Fri. Dec 13th, 2024

Class 10 L.Sc Chapter 4

Sunnosthan Puron

অভিব্যক্তি ও অভিযোজন (শূন্যস্থান পূরণ)

Class 10 L.Sc Chapter 4 Sunnosthan Puron

 

নিচের বাক্যগুলি শূন্যস্থান পূরণ করো :

Q1  পেরিপেটাস হল একপ্রকার _________ জীবাশ্ম। 
Ans : জীবন্ত 

 

Q2  অধুনালুপ্ত অতীত যুগের প্রস্তুরীভূত জীবদেহকে _________ বলে। 
Ans : জীবাশ্ম
Q3  মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ________ অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ। 
Ans : কক্সিস 
Q4 বিজ্ঞানী __________ এর মতে ধারাবাহিকভাবে সাপের পায়ের অব্যবহারের ফলে তাদের পা অবলুপ্ত হয়েছে। 
Ans : ল্যামার্ক 
Q5 প্রত্যেক জীবের মধ্যে যে অল্পবিস্তর ভিন্নতা দেখা যায় তাকে _________ বলে।  
Ans : প্রকরণ 
Q6 জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান হল ___________ । 
Ans : প্রত্নজীববিদ্যা 
Q7 নিষ্ক্রিয় গর্ভকেশরকে ________ বলে। 
Ans : পিস্টিলয় 
Q8  উটপাখির লুপ্তপ্রায় অঙ্গ হল _________ । 
Ans : ডানা 
Q9  মানুষের মেরুদণ্ডের শেষপ্রান্তে _________ অস্থিটি থাকে। 
Ans : কক্সিস 
Q10 _______ কে মরুভূমির জাহাজ বলে।  
Ans : উট 
Q11  উট -এর মূত্র অধিক __________ । 
Ans : ঘন 
Q12  ওপারিন ও হ্যালডেনের মতবাদকে ________ বিবর্তনবাদ বলা হয়। 
Ans : রাসায়নিক বা ক্যামোজেনি 
Class 10 L.Sc Chapter 4 Sunnosthan Puron

Q. Evolution শব্দটির আক্ষরিক অর্থ ক্রমবিকাশ __________ ।

উত্তরঃ ক্রমবিকাশ

Q. জীবনের উৎপত্তি সম্পর্কে আধুনিক মতবাদের প্রবক্তা ________ ।

উত্তরঃ বিজ্ঞানী হেকেল

Q. প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল ________ ।

উত্তরঃসমুদ্র জলে

Q. জৈব রাসায়নিক মতবাদের সত্যতা প্রমাণ করেন বিজ্ঞানী ________ ।

উত্তরঃ উরে ও মিলার

Q. পৃথিবীর প্রথম জীবকোশ হল ________ ।

উত্তরঃ কোয়াসারভেট

Q. উচ্চ উস্নতায় পদার্থের দ্রুত প্রসারণকে ________ ।

উত্তরঃ বিগ ব্যাং

Q. জীববিদ্যা শব্দটি প্রথম প্রবর্তন করেন। ________ ।

উত্তরঃ ল্যামার্ক

Q. যোগ্যতমের উদৰ্তন মতবাদের প্রবক্তা ________ ।

উত্তরঃ ডারউইন

Q. জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা ________ ।

উত্তরঃ ভাইসম্যান

Q. হুগো দ্য ভ্রিস হলেন ________ প্রবক্তা ।

উত্তরঃ মিউটেশন তত্ত্বের

Q. ________ অভিব্যক্তি ও অভিযোজন অভিব্যক্তির ফলে সমসংস্থ অঙ্গ গঠিত হয় ।

উত্তরঃ অপসারী

Q. ________ একটি জীবন্ত জীবাশ্ম ।

উত্তরঃ প্লাটিপাস

Q. পাখির ডানা ও বাদুড়ের ডানা ________ অঙ্গের উদাহরণ ।

উত্তরঃ সমবৃ্ত্তিয়

Q. ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের জীবাশ্মটির নাম ________ ।

উত্তরঃ ইয়োহিপ্পাস

Q. ________ হল আধুনিক ঘোড়া।

উত্তরঃ ইকুয়াস

Q. ________ হল মায়োসিন যুগের ঘোড়া ।

উত্তরঃ মেরিচিহিপ্পাস

Q. মানুষের অ্যাপেনডিক্স একটি ________ অঙ্গ ।

উত্তরঃ লুপ্তপ্রায়

Q. অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম হল ________ ।

উত্তরঃ ডারউনের

Q. ­­­­­­­­________­­­ একটি মিসিং লিংক ।

উত্তরঃ আর্কিওপটেরিক্স

Q. ক্যাকটাসের কাণ্ডকে______বলে ।

উত্তরঃ পর্ণকাণ্ড

Q. রুইমাছের পাখনা সংখ্যা______ ।

উত্তরঃ সাতটি

Q. শ্বাসমূল দেখা যায়_______গাছে।

উত্তরঃ সুন্দরী

Q. পায়রার চোখে_________ থাকায় দৃষ্টি শক্তি প্রখর হয় ।

উত্তরঃ পেকটিন

Q. পায়রার হৃৎপিন্ডে প্রকোষ্ঠ সংখ্যা________।

উত্তরঃ চারটি

Q. ‘মৌমাছির ভাষা’ আবিষ্কার করেন_________বিজ্ঞানী

উত্তরঃ কার্ল ভন ফ্রিশ

Q. ভৌত শুষ্ক মৃত্তিকা হল_______ মৃত্তিকা।

উত্তরঃ বালুকাময়

Q. মৌমাছির নৃত্য_______ প্রকার ।

উত্তরঃ দুই

Q. উটের দেহে জল পাওয়া যায়_______ বিপাকেরফলে ।

উত্তরঃ ফ্যাট

Q. একটি গৌণ খেচর অভিযোজিত প্রাণী হল ______ ।

উত্তরঃ উরুক্কু মাছ

Q. আধুনিক ঘোড়ার নাম________।

উত্তরঃ ইকুয়াস

Q. নিউম্যাটোফোর থাকে________উদ্ভিদে।

উত্তরঃ সুন্দরী

Q. ‘অঙ্গের ব্যবহার ও অব্যবহার’______ সূত্র।

উত্তরঃল্যামার্কের

Class 10 L.Sc Chapter 4 Sunnosthan Puron

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningsciencecoin 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান (L.Sc)

 

Class 10 L.Sc Chapter 4 Sunnosthan Puron

Thank You

Class 10 L.Sc Chapter 4 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 4 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 4 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 4 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 4 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 4 Sunnosthan Puron

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!