Wed. Sep 27th, 2023

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 73

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 73

1. সঠিক উত্তরটি নির্বাচন করো :

(i) মণিকুন্তলা সেন রচিত স্মৃতির কথার নাম – সেদিনের কথা

(ii) ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার রমেশচন্দ্র মজুমদার

(iii) বার্থালোমিউ দিয়াজ কোন দেশের নাবিক ছিলেন – পর্তুগাল

(iv) বংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন – মুর্শিদকুলি খাঁ

(v) ‘পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম’ – উক্তিটি করেন – লেনিন

(vi) বন্দিবাসের যুদ্ধ হয় – ১৭৬০ খ্রিস্টাব্দে

(vii) “আত্মীয়সভা” প্রতিষ্ঠা করেন – রামমোহন রায়

(viii) কুয়ো মিনটাং দলটি প্রতিষ্ঠা করেন – সান ইয়াৎ সেন

(ix) কত খ্রিঃ বিধবা বিবাহ আইন পাস হয়- ১৮৫৬ খ্রিস্টাব্দে

(x) “দীনমিত্র” পত্রিকার সম্পাদক ছিলেন – জ্যোতিরাও ফুলে

(xi) মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় – ১৯০৬ খ্রিস্টাব্দে

(xii) স্তম্ভ ১-এর সাথে স্তম্ভ ২ মেলাও :

স্তম্ভ ১ স্তম্ভ ২
(i) রাওলাট আইন (A) ১৯৩৫ খ্রিস্টাব্দে
(ii) মর্লে মিন্টো সংস্কার (B) ১৯১৯ খ্রিস্টাব্দে
(iii) ভারত শাসন আইন (C) ১৯০৯ খ্রিস্টাব্দে
(iv) মন্টেগুচেমসফোর্ড আইন (D) ১৯১৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ 

স্তম্ভ ১ স্তম্ভ ২
(i) রাওলাট আইন (B) ১৯১৯ খ্রিস্টাব্দে
(ii) মর্লে মিন্টো সংস্কার (C) ১৯০৯ খ্রিস্টাব্দে
(iii) ভারত শাসন আইন (A) ১৯৩৫ খ্রিস্টাব্দে
(iv) মন্টেগুচেমসফোর্ড আইন (D) ১৯১৯ খ্রিস্টাব্দে

(xiii) গুজরাটের খেদা তোলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল – কুনবি

(xiv) জাপান কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করে? – ১৯৪১ খ্রিস্টাব্দে

(xv) ইন্দোচিন কয়টি অঞ্চল নিয়ে গঠিত?- তিনটি

(xvi) তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় – তমলুকে

(xvii) ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় – ১৯৪৫ খ্রিস্টাব্দে

(xviii) স্বাধীন ইজরায়েলের রাজধানী তেল আভিভ

(xix) বান্দু সম্মেলনে অংশগ্রহণকারী দেশের সংখ্যা – ১৪টি

(xx) স্তম্ভ ১-এর সাথে স্তম্ভ ২ মেলাও :

 

স্তম্ভ ১ স্তম্ভ ২
(i) ম্যাক্সিমলিটভিনভ (A) ব্রিটিশ প্রধানমন্ত্রী
(ii) উইনস্টন চার্চিল (B) মার্কিন রাষ্ট্রপতি
(iii) জোসেফ স্টালিন (C) রুশ পররাষ্ট্রমন্ত্রী
(iv) হ্যারি ট্রুম্যান (D) রুশ রাষ্ট্রপতি

উত্তরঃ

স্তম্ভ ১ স্তম্ভ ২
(i) ম্যাক্সিমলিটভিনভ (C) রুশ পররাষ্ট্রমন্ত্রী
(ii) উইনস্টন চার্চিল (A) ব্রিটিশ প্রধানমন্ত্রী
(iii) জোসেফ স্টালিন (D) রুশ রাষ্ট্রপতি
(iv) হ্যারি ট্রুম্যান (B) মার্কিন রাষ্ট্রপতি

 

(xxi) SAARC-এর ধারণা কার মস্তিষ্কপ্রসূত? – জিয়াউর রহমান

 

(xxii) বি-উপনিবেশিকরণ কথাটি প্রথম ব্যবহার করেন – জুলিয়াস বর্ণ

 

(xxiii) ভারতীয় পরিকল্পনা কমিশন গঠিত হয় – ১৯৫০ খ্রিস্টাব্দে

 

অথবা,

সার্ক-এর প্রথম শীর্ষ সম্মেলন হয়- ঢাকা

 

(xiv) স্বাধীন বাংলাদেশের জন্ম হয় – ১৯৭১ খ্রিস্টাব্দে

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 73,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 73

2 thoughts on “Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 73”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!