Fri. Oct 4th, 2024

Class 10 L.Sc Chapter 3

Sunnosthan Puron

বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (শূন্যস্থান পূরণ)

Class 10 L.Sc Chapter 3 Sunnosthan Puron

 

নিচের বাক্যগুলি শূন্যস্থান পূরণ করো :

Q1  একই _____ বিভিন্ন রূপকে অ্যালিল বলে। 
Ans : জিনের 

 

Q2  বিজ্ঞানী ______ হলেন বংশগতি বিদ্যার জনক। 
Ans : গ্রেগর জোহান মেন্ডেল 
Q3  জিন সংযুতি দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে বলে ______ .
Ans : জিনোটাইপ 
Q4  _________ প্রকটতার ক্ষেত্রে পৃথকীভবন সূত্র খাটে না। 
Ans : অসম্পূর্ণ 
Q5  কোনো জীবের জাইগোট একেই প্রকার ক্রোমোজোমের বিন্যাসকে _______ বলে। 
Ans : হোমো জাইগাস 
Q6 জীবের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যেটি প্রকাশিত হয় না তাকে  _________ বৈশিষ্ট্য বলে।
Ans : প্রচ্ছন্ন 
Q7 লম্বা ও বেঁটে বৈশিষ্ট্য নির্ধারক ফ্যাক্টরযুক্ত জীবকে __________ বলা হয়। 
Ans : সংকট 
Q8  হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে মহিলাদের বেশির ভাগই _________ হয়। 
Ans : বাহক 
Q9  মিষ্টি মটর গাছের একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল _____
Ans : মটর গাছ বেঁটে হয় 
Q10 মানুষের ক্ষেত্রে _______ হল হেটারোগ্যামেটিক। 
Ans : পুরুষ 
Q11  সাধারণত থ্যালাসেমিয়া মাইনররা হল থ্যালাসেমিয়ার ____________ .
Ans : বাহক 
Q12  বর্ণান্ধতার জন্য দায়ী জীন মানুষের ________ ক্রোমোজোমে অবস্থিত। 
Ans :
Q13  _________ প্রকটতা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী ঘটনা ।
Ans : অসম্পূর্ণ
Q14  __________ উদ্ভিদে প্রথম অসম্পূর্ণ প্রকটতা আবিষ্কৃত হয়। 
Ans : সন্ধ্যামালতী 
Q15  থ্যালাসেমিয়া রোগীকে বারবার  _________ দিতে হয়।
Ans : রক্ত 
Class 10 L.Sc Chapter 3 Sunnosthan Puron
Q16 বংশগতির একক হল ______।
Ans : জিন 
Q17  ___________ রোগে ক্ষেত্রে দেহে লোহা জমে ।
Ans : থ্যালাসেমিয়া 
Q18  ক্রোমোজোমের উপর জিনগুলি _______ সজ্জাক্রমে অবস্থান করে।
Ans : রৈখিক
Q19 মানুষের অটোজোম বাহিত প্রচ্ছন্ন একজোড়া জিন ______ সৃষ্টি করে।
Ans : সংযুক্ত কানের লতি
Q20 ফ্যাক্টর কথাটি প্রথম ব্যবহার করেন _______ ।
Ans : মরগ্যান
Q21 এককোষী জীবের ভিন্ন রূপকে_______ বলে।

Ans : অ্যালিল

 

Q22 বিপরীতধর্মী জিনযুক্ত জীবকে _____________ বলে। 

Ans : হেটারোজাইগাস

 

Q23 হেটেরোজাইগাস জীবে _______ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত অবস্থায় থাকে।

Ans : প্রচ্ছন্ন

 

Q24 বিশুদ্ধ জীব সবসময়ই _______ হয়।

Ans : হোমোজাইগাস

 

Q25 মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি হল ________ ও_________ ।

Ans : পৃথকভবন সূত্র ও স্বাধীন সঞ্চারণ সূত্র

 

Q26 জিহ্বার রোলারের জন্য দায়ী জিন _______ ক্রোমোজোমে অবস্থিত।

Ans : অষ্টম

 

Q27 সবুজ বর্ণান্ধতাকে _______ বলে।

Ans : ডিউটেরানোপিয়া

 

Q28 মানুষের চোখের রেটিনার ________________ প্রােটিন সবুজ ও লাল বর্ণ শনাক্ত করতে সাহায্য করে।

Ans : অপসিন

 

Q29  _______ রোগে রক্ত তঞ্চন ব্যাহত হয়।

Ans : হিমোফিলিয়া

 

Q30 হিমোফিলিয়া রোগের জিন _______ ।

Ans : লিঙ্গ সংযোজিত

 

Q31  পদ্মা, রত্না, IR-8 হল অধিক ফলনশীল  ______ ।

Ans : ধান

 

Q32 জীবের বাহ্যিক বৈশিষ্ট্যগুলিকে _______ বলে।

Ans : ফিনোটাইপ

 

Q33 মটর ফুল সম্পূর্ণ ও _______ ।

Ans : উভলিঙ্গ

 

Q34 উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণকে _______ বলে।

Ans : ইমাসকুলেশন

 

Q35  ______ থ্যালাসেমিয়াকে কুলির অ্যানিমিয়া বলে।

Ans :বিটা (β)

 

Q36 আলফা (α ) থ্যালাসেমিয়ার জিন ______ ক্রোমোজোমে অবস্থিত।

Ans : 16 তম

 

Q37 মহিলাদের লিঙ্গকে _______ বলে।

Ans : হোমোগ্যামেটিক

 

Q38 পুরুষদের লিঙ্গকে _______ বলে।

Ans : হেটেরোগ্যামেটিক

 

Q39 বংশগতি ও __________ একে অপরের পরিপূরক। 

Ans : বিভেদন

 

Q40 মেন্ডেল মটর গাছের ________ জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত গাছ ব্যবহার করেছিলেন ।

Ans : 7 জোড়া

 

Q41 কোন্ প্রজাতির সমষ্টিগত ফিনােটাইপ নিয়ন্ত্রণকারী জিনগুলি বলে ________

Ans :  জিনপুল

 

Q42 রেড আইল্যান্ড হল সংকর প্রজাতির _______ ।

Ans : মুরগি

 

Q43 বাবার থেকে পরের প্রজন্মে কন্যায় বা কন্যা থেকে পুত্র বা নাতি ______ পদ্ধতিতে জিনের সঞ্চারণকে ______ বলে।

Ans : ক্রিসক্রস, উত্তরাধিকার।

 

Q44 নীল সংবেদী কোশে ________  নামক রঞ্জক থাকে

Ans : সায়ানােলােব

 

Q45  _______ কে বংশগতির ধারক ও বাহক বলে।

Ans : DNA

 

Class 10 L.Sc Chapter 3 Sunnosthan Puron

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningsciencecoin 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান (L.Sc)

Class 10 L.Sc Chapter 3 Sunnosthan Puron

Thank You

 

Class 10 L.Sc Chapter 3 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 3 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 3 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 3 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 3 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 3 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 3 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 3 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 3 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 3 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 3 Sunnosthan Puron

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!