Mon. Mar 25th, 2024

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 256

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 256

1. সঠিক উত্তরটি নির্বাচন করো :

(i) হাজারদুয়ারি জাদুঘর হলো – ঐতিহাসিক গৃহ জাদুঘর

(ii) ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থে মূলত কোন্ অঞ্চলের ইতিহাস জানা যায়? – কাশ্মীর

(iii) মুক্তবাণিজ্য নীতির প্রবর্তক হলেন- অ্যাডামস্মিথ

(iv) কোন্ দেশের বর্তমান নাম মায়ানমার? – ব্রহ্মদেশ

(v) কে বাংলার দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান? – ওয়ারেন হেস্টিংস

(vi) কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয় – ১৭৭৪ খ্রিস্টাব্দে

(vii) রায়তওয়ারি বন্দোবস্তু প্রবর্তিত হয়েছিল – দক্ষিণ ভারতে

(viii) সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন – কাং-ইউ-ওয়ে

(ix) ‘বর্তমান ভারত’ রচনা করেন – স্বামী বিবেকানন্দ

(x) কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়- ১৮৩৫ খ্রিস্টাব্দে

(xi) ‘পঞ্চাশের মন্বন্তর’ বিষয়ক কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে? – ক্ষুধার্ত বাংলাঃ ১৯৪৩ -এর নভেম্বরে মেদিনীপুর জেলা ভ্ৰমণ

(xii) ‘মীরাট ষড়যন্ত্র’ মামলায় অভিযুক্ত বিদেশী ছিলেন – ফিলিপ স্প্ল্যাট

 

(xiii) ডঃ আম্বেদকর জন্মগ্রহণ করেন – মাহার সম্প্রদায়ে

(xiv) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :

স্তম্ভ ১ স্তম্ভ ২
(i) হো-চি-মিন (a) জাপান
(ii) চৌ-এন-লাই (b) ভিয়েতনাম
(iii) সুকর্ণ (c) চীন
(iv) জেনারেল তোজো (d) ইন্দোনেশিয়া

উত্তরঃ 

স্তম্ভ ১ স্তম্ভ ২
(i) হো-চি-মিন (b) ভিয়েতনাম
(ii) চৌ-এন-লাই (c) চীন
(iii) সুকর্ণ (d) ইন্দোনেশিয়া
(iv) জেনারেল তোজো (a) জাপান

(xv) নৌবিদ্রোহ প্রথম শুরু হয় কোন্ স্থানে? – বোম্বাই

(xvi) ‘পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক’ বলা হয় – রাসবিহারী বসুকে

(xvii) ন্যাটোর সদর কার্যালয় কোথায় অবস্থিত? – প্যারিস

(xviii) ‘Mr X’ ছদ্মনাম ব্যবহার করেন – জর্জ কেন্নান

(xix) পেরেস্ত্রৈকার প্রবর্তক ছিলেন – গর্বাচেভ

( xx) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :

 

স্তম্ভ ১ স্তম্ভ ২
(i) বার্লিন অবরোধ (a) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(ii) ইয়াল্টা সম্মেলন (b) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(iii) মার্শাল পরিকল্পনা (c) ১৯৪৬ খ্রিস্টব্দে
(iv) ফালটন বক্তৃতা (d) ১৯৪৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ 

স্তম্ভ ১ স্তম্ভ ২
(i) বার্লিন অবরোধ (b) ১৯৪৭ খ্রিস্টাব্দে 
(ii) ইয়াল্টা সম্মেলন (d) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(iii) মার্শাল পরিকল্পনা (a) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(iv) ফালটন বক্তৃতা (c) ১৯৪৬ খ্রিস্টব্দে

(xxi) সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় – ঢাকা

(xxii) ‘Discovery of India’ গ্রন্থটির লেখক – জওহরলাল নেহরু

(xxiii) প্রথম ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি’ স্থাপিত হয় – খড়্গপুরে

(xxiv) লুমুম্বা কে ছিলেন? – কঙ্গোর প্রধানমন্ত্রী

 

আরো পড়ুন :

H.S ABTA Test Paper 2022-2023 All subjects solution

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 256,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 256,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 256

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!