিলং পাহাড়ের
ABTA Test Paper 2021-22 Geography Page 888
২.৪ বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো ঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ প্রাচীন পলি | (ক) তথ্যপ্রযুক্তি |
২.৪.২ কার্পাস | (খ) কেরালা |
২.৪.৩ আউটসোর্সিং | (গ) ভাঙ্গর |
২.৪.৪ আম্রবৃষ্টি | (ঘ) রেগুর মৃত্তিকা |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ প্রাচীন পলি | (গ) ভাঙ্গর |
২.৪.২ কার্পাস | (ঘ) রেগুর মৃত্তিকা |
২.৪.৩ আউটসোর্সিং | (ক) তথ্যপ্রযুক্তি |
২.৪.৪ আম্রবৃষ্টি | (খ) কেরালা |