Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 73
Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 73
1. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(i) মণিকুন্তলা সেন রচিত স্মৃতির কথার নাম – সেদিনের কথা
(ii) ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার রমেশচন্দ্র মজুমদার
(iii) বার্থালোমিউ দিয়াজ কোন দেশের নাবিক ছিলেন – পর্তুগাল
(iv) বংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন – মুর্শিদকুলি খাঁ
(v) ‘পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম’ – উক্তিটি করেন – লেনিন
(vi) বন্দিবাসের যুদ্ধ হয় – ১৭৬০ খ্রিস্টাব্দে
(vii) “আত্মীয়সভা” প্রতিষ্ঠা করেন – রামমোহন রায়
(viii) কুয়ো মিনটাং দলটি প্রতিষ্ঠা করেন – সান ইয়াৎ সেন
(ix) কত খ্রিঃ বিধবা বিবাহ আইন পাস হয়- ১৮৫৬ খ্রিস্টাব্দে
(x) “দীনমিত্র” পত্রিকার সম্পাদক ছিলেন – জ্যোতিরাও ফুলে
(xi) মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় – ১৯০৬ খ্রিস্টাব্দে
(xii) স্তম্ভ ১-এর সাথে স্তম্ভ ২ মেলাও :
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
(i) রাওলাট আইন | (A) ১৯৩৫ খ্রিস্টাব্দে |
(ii) মর্লে মিন্টো সংস্কার | (B) ১৯১৯ খ্রিস্টাব্দে |
(iii) ভারত শাসন আইন | (C) ১৯০৯ খ্রিস্টাব্দে |
(iv) মন্টেগুচেমসফোর্ড আইন | (D) ১৯১৯ খ্রিস্টাব্দে |
উত্তরঃ
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
(i) রাওলাট আইন | (B) ১৯১৯ খ্রিস্টাব্দে |
(ii) মর্লে মিন্টো সংস্কার | (C) ১৯০৯ খ্রিস্টাব্দে |
(iii) ভারত শাসন আইন | (A) ১৯৩৫ খ্রিস্টাব্দে |
(iv) মন্টেগুচেমসফোর্ড আইন | (D) ১৯১৯ খ্রিস্টাব্দে |
(xiii) গুজরাটের খেদা তোলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল – কুনবি
(xiv) জাপান কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করে? – ১৯৪১ খ্রিস্টাব্দে
(xv) ইন্দোচিন কয়টি অঞ্চল নিয়ে গঠিত?- তিনটি
(xvi) তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় – তমলুকে
(xvii) ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় – ১৯৪৫ খ্রিস্টাব্দে
(xviii) স্বাধীন ইজরায়েলের রাজধানী তেল আভিভ
(xix) বান্দু সম্মেলনে অংশগ্রহণকারী দেশের সংখ্যা – ১৪টি
(xx) স্তম্ভ ১-এর সাথে স্তম্ভ ২ মেলাও :
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
(i) ম্যাক্সিমলিটভিনভ | (A) ব্রিটিশ প্রধানমন্ত্রী |
(ii) উইনস্টন চার্চিল | (B) মার্কিন রাষ্ট্রপতি |
(iii) জোসেফ স্টালিন | (C) রুশ পররাষ্ট্রমন্ত্রী |
(iv) হ্যারি ট্রুম্যান | (D) রুশ রাষ্ট্রপতি |
উত্তরঃ
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
(i) ম্যাক্সিমলিটভিনভ | (C) রুশ পররাষ্ট্রমন্ত্রী |
(ii) উইনস্টন চার্চিল | (A) ব্রিটিশ প্রধানমন্ত্রী |
(iii) জোসেফ স্টালিন | (D) রুশ রাষ্ট্রপতি |
(iv) হ্যারি ট্রুম্যান | (B) মার্কিন রাষ্ট্রপতি |
(xxi) SAARC-এর ধারণা কার মস্তিষ্কপ্রসূত? – জিয়াউর রহমান
(xxii) বি-উপনিবেশিকরণ কথাটি প্রথম ব্যবহার করেন – জুলিয়াস বর্ণ
(xxiii) ভারতীয় পরিকল্পনা কমিশন গঠিত হয় – ১৯৫০ খ্রিস্টাব্দে
অথবা,
সার্ক-এর প্রথম শীর্ষ সম্মেলন হয়- ঢাকা
(xiv) স্বাধীন বাংলাদেশের জন্ম হয় – ১৯৭১ খ্রিস্টাব্দে
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 73,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 73
Please answer golo dao
Very grateful