Sat. Jul 27th, 2024

ABTA Test Paper 2021-22 Geography Page 940

 

ABTA Test Paper 2021-22 Geography Page 940

বিভাগ – ‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ ‘গ্রেড’ (Grade) শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

(ক) Powell

(খ) G.K. Gilbert

(গ) Penk

(ঘ) Davis

উত্তরঃ (খ) G.K. Gilbert

 

১.২ Basket of egg topography নামে পরিচিত 

(ক) পেডিমেন্ট

(খ) রসেমতানে

(গ) ড্রামলিন

(ঘ) এস্কার

উত্তরঃ (গ) ড্রামলিন

 

১.৩ পলল ব্যজনী গড়ে ওঠে –

(ক) পার্বত্য উচ্চভূমিতে

(খ) পর্বত পাদদেশে

(গ) নিম্নগতিতে

(ঘ) বদ্বীপ অঞ্চলে

উত্তরঃ (খ) পর্বত পাদদেশে

 

১.৪ নীচের কোন অঞ্চলে বায়ুর কার্য সর্বাধিক লক্ষ্য করা যায়?

(ক) মরুভূমি অঞ্চলে

(খ) উপকূল অঞ্চলে

(গ) মরুপ্রায় অঞ্চলে

(ঘ) মেরু অঞ্চলে

উত্তরঃ (ক) মরুভূমি অঞ্চলে

 

১.৫ বালুকাপূর্ণ মরুভূমিকে সাহারায় বলে –

(ক) কুম

(খ) হামাদা

(গ) রেগ

(ঘ) আর্গ

উত্তরঃ (ঘ) আর্গ

 

১.৬ ভারতের উচ্চতম মালভূমির নাম কী? –

(ক) সিয়াচেন

(খ) কোডারমা

(গ) লাডাক

(ঘ) হাজারীবাগ

উত্তরঃ (গ) লাডাক

 

১.৭ ভারতের দীর্ঘতম নদীর নাম কী?

(ক) গঙ্গা

(খ) গোদাবরী

(গ) ব্রহ্মপুত্র

(ঘ) যমুনা

উত্তরঃ (ক) গঙ্গা

 

১.৮ ভারতের বৃহত্তম মিস্টি জলের হ্রদের নাম কী?

(ক) পুলিকট হ্রদ

(খ) উলার হ্রদ

(গ) সম্বর হ্রদ

(ঘ) ডাল হ্রদ

উত্তরঃ (খ) উলার হ্রদ

 

১.৯ ভারতের সবুজ বিপ্লবের জনক কে?

(ক) ডঃ এম এস স্বামীনাথন

(খ) মেধা পাটেকর

(গ) সুন্দরলাল বহুগুণা

(ঘ) অর্মত্য সেন

উত্তরঃ (ক) ডঃ এম এস স্বামীনাথন

 

১.১০ পশ্চিমবঙ্গের ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত?

(ক) ম্যানিলাতে

(খ) পুনে

(গ) বর্ধমান

(ঘ) হুগলির চুঁচুড়াতে

উত্তরঃ (ঘ) হুগলির চুঁচুড়াতে

 

১.১১ ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রটি কথায় অবস্থিত? 

(ক) ভোপালে

(খ) ভিলাইয়ে

(গ) দুর্গাপুরে

(ঘ) বোকারোতে

উত্তরঃ (খ) ভিলাইয়ে

 

১.১২ কোন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় –

(ক) তথ্যপ্রযুক্তি

(খ) পাট

(গ) চিনি

(ঘ) পেট্রোরসায়ন

উত্তরঃ (ঘ) পেট্রোরসায়ন

 

১.১৩ কোন শহরটি উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার –

(ক) কানপুর

(খ) দিল্লি

(গ) লক্ষ্ণৌ

(ঘ) এলাহাবাদ

উত্তরঃ (ক) কানপুর

 

১.১৪ তথ্যপ্রযুক্তির  রাজধানী বা সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়?

(ক) মুম্বাইকে

(খ) বেঙ্গালুরুকে

(গ) কলকাতাকে

(ঘ) চেন্নাইকে

উত্তরঃ (খ) বেঙ্গালুরুকে

ABTA Test Paper 2021-22 Geography Page 940

ABTA Test Paper 2021-22 Geography Page 940

 

বিভাগ – ‘খ’

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পরবর্তী অবস্থা হল পর্যায়ন।

উত্তরঃ সত্য

২.১.২ হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না।

উত্তরঃ সত্য

২.১.৩ গুগলি নদীর মোহনায় লোহাচরা দ্বীপ অবস্থিত।

উত্তরঃ সত্য

২.১.৪ ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা।

উত্তরঃ সত্য

২.১.৫ ভারতের দীর্ঘতম খাল হলো ইন্দিরা গান্ধি খাল।

উত্তরঃ সত্য

২.১.৬ ভারতে সবচেয়ে কম জলসেচযুক্ত কৃষিজমি রয়েছে পাঞ্জাবে।

উত্তরঃ মিথ্যা

২.১.৭ ভারতের প্রাচীন ঐতিহ্যময় কার্পাস বয়ন শিল্প একক বৃহত্তম শিল্প।

উত্তরঃ সত্য

ABTA Test Paper 2021-22 Geography Page 940

 

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো সাতটি) ঃ

২.২.১ __________ হলো নরওয়ের বৃহত্তম ফিয়র্ড।

উত্তরঃ সোজনে ফিয়র্ড

২.২.২ পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম হলো __________।

উত্তরঃ ইলাহা দা মারাজো

২.২.৩ কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় _________ বলে।

উত্তরঃ টেরিস

২.২.৪ কচ্ছ উপদ্বীপের লবণাক্ত জলাভূমির নাম __________।

উত্তরঃ কচ্ছের রন

২.২.৫ কাশ্মীর উপত্যকার কারেওয়া মৃত্তিকায় __________ চাষ হয়।

উত্তরঃ জাফরান

২.২.৬ ___________ শিল্পকে সকল শিল্পের মেরুদন্ড বলে।

উত্তরঃ লৌহ-ইস্পাত শিল্পকে

২.২.৭ ভারতের ইস্পাতনগরী __________ কে বলা হয়।

উত্তরঃ জামশেদপুরকে

২.২.৮ ভারত __________ বন্দর কফি রপ্তানিতে বিখ্যাত।

উত্তরঃ নিউ ম্যাঙ্গালোর

ABTA Test Paper 2021-22 Geography Page 940

 

২.৪ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও ঃ

বামদিক ডানদিক
২.৪.১ প্লায়া (ক) কান্ডালা
২.৪.২ ঝুলন্ত উপত্যকা (খ) গম
২.৪.৩ সোনালিকা (গ) লবণাক্ত হ্রদ
২.৪.৪ ভারতের একটি করমুক্ত বন্দর (ঘ) ঋষিগঙ্গা

উত্তরঃ

বামদিক ডানদিক
২.৪.১ প্লায়া (গ) লবণাক্ত হ্রদ
২.৪.২ ঝুলন্ত উপত্যকা (ঘ) ঋষিগঙ্গা
২.৪.৩ সোনালিকা (খ) গম
২.৪.৪ ভারতের একটি করমুক্ত বন্দর (ক) কান্ডালা

ABTA Test Paper 2021-22 Geography Page 940

 

২.৩ একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ

৩.১ প্লাবনভূমি, ব-দ্বীপ নদীর কোন প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়?

উত্তরঃ সঞ্চয় প্রক্রিয়া

৩.২ সমপ্রায় ভূমিতে কঠিন শিলা দ্বারা গঠিত অবশিষ্ট পাহাড়গুলিকে কী বলে?

উত্তরঃ মোনাডনক

৩.৩ ভারতের থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে কী বলা হয়?

উত্তরঃ ধ্রিয়ান

৩.৪ ভারতের বৃহত্তম কয়ালের নাম কী?

উত্তরঃ ভেম্বানাদ

৩.৫ কুমায়ুন হিমালয়ে অবস্থিত হিমবাহসৃষ্ট হ্রদগুলিকে কি বলে?

উত্তরঃ তাল

৩.৬ সোনালি তন্তু কাকে বলা হয়?

উত্তরঃ কার্পাসকে

৩.৭ ভারতের প্রবেশদ্বার কাকে বলে?

উত্তরঃ মুম্বাইকে

৩.৮ ২০১১ সালে আদমসুমারী অনুযায়ী ভারতের জনঘনত্ব কত?

উত্তরঃ ৩৮২ জন/বর্গকিমি

ABTA Test Paper 2021-22 Geography Page 940

Thank You

ABTA Test Paper 2021-22 Geography Page 940

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!