ABTA Test Paper 2021-22 Life Science Page440
ABTA Test Paper 2021-22 Life Science Page440
বিভাগ – ‘ক’
1) প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো (সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক):
1.1 সংশ্লেষ হয় ইন্টারফেজের –
(ক) G₁ দশায়
(খ) S দশায়
(গ) G₂ দশায়
(ঘ) G₀ দশায়
উত্তরঃ (খ)
1.2 কোশচক্রের সঠিক ক্রমটি নির্ধারণ করো –
(ক) G₁ – S – G₂ – M
(খ) M – S – G₁ – G₂
(গ) S – G₁ – M – G₂
(ঘ) G₁ – G₂ – S – M
উত্তরঃ (ক)
1.3 প্রদত্ত কোন্ ফাইটোহরমোন পর্বমধ্যের বৃদ্ধি ঘটিয়ে কান্ডের দৈর্ঘ্য বাড়ায়? –
(ক) অক্সিন
(খ) ফ্লোরিজেন
(গ) জিব্বেরেলিন
(ঘ) কাইনিন
উত্তরঃ (গ)
1.4 রুইমাছের জোড় পাখনাগুলি হল –
(ক) বক্ষ ও পুচ্ছ পাখনা
(খ) শ্রোণি ও পৃষ্ঠ পাখনা
(গ) পৃষ্ঠ ও পায়ু পাখনা
(ঘ) বক্ষ ও শ্রোণি পাখনা
উত্তরঃ (ঘ)
ABTA Test Paper 2021-22 Life Science Page440
1.5 চোখের যে স্তরটি আলোক উত্তেজনায় উত্তেজিত হয়, তা হল –
(ক) স্ক্লেরা
(খ) কোরয়েড
(গ) রেটিনা
(ঘ) কর্ণিয়া
উত্তরঃ (গ)
1.6 সঠিক জোড়াটি নির্বাচন করো –
(ক) সিসমোন্যাস্টি – বনচাঁড়ালের পার্শ্বফলক
(খ) ফটোট্যাকটিক – ফার্নের শুক্রাণুর ডিম্বানুর দিকে গমন
(গ) থার্মোন্যাস্টি – টিউলিপ ফুলের প্রস্ফুটিত হওয়া
(ঘ) কেমোন্যাস্টি – লজ্জাবতী পাতার মুদে যাওয়া
উত্তরঃ (গ)
1.7 দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হল –
(ক) থ্যালামাস
(খ) লঘুমস্তিষ্ক
(গ) হাইপোথ্যালামাস
(ঘ) সুষুম্নাশীর্ষক
উত্তরঃ (গ)
ABTA Test Paper 2021-22 Life Science Page440
1.8 মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম সংযুক্তিগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? –
(ক) 44A+XY
(খ) 44A+XX
(গ) 44A+XY
(ঘ) 44A+XXY
উত্তরঃ (ক)
1.9 ক্রোমোজোমের প্রান্তীয় অঞ্চলকে বলে –
(ক) সেন্ট্রোমিয়ার
(খ) ক্রোমোমিয়ার
(গ) গৌণ খাঁজ
(ঘ) টেলোমিয়ার
উত্তরঃ (ঘ)
1.10 একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের (TT) সঙ্গে একটি সংকর লম্বা (Tt) মটর গাছের ইতর পরাগযোগ ঘটালে F জনুতে উৎপন্ন বিশুদ্ধ লম্বা মটর গাছের পরিমাণ হবে –
(ক) ৫০%
(খ) ২৫%
(গ) ৭৫%
(ঘ) ১০০%
উত্তরঃ (ক)
1.11 নীচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের হলুদ ও কুঞ্চিত জিনোটাইপের জন্য দায়ী? –
(ক) YYRR ও yyrr
(খ) YyRR ও YyRr
(গ) yyRR ও yyRR
(ঘ) YYrr ও Yyrr
উত্তরঃ (ঘ)
1.12 বংশগতির একক হল –
(ক) ক্রোমোজোম
(খ) জিন
(গ) DNA
(ঘ) RNA
উত্তরঃ (খ)
1.13 মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত সঠিক বক্তব্যটি নির্ধারন করো –
(ক) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফূরণ ঘটায়
(খ) জীবের জনন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়
(গ) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে
(ঘ) পুনরুৎপাদনে সাহায্য করে
উত্তরঃ (গ)
1.14 হিমোফিলিয়া-B রোগটি দেখা যায় যে ফ্যাক্টরের ত্রুটির কারণে তা হল –
(ক) ফ্যাক্টর VIII
(খ) ফ্যাক্টর IX
(গ) ফ্যাক্টর XI
(ঘ) ফ্যাক্টর VII
উত্তরঃ (খ)
1.15 মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নীচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? –
(ক) রোলার জিভ
(খ) হিমোফিলিয়া
(গ) থ্যালাসেমিয়া
(ঘ) কানের মুক্ত লতি
উত্তরঃ (খ)
ABTA Test Paper 2021-22 Life Science Page440
বিভাগ – খ
2) নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :
নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে কোন পাঁচটি)
2.1
উত্তরঃ সিলিয়া
2.2
উত্তরঃ অ্যাড্রিনালিন
2.3
উত্তরঃ মাঝখানে
2.4
উত্তরঃ সিয়ন
2.5
উত্তরঃ প্রকট
2.6
উত্তরঃ পৃথকীভবনের সূত্র
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) :
2.7
উত্তরঃ সত্য
2.8
উত্তরঃ সত্য
2.9
উত্তরঃ মিথ্যা
2.10
উত্তরঃ সত্য
2.11
উত্তরঃ মিথ্যা
2.12
উত্তরঃ মিথ্যা
A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোরটি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) :
A স্তম্ভ | B স্তম্ভ |
2.13 | (ক) |
2. 14 | (খ) |
2.15 | (গ) |
2. 16 | (ঘ) |
2.17 | (ঙ) |
2.18 | (চ) |
(ছ) |
উত্তরঃ
A স্তম্ভ | B স্তম্ভ |
2.13 | (ঙ) |
2. 14 | (গ) |
2.15 | (চ) |
2. 16 | (খ) |
2.17 | (ক) |
2.18 | (ঘ) |
ABTA Test Paper 2021-22 Life Science Page440
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছ’টি) :
2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো :
উত্তরঃ ধূসর বস্তু
2.20
উত্তরঃ ইনসুলিন
2.21
উত্তরঃ বক্রতা ব্যাসার্ধ কে বাড়িয়ে কমিয়ে প্রতিবিম্ব তৈরী হতে সাহায্য করে।
2.22
উত্তরঃ ডিম্বকত্বক
2.23
উত্তরঃ ত্বক সংকুচিত হয়
2.24
উত্তরঃ মৌমাছি
2.25
উত্তরঃ কৃত্রিম অঙ্গজ জনন
2.26
উত্তরঃ 9 : 3 : 3 : 1
ABTA Test Paper 2021-22 Life Science Page440