Sat. Dec 21st, 2024

ABTA Test Paper 2021-22 History Page 632

 

ABTA Test Paper 2021-22 History Page 632

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি –

(ক) উপন্যাস

(খ) কাব্যগ্রন্থ

(খ) জীবনীগ্রন্থ

(ঘ) আত্মজীবনী

উত্তরঃ (ঘ) আত্মজীবনী

 

১.২ ‘সোমপ্রকাশ’ ছিল একটি –

(ক) দৈনিক পত্রিকা

(খ) সাপ্তাহিক

(গ) মাসিক পত্রিকা

(ঘ) পাক্ষিক পত্রিকা

উত্তরঃ (খ) সাপ্তাহিক

 

১.৩ মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল –

(ক) ১৮৯০ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯১১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯১১ খ্রিস্টাব্দে

 

১.৪ ভারতীয়রা যাদের কাছ থেকে আলুর ব্যবহার শিখেছিল –

(ক) পর্তুগীজ

(খ) ইংরেজ

(গ) মোগল

(ঘ) ওলন্দাজ

উত্তরঃ (ক) পর্তুগীজ

 

১.৫ ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন –

(ক) উমেশচন্দ্র দত্ত

(খ) শিশিরকুমার ঘোষ

(গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

(ঘ) কৃষ্ণচন্দ্র মজুমদার

উত্তরঃ (ক) উমেশচন্দ্র দত্ত

 

১.৬ ‘নববিধান’ প্রতিষ্ঠা করেন –

(ক) দয়ানন্দ সরস্বতী

(খ) কেশবচন্দ্র সেন

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) কেশবচন্দ্র সেন

 

১.৭ সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় –

(ক) ১৭১৭ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮১৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে

 

১.৮ ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ করেন –

(ক) কালীপ্রসন্ন সিংহ

(খ) মাইকেল মধুসূদন দত্ত

(গ) রেভারেন্ড জেমস লং

(ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

উত্তরঃ (গ) রেভারেন্ড জেমস লং

 

১.৯ সতীদাহ প্রথা রদ হয় –

(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে

(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে

(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৩১ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে

 

১.১০ কোল বিদ্রোহ (১৮৩১-৩১ খ্রিস্টাব্দে) সংঘটিত হয়েছিল –

(ক) মেদিনীপুরে

(খ) ছোটনাগপুরে

(গ) রাঁচিতে

(ঘ) ঝাড়গ্রামে

উত্তরঃ (খ) ছোটনাগপুরে

 

১.১১ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় –

(ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

 

১.১২ ‘খঁৎকাঠি’ প্রথা হল –

(ক) খাসজমির মালিকানা

(খ) জমিদারী প্রথা

(গ) জমির যৌথ মালিকানা

(ঘ) বেগার প্রথা

উত্তরঃ (গ) জমির যৌথ মালিকানা

 

১.১৩ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল –

(ক) ভারত সভা

(খ) ভারতের জাতীয় কংগ্রেস

(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

(ঘ) ল্যান্ড হোল্ডারস সোসাইটি

উত্তরঃ (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

 

১.১৪ ‘ভারতমাতা’ চিত্রটি অঙ্কন করেন –

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(গ) গগনেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) নন্দলাল বসু

উত্তরঃ (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর

 

১.১৫ ১৯৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলে উল্লেখ করেছেন –

(ক) রমেশচন্দ্র মজুমদার

(খ) সুরেন্দ্রনাথ সেন

(গ) বিনায়ক দামোদর সাভারকার

(ঘ) দাদাভাই নৌরজী

উত্তরঃ (গ) বিনায়ক দামোদর সাভারকার

 

১.১৬ ভারতের ইস্টিন্ডিয়া কোম্পানীর শাসনের অবসান ঘটে –

(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

ABTA Test Paper 2021-22 History Page 632

 

১.১৭ ভারতে ‘হাফটোন প্রিন্টিং’ পদ্ধতি প্রবর্তন করেন –

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(খ) সুকুমার রায়

(গ) পঞ্চানন কর্মকার

(ঘ) চার্লস উইলকিনস

উত্তরঃ (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

ABTA Test Paper 2021-22 History Page 632

 

১.১৮ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল –

(ক) বর্ণপরিচয়

(খ) এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ

(গ) অন্নদামঙ্গল

(ঘ) মঙ্গলসমাচার মতিয়ের

উত্তরঃ (খ) এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ

 

১.১৯ ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠিত হয়েছিল –

(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯১১ খ্রিস্টাব্দে

(গ) ১৯১৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২০ খ্রিস্টাব্দে

উত্তরঃ উপরের কোনোটিই নয় (১৯২১ খ্রিস্টাব্দে)

 

১.২০ ‘বর্ণপরিচয়’ প্রকাশিত হয়েছিল –

(ক) ১৮৪৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে

ABTA Test Paper 2021-22 History Page 632

ABTA Test Paper 2021-22 History Page 632

 

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কী?

উত্তরঃ সত্তর বৎসর

২.১.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যের নাম কী?

উত্তরঃ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

২.১.৩ কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়?

উত্তরঃ ১৮৬০ খ্রিস্টাব্দে

২.১.৪ বসুবিজ্ঞান মন্দির কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৭০ খ্রিস্টাব্দে

ABTA Test Paper 2021-22 History Page 632

 

উপবিভাগ ঃ ২.২ 

ঠিক বা ভুল নির্ণয় করো ঃ

২.২.১ লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী।

উত্তরঃ ভুল

২.২.২ ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করে।

উত্তরঃ ঠিক

২.২.৩ ফরাজী শব্দের অর্থ নবজাগরণ।

উত্তরঃ ভুল

২.২.৪ বেঙ্গল কেমিক্যালস-এর প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়।

উত্তরঃ ঠিক

ABTA Test Paper 2021-22 History Page 632

 

উপবিভাগ ঃ ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও ঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ গ্রামবার্তা প্রকাশিকা (১) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২.৩.২ বঙ্গদর্শন (২) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
২.৩.৩ হাফটোন পদ্ধতি (৩) স্বামী বিবেকানন্দ
২.৩.৪ বর্তমান ভারত (৪) হরিনাথ মজুমদার

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ গ্রামবার্তা প্রকাশিকা (৪) হরিনাথ মজুমদার
২.৩.২ বঙ্গদর্শন (১) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২.৩.৩ হাফটোন পদ্ধতি (২) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
২.৩.৪ বর্তমান ভারত (৩) স্বামী বিবেকানন্দ

ABTA Test Paper 2021-22 History Page 632

 

উপবিভাগ ঃ ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ

২.৪.১ বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত।

২.৪.২ নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া

২.৪.৩ মহাবিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর

২.৪.৪ সাঁওতাল বিদ্রোহের এলাকা

ABTA Test Paper 2021-22 History Page 632

 

উপবিভাগ ঃ ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো ঃ

২.৫.১ রবীন্দ্রনাথ ঠাকুর উপনিবেশিক শিক্ষাব্যবস্থা পছন্দ করতেন না –

ব্যাখ্যা ১ ঃ এই শিক্ষাব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ।

ব্যাখ্যা ২ ঃ কারণ এই শিক্ষাব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।

ব্যাখ্যা ৩ ঃ কারণ এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ কারণ এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না।

 

২.৫.২কোল বিদ্রোহ (১৮৩১-৩২) মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল –

ব্যাখ্যা ১ ঃ কোল জনগণ ব্রিটিশ কোম্পানীর হাত থেকে দেশের শাসনক্ষমতা দখল করতে চেয়েছিল।

ব্যাখ্যা ২ ঃ ছোটনাগপুর অঞ্চলে কোম্পানীর শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল।

ব্যাখ্যা ৩ ঃ কোল বিদ্রোহে দেশীয় বুদ্ধিজীবী সম্প্রদায় নেতৃত্ব দিয়েছিল।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ ছোটনাগপুর অঞ্চলে কোম্পানীর শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল।

 

২.৫.৩ বিবৃতি ঃ রাজা রামমোহন রায় লর্ড আর্মহাস্টকে চিঠি লিখেছিলেন –

ব্যাখ্যা ১ ঃ সতীদাহ প্রথা বন্ধ করার জন্য আবেদন হিসাবে।

ব্যাখ্যা ২ ঃ ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের উদ্যোগী হওয়ার আবেদন হিসাবে।

ব্যাখ্যা ৩ ঃ ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারে উদ্যগী হওয়ার আবেদন হিসাবে।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের উদ্যোগী হওয়ার আবেদন হিসাবে।

 

২.৫.৪ বিবৃতি ঃ ঊনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত –

ব্যাখ্যা ১ ঃ কারণ শুধুমাত্র গ্রামবাংলায় নবজাগরণ হয়েছিল।

ব্যাখ্যা ২ ঃ কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে।

ব্যাখ্যা ৩ ঃ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।

 

ABTA Test Paper 2021-22 History Page 632

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 632

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!