Class 10 Life Science Chapter 3 MCQ
বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (MCQ)
Class 10 Life Science Chapter 3 MCQ
1. Question :
মটর গাছ নিয়ে পরিক্ষা করে বংশগতি সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী –
Options :
(A) অ্যারিস্ট্যাটল
(B) গ্রেগর জোহান মেন্ডেল
(C) চার্লস ডারউইন
(D) স্ট্যানলি মিলার
Ans : (B) গ্রেগর জোহান মেন্ডেল
2. Question :
Yyrr জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরণের গ্যামেট উৎপন্ন হয় –
Options :
(A) 2
(B) 3
(C) 1
(D) 4
Ans : (A) 2
3. Question :
পিতা থ্যালাসেমিয়া আক্রান্ত ও মাতা থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভবনা কত –
Options :
(A) 100%
(B) 25%
(C) 75%
(D) 50%
Ans : (D) 50%
4. Question :
(A) ল্যামার্ক
(B) ডারউইন
(C) গ্রেগর জোহান মেন্ডেল
(D) জোহানসেন
Ans : (C) গ্রেগর জোহান মেন্ডেল
5. Question :
জীবের বৈশিষ্ট্য এক পুরুষ থেকে অপর পুরুষে সঞ্চারিত হওয়ার ঘটনা হল –
Options :
(A) সুপ্রজননবিদ্যা
(B) বংশগতি
(C) অভিব্যক্তি
(D) জনন
Ans : (B) বংশগতি
6. Question :
ক্রোমোজোম মধ্যস্থ DNA বা জিনের পরিবর্তন হল –
Options :
(A) মিউটেশন
(B) লিংকেজ
(C) ক্রসিংওভার
(D) কায়াজমা
Ans : (A) মিউটেশন
7. Question :
বৈসাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জীন জোড়াকে বলে –
Options :
(A) অ্যালিল
(B) ফিনোটাইপ
(C) হোমোজাইগাস
(D) জিনোটাইপ
Ans : (A) অ্যালিল
8. Question :
কোনো জীবের বাহ্যিক প্রকাশিত লক্ষণগুলি হল –
Options :
(A) জিনোটাইপ
(B) ফিনোটাইপ
(C) ফেনোকপি
(D) জেনোকপি
Ans : (A) জিনোটাইপ
9. Question :
একটি ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে বলে –
Options :
(A) জিনোটাইপ
(B) অ্যালিল
(C) অ্যালিলোমর্ফ
(D) লোকাস
Ans : (D) লোকাস
10. Question :
মেন্ডেল মটর গাছে কত জোড়া বিপরীত বৈশিষ্ট্যনিয়ে পরীক্ষা করেন ?
Options :
(A) সাত জোড়া
(B) পাঁচ জোড়া
(C) দশ জোড়া
(D) আট জোড়া
Ans : (A) সাত জোড়া
11. Question :
মেন্ডেল প্রবর্তিত বংশগতি সম্পর্কিত দ্বিতীয় সূত্রটি হল –
Options :
(A) প্রকটতার সূত্র
(B) পৃথকীভবন সূত্র
(C) স্বাধীন বিন্যাস সূত্র
(D) প্রচ্ছন্নতার সূত্র
Ans : (C) স্বাধীন বিন্যাস সূত্র
12. Question :
একসংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপিক অনুপাত হল-
Options :
(A) 3 : 1
(B) 1 : 2 : 1
(C) 9 : 3 : 3 : 1
(D) 1 : 1 : 1 : 1
Ans : (B) 1 : 2 : 1
13. Question :
দ্বিসংকর জনন পরীক্ষার F2 জনুর ফিনোটাইপিক অনুপাত হল –
Options :
(A) 9 : 3 : 3 : 1
(B) 12 : 3 : 1
(C) 9 : 7
(D) 1 : 4 : 6 : 4 : 1
Ans : (A) 9 : 3 : 3 : 1
14. Question :
একটি ‘YyRr’ জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে কত প্রকার জননকোশ পাওয়া যাবে ?
Options :
(A) তিন প্রকার
(B) চার প্রকার
(C) পাঁচ প্রকার
(D) দুই প্রকার
Ans : (B) চার প্রকার
15. Question :
মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হল –
Options :
(A) ‘XX-XX’ পদ্ধতি
(B) ‘XX-XY’ পদ্ধতি
(C) ‘XX-XO’ পদ্ধতি
(D) ‘ZZ-ZW’ পদ্ধতি
Ans : (B) ‘XX-XY’ পদ্ধতি
16. Question :
মানুষের পুংলিঙ্গ নির্ধারণে সাহায্যকারী ক্রোমোজোমটি হল –
Options :
(A) X -ক্রোমোজোম
(B) Y -ক্রোমোজোম
(C) A -ক্রোমোজোম
(D) B -ক্রোমোজোম
Ans : (B) Y -ক্রোমোজোম
17. Question :
অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় –
Options :
(A) সন্ধ্যামালতী উদ্ভিদে
(B) স্ন্যাপড্রাগন উদ্ভিদে
(C) A ও B উভয়েই
(D) কোনোটিই নয়
Ans : (C) A ও B উভয়েই
18. Question :
অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগটি হল –
Options :
(A) বর্ণান্ধতা
(B) হিমোফিলিয়া
(C) রাতকানা
(D) থ্যালাসেমিয়া
Ans : (D) থ্যালাসেমিয়া
19. Question :
সবচেয়ে বেশি দেখা যায় –
Options :
(A) লাল-সবুজ বর্ণান্ধতা
(B) নীল বর্ণান্ধতা
(C) হলুদ বর্ণান্ধতা
(D) বেগুনি বর্ণান্ধতা
Ans : (A) লাল-সবুজ বর্ণান্ধতা
20. Question :
থ্যালাসেমিয়া রোগীদের অস্থিমজ্জা ও যকৃতে কোন ধাতু জমা হয় ?
Options :
(A) লোহা
(B) তামা
(C) ক্যালশিয়াম
(D) ম্যাঙ্গানিজ
Ans : (A) লোহা
21. Question :
হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি স্ত্রীলোকের একটি X-ক্রোমোজোমে থাকলে তারা হবে –
Options :
(A) বাহক
(B) রোগগ্রস্ত
(C) স্বাভাবিক
(D) অস্বাভাবিক
Ans : (A) বাহক
22. Question :
হিমোফিলিয়া -A বা রয়েল হিমোফিলিয়া হয় কোন ফ্যাক্টরটির অভাবে ?
Options :
(A) ফ্যাক্টর -IX
(B) ফ্যাক্টর – VIII
(C) ফ্যাক্টর -X
(D) ফ্যাক্টর – XI
Ans : (B) ফ্যাক্টর – VIII
23. Question :
AABb থেকে প্রাপ্ত গেমেটের প্রকারভেদ গণনা করো –
Options :
(A) 2
(B) 8
(C) 3
(D) 6
Ans : (C) 3
24. Question :
স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি ?
Options :
(A) XY
(B) XX
(C) YY
(D) XZ
Ans : (B) XX
25. Question :
মেন্ডেলের 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি প্রকট গুন ছিল-
Options :
(A) হলুদ ফুল
(B) বেঁটে গাছ
(C) লম্বা গাছ
(D) সাদা ফুল
Ans : (A) হলুদ ফুল
26. Question :
Tt জিনোটাইপকে কীভাবে প্রকাশ করা হয় ?
Options :
(A) বিশুদ্ধ লম্বা
(B) সংকর লম্বা
(C) মিশ্র লম্বা
(D) কোনোটিই ঠিক নয়
Ans : (B) সংকর লম্বা
27. Question :
দুটি সংকর লম্বা (Tt) উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘাটালে F2 জনুতে কত শতাংশ সংকর লম্বা উদ্ভিদ পাওয়া যাবে, তা নির্ধারণ করো-
Options :
(A) 25%
(B) 50%
(C) 75%
(D) 100%
Ans : (B) 50%
28. Question :
Options :
একজন স্বাভাবিক পুরুষ মানুষের ক্রোমোজোম সংযুক্তি হলো –
(A) 44A + XY
(B) 44A+ XX
(C) 44A + YY
(D) কোনটিই নয়
Ans : (A) 44A+xy
29. Question :
কন্যাসন্তান কখন বর্ণান্ধ হতে পারে তা নির্বাচন করো –
Options :
(A) মা বাহক এবং বাবা স্বাভাবিক হলে
(B) মা বাহক এবং বাবা বর্ণান্ধ হলে
(C) কেবল মা বর্ণান্ধ হলে
(D) কেবল বাবা বর্ণান্ধ হলে
Ans : (B) মা বাহক এবং বাবা বর্ণান্ধ হলে
30. Question :
মেন্ডেলের স্বাধীন সঞ্চারণের সূত্রটি কোন পরীক্ষা থেকে প্রাপ্ত ?
Options :
(A) দ্বিসংকর জনন
(B) একসংকর জনন
(C) ত্রিসংকর জনন
(D) সম্পূর্ণ প্রকটতা
Ans : (A) দ্বিসংকর জনন
31. Question :
দুটি সংকর লম্বা গিনিপিগের সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে প্রাপ্ত কালো গিনিপিগের সংখ্যা নির্বাচন করো –
Options :
(A) 25%
(B) 50%
(C) 75%
(D) 100%
Ans : (C) 75%
32. Question :
মেন্ডেলের প্রথম সূত্রটি হল-
Options :
(A) প্রকটতার সূত্র
(B) পৃথকভবনের সূত্র
(C) স্বাধীন সঞ্চরনের সূত্র
(D) কোনোটিই সঠিক নয়
Ans : (B) পৃথকভবনের সূত্র
33. Question :
Options :
(A) 25%
(B) 50%
(C) 75%
(D) 100%
Ans : (B) 50%
34. Question :
Options :
(A) কান্ডের দৈঘ্য বেঁটে
(B) বীজের আকার – কুঞিত
(C) বীজপত্রের বর্ণ – হলুদ
(D) ফুলের বর্ণ – সাদ
Ans : (C) বীজপত্রের বর্ণ – হলুদ
35. Question :
মানুষের জননকোশে ক্রোমোজোমের সংখ্যা—
Options :
(A) 22 টি
(B) 22 জোড়া
(C) 23 টি
(D) 23 জোড়া
Ans : (D) 23 জোড়া
36. Question :
রোলার জিভ যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো—
Options :
(A) হোমোজাইগাস
(B) হেটারোজাইগাস
(C) হোমোজাইগাস ও হেটারোজাইগাস
(D) কোনোটিই নয়
Ans : (C) হোমোজাইগাস ও হেটারোজাইগাস
37. Question :
BbRr জিনোটাইপ নিচের কোন ফিনোটাইপ নির্দেশ করে তা স্থির করো –
Options :
(A) কালো ও কর্কশ
(B) কালো ও মসৃণ
(C) সাদা ও মসৃণ
(D) সাদা ও কর্কশ
Ans : (A) কালো ও কর্কশ
38. Question :
(A) TT
(B) tt
(C) Tt
(D) TTtt
Ans : (A) TT
39. Question :
নিচের কোনটি জিনগত রোগ নয় তা স্থির করো –
Options :
(A) ম্যালেরিয়া
(B) বর্ণান্ধতা
(C) হিমোফিলিয়া
(D) থ্যালাসেমিয়া
Ans : (A) ম্যালেরিয়া
40. Question :
কোনটি থ্যালাসেমিয়ার সঙ্গে সম্পর্কিত নয় তা শনাক্ত করে –
Options :
(A) যৌন ক্রোমোজোমবাহিত রোগ
(B) অ্যানিমিয়ার সৃষ্টি
(C) অটোজোমবাহিত রোগ
(D) প্লীহার বৃদ্ধি
Ans : (A) যৌন ক্রোমোজোমবাহিত রোগ
41. Question :
‘ফিলােজফিক জুয়লজিক’ গ্রন্থটির রচয়িতা হলেন —
Options :
(A) ল্যামার্ক
(B) ভিস
(C) ডারউইন
(D) ওপারিন
Ans : (A) ল্যামার্ক
42. Question :
মানুষের মুক্ত কানের লতি হলো একপ্রকার—
Options :
(A) প্রকট বৈশিষ্ট্য
(B) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
(C) সংকর বৈশিষ্ট্য
(D) কোনোটিই নয়
Ans : (A) প্রকট বৈশিষ্ট্য
43. Question :
বংশগতির জনক বলা হয় –
Options :
(A) মেন্ডেলকে
(B) ডারউইনকে
(C) ল্যামার্ককে
(D) দ্য ভ্রিসকে
Ans : (A) মেন্ডেলকে
44. Question :
Options :
(A) 2 টি
(B) 4 টি
(C) 6 টি
(D) 8 টি
Ans : (B) 4টি
45. Question :
পিতা ও মাতা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত হতে পারে তা গণনা করে লেখ –
Options :
(A) 25%
(B) 50%
(C) 75%
(D) 100%
Ans : (D) 100%
46. Question :
পৃথিবীতে কোন দুটি জীব একবারে একই রকম হয় না এই নির্ণয় করে –
Options :
(A) অত্যধিক জন্মহার
(B) প্রাকৃতিক নির্বাচন
(C) অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম
(D) প্রকরন
Ans : (D) প্রকরন
47. Question :
একই জিনের বিভিন্ন রূপভেদকে বলে —
Options :
(A) জিনোটাইপ
(B) ফিনোটাইপ
(C) অ্যালিল
(D) লোকাস
Ans : (C) অ্যালিল
48. Question :
নিচের কোনটি বিশুদ্ধ জীবের জিনোটাইপ নির্দেশ করে তা নির্বাচন করো –
Options :
(A) BBRR
(B) bbrr
(C) BbRr
(D) bbRR
Ans : (A) BBRR
49. Question :
একটি শুদ্ধ কালো (BB) ও একটি শুদ্ধ সাদা (WW) বর্ণের গিনিপিগের একসংকরায়ন পরীক্ষায় F2 জনুর কালো ও সাদা অনুপাত হবে –
Options :
(A) 2 : 1
(B) 1 : 2
(C) 3 : 1
(D) 1 : 3
Ans : (C) 3 : 1
50. Question :
একটি সংকর দীর্ঘ ( Tt ) এবং একটি বিশুদ্ধ খর্ব ( lt ) মটর গাছের পরাগমিলনে উৎপন্ন গাছগুলি হলো —
Options :
(A) 100% দীর্ঘ
(B) 100% খর্ব
(C) 50 % দীর্ঘ ও 50 % খর্ব
(D) 75 % দীর্ঘ ও 25 % খর্ব
Ans : (C) 50 % দীর্ঘ ও 50 % খর্ব
Class 10 Life Science Chapter 3 MCQ
Support Me
If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay on this number 7980608289 or by the link below :
and visit Our website : learningscience.co.in
গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান
জীবন বিজ্ঞান (দশম শ্রেণী) (Life Science)
Class 10 Life Science Chapter 3 MCQ , Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ
Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ Class 10 Life Science Chapter 3 MCQ ,Class 10 Life Science Chapter 3 MCQ