Mon. Oct 7th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 115

 

ABTA Test Paper 2021-22 History Page 115

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ‘সোমপ্রকাশ’ ছিল একটি –

(ক) দৈনিক পত্রিকা

(খ) সাপ্তাহিক পত্রিকা

(গ) পাক্ষিক পত্রিকা

(ঘ) মাসিক পত্রিকা

উত্তরঃ (খ) সাপ্তাহিক পত্রিকা

 

১.২ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন –

(ক) চলচ্চিত্রের সঙ্গে

(খ) ক্রীড়াজগতের সঙ্গে

(গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে

(ঘ) পরিবেশের ইতিহাস চর্চ্চার সঙ্গে

উত্তরঃ (ক) চলচ্চিত্রের সঙ্গে

 

১.৩ প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় –

(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

(গ) ১৮৮২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৮২ খ্রিস্টাব্দে

 

১.৪ বাংলার নবজাগরণ ছিল –

(ক) ব্যক্তি কেন্দ্রিক

(খ) প্রতিষ্ঠান কেন্দ্রিক

(গ) কলকাতা কেন্দ্রিক

(ঘ) গ্রাম কেন্দ্রিক

উত্তরঃ (গ) কলকাতা কেন্দ্রিক

 

১.৫ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন –

(ক) ডঃ এম জে ব্রামলি

(খ) ডঃ এইচ এইচ গুডিভ

(গ) ডঃ এন ওয়ালিশ

(ঘ) ডঃ জে গ্রান্ট

উত্তরঃ (ক) ডঃ এম জে ব্রামলি

 

১.৬ ‘সর্বধর্ম সমন্বয়ের’ আদর্শ প্রচার করেছিলেন –

(ক) বিজয়কৃষ্ণ গোস্বামী

(খ) স্বামী বিবেকানন্দ

(গ) শ্রীরামকৃষ্ণ

(ঘ) কেশবচন্দ্র সেন

উত্তরঃ (গ) শ্রীরামকৃষ্ণ

 

১.৭ ভারতে ইট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে –

(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

(গ) ১৯১৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

 

১.৮ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন –

(ক) চুয়াড় বিদ্রোহে

(খ) কোল বিদ্রোহ

(গ) সাঁওতাল হূল

(ঘ) মুন্ডা বিদ্রোহে

উত্তরঃ (খ) কোল বিদ্রোহ

 

১.৯ ‘ল্যান্ড হোল্ডার্স সোসাইটি’র সভাপতি ছিলেন –

(ক) রাজা রাধাকান্ত দেব

(খ) প্রসন্নকুমার ঠাকুর

(গ) রাজা রামমোহন রায়

(ঘ) দ্বারকানাথ ঠাকুর

উত্তরঃ (ক) রাজা রাধাকান্ত দেব

 

১.১০ ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন –

(ক) সুভাষচন্দ্র বসু

(খ) জওহরলাল নেহেরু

(গ) বি ডি সাভারকার

(ঘ) রাসবিহারী বসু

উত্তরঃ (গ) বি ডি সাভারকার

 

১.১১ বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় –

(ক) ১৫৫৬ খ্রিস্টাব্দে

(খ) ১৭৭৮ খ্রিস্টাব্দে

(গ) ১৭৮৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৭৭৮ খ্রিস্টাব্দে

 

ABTA Test Paper 2021-22 History Page 115

১.১২ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল –

(ক) ভারতসভা

(খ) ভারতের জাতীয় কংগ্রেস

(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

(ঘ) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি

উত্তরঃ (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

 

১.১৩ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন –

(ক) সঙ্গীত শিল্পী

(খ) নাট্যকার

(গ) কবি

(ঘ) ব্যঙ্গ চিত্রশিল্পী

উত্তরঃ (ঘ) ব্যঙ্গ চিত্রশিল্পী

 

১.১৪ ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৬ খ্রিস্টাব্দে

(গ) ১৯১১ খ্রিশটাব্দে

(ঘ) ১৯১২ খ্রিশটাব্দে

উত্তরঃ (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে

 

১.১৫ ভারতে ‘হাফ টোন’ প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন –

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(খ) সুকুমার রায়

(গ) পঞ্চানন কর্মকার

(ঘ) চার্লস উইলকিন্স

উত্তরঃ (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

 

১.১৬ বয়কট আন্দোলনে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্থ হয়েছিল –

(ক) বাংলার কৃষক শ্রেণি

(খ) মধ্যবিত্ত শ্রেণি

(গ) জমিদার শ্রেণি

(ঘ) ছাত্র সমাজ

উত্তরঃ (খ) মধ্যবিত্ত শ্রেণি

 

১.১৭ ‘বন্দেমাতরম’ সঙ্গীতটি রচিত হয় –

(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭৫ খ্রিস্টব্দে

(ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৭৫ খ্রিস্টব্দে

 

১.১৮ কে নিজেকে ‘ধরতি-আবা’ বলত?

(ক) বিরসা মুন্ডা

(খ) সিধু

(গ) কানু

(ঘ) জোয়া ভগত

উত্তরঃ (ক) বিরসা মুন্ডা

 

১.১৯ ‘বিরাজ বৌ’ -এর লেখক ছিলেন –

(ক) রবীন্দ্রনাথ

(খ) শরৎচন্দ্র

(গ) বঙ্কিমচন্দ্র

(ঘ) মধুসূদন দত্ত

উত্তরঃ (খ) শরৎচন্দ্র

 

১.২০ ‘ওরিয়েন্টালিস্ট’ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন –

(ক) প্রিন্সেপ

(খ) স্যান্ডার্স

(গ) কলভিন

(ঘ) বার্ড

উত্তরঃ (ক) প্রিন্সেপ

ABTA Test Paper 2021-22 History Page 115

ABTA Test Paper 2021-22 History Page 115

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ ‘উলগুলান’ বলতে কি বোঝায়?

উত্তরঃ ভয়ঙ্কর বিশৃঙ্খলা

২.১.২ কোন্‌ বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৮০০ খ্রিস্টাব্দে

২.১.৩ ‘নব্য বৈষ্ণব’ আন্দোলনের প্রবর্তক কে?

উত্তরঃ বিজয়কৃষ্ণ গোস্বামী

২.১.৪ বাংলায় কোন্‌ শতককে নবজাগরণের শতক বলে?

উত্তরঃ উনবিংশ শতককে

ABTA Test Paper 2021-22 History Page 115

 

উপবিভাগ : ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১ ফরাজী একটি প্রাচীন উপজাতির নাম।

উত্তরঃ ভুল

২.২.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ কাদম্বিনী বসু।

উত্তরঃ ঠিক

২.২.৩ মেধা পাটেকর ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের বিপক্ষে ছিলেন।

উত্তরঃ ভুল

২.২.৪ ‘বেঙ্গল কেমিক্যাল’ প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়।

উত্তরঃ ঠিক

ABTA Test Paper 2021-22 History Page 115

 

উপবিভাগ : ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ রবীন্দ্রনাথ ঠাকুর (১) কৃষক আন্দোলন
২.৩.২ বিষ্ণুচরণ বিশ্বাস (২) ‘জীবন স্মৃতি’
২.৩.৩ নবগোপাল মিত্র (৩) নীলবিদ্রোহ
২.৩.৪ বীরেন্দ্রনাথ শাসমল (৪) হিন্সুমেলা

উত্তরঃ 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ রবীন্দ্রনাথ ঠাকুর (২) ‘জীবন স্মৃতি’
২.৩.২ বিষ্ণুচরণ বিশ্বাস (৩) নীলবিদ্রোহ
২.৩.৩ নবগোপাল মিত্র (৪) হিন্সুমেলা
২.৩.৪ বীরেন্দ্রনাথ শাসমল (১) কৃষক আন্দোলন

ABTA Test Paper 2021-22 History Page 115

 

উপবিভাগ : ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :

২.৪.১ মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র – মিড়াট

২.৪ ২ নীলবিদ্রোহের একটি কেন্দ্র

২.৪.৩ চুয়াড় বিদ্রোহের এলাকা

২.৪.৪ বারাসাত বিদ্রোহের এলাকা

উত্তরঃ

ABTA Test Paper 2021-22 History Page 115

 

উপবিভাগ : ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

 

২.৫.১ বিবৃতি : ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার ‘তিন আইন’ পাশ করে।

ব্যাখ্যা ১ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলিম-খ্রিস্টান সমাজকে ঐক্যবদ্ধ করা।

ব্যাখ্যা ২ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক উন্নতি সাধন করা।

ব্যাখ্যা ৩ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা।

 

২.৫.২ বিবৃতি : স্বামী বিবেকানন্দ ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন।

ব্যাখ্যা ১ : তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা।

ব্যাখ্যা ২ : তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা।

ব্যাখ্যা ৩ : তাঁর উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা।

উত্তরঃ ব্যাখ্যা ২ : তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা।

 

২.৫.৩ বিবৃতি : বিপ্লবের অর্থ।

ব্যাখ্যা ১ : সমাজের সমস্ত শ্রেণিকে সামাজিক দিক থেকে রক্ষা করা।

ব্যাখ্যা ২ : দীর্ঘদিনের অসন্তষের বহিঃপ্রকাশ।

ব্যাখ্যা ৩ : মানসিক দিকের বাধা দূর করা।

উত্তরঃ ব্যাখ্যা ২ : দীর্ঘদিনের অসন্তষের বহিঃপ্রকাশ।

 

২.৫.৪ বিবৃতি : উনিশ শতকে ভারতে অসংখ্য সমিতি গড়ে ওঠে।

ব্যাখ্যা ১ : ভারতের জনগনের চাকুরির সুবিধা হয়।

ব্যাখ্যা ২ : ব্রিটিশ শাসনের অবসান।

ব্যাখ্যা ৩ : রাজনৈতিক দিক থেকে সংগঠিত করা।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : রাজনৈতিক দিক থেকে সংগঠিত করা।

ABTA Test Paper 2021-22 History Page 115

 

ABTA Test Paper 2021-22 History Page 115

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 115

One thought on “ABTA Test Paper 2021-22 History Page 115”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!