Thu. Mar 28th, 2024

Class 10 Life Science Chapter 3 True False

বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (সত্য/মিথ্যা)

Class 10 Life Science Chapter 3 True False

 

নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নির্বাচন করো :

Q1   T ও T গ্যামেটের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়। 
Ans : সত্য
Q2  মেন্ডেল আবিষ্কৃত তত্ত্বগুলি মেন্ডেলবাদ নামে পরিচিত। 
Ans : সত্য

 

Q3   দুইজোড়া বিপরীত বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন পরীক্ষা করা হলে তাকে দ্বিসংকর জনন পরীক্ষা বলে। 
Ans : সত্য
Q4 স্ত্রীলোকের দেহকোশে ‘XY’ যৌন ক্রোমোজোম থাকে। 
Ans : মিথ্যা
Qমানুষের ক্ষেত্রে মহিলারা সবসময় হোমোগ্যামেটিক। 
Ans : সত্য
Q6 মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি সর্বদাই অভ্রান্ত। 
Ans : মিথ্যা
Q7 বেঁটে মোটর গাছ হল মোটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 
Ans : সত্য
Q8 থ্যালাসেমিয়া রোগীর হিমোগ্লোবিনের গঠন স্বাভাবিক মানুষের মোট নয়। 
Ans : সত্য
Q হিমোফিলিয়া রজার ক্ষেত্রে পুরুষরা কখনো বাহক হয়না। 
Ans : সত্য
Q10  মহিলাদের দুটি ‘X’ ক্রোমোজোমের একই লোকাসে বর্ণান্ধতার জিন (C +) থাকলে তবেই তারা বর্ণান্ধ হবে। 
Ans : সত্য
Class 10 Life Science Chapter 3 True False

 

Q11 বংশগতি ও বিভেদন একে অপরের পরিপূরক।

Ans : সত্য

 

Q12 DNA ও RNA এর সুনির্দিষ্ট বিন্যাসকে জেনেটিক কোড বলে।

Ans : সত্য

 

Q13 দ্বিসংকর জননের টেস্ট ক্রস অনুপাত 1:1:1:1

Ans : সত্য

 

Q14 মানুষের লিঙ্গ নির্ধারণে Y ক্রোমোজোম প্রধান ভূমিকা পালন করে।

Ans : সত্য

 

Q15 প্রকরনে লাল ও সবুজ বর্ণান্ধতা বেশি দেখা যায়। 

Ans : সত্য

 

Class 10 Life Science Chapter 3 True False

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)

Class 10 Life Science Chapter 3 True False

Thank You

Class 10 Life Science Chapter 3 True False,Class 10 Life Science Chapter 3 True False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!