Sat. Jul 27th, 2024

Class 10 L.Sc Chapter 2

Sunnosthan Puron

জীবনের প্রবাহমানতা  (শূন্যস্থান পূরণ)

Class 10 L.Sc Chapter 2 Sunnosthan Puron

 

নিচের বাক্যগুলি শূন্যস্থান পূরণ করো :

Q1  পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ হল _________ ।
Ans : অ্যাডিনিন, গুয়ানিন।

 

Q2  হিস্টোন একপ্রকার _________  প্রোটিন।
Ans : ক্ষারীয় 
Q3  লিঙ্গ নির্ধারণে সাহায্য করে _________  ক্রোমোজোম।
Ans :
Q4  সকল ক্রোমোজোমে  থাকে _________ খাঁজ।
Ans : মুখ্য 
Q5  নিউক্লিয়াসের বিভাজনকে বলে _________ ।
Ans : ক্যারিওকাইনোসিস 
Q6  _________ একপ্রকার প্রত্যক্ষ বিভাজন ।
Ans : অ্যামাইটোসিস 
Q7 মাইটোসিসের  _________  দশায় ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে।
Ans : মেটাফেজ 
Q8  _________  গঠনের মাধ্যমে উদ্ভিদকোশে সাইটোকাইনোসিস ঘটে।
Ans : কোশপাত 
Q9  _________ কোশ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়।
Ans : মিয়োসিস
Q10 নিষেক ঘটে   _________ জননে।
Ans : যৌন 
Q11  কোরকোদগম প্রক্রিয়ায় বংশ বিস্তারকারী উদ্ভিদ হল _________ ।
Ans : হাইড্রা 
Q12  ফ্লাজেলাযুক্ত রেনুকে বলে _________ ।
Ans : চলরেণু 
Q13  _________ প্রাণীতে জনুক্রম সুস্পষ্ট।
Ans : প্যারামসিয়াম 
Q14  একই ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে বলে _________ ।
Ans : অটোগ্যামি বা স্বপরাগযোগ 
Q15  নিষেকের পরে _________ ফলে পরিণত হয়।
Ans : গর্ভাশয় 
Q16  অপচিতির তুলনায় উপচিতি বেশি হলে _________ বৃদ্ধি ঘটে।
Ans : দেহের ওজন 
Q17  ক্রোমোজোমের প্রান্তকে _________ বলে।
Ans : টেলোমিয়ার 
Q18  দেহের ক্ষতিগ্রস্ত স্থানপূরণে ____________ বিভাজন সাহায্য করে।
Ans : সাইটোসিস
Q19  সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ হল _________ ।
Ans : ফুল
Q20 যে সব ফুলের বায়ু মাধ্যমে পরাগযােগ ঘটে তাদের ___________ বলে।
Ans : বায়ুপরাগী
Q21 এককোষী জীবের ভিন্ন রূপকে_______ বলে।

Ans : অ্যালিল

 

Q22 পাতার সাহায্যে_______ উদ্ভিদের জনন ঘটে।

Ans : পাথরকুচি

Class 10 L.Sc Chapter 2 Sunnosthan Puron

 

Q23 মাইটোসিস কোশবিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখা যায় সেই দশাটি হল _______

Ans : অ্যানাফেজ দশা

 

Q24 মানুষের দেহকোশে প্রায় ________ লম্বা DNA থাকে।

Ans : দুই মিটার

 

Q25  ________ গ্যামেটকে বলে হোমোগ্যামেট।

Ans : স্ত্রী

 

Q26 মিয়োসিসের ডিপ্লয়েড জনন কোশের সংখ্যা _____

Ans : 2n

 

Q27 রেণু ___ জননের একক।

Ans : অযৌন

 

Q28 মানব বিকাশের মোট দশার সংখ্যা _____ ।

Ans : 5 টি

 

Q29 একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে,তাকে ________ বলে।

Ans : গেইটোনোগ্যামি

 

Q30 সূর্যালোক হল বৃদ্ধির একটি _____শর্ত।

Ans : বাহ্যিক

 

Q31

Ans :

 

Q32

Ans :

 

Q33

Ans :

 

Q34

Ans :

 

Q35

Ans :

 

Q36

Ans :

 

Q37

Ans :

 

Q38

Ans :

 

Q39

Ans :

 

Q40

Ans :

 

Q41

Ans :

 

 

 

Class 10 L.Sc Chapter 2 Sunnosthan Puron

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningsciencecoin 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান (L.Sc)

 

Thank You

Class 10 L.Sc Chapter 2 Sunnosthan Puron

Class 10 L.Sc Chapter 2 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 2 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 2 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 2 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 2 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 2 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 2 Sunnosthan Puron,Class 10 L.Sc Chapter 2 Sunnosthan Puron

2 thoughts on “Class 10 L.Sc Chapter 2 Sunnosthan Puron”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!