Wed. Nov 6th, 2024

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 209

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 209

1. সঠিক উত্তরটি নির্বাচন করো :

(i) রূপকথা বা কল্পকাহিনীর দেশ বলা হয় – চীনকে

(ii) হাজারদুয়ারী জাদুঘর হলো – ঐতিহাসিক জাদুঘর

(iii) ‘নয়া সাম্রাজ্যবাদ’ কথাটি প্রথম ব্যবহার করেন – হবসন

(iv) শিমনোসিকির সন্ধি স্বাক্ষরিত হয় চীন ও জাপানের মধ্যে

(v) আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় – ১৭৫৭ সালে ৯ই ফেব্রুয়ারি

(vi) বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটে – ১৭৭২ খ্রিস্টাব্দে

(vii) নানকিং সন্ধি স্বাক্ষরিত হয় – প্রথম অহিফেন যুদ্ধের পর

(viii) পটলডাঙা একাডেমির বর্তমান নাম হলো – হেয়ার স্কুল

(ix) সতীহাদ প্রথা নিষিদ্ধ আইন হয়েছিল – ১৮২৯ সালে

(x) ‘লোকহিতবাদী’ নামে পরিচিত – গোপালহরি দেশমুখ

(xi) রাওলাট কমিশনের অপর নাম হলো – সিডিশন কমিশন

(xii) ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :

 

স্তম্ভ ‘ক’ স্তম্ভ ‘খ’
(i) আইন অমান্য আন্দোলন (a) ১৯১৯ খ্রিস্টাব্দে
(ii) মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন (b) ১৯২৯ খ্রিস্টাব্দে
(iii) স্বরাজ্য দল (c) ১৯৩০ খ্রিস্টাব্দে
(iv) মীরাট ষড়যন্ত্র মামলা (d) ১৯২৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ 

স্তম্ভ ‘ক’ স্তম্ভ ‘খ’
(i) আইন অমান্য আন্দোলন (c) ১৯৩০ খ্রিস্টাব্দে 
(ii) মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন (a) ১৯১৯ খ্রিস্টাব্দে
(iii) স্বরাজ্য দল (d) ১৯২৩ খ্রিস্টাব্দে
(iv) মীরাট ষড়যন্ত্র মামলা (b) ১৯২৯ খ্রিস্টাব্দে

(xiii) Now or Never শীর্ষক পুস্তিকাটি লেখেন – চৌধুরী রহমত আলি

(xiv) ‘শের-ই-বঙ্গাল’ বলা হয়- ফজলুল হককে

 

(xv) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন – রুজভেল্ট

(xvi) ইন্দোচিন কাদের উপনিবেশ ছিল – ফরাসী

(xvii) ফাতাহ সংগঠনটি প্রতিষ্ঠা করেন – ইয়াসের আরাফত

(xviii) জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিলেন না – ফ্রান্স

(xix) U-2 হলো – একটি অভিযানের নাম

(xx) মধ্যপ্রাচ্যের সবচেয়ে উল্লেখযোগ্য জলপথ হলো – সুয়েজ খাল

(xxi) ঘানার পূর্ব নাম ছিল – গোল্ডকোষ্ট

(xxii) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম ছিল – ইয়াহিয়া খান

(xxiii) ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন – সুকুমার সেন

( xxiv) বাংলাদেশের আইন সভার নাম হলো – জাতীয় সংসদ

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 209,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 209,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 209

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!