Sun. Sep 8th, 2024

Class 10 Life Science Chapter 4 MCQ Part 1

অভিব্যক্তি ও অভিযোজন (MCQ)

Class 10 Life Science Chapter 4 MCQ Part 1


 1. Question  :

ঘোড়ার অভিব্যক্তিতে যে সজ্জাক্রমটি সঠিক, তা হল –

Options :

(A)  ইত্তহিপ্পাস → ইকুয়াস → মেরিচিপ্পাস → প্লায়োহিপ্পাস → মেসোহিপ্পাস 

(B)  ইকুয়াস → প্লায়োহিপ্পাস → মেরিচিপ্পাস → মেসোহিপ্পাস → ইত্তহিপ্পাস 

(C) মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস → ইত্তহিপ্পাস → ইকুয়াস  → প্লায়োহিপ্পাস 

(D) ইত্তহিপ্পাস → মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস → প্লায়োহিপ্পাস → ইকুয়াস

Ans : (D) ইত্তহিপ্পাস → মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস → প্লায়োহিপ্পাস → ইকুয়াস


2. Question  :

যেটি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য –

Options :

(A) উৎপত্তিগতভাবে একই 

(B)  গঠনগতভাবে একই 

(C) কাজ একই কিন্তু উৎপত্তিগতভাবে ভিন্ন 

(D) অভিসারী বিবর্তনকে নির্দেশ করে 

Ans : (C) কাজ একই কিন্তু উৎপত্তিগতভাবে ভিন্ন 


3. Question  :

ডারউইনবাদের মূল প্রতিবন্ধকতা হল –

Options :

(A) এখানে যোগ্যতমের বংশগতি বর্ণনা করা হয় 

(B)  এখানে যোগ্যতমের উদবর্তন বর্ণনা করা হয়নি  

(C) এখানে প্রকরণের প্রক্রিয়া বর্ণনা করা হয়নি  

(D) এখানে জীবের উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করা হয়নি  

Ans : (C) এখানে প্রকরণের প্রক্রিয়া বর্ণনা করা হয়নি  


4. Question  :

পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল –

Options :

(A) অন্য গ্রহে 

(B)  মাটিতে 

(C) সমুদ্রের জলে 

(D) অন্তরীক্ষে 

Ans : (C) সমুদ্রের জলে 


5. Question  :

পৃথিবী সৃষ্টি সময় যে গ্যাসটি পৃথিবীতে ছিল না তা হল –

Options :

(A) মিথেন 

(B) অ্যামোনিয়া 

(C) অক্সিজেন 

(D) জলীয় বাষ্প 

Ans : (C) অক্সিজেন 


6. Question  :

অজৈব পদার্ধ থেকে জৈব পদার্ধ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন –

Options :

(A) হ্যালহেড 

(B) ওপারিন   

(C) স্ট্যানলে মিলার ও হ্যারল্ড উরে 

(D) সিডনি ফক্স 

Ans : (C) স্ট্যানলে মিলার ও হ্যারল্ড উরে 


7. Question  :

মিলার তার পরীক্ষায় নিচের কোনটি প্রস্তুত করতে সক্ষম হন –

Options :

(A) প্রোটিন 

(B) অ্যামাইনো অ্যাসিড    

(C) ভিটামিন 

(D) উৎসেচক 

Ans : (B) অ্যামাইনো অ্যাসিড


8. Question  :

পতঙ্গের ডানা, পাখির ডানা ও বাদুড়ের প্যাটাজিয়াম হল –

Options :

(A) সমসংস্থ অঙ্গ 

(B) সমবৃত্তীয় অঙ্গ  

(C) লুপ্তপ্রায় অঙ্গ  

(D) সদৃশ অঙ্গ  

Ans : (B) সমবৃত্তীয় অঙ্গ


9. Question  :

বিভিন্ন শ্রেণীর জীবে সমসংস্থ অঙ্গের বিবর্তনকে বলে –

Options :

(A) সমান্তরাল বিবর্তন 

(B) অভিসারী বিবর্তন   

(C) অপসারী বিবর্তন 

(D) অভিযোজিত বিবর্তন 

Ans : (C) অপসারী বিবর্তন 


10. Question  :

” The Origin of Spicies by means of Natural Selection” গ্রণ্থটিতে অভিব্যক্তির জড় মতবাদটি প্রকাশিত হয়, তা হল –

Options :

(A) ল্যামার্কবাদ 

(B) প্রাথমিক নির্বাচনবাদ  

(C) জার্মপ্লাজম মতবাদ 

(D) কোশবাদ 

Ans : (B) প্রাথমিক নির্বাচনবাদ  


11. Question  :

প্রত্নজীববিদ্যার সঙ্গে নিচের যেটি সম্পর্কযুক্ত, সেটি হল –

Options :

(A) সমসংস্থ অঙ্গ 

(B) সমবৃত্তীয় অঙ্গ 

(C) নিষ্ক্রিয় অঙ্গ 

(D) জীবাশ্ম বা ফসিল 

Ans : (D) জীবাশ্ম বা ফসিল 


12. Question  :

পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাতের অস্থিগুলি এরকম। এর কারণ হল –

Options :

(A) একটি প্রাণী থেকে অপর প্রাণীর সৃষ্টি 

(B) সকলেই একই উদবংশীয় জীব থেকে সৃষ্ট   

(C) অঙ্গগুলির কাজ একই  

(D) অঙ্গগুলির রাসায়নিক গঠন একইরকম 

Ans : (B) সকলেই একই উদবংশীয় জীব থেকে সৃষ্ট 


13. Question  :

নিচের যেটি নিষ্ক্রিয় অঙ্গ নয়, সেটি হল –

Options :

(A) অ্যাপেনডিক্স 

(B) প্লিকা সেমিলুনারিস  

(C) শিং 

(D) কক্সিস 

Ans : (C) শিং 


14. Question  :

ব্যাঙাচির দেহে ফুলকার উপস্থিতি নির্দেশ করে –

Options :

(A) মৎস্য থেকে উভচরের সৃষ্টি 

(B) উভচর থেকে মৎস্যের সৃষ্টি 

(C) ভবিষ্যতে উভচরের দেহে ফুলকা থাকবে 

(D) কোনটিই নয় 

Ans : (A) মৎস্য থেকে উভচরের সৃষ্টি 


15. Question  :

নিচের যেটি প্রাকৃতিক নির্বাচনবাদের বিষয় নয় সেটি হল –

Options :

(A) প্রাকৃতিক নির্বাচন

(B) যোগ্যতমের উদবর্তন  

(C) অঙ্গের ব্যবহার ও অব্যবহার 

(D) অস্তিত্বের জন্য সংগ্রাম 

Ans : (C) অঙ্গের ব্যবহার ও অব্যবহার 


16. Question  :

ব্যবহার-অব্যবহার ও অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসারণ মতবাদের প্রবক্তা হলেন –

Options :

(A) ভাইসম্যান 

(B) ল্যামার্ক   

(C) ডারউইন 

(D) আলফ্রেড রাসেল ওয়ালেস 

Ans : (B) ল্যামার্ক


17. Question  :

মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটি হল –

Options :

(A) কক্সিস 

(B) অ্যাপেনডিক্স  

(C) পিরামিডাল পেশি  

(D) নিকটিটেটিং পর্দা  

Ans : (B) অ্যাপেনডিক্স  


18. Question  :

উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ হল –

Options :

(A) কলকাসুন্দার স্ট্যামিনোড 

(B) নারকেলের পিস্টিলোড  

(C) ভূনিম্নস্থ কাণ্ডের শল্কপত্র 

(D) সবকটি 

Ans : (D) সবকটি


19. Question  :

উটের কুঁজের ফ্যাট জারিত হলে উৎপন্ন হয় –

Options :

(A) শর্করা 

(B) প্রোটিন   

(C) জল  

(D) গ্লিসারিল  

Ans : (C) জল  


20. Question  :

মাছের প্লবতা নিয়ন্ত্রণকারী বা উদস্থিতিক অঙ্গটি হল –

Options :

(A) স্পর্শেন্দ্রিয় রেখা 

(B) পটকা   

(C) অন্তঃকর্ণ 

(D) লেজ  

Ans : (B) পটকা


21. Question  :

পায়রার দেহে প্রধান বায়ুথলির সংখ্যা –

Options :

(A) চারটি 

(B)  ন-টি 

(C) দশটি 

(D) পাঁচটি 

Ans : (B)  ন-টি 

Class 10 Life Science Chapter 4 MCQ Part 1


22. Question  :

ইঁদুর নিয়ে পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বকে ভুল প্রমাণিত করেন –

Options :

(A) ভাইসমান

(B) হুগো দ্য ভ্রিস

(C) ডারউইন

(D) ভাইসম্যান

Ans : (D) ভাইসম্যান


23. Question  :

মাছের দেহের দুপাশে অবস্থিত ‘v’ আকৃতির পেশিকে বলে –

(A) কোরাকো ব্রাকিয়ালিস

(B) পেক্টোরালিস

(C) বাইসেপস

(D) মায়োটোম পেশি

Ans : (D)  মায়োটোম পেশি


24. Question  :

কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ-
(A) অ্যাপেনডিক্স
(B) কোলন
(C) পাকস্থলী
(D) মলাশয়
Ans : (A) অ্যাপেনডিক্স

25. Question  :

নীচের কোটি জঙ্গল উদ্ভিদ –
 (A) বট
 (B) ফণীমনসা
 (C) পদ্ম
(D) সুন্দরী
Ans : (B) ফণীমনসা

26. Question  :

ঘােড়ার অগ্রপদ ও বাদুড়ের ডানা –
 (A) সমবৃত্তীয় অঙ্গ
 (B) সমসংস্থ অঙ্গ
(C) নিষ্ক্রিয় অঙ্গ
(D) অ্যানালােগাস অরগ্যান
  Ans : (B) সমসংস্থ অঙ্গ

27. Question  :

‘রাসায়নিক বিবর্তনবাদের’ স্রষ্টা হলেন –

(A) ওপারিন

(B) হ্যাসলে

(C) হ্যালডেন

(D) হ্যালডেন এবং ওপারিন

Ans : (D) হ্যালডেন এবং ওপারিন


28. Question  :

শ্বাসমূল থাকে –

(A) সুন্দরী গাছে

(B) বট গাছে

(C) ক্যাকটাস উদ্ভিদে

(D) পদ্ম গাছে

Ans : (A) সুন্দরী গাছে


29. Question  :

ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি ?

(A) প্লায়োহিপ্পাস

(B) মেসোহিপ্পাস

(C) ইওহিপ্পাস

(D) ইকুয়াস

Ans : (C) ইওহিপ্পাস


30. Question  :

একটি আগাছানাশক হল—
 (A)DDT
(B) 2 (C) 4-D
(C) BHC
(D) ইউরিয়া
Ans : (A)DDT

31. Question  :

ঘৃতকুমারী উদ্ভিদটি হল—
(A) পতঙ্গভুক
(B) লবণাম্বু
(C) জলজ
(D) ক্যাকটাসজাতীয়
Ans : (D) ক্যাকটাসজাতীয়

32. Question  :

 


33. Question  :

 


34. Question  :

 


35. Question  :


36. Question  :

 


37. Question  :

 


38. Question  :

 


39. Question  :

 


40. Question  :

 


41. Question  :

 


42. Question  :


43. Question  :

 


44. Question  :

 


45. Question  :

 


46. Question  :

 


47. Question  :


48. Question  :

 


49. Question  :

 


50. Question  :

 


Class 10 Life Science Chapter 4 MCQ part 1

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)

 

Class 10 Life Science Chapter 4 MCQ Part 1

Thank You

Class 10 Life Science Chapter 4 MCQ Part 1,Class 10 Life Science Chapter 4 MCQ Part 1,Class 10 Life Science Chapter 4 MCQ Part 1,Class 10 Life Science Chapter 4 MCQ Part 1,Class 10 Life Science Chapter 4 MCQ Part 1,Class 10 Life Science Chapter 4 MCQ Part 1,Class 10 Life Science Chapter 4 MCQ Part 1,Class 10 Life Science Chapter 4 MCQ Part 1,Class 10 Life Science Chapter 4 MCQ Part 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!