Mon. Sep 16th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 356

 

ABTA Test Paper 2021-22 History Page 356

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় –

(ক) উনিশ শতকে

(খ) আঠারো শতকে

(গ) বিংশ শতকে

(ঘ) সপ্তদশ শতকে

উত্তরঃ (গ) বিংশ শতকে

 

১.২ সাব-অলর্টান গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন –

(ক) রমেশচন্দ্র মজুমদার

(খ) ইরফান হাবিব

(গ) রণজিৎ গুহ

(ঘ) ভিনসেন্ট স্মিথ

উত্তরঃ (গ) রণজিৎ গুহ

 

১.৩ ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় –

(ক) ঋত্বিক ঘটককে

(খ) সত্যজিৎ রায়কে

(গ) দাদাসাহেব ফালকে

(ঘ) রাজ কাপুরকে

উত্তরঃ (গ) দাদাসাহেব ফালকে

 

১.৪ ভারতে ক্রিকেট খেলা প্রবর্তন করেন –

(ক) ইংরেজরা

(খ) ওলন্দাজরা

(গ) ফরাসিরা

(ঘ) পর্তুগীজরা

উত্তরঃ (ক) ইংরেজরা

 

১.৫ ‘জীবনের ঝরাপাতা’ আত্মজীবনী হল –

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) মান্না দের

(গ) সরলাদেবী চৌধুরানী

(ঘ) বিপিনচন্দ্র পাল

উত্তরঃ (গ) সরলাদেবী চৌধুরানী

 

১.৬ ‘এ হিস্ট্রি অফ হিন্দু কেমেস্ট্রি’ গ্রন্থের রচয়িতা হলেন –

(ক) জগদীশচন্দ্র বসু

(খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়

(গ) রামচন্দ্র গুহ

(ঘ) অ্যালবার্ট আইনস্টাইন

উত্তরঃ (খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়

 

১.৭ ‘নীলদর্পন’ নাটকটি রচনা করেন –

(ক) দীনবন্ধু মিত্র

(খ) মধুসূধন দত্ত

(গ) কালী প্রসন্ন সিংহ

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়

উত্তরঃ (ক) দীনবন্ধু মিত্র

 

১.৮ দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ‘ব্রহ্মনন্দ’ উপাধি দেন –

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

(খ) দ্বারকানাথ ঠাকুরকে

(গ) কেশবচন্দ্র সেনকে

(ঘ) স্বামী বিবেকানন্দকে

উত্তরঃ (গ) কেশবচন্দ্র সেনকে

 

১.৯ ‘হুতোম প্যাঁচার নকশা’ ছদ্মনাম নামে পরিচিতি হলেন –

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) কালীপ্রসন্ন সিংহ

(গ) কেশবচন্দ্র সেন

(ঘ) উমেশচন্দ্র দত্ত

উত্তরঃ (খ) কালীপ্রসন্ন সিংহ

 

১.১০ ‘চুঁইয়ে পড়া নীতি’র প্রবক্তা হলেন –

(ক) লর্ড বেন্টিক

(খ) ট্মাস মেকলে

(গ) মার্শম্যান

(ঘ) ডিরোজিও

উত্তরঃ (খ) ট্মাস মেকলে

 

১.১১ প্রথম ‘ভারতীয় অরণ্য আইন’ পাশ হয় –

(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

 

১.১২ কে নিজেকে ‘ধরতি আবা’ বলে ঘোষণা করেছেন –

(ক) সিধু

(খ) কানু

(গ) বীরসা মুন্ডা

(ঘ) ভৈরব

উত্তরঃ (গ) বীরসা মুন্ডা

 

১.১৩ বারাসাত বিদ্রোহ নেতৃত্ব দেন –

(ক) বীরসা মুন্ডা

(খ) তিতুমির

(গ) দিগম্বর বিশ্বাস

(ঘ) দুদ মিঞা

উত্তরঃ (খ) তিতুমির

 

১.১৪ নীল কমিশন গঠিত হয় –

(ক) ১৮৫৬ সালে

(খ) ১৮৭৮ সালে

(গ) ১৮৭০ সালে

(ঘ) ১৮৬০ সালে

উত্তরঃ (ঘ) ১৮৬০ সালে

 

১.১৫ ‘Eighteen Fifty Seven’ গ্রন্থের লেখক হলেন –

(ক) রমেশচন্দ্র মজুমদার

(খ) ডঃ সুরেন্দ্রনাথ সেন

(গ) বীর সাভারকার

(ঘ) রণজিৎ গুহ

উত্তরঃ (খ) ডঃ সুরেন্দ্রনাথ সেন

 

১.১৬ উনিশ শতককে ‘সভা সমিতির যুগ’ বলেছেন –

(ক) দ্বারকানাথ ঠাকুর

(খ) ডঃ অনিল শীল

(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(ঘ) রমেশচন্দ্র দত্ত

উত্তরঃ (খ) ডঃ অনিল শীল

 

১.১৭ ‘ভারত সভা’ প্রতিষ্ঠা হয় –

(ক) ১৮৭৭ সালে

(খ) ১৮৭৬ সালে

(গ) ১৮৭০ সালে

(ঘ) ১৮৫৩ সালে

উত্তরঃ (খ) ১৮৭৬ সালে

 

১.১৮ ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা হল –

(ক) বেঙ্গল গেজেট

(খ) দিগদর্শন

(গ) সমাচার দর্পন

(ঘ) সংবাদ সমাচার

উত্তরঃ (গ) সমাচার দর্পন

 

১.১৯ ‘ক্রেসকোগ্রাফ’ গ্রন্থটির আবিষ্কারক হলেন –

(ক) মেঘনাদ সাহা

(খ) মহেন্দ্রলাল সরকার

(গ) প্রফুল্লচন্দ্র রায়

(ঘ) জগদীশচন্দ্র বসু

উত্তরঃ (ঘ) জগদীশচন্দ্র বসু

ABTA Test Paper 2021-22 History Page 356

 

১.২০ ‘আনন্দমঠ’ উপন্যাস আছে –

(ক) সাঁওতাল বিদ্রোহের

(খ)মুন্ডা বিদ্রোহের

(গ) মহাবিদ্রোহের

(ঘ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের কথা

উত্তরঃ (ঘ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের কথা

ABTA Test Paper 2021-22 History Page 356

 

ABTA Test Paper 2021-22 History Page 356

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ রবীন্দ্রনাথের আত্মজীবনীর নাম কী?

উত্তরঃ জীবনস্মৃতি

২.১.২ ‘বন্দেমাতরম’ পত্রিকার স্মপাদক কে ছিলেন?

উত্তরঃ অরবিন্দ ঘোষ

২.১.৩ ‘হিন্দু বালিকা বিদ্যালয়’ বর্তমান কী নামে পরিচিত?

উত্তরঃ বেথুন স্কুল

২.১.৪ ‘দ্য সাইলেন্ট স্প্রিং’ কার লেখা?

উত্তরঃ রাসেল কার্সন

ABTA Test Paper 2021-22 History Page 356

 

উপবিভাগ : ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১ ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

উত্তরঃ ভুল

২.২.২ ‘বর্তমান ভারত’ সুভাষচন্দ্র বসুর লেখা।

উত্তরঃ ভুল

২.২.৩ ‘বিধবা বিবাহ আইন’ পাশ হয় ১৮৫৬ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ঠিক

২.২.৪ মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন ডঃ রমেশচন্দ্র মজুমদার।

উত্তরঃ ভুল

ABTA Test Paper 2021-22 History Page 356

 

উপবিভাগ : ২.৩ 

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ কলকাতা মাদ্রাসা (ক) সুকুমার রায়
২.৩.২ আবোল তাবোল (খ) দিগম্বর বিশ্বাস
২.৩.৩ ভারত সভা (গ) ওয়ারেন হেস্টিংস
২.৩.৪ নীল বিদ্রোহ (ঘ) আনন্দমোহন বসু

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ কলকাতা মাদ্রাসা (গ) ওয়ারেন হেস্টিংস
২.৩.২ আবোল তাবোল (ক) সুকুমার রায়
২.৩.৩ ভারত সভা (ঘ) আনন্দমোহন বসু
২.৩.৪ নীল বিদ্রোহ (খ) দিগম্বর বিশ্বাস

ABTA Test Paper 2021-22 History Page 356

 

উপবিভাগ : ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :

২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা

২.৪.২ ফরাজি আন্দোলনের কেন্দ্র

২.৪.৩ দিল্লি-মহাবিদ্রোহের কেন্দ্র

২.৪.৪ শান্তিনিকেতন

ABTA Test Paper 2021-22 History Page 356

 

 উপবিভাগ : ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : ‘হুতোম প্যাঁচার নকশা’ বিদ্রুপ জাতীয় রচনা।

ব্যাখ্যা ১ ঃ এতে ইংরেজ সরকারের সমাচোলনা করা হয়।

ব্যাখ্যা ২ ঃ এতে কলকাতার বাবু সমাজের বিদ্রুপ করা হয়েছে।

ব্যাখ্যা ৩ ঃ এতে বাংলার রাজাদের সমালোচনা করা হয়েছে।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ এতে কলকাতার বাবু সমাজের বিদ্রুপ করা হয়েছে।

 

২.৫.২ বিবৃতি : সরলাদেবীর ‘লক্ষ্মীর ভান্ডার’ স্থাপন করা হয়েছিল।

ব্যাখ্যা ১ ঃ স্বদেশী পণ্য বিক্রির জন্য।

ব্যাখ্যা ২ ঃ লক্ষ্মীদেবীর আরাধনায় অর্থের যোগান দেওয়ার জন্য।

ব্যাখ্যা ৩ ঃ বিদেশী পন্য বয়কট করার জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ বিদেশী পন্য বয়কট করার জন্য।

 

২.৫.৩ বিবৃতি : ১৮১৭ খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়।

ব্যাখ্যা ১ ঃ ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্দেশ্যে।

ব্যাখ্যা ২ ঃ এদেশে হিন্দু ভাবধারা প্রসারের উদ্দেশ্যে।

ব্যাখ্যা ৩ ঃ জাতীয়তাবাদ প্রসারের জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্দেশ্যে।

 

২.৫.৪ বিবৃতি : ১৮৫৭ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ করা হয়।

ব্যাখ্যা ১ : এর দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে।

ব্যাখ্যা ২ ঃ এর দ্বারা সিপাহিদের পুরস্কৃত করা হয়।

ব্যাখ্যা ৩ ঃ এর দ্বারা ব্রিটিশ সাম্রাজ্যের অবসান হয়।

উত্তরঃ ব্যাখ্যা ১ : এর দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে।

 

ABTA Test Paper 2021-22 History Page 356

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 356

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!