Sat. Jul 27th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 378

 

ABTA Test Paper 2021-22 History Page 378

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ বৈজ্ঞানিক ইতিহাসের জনক –

(ক) হেরোডোটাস

(খ) থুকিদিদিস

(গ) ইরফান হাবিব

(ঘ) ই এইচ কার

উত্তরঃ (খ) থুকিদিদিস

 

১.২ পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা –

(ক) কুস্তি

(খ) হকি

(গ) হা-ডু-ডু

(ঘ) ফুটবল

উত্তরঃ (গ) হা-ডু-ডু

 

১.৩ চলচ্চিত্রের জনক –

(ক) সত্যজিৎ রায়

(খ) দাদা সাহেব ফালকে

(গ) অগাস্ট লুমিয়ের ও লুই লুমিয়ের

(ঘ) টমাস আলভা এডিসন

উত্তরঃ (খ) দাদা সাহেব ফালকে

 

১.৪ ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ –

(ক) ঋকবেদ

(খ) বৌদ্ধ জাতক

(গ) বাংলার ইতিহাস

(ঘ) রাজতরঙ্গিনী

উত্তরঃ (ঘ) রাজতরঙ্গিনী

 

১.৫ বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা –

(ক) বেঙ্গল গেজেট

(খ) সমাচার দর্পন

(গ) সম্বাদ কৌমুদি

(ঘ) বামাবোধিনী

উত্তরঃ উপরের কোনোটিই নয় (দিগদর্শণ)

 

১.৬ ভারতের বেকন –

(ক) হরিনাথ মজুমদার

(খ) গিরিশচন্দ্র ঘোষ

(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(ঘ) অক্ষয় কুমার দত্ত

উত্তরঃ (ঘ) অক্ষয় কুমার দত্ত

 

১.৭ ‘ক্যালকাটা স্কুল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন –

(ক) রাধাকান্ত দেব

(খ) রাজা রামমোহন রায়

(গ) ডেভিড হেয়ার

(ঘ) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ (গ) ডেভিড হেয়ার

 

১.৮ ‘গোলদিঘির গোলামখানা’ বলে ব্যঙ্গ করা হত –

(ক) প্রেসিডেন্সি কলেজকে

(খ) ফোর্ট উইলিয়াম কলেজকে

(গ) বেথুন স্কুলকে

(ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়কে

উত্তরঃ (ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়কে

 

১.৯ ভারতে প্রথম অরণ্য আইন চালু হয় –

(ক) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৬৫ খ্রিস্টাব্দে

 

১.১০ সাঁওতাল বিদ্রোহকে ভারতের প্রথম সশস্ত্র বিপ্লব বলেছেন –

(ক) ঐতিহাসিক হান্টার

(খ) জে বি নটন

(গ) সুপ্রকাশ রায়

(ঘ) রোমিলা থাপার

উত্তরঃ (গ) সুপ্রকাশ রায়

ABTA Test Paper 2021-22 History Page 378

 

১.১১ ভারতের যে বিদ্রোহ প্রথম গেরিলা যুদ্ধ পদ্ধতি অনুসরণ করে –

(ক) মুন্ডা বিদ্রোহ

(খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

(গ) চুয়াড় বিদ্রোহ

(ঘ) খাসি বিদ্রোহ

উত্তরঃ (ক) মুন্ডা বিদ্রোহ

 

১.১২ ‘দার-উল-হারব’ কথার অর্থ –

(ক) নবজাগরণ

(খ) ধর্মীয় দেশ

(গ) বিধর্মীর দেশ

(ঘ) বিশৃঙ্খলার দেশ

উত্তরঃ (গ) বিধর্মীর দেশ

 

১.১৩ ভারতের মেকিয়াভেলি নামে খ্যাত –

(ক) তাঁতিয়া টোপি

(খ) লক্ষ্মীবাঈ

(গ) নানা সাহেব

(ঘ) কুনুয়ার সিং

উত্তরঃ ফড়নবীশকে

ABTA Test Paper 2021-22 History Page 378

 

১.১৪ ‘বিদেশের ঠাকুর ফেলিয়া স্বদেশের কুকুরও পূজা করিব’ বলেন –

(ক) অক্ষয়কুমার দত্ত

(খ) বিনবা ভাবে

(গ) ঈশ্বর গুপ্ত

(ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

উত্তরঃ (গ) ঈশ্বর গুপ্ত

 

১.১৫ রাজনৈতিক সমিতি গঠনের প্রথম পদক্ষেপ –

(ক) ভারত সভা

(খ) জাতীয় কংগ্রেস

(গ) জমিদার সভা

(ঘ) জাতীয় সম্মেলন

উত্তরঃ (ক) ভারত সভা

 

১.১৬ হিন্দু মেলার অপর নাম –

(ক) মাঘি মেলা

(খ) বসন্ত মেলা

(গ) বৈশাখী মেলা

(ঘ) চৈত্র মেলা

উত্তরঃ (ঘ) চৈত্র মেলা

 

১.১৭ বাংলা মুদ্রন শিল্পের জনক –

(ক) চার্লস উইলকিনস

(খ) পঞ্চানন কর্মকার

(গ) রাজা রামমোহন রায়

(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ (ক) চার্লস উইলকিনস

ABTA Test Paper 2021-22 History Page 378

 

১.১৮ প্রথম সচিত্র বাংলা বই –

(ক) অন্নাদামঙ্গল

(খ) কথামালা

(গ) ছোটোদের রামায়াণ

(ঘ) তোতা ইতিহাস

উত্তরঃ (ক) অন্নাদামঙ্গল

 

১.১৯ ‘হাফটোন ব্লক প্রচলন করেন –

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) পঞ্চানন কর্মকার

(গ) চার্লস উইলকিনস

(ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

উত্তরঃ (ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

ABTA Test Paper 2021-22 History Page 378

 

১.২০ ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন –

(ক) ডঃ জেনার

(খ) রোনাল্ড রস

(গ) লুই পাস্তুর

(ঘ) জগদীশচন্দ্র বসু

উত্তরঃ (গ) লুই পাস্তুর

ABTA Test Paper 2021-22 History Page 378

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ কাকে ‘উড়ন্ত শিখ’ বলা হয়?

উত্তরঃ মিলখা সিং

২.১.২ ‘কাঙাল হরিনাথ’ নামে কে পরিচিত ছিলেন?

উত্তরঃ হরিনাথ মজুমদার

২.১.৩ ভারতের প্রথম কৃষক বিদ্রোহে নাম লেখো।

উত্তরঃ সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

২.১.৪ কলকাতা এলবার্ট হলের বর্তমানে নাম কী?

উত্তরঃ ইন্ডিয়ান কফি হাউস

ABTA Test Paper 2021-22 History Page 378

 

উপবিভাগ : ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১ ফ্রান্সের সেনে ফেল্ডার পাথরের মাধ্যমে লেখার পথিকৃত।

উত্তরঃ ঠিক

২.২.২ ভারতীয় চলচ্চিত্র পৃথিবীর মধ্যে প্রথম বৃহত্তম চলচ্চিত্র শিল্প।

উত্তরঃ ভুল

২.২.৩ ‘হিন্দু প্যাট্রিয়ট’ ভারতের প্রথম জাতীয় পত্রিকা।

উত্তরঃ ঠিক

২.২.৪ ১৯০৬ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার রাঁচিতে প্রতিষ্ঠা করে ‘ইম্পিরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট’।

উত্তরঃ ভুল

ABTA Test Paper 2021-22 History Page 378

 

উপবিভাগ : ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ সংবাদ প্রভাকর (ক) ১৮৮২ খ্রিস্টাব্দ
২.৩.২ লিথোগ্রাফ (খ) হো উপজাতির আন্দোলন
২.৩.৩ তানা ভগৎ (গ) ছাপার একটি ধাপ
২.৩.৪ আনন্দমঠ (ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ সংবাদ প্রভাকর (ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
২.৩.২ লিথোগ্রাফ (গ) ছাপার একটি ধাপ
২.৩.৩ তানা ভগৎ (খ) হো উপজাতির আন্দোলন
২.৩.৪ আনন্দমঠ (ক) ১৮৮২ খ্রিস্টাব্দ

ABTA Test Paper 2021-22 History Page 378

 

উপবিভাগ : ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :

২.৪.১ ভারতে প্রথম স্থানীয় ইতিহাস লেখা হয় – কাশ্মীর

২.৪.২ ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়ের শহর – কলকাতা

২.৪.৩ চুয়াড় বিদ্রোহের এলাকা জঙ্গল মহল

২.৪.৪ মহাবিদ্রোহের কেন্দ্র – মিরাট

ABTA Test Paper 2021-22 History Page 378

 

উপবিভাগ : ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : সারা পৃথিবীতেই ছাপা বইয়ের জনক বলা হয় জোহানেস গুটেনবার্গকে।

ব্যাখ্যা ১ ঃ তিনি ছাপাখানায় আধুনিকতা আনেন।

ব্যাখ্যা ২ ঃ তাঁর হাতেই ছাপাখানার সূত্রপাত।

ব্যাখ্যা ৩ ঃ তিনি লোহার হরফ তৈরি করেন।

উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ তিনি ছাপাখানায় আধুনিকতা আনেন।

 

২.৫.২ বিবৃতি ঃ সাধারণ ও প্রান্তিক মানুষের কথা ইতিহাসে স্থান পেয়েছে।

ব্যাখ্যা ১ ঃ এঁরা সংখ্যায় অধিক বলে।

ব্যাখ্যা ২ ঃ যে কোনো সময় গণবিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে।

ব্যাখ্যা ৩ ঃ এঁরাই প্রকৃত ইতিহাসের স্রষ্টা বলে।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ এঁরাই প্রকৃত ইতিহাসের স্রষ্টা বলে।

 

২.৫.৩ বিবৃতি : উনিশ শতক বাংলাত শিক্ষা ও সংস্কৃতির ইতিহাসে এক যুগ সন্ধিক্ষণ।

ব্যাখ্যা ১ ঃ বাংলায় ব্রিটিশ শাসনের রমরমা বলে।

ব্যাখ্যা ২ ঃ পুরাতন শিক্ষা ও সংস্কৃতির বদলে আধুনিক শিক্ষা ও সংস্কৃতির প্রচলিত হয়।

ব্যাখ্যা ৩ ঃ রাজতন্ত্রের অবসান হওয়ায়।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ পুরাতন শিক্ষা ও সংস্কৃতির বদলে আধুনিক শিক্ষা ও সংস্কৃতির প্রচলিত হয়।

 

২.৫.৪ বিবৃতি ঃ ভারতের প্রথম দিকের কৃষক আন্দোলনগুলি পরিচালিত হয় ধর্মীয় নামাবলি গায়ে দিয়ে।

ব্যাখ্যা ১ ঃ মানুষ ছিল তখন খুবই ধর্ম ভীরু।

ব্যাখ্যা ২ ঃ ধর্মই মানুষকে রক্ষা করবে এই আশায়।

ব্যাখ্যা ৩ ঃ জনসমর্থন আদায় ও পুলিশের চোখে ধুলো দিতে।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ জনসমর্থন আদায় ও পুলিশের চোখে ধুলো দিতে।

 

ABTA Test Paper 2021-22 History Page 378

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 378

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!