Sun. Sep 8th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 163

 

ABTA Test Paper 2021-22 History Page 163

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ মানুষের আর্থ-সামাজিক পরিবর্তন, চিন্তাভাবনার বিবর্তন, পােশাক-পরিচ্ছদ ও খাদ্যাভাসের বিবর্তনের ধারা প্রভৃতি-

(ক) আধুনিক অন্তর্জাল ব্যবস্থার উপাদান

(খ) আধুনিক জ্ঞানবিজ্ঞানের উপাদান

(গ) আধুনিক মনস্তাত্ত্বিক-এর উপাদান্ত

(ঘ) আধুনিক ইতিহাস রচনার উপাদান।

উত্তরঃ (ঘ) আধুনিক ইতিহাস রচনার উপাদান।

 

১.২ ‘রসগােল্লার’র আবিষ্কারক-

(ক) হারাধন ময়রা

(খ) হরিপদ মােদক

(গ) হরিদাস ভৌমিক

(ঘ) হরিদাস মােদক।

উত্তরঃ (ক) হারাধন ময়রা

 

১.৩ বিধবা বিবাহ প্রর্বতিত হলে তার পক্ষে জনসমর্থন গড়ে তােলা হয়-

(ক) বামাবােধিনী পত্রিকায়

(খ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়

(গ) সােমপ্রকাশ পত্রিকায়

(ঘ) দিগদর্শন পত্রিকায়।

উত্তরঃ (খ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়

 

১.৪ নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন-

(ক) কালীপ্রসন্ন সিংহ

(খ) রেভারেন্ড জেমস লঙ

(গ) হরিশচন্দ্র মুখার্জি

(ঘ) মাইকেল মধুসূদন দত্ত।

উত্তরঃ (খ) রেভারেন্ড জেমস লঙ (আধুনিক গবেষকের মতে)

ABTA Test Paper 2021-22 History Page 163

 

১.৫ সবাক যুগের ভারতীয় চলচিত্রের প্রথম মাইলস্টোন বলা যায়-

(ক) “রাজা হরিশচন্দ্র’-কে

(খ) এলােকেমন করে’-কে

(গ) দেনা পাওনা ও জামাইষষ্ঠী-কে’

(ঘ) ঋত্বিক ও সত্যজিৎ-কে।

উত্তরঃ (গ) দেনা পাওনা ও জামাইষষ্ঠী-কে’

 

১.৬ বিশ্বের কনিষ্ঠতম নােবেল প্রাপক-

(ক) মাদাম থ্যাচার

(খ) ইন্দিরা গান্ধী মেরী জোনস্

(গ) মেরি জোনস্‌

(ঘ) মালালা ইউসুফজাই

উত্তরঃ (ঘ) মালালা ইউসুফজাই

 

১.৭ একটি ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক নকশা জাতীয় রচনা ছিল না-

(ক) ‘হুতােম প্যাঁচার নকশা

(খ) ‘হা অন্ন’

(গ) ‘বেঙ্গলী’

(ঘ) নীল দর্পণ।

উত্তরঃ (ক) ‘হুতােম প্যাঁচার নকশা

ABTA Test Paper 2021-22 History Page 163

 

১.৮ লালন ফকিরের গানগুলি যে পত্রিকায় রচিত হত-

(ক) প্রবাসী

(খ) অমৃতবাজার

(গ) সম্বাদ প্রভাকর

(ঘ) তত্ত্ববােধিনী।

উত্তরঃ (ক) প্রবাসী

 

১.৯ ১৮৭৮-এর অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়-

(ক) দুটি স্তরে

(খ) তিনটি স্তরে

(গ) চারটি স্তরে

(ঘ) পাঁচটি স্তরে।

উত্তরঃ (খ) তিনটি স্তরে

 

১.১০ “মুণ্ডা বিদ্রোহ”-কে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছিলেন-

(ক) নরহরি কবিরাজ

(খ) দেবী চৌধুরানী

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) ভবানী পাঠক।

উত্তরঃ (ক) নরহরি কবিরাজ

 

১.১১ ড. সুরেন্দ্রনাথ সেন তাঁর

(ক) Eighteen Fifty Seven গ্রন্থে

(খ) Eighteen Fifty Nine গ্রন্থে

(গ) Eighteen Sixty Eight গ্রন্থে

(ঘ) Eighteen Twenty গ্রন্থে দেখিয়েছেন যে, জাতীয়বাদী আন্দোলনের অপরিহার্য উপাদানগুলি মহাবিদ্রোহে ছিল না।

উত্তরঃ (ক) Eighteen Fifty Seven গ্রন্থে

 

১.১২ সিপাই বিদ্রোহের পর ভারতে-

(ক) কোম্পানি শাসনের অবসান ঘটে

(খ) কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান হয়

(গ) অবাধ বাণিজ্যনীতির সূচনা হয়

(ঘ) এর কোনােটিই নয়।

উত্তরঃ (ক) কোম্পানি শাসনের অবসান ঘটে

ABTA Test Paper 2021-22 History Page 163

 

১.১৩ ‘ নিজ আবাদি’ পদ্ধতিটি ১৮৫৯ খ্রিস্টাব্দে-

(ক) মুণ্ডা বিদ্রোহের

(খ) সাঁওতাল বিদ্রোহের

(গ) নীল বিদ্রোহের

(ঘ) ভিল বিদ্রোহের পদ্ধতি ছিল।

উত্তরঃ (গ) নীল বিদ্রোহের

 

১.১৪ ‘ডিং খরচা’ নামে চাঁদা সংগ্রহ করা হত-

(ক) কোল বিদ্রোহে

(খ) ভিল বিদ্রোহে

(গ) রংপুর বিদ্রোহে

(ঘ) পাবনা বিদ্রোহে।

উত্তরঃ (গ) রংপুর বিদ্রোহে

 

১.১৫ দেশকে ‘মা’ বলে কল্পনা করা হয়েছে-

(ক) “পথের দাবী’ উপন্যাসে

(খ) “আনন্দমঠ উপন্যাসে

(গ) গােরা উপন্যাসে

(ঘ) নীলদর্পণ’ নাটকে।

উত্তরঃ (খ) “আনন্দমঠ উপন্যাসে

 

১.১৬ স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদকে কে ‘আধ্যাত্ম সাম্রাজ্যবাদ’ বলেছেন?-

(ক) বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়

(খ) বিপ্লবী হেমচন্দ্র ঘােষ

(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ (ক) বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়

 

১.১৭ ‘বেঙ্গল ক্যামিক্যাল’-এর প্রতিষ্ঠাতা-

(ক) স্যার আশুতােষ মুখার্জি

(খ) রাধানাথ শিকদার

(গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়

(ঘ) আলেকজান্ডার পেডলার।

উত্তরঃ (গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়

 

১.১৮ ‘ক্যালকাটা স্কুল বুক সােসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল-

(ক) ১৮১৪ খ্রিস্টাব্দ

(খ) ১৮১৫ খ্রিস্টাব্দ

(গ) ১৮১৬ খ্রিস্টাব্দ

(ঘ) ১৮১৭ খ্রিস্টাব্দ।

উত্তরঃ (ঘ) ১৮১৭ খ্রিস্টাব্দ

 

১.১৯ ‘হাফটোন ব্লক প্রিন্টিং’ নিয়ে গবেষণা করেন –

(ক) সত্যজিৎ রায়

(খ) উপেন্দ্রকিশাের রায়

(গ) সুকুমার রায়

(ঘ) ময়মন সিংহ রায়।

উত্তরঃ (খ) উপেন্দ্রকিশাের রায়

 

১.২০ ‘মাতৃভাষা মাতৃদুগ্ধ সম’ উক্তিটি হল –

(ক) দ্বারকানাথ ঠাকুরের

(খ) দেবেন্দ্রনাথ ঠাকুরের

(গ) সত্যেন্দ্রনাথ ঠাকুরের

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরের।

উত্তরঃ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরের

ABTA Test Paper 2021-22 History Page 163

 

ABTA Test Paper 2021-22 History Page 163

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

(২.১.১) বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন?

উত্তরঃ  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

 

(২.১.২) ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউ’ কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ  1906 খ্রিস্টাব্দে

 

(২.১.৩) মিশেল ফুকোর রচিত গ্রন্থের নাম কী?

উত্তরঃ শৃঙ্খলা এবং শাস্তি: কারাগারের জন্ম (1975)

 

(২.১.৪) “সকল ধর্মই সত্য” এই কথাটি কে বলেছিলেন?

উত্তরঃ বিবেকানন্দ

ABTA Test Paper 2021-22 History Page 163

 

উপবিভাগ : ২.২

ঠিক বা ভুল নির্ণয় করে :

(২.২.১) মির নিশার আলি বাঁশের কেল্লা বানিয়েছিলেন।

উত্তরঃ ঠিক

(২.২.২) বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেননি জগদীশচন্দ্র বস

উত্তরঃ ভুল

(২.২.৩) ‘রাজকাহিনী’ থেকে ইতিহাস সবটাই হয়ে উঠেছে সাধারণের ইতিহাস হিসেবে

উত্তরঃ  ঠিক

(২.২.৪) ১৮২৯ খ্রিস্টাব্দ আইনের দ্বারা সতীদাহ প্রথা নামক কু-প্রথার অবসান ঘটানাে হয়নি

উত্তরঃ ভুল

ABTA Test Paper 2021-22 History Page 163

 

উপবিভাগ : ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) সাম্য প্রবন্ধ (ক) বিধবা বিবাহ
(২.৩.২) ১৯২৭ খ্রিস্টাব্দ (খ) চতুর্ভুজা ‘ভারতমাতা’
(২.৩.৩) গণস্বাক্ষর (গ) অরণ্য বিষয়ক অপরাধ আইন
(২.৩.৪) অবনীন্দ্রনাথ ঠাকুর (ঘ) ‘বঙ্গদর্শন’ পত্রিকা

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) সাম্য প্রবন্ধ (ঘ) ‘বঙ্গদর্শন’ পত্রিকা
(২.৩.২) ১৯২৭ খ্রিস্টাব্দ (গ) অরণ্য বিষয়ক অপরাধ আইন
(২.৩.৩) গণস্বাক্ষর (ক) বিধবা বিবাহ
(২.৩.৪) অবনীন্দ্রনাথ ঠাকুর (খ) চতুর্ভুজা ‘ভারতমাতা’

ABTA Test Paper 2021-22 History Page 163

 

উপবিভাগ : ২.৪

 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করাে :

(২.৪.১) বারাসত বিদ্রোহের এলাকা

(২.৪.২) বাংলায় ওয়াহাবি আন্দোলনের অন্যতম কেন্দ্র নদীয়া

(২.৪.৩) সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র পুরুলিয়া

(২.৪.৪) তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ।

উত্তরঃ

ABTA Test Paper 2021-22 History Page 163

 

উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করাে :

(২.৫.১) বিবৃতি: রামমােহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন          (১৮২৩ খ্রিস্টাব্দ)।

ব্যাখ্যা ১: সতীদাহ প্রথা বন্ধের অনুরােধ জানিয়ে।

ব্যাখ্যা ২: ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।

ব্যাখ্যা ৩: ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে

উত্তরঃ ব্যাখ্যা ২: ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।

 

(২.৫.২) বিবৃতি : ঐতিহাসিকের লক্ষ্য কী?

ব্যাখ্যা ১: মানব সভ্যতার বির্তনের মধ্যে দিয়ে জ্ঞানবিজ্ঞানের পথ অনুসন্ধান করা।

ব্যাখ্যা ২: আধুনিক ভারতের ইতিহাস তত্ত্বের সাথে সমাজ বিজ্ঞান কে যুক্ত করা।

ব্যাখ্যা ৩: যুগােত্তীর্ণ সর্বকালীন দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে নির্ভরযােগ্য তথ্য অনুসন্ধান করা।

উত্তরঃ ব্যাখ্যা ৩: যুগােত্তীর্ণ সর্বকালীন দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে নির্ভরযােগ্য তথ্য অনুসন্ধান করা।

 

(২.৫.৩) বিবৃতি : তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ “ধর্মীয় আন্দোলন বলে মনে করেন।

ব্যাখ্যা ১: তিতুমির হিন্দুদের আন্দোলনে অংশ নিতে দেননি।

ব্যাখ্যা ২: তিতুমির শুধু মুসলিমদের নিয়ে আন্দোলন চালান।

ব্যাখ্যা ৩: তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি ও আদর্শের প্রাধান্য ছিল।

উত্তরঃ ব্যাখ্যা ৩: তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি ও আদর্শের প্রাধান্য ছিল।

 

(২.৫.৪) বিবৃতি: ১৯২১ খ্রিস্টাব্দ রবীন্দ্রনাথ ঠাকুর “বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

ব্যাখ্যা-১: মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করবার জন্য।

ব্যাখ্যা ২: পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করে তােলার জন্য।

ব্যাখ্যা ৩: প্রাচ্য ও পাশ্চাত্যবাদী শিক্ষার সমন্বয় সাধন করবার জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ৩: প্রাচ্য ও পাশ্চাত্যবাদী শিক্ষার সমন্বয় সাধন করবার জন্য।

 

ABTA Test Paper 2021-22 History Page 163

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 163

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!