ABTA Test Paper 2021-22 History Page 87
ABTA Test Paper 2021-22 History Page 87
বিভাগ – ‘ক’
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় –
(ক) ১৯৪০-এর দশকে
(খ) ১৯৫০-এর দশকে
(গ) ১৯৬০-এর দশকে
(ঘ) ১৯৯০-এর দশকে
উত্তরঃ (গ) ১৯৬০-এর দশকে
১.২ বাংলার প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই হল –
(ক) প্রাক্ রাজেশ্বর
(খ) রান্না বান্না
(গ) রন্ধন প্রণালী
(ঘ) প্রাক্ নন্দিনী
উত্তরঃ (ক) প্রাক্ রাজেশ্বর
১.৩ ইন্টারনেট আবিষ্কার্তা –
(ক) টিম বারনারস
(খ) স্যামুয়েল মোর্স
(গ) টমাস এডিসন
(ঘ) ব্লাস্ট ফার্নেস
উত্তরঃ (ক) টিম বারনারস
ABTA Test Paper 2021-22 History Page 87
১.৪ সরকারী নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় –
(ক) মহাফেজখানায়
(খ) জাতীয় অভিলেখ্যাগারে
(গ) লেখ্যাগারে
(ঘ) পাঠাগারে
উত্তরঃ (ক) মহাফেজখানায়
১.৫ ‘হুতোম প্যাঁচার নকশা’র লেখক ছিলেন –
(ক) গিরিশচন্দ্র ঘোষ
(খ) প্যারীচাঁদ মিত্র
(গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(ঘ) কালীপ্রসন্ন সিংহ
উত্তরঃ (ঘ) কালীপ্রসন্ন সিংহ
১.৬ ‘মধ্যবিত্ত শ্রেণি’ কথাটি প্রথম উল্লেখ করা হয় –
(ক) বামাবোধিনী পত্রিকায়
(খ) সমাচারদর্পণ পত্রিকায়
(গ) ‘বঙ্গদূত’ পত্রিকায়
(ঘ) হিন্দুপ্যাট্রিয়ট পত্রিকায়
উত্তরঃ (গ) ‘বঙ্গদূত’ পত্রিকায়
১.৭ সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেন –
(ক) মধুসূদন দত্ত
(খ) মধুসূদন গুপ্ত
(গ) রাধাকান্ত দেব
(ঘ) মতিলাল শীল
উত্তরঃ (খ) মধুসূদন গুপ্ত
ABTA Test Paper 2021-22 History Page 87
১.৮ ‘নববৈষ্বব’ আন্দোলন শুরু করেন –
(ক) স্বামী বিবেকানন্দ
(খ) বিজয়কৃষ্ণ গোস্বামী
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) মনোরঞ্জন গুহঠাকুরতা
উত্তরঃ (খ) বিজয়কৃষ্ণ গোস্বামী
১.৯ Indian Forests Act বলবৎ হয় –
(ক) ১৮৬৪ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
১.১০ ‘উলগুলান’ নামে পরিচিত –
(ক) সাঁওতাল বিদ্রোহ
(খ) মুন্ডা বিদ্রোহ
(গ) রংপুর বিদ্রোহ
(ঘ) কোল বিদ্রোহ
উত্তরঃ (খ) মুন্ডা বিদ্রোহ
১.১১ ধলভূমের বর্তমান নাম হল –
(ক) ঘাটশিলা
(খ) শিলচর
(গ) মানভূম
(ঘ) শিলদাঘাট
উত্তরঃ (ক) ঘাটশিলা
ABTA Test Paper 2021-22 History Page 87
১.১২ বাংলার ‘নানাসাহেব’ নামে পরিচিত ছিলেন –
(ক) রফিক মন্ডল
(খ) রামরতন মল্লিক
(গ) রামতনু লাহিড়ী
(ঘ) ঈশানচন্দ্র রায়
উত্তরঃ (খ) রামরতন মল্লিক
১.১৩ সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন –
(ক) মঙ্গল পান্ডে
(খ) দয়াল দাস
(গ) রাম সিং
(ঘ) নকুল দাস
উত্তরঃ (ক) মঙ্গল পান্ডে
১.১৪ ভারতের শেষ মোঘল সম্রাট ছিলেন –
(ক) বাহাদুর শাহ
(খ) দ্বিতীয় বাহাদুর শাহ
(গ) আকবর শাহ
(ঘ) দ্বিতীয় শাহ আলম
উত্তরঃ (খ) দ্বিতীয় বাহাদুর শাহ
১.১৫ ভারতের ‘সভা সমিতির যুগ’ বলা হয় –
(ক) আঠারো শতককে
(খ) উনিশ শতককে
(গ) বিশ শতককে
(ঘ) একুশ শতককে
উত্তরঃ (খ) উনিশ শতককে
১.১৬ ‘বিরূপ বজ্র’ ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন –
(ক) নন্দলাল বসু
(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
১.১৭ বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা হলেন –
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) চার্লস উইলকিন্স
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) অগস্টাস হিকি
উত্তরঃ (খ) চার্লস উইলকিন্স
১.১৮ জামশেদপুরের পূর্ব নাম ছিল –
(ক) সাকচি
(খ) ময়ূরভঞ্জ
(গ) মানভূম
(ঘ) গুরুষ হিসানী
উত্তরঃ (ক) সাকচি
১.১৯ ‘বসু বিজ্ঞান মন্দিরে’র প্রতীক হল –
(ক) বজ্র
(খ) বান
(গ) গদা
(ঘ) শঙ্খ
উত্তরঃ (ক) বজ্র
১.২০ বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের মর্যাদা পায় –
(ক) ১৯৫০ সালে
(খ) ১৯৫১ সালে
(গ) ১৯৬০ সালে
(ঘ) ১৯৬৭ সালে
উত্তরঃ (খ) ১৯৫১ সালে
ABTA Test Paper 2021-22 History Page 87
বিভাগ – ‘খ’
২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন?
উত্তরঃ মুন্সি প্রেমচাঁদ
২.১.২ ‘কাঙাল হরিনাথ’ নামে কে পরিচিত ছিলেন?
উত্তরঃ হরিনাথ মজুমদার
২.১.৩ সুই মুন্ডা কে ছিলেন?
উত্তরঃ কোল বিদ্রোহের নেতা
২.১.৪ স্যার সি ভি রমন কে ছিলেন?
উত্তরঃ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
ABTA Test Paper 2021-22 History Page 87
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ ফুটবল ‘খেলার রাজা’ নামে পরিচিত।
উত্তরঃ ভুল
২.২.২ লালন ফকির নদীয়া জেলার সন্তান।
উত্তরঃ ভুল
২.২.৩ রানি শিরোমনি কোল বিদ্রোহের নেতা ছিলেন।
উত্তরঃ ভুল
২.২.৪ সিলভ্যাঁ লেভি শ্রীনিকেতনের সঙ্গে যুক্ত ছিলেন।
উত্তরঃ ঠিক
ABTA Test Paper 2021-22 History Page 87
উপবিভাগ : ২.৩
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ সাইলেন্ট স্প্রিং | (১) সাপ হতেও ভয়ানক বাঘের চেয়ে সিংস্র |
২.৩.২ হুতোম প্যাঁচার নকশা | (২) মশা মাছি নিধনের জন্য ডিডিটির ব্যবহার |
২.৩.৩ টুনটুনির বই | (৩) নদনদী খাল বিল সব শুকাইল অন্নাভাবে লোক সব যমালয়ে গেল |
২.৩.৪ ছিয়াত্তরের মন্বন্তর | (৪) রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ সাইলেন্ট স্প্রিং | (২) মশা মাছি নিধনের জন্য ডিডিটির ব্যবহার |
২.৩.২ হুতোম প্যাঁচার নকশা | (১) সাপ হতেও ভয়ানক বাঘের চেয়ে সিংস্র |
২.৩.৩ টুনটুনির বই | (৪) রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে |
২.৩.৪ ছিয়াত্তরের মন্বন্তর | (৩) নদনদী খাল বিল সব শুকাইল অন্নাভাবে লোক সব যমালয়ে গেল |
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো :
২.৪.১ মাদ্রাজ
২.৪.২ চুয়াড় বিদ্রোহের এলাকা
২.৪.৩ এলাহাবাদ
২.৪.৪ মধ্যপ্রদেশ
উত্তরঃ
ABTA Test Paper 2021-22 History Page 87
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : ইতিহাস নিছক অতীত দিনের গল্প নয়।
ব্যাখ্যা ১ : ইতিহাস প্রমাণ উপদানের ওপর প্রতিষ্ঠিত অতীত দিনের বিবরণ।
ব্যাখ্যা ২ : ইতিহাস অতীত কালের লোক কথামাত্র।
ব্যাখ্যা ৩ : ইতিহাস বিভিন্ন কালের চিত্রকাল।
উত্তরঃ ব্যাখ্যা ১ : ইতিহাস প্রমাণ উপদানের ওপর প্রতিষ্ঠিত অতীত দিনের বিবরণ।
২.৫.২ বিবৃতি : ‘আনন্দমঠ’ উপন্যাসে বিদ্রোহের কথা লেখা হয়েছে।
ব্যাখ্যা ১ : উপন্যাসটিতে সিপাহি বিদ্রোহের কাহিনী ছাপা হয়েছে।
ব্যাখ্যা ২ : ‘আনন্দমঠ’-এ সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে চরিত।
ব্যাখ্যা ৩ : ‘আনন্দমঠ’ নীল বিদ্রোহের চিত্র পাওয়া যায়।
উত্তরঃ ব্যাখ্যা ২ : ‘আনন্দমঠ’-এ সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে চরিত।
২.৫.৩ বিবৃতি : ‘বর্ণপরিচয়’ এক নতুন যুগের সূচনা করে।
ব্যাখ্যা ১ : ‘বর্ণপরিচয়’-এ বাংলা ভাষা নির্দিষ্ট রূপ নেয়।
ব্যাখ্যা ২ : ‘বর্ণপরিচয়’ একটি নীতি বোধমূলক সাহিত্যগ্রন্থ।
ব্যাখ্যা ৩ : ‘বর্ণপরিচয়’ একটি আদর্শ শিশু পাঠ্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : ‘বর্ণপরিচয়’ একটি আদর্শ শিশু পাঠ্য।
২.৫.৪ বিবৃতি : বিশ্বভারতী গড়ে রবীন্দ্রনাথ বিশ্বের কাছে ভারতের চিন্তা ভাবনা তুলে ধরেন।
ব্যাখ্যা ১ : ভারত ও বিশ্বের জ্ঞানচর্চার আদান প্রদানের প্রতিষ্ঠান ছিল।
ব্যাখ্যা ২ : শিল্পকলা চর্চা প্রধান লক্ষ্য ছিল।
ব্যাখ্যা ৩ : গ্রামোন্নয়নের স্বার্থে গঠিত হয়।
উত্তরঃ ব্যাখ্যা ১ : ভারত ও বিশ্বের জ্ঞানচর্চার আদান প্রদানের প্রতিষ্ঠান ছিল।
Long question answer diye
Long question ka answer kotha ……………..
Thank you bro
You are welcome.
Thank you
You are welcome.
Please keep visiting learningscience.co.in
Best Regards.
Sec – C Answer is whyy…?🙁☹️