Sat. Jul 27th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 333

 

ABTA Test Paper 2021-22 History Page 333

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

১.১ ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন –

(ক) ইংরেজরা

(খ) ওলন্দাজরা

(গ) ফরাসিরা

(ঘ) পর্তুগীজরা

উত্তরঃ (ক) ইংরেজরা

 

১.২ ইন্টারনেটের আবির্ভাব হয় –

(ক) ১৯৪০-র দশকে

(খ) ১৯৫০-র দশকে

(গ) ১৯৬০-র দশকে

(ঘ) ১৯৯০-র দশকে

উত্তরঃ (খ) ১৯৫০-র দশকে

 

১.৩ বিজয়ী মোহনবাগান দল আই এফ এ শিল্ডে পরাজিত করে –

(ক) ওয়েস্ট ইয়র্কশায়ার দলকে

(খ) ইষ্ট ইয়র্কশায়ার দলকে

(গ) সাউথ অয়র্কশায়ার দলকে

(ঘ) নর্থ ইয়র্কশায়ার দলকে

উত্তরঃ (খ) ইষ্ট ইয়র্কশায়ার দলকে

 

১.৪ ‘The Feminine Mystique’ নামক গ্রন্থটির (১৯৬৩ খ্রিস্টাব্দে) রচনাকারী হলেন –

(ক) মেরি ওলস্টনক্রাফট

(খ) লুসি স্টোন

(গ) বেটি ফ্রিয়েডান

(ঘ) জি ফরবেশ

উত্তরঃ (গ) বেটি ফ্রিয়েডান

 

১.৫ ‘বামাবোধিনী’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –

(ক) উমেশচন্দ্র দত্ত

(খ) শিশিরকুমার ঘোষ

(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার

(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তরঃ (ক) উমেশচন্দ্র দত্ত

 

১.৬ ‘সাধারণ জনশিক্ষা কমিটি’ গঠিত হয় –

(ক) ১৮০৩ খ্রিস্টাব্দে

(খ) ১৮১৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮২৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮২৩ খ্রিস্টাব্দে

ABTA Test Paper 2021-22 History Page 333

 

১.৭ ‘নববিধান’ প্রতিষ্ঠা করেছিলেন –

(ক) দয়ানন্দ সরস্বতী

(খ) কেশবচন্দ্র সেন

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) জ্যোতিবা ফুলে

উত্তরঃ (খ) কেশবচন্দ্র সেন

 

১.৮ ‘প্রশ্নোত্তর’ গ্রন্থটি লিখেছিলেন –

(ক) স্বামী বিবেকানন্দ

(খ) জ্যোতিবা ফুলে

(গ) বিজয়কৃষ্ণ গোস্বামী

(ঘ) লালান ফকির

উত্তরঃ (ক) স্বামী বিবেকানন্দ

 

১.৯ জার্মান কৃষিবিদ ভয়েলকার কবে ভারতে আসেন? –

(ক) ১৮৬৪ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৪ খ্রিস্টাব্দে

(গ) ১৯৮৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৯৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯৮৪ খ্রিস্টাব্দে

 

১.১০ কোল বিদ্রোহ (১৮৩১-৩২) অনুষ্ঠিত হয়েছিল –

(ক) মেদিনীপুরে

(খ) ঝাড়গ্রামে

(গ) ছোটনাগপুরে

(ঘ) রাঁচিতে

উত্তরঃ (গ) ছোটনাগপুরে

ABTA Test Paper 2021-22 History Page 333

 

১.১১ বাংলায় নীল চাষের প্রথম উদ্যোগ শুরু করেন –

(ক) লুই বোনার্ড

(খ) কার্ল ক্লাস

(গ) জাঁ ফ্রাঁসোয়া জারিজ

(ঘ) ডেভিস

উত্তরঃ (ক) লুই বোনার্ড

 

১.১২ ‘বাংলার নানাসাহেব’ নামে পরিচিত –

(ক) দিগম্বর বিশ্বাস

(খ) মেঘাই সর্দার

(গ) রামরতন মল্লিক

(ঘ) বিশ্বনাথ সর্দার

উত্তরঃ (গ) রামরতন মল্লিক

 

১.১৩ ‘বন্দেমাতরম’ সঙ্গীতটি রচিত হয় –

(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে

 

১.১৪ ‘ভারত সভা’র কার্যক্রমে যুক্ত ছিলেন –

(ক) কেশবচন্দ্র সেন

(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(ঘ) গগণেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 

১.১৫ এখানে আলাদা গোত্রের উপাদানটি হল –

(ক) ভারতমাতা

(খ) গোরা

(গ) আনন্দমঠ

(ঘ) বর্তমান ভারত

উত্তরঃ (ক) ভারতমাতা

 

১.১৬ ‘ইন্ডিয়ান আনরেস্ট’ গ্রন্থটির লেখক কে? –

(ক) ভ্যালেন্টাইন চিরল

(খ) ডডওয়েল

(গ) দাদাভাই নৌরজি

(ঘ) বিপনচন্দ্র

উত্তরঃ উপরের কোনোটিই নয় (বালগঙ্গাধর তিলক)

 

১.১৭ ভারতে ‘হাফ টোন প্রিন্টিং’ পদ্ধতি প্রবর্তন করেন –

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(খ) সুকুমার রায়

(গ) পঞ্চানন কর্মকার

(ঘ) চার্লস উইলকিনস

উত্তরঃ (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

 

১.১৮ ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরষ্কার পেয়েছিলেন –

(ক) সি ভি রমন

(খ) জগদীশচন্দ্র বসু

(গ) সত্যেন্দ্রনাথ বসু

(ঘ) প্রফুল্লচন্দ্র রায়

উত্তরঃ (ক) সি ভি রমন

 

১.১৯ ‘বসু বিজ্ঞান মন্দির’ কে প্রতিষ্ঠা করেন?

(ক) চন্দ্রমুখী বসু

(খ) আনন্দমোহন বসু

(গ) সত্যেন্দ্রনাথ বসু

(ঘ) জগদীশচন্দ্র বসু

উত্তরঃ (ঘ) জগদীশচন্দ্র বসু

 

১.২০ ভারতে প্রথম রাশিবিজ্ঞান খোলা হয় –

(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়

(খ) যাদবপুর বিশ্ববিদ্যালয়

(গ) স্কটিশচার্চ কলেজ

(ঘ) কলকাতা মেডিক্যাল কলেজ

উত্তরঃ (ঘ) কলকাতা মেডিক্যাল কলেজ

ABTA Test Paper 2021-22 History Page 333

 

ABTA Test Paper 2021-22 History Page 333

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি?

উত্তরঃ জীবনের ঝরাপাতা

২.১.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?

উত্তরঃ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

২.১.৩ ‘বিহু’ কোন্‌ অঞ্চলের নৃত্যশৈলী?

উত্তরঃ অসমে

২.১.৪ আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ রাজা রামমোহন রায়

ABTA Test Paper 2021-22 History Page 333

 

উপবিভাগ : ২.২

ঠিক না ভুল নির্ণয় করো :

২.২.১ ওয়াহাবি শব্দের অর্থ সাম্প্রদায়িক।

উত্তরঃ ভুল

২.২.২ প্রথম সর্বভারতীয় বিদ্রোহ হল সিপাহি বিদ্রোহ।

উত্তরঃ ঠিক

২.২.৩ অ্যাগ্রেরিয়ান লিগ ১৮৭৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

উত্তরঃ ভুল

২.২.৪ দুর্বলতাকে পাপ বলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

উত্তরঃ ভুল

ABTA Test Paper 2021-22 History Page 333

 

উপবিভাগ : ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ যখন ছোটো ছিলাম (১) রামমোহন রায়
২.৩.২ মিরাৎ – উল – আখবার (২) মনিকুন্তলা সেন
২.৩.৩ তমস (৩) সত্যজিৎ রায়
২.৩.৪ সেদিনের কথা (৪) গোবিন্দ নিহালনি

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ যখন ছোটো ছিলাম (৩) সত্যজিৎ রায়
২.৩.২ মিরাৎ – উল – আখবার (১) রামমোহন রায়
২.৩.৩ তমস (৪) গোবিন্দ নিহালনি
২.৩.৪ সেদিনের কথা (২) মনিকুন্তলা সেন

ABTA Test Paper 2021-22 History Page 333

 

উপবিভাগ : ২.৪ 

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থাঙ্গুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো :

২.৪.১ বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র – বারাসাত

২.৪.২ সাঁওতাল বিদ্রোহের এলাকা

২.৪.৩ মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট

২.৪.৪ শ্রীরামপুর

ABTA Test Paper 2021-22 History Page 333

 

উপবিভাগ : ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সাথে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : কালীপ্রসন্ন সিংহ ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থে সমকালীন সলকাতার সমাজ চিত্র অঙ্কন করেন।

ব্যাখ্যা ১ ঃ কালীপ্রসন্ন নিজের অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে চেয়েছিলেন।

ব্যাখ্যা ২ ঃ কালীপ্রসন্ন একজন সমাজ সচেতন মানুষ ছিলেন।

ব্যাখ্যা ৩ ঃ কালীপ্রসন্ন এই ভাবধারায় পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে চেয়েছিলেন।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ কালীপ্রসন্ন এই ভাবধারায় পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে চেয়েছিলেন।

 

২.৫.২ বিবৃতি : ভারতে প্রাচ্য শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটায়।

ব্যাখ্যা ১ : ইংরেজরা ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে চেয়েছিল।

ব্যাখ্যা ২ : ইংরেজরা কম খরচে কেরানিকুল তৈরি করতে চেয়েছিল।

ব্যাখ্যা ৩ : ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষালাভের জন্য আন্দোলন করেছিল।

উত্তরঃ ব্যাখ্যা ১ : ইংরেজরা ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে চেয়েছিল।

 

২.৫.৩ বিবৃতি : ‘বর্তমান ভারত’ গ্রন্থের জাতীয়তাবাদের বীজ বপন করা হয়েছে।

ব্যাখ্যা ১ ঃ গ্রন্থটিতে পাশ্চাত্যের কিছু ভালো দিক তুলে ধরা হয়েছে।

ব্যাখ্যা ২ ঃ গ্রন্থটিতে ভারতীয়দের দুর্বলতাগুলি প্রকাশ করা হয়েছে।

ব্যাখ্যা ৩ ঃ গ্রন্থটিতে ভারতীয়দের দুর্বতাগুলি দূর করে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা দান করা হয়েছে।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ গ্রন্থটিতে ভারতীয়দের দুর্বতাগুলি দূর করে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা দান করা হয়েছে।

 

২.৫.৪ বিবৃতি : ঊনবিংশ শতাব্দীতে ছাপা বই-এর চাহিদা বৃদ্ধি পায়।

ব্যাখ্যা ১ ঃ এই সময় জাতিভেদ প্রথার হ্রাস পেয়েছিল।

ব্যাখ্যা ২ ঃ এই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল।

ব্যাখ্যা ৩ ঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের রাজনৈতিক ক্ষমতা দখন করেছিল।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ এই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল।

 

ABTA Test Paper 2021-22 History Page 333

Thank You

 

ABTA Test Paper 2021-22 History Page 333

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!