Thu. Sep 21st, 2023

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 222

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 222

1. সঠিক উত্তরটি নির্বাচন করো :

(i) ‘What is History’ এর লেখক হলেন – ই এইচ কার

(ii) ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থে মূলত কোন্ অঞ্চলের ইতিহাস জানা যায়? – কাশ্মীর

(iii) সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় – ১৮১৬ খ্রিস্টাব্দে

(iv) স্তম্ভ-ক এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও :

স্তম্ভ ক স্তম্ভ খ
(i) রামমোহন রায় (a) সতীদাহ প্রথা
(ii) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (b) বিধবা বিবাহ
(iii) ডিরোজিও (c) শুদ্ধি আন্দোলন
(iv) দয়ানন্দ সরস্বতী (d) ইয়ং বেঙ্গল

উত্তরঃ

স্তম্ভ ক স্তম্ভ খ
(i) রামমোহন রায় (a) সতীদাহ প্রথা
(ii) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (b) বিধবা বিবাহ
(iii) ডিরোজিও (d) ইয়ং বেঙ্গল
(iv) দয়ানন্দ সরস্বতী (c) শুদ্ধি আন্দোলন

(v) ‘নানকিং’ -এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৮৪২ খ্রিস্টাব্দে

(vi) বাংলার উদ্ভব শাসনের অবসান ঘটান – ওয়ারেন হেস্টিংস

(vii) চিরস্থায়ী বন্দোবস্ত-এর প্রবর্তক ছিলেন – লর্ড কর্ণওয়ালিশ

(viii) ভারতের রেলপথের জনক হলেন – লর্ড ডালহৌসি

(ix) ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়- ১৮০০ খ্রিস্টাব্দে

(x) ‘দক্ষিণী বিদ্যাসাগর’ বলা হতো – বীরসালিঙ্গম পানতু

(xi) স্তম্ভ মেলাও :

 

স্তম্ভ ক স্তম্ভ খ
(i) স্বামী বিবেকানন্দ (a) বিধবা বিবাহ
(ii) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (b) বর্তমান ভারত
(iii) শ্রীরামকৃষ্ণ (c) শুদ্ধি আন্দোলন
(iv) দয়ানন্দ সরস্বতী (d) যত মত তত পথ

উত্তরঃ

 

স্তম্ভ ক স্তম্ভ খ
(i) স্বামী বিবেকানন্দ (b) বর্তমান ভারত 
(ii) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (a) বিধবা বিবাহ
(iii) শ্রীরামকৃষ্ণ (d) যত মত তত পথ
(iv) দয়ানন্দ সরস্বতী (c) শুদ্ধি আন্দোলন

 

(xii) বারদৌলি সত্যগ্রহের নেতৃত্ব দেন – বল্লভভাই প্যাটেল

(xiii) ‘সীমান্ত গান্ধী’ নামে পরিচিত ছিলেন – খান আব্দুল গফফর খান

(xiv) পৃথক পাকিস্থানের দাবি তোলা যে অধিবেশনে – লাহোর

(xv) ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন – চার্চিল

(xvi) ডঃ সুকর্ণ নেতা ছিলেন – ইন্দোনেশিয়ার

(xvii) ভারতের লৌহমানব হিসেবে পরিচিত ছিলেন – সর্দার বল্লভভাই প্যাটেল

(xviii) ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে – ওলন্দাজ

(xix) জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন – নেহরু

(xx) ফুলটন বক্তৃতা দিয়েছিলেন – চার্চিল

(xxi) দাঁতাত কথার অর্থ হল – উত্তেজনা প্রশমন

(xxii) আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয় – ১৯৪১ খ্রিস্টাব্দে

(xxiii) হরি সিং ছিলেন – কাশ্মীরের মহারাজা

(xxiv) প্যাট্রিক লুমুম্বা কোন্ দেশের প্রধানমন্ত্রী ছিলেন – কঙ্গো

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 222,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 222,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 222

One thought on “Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 222”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!