Tue. Apr 16th, 2024

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 6

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 6

1. সঠিক উত্তরটি নির্বাচন করো :

(i) ‘Paraller Myths’ এর লেখক কে? – জে এফ বিয়ারলেইন

(ii) সর্বজনীন জাদুঘর বলা হয় – ব্রিটিশ মিউজিয়ামকে

(iii) ভৌমিক সাম্রাজ্যবাদ কার্যকর ছিল- ১৮১৫ সাল পর্যন্ত

(iv) মার্কেন্টাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন – অ্যাডম স্মিথ

(v) অন্ধকূপ হত্যায় কতজন মারা গিয়েছিলেন বলে ইংরেজ ঐতিহাসিকরা দাবি করেন? – ১৪৬ জন

(vi) মোঘল আমলে প্রাদেশিক শাসককে বলা হত – সুবাদার

(vii) বক্সার বিদ্রোহ হয়েছিল – চিনে।

(viii) ভারতের মধ্যবিত্তদের ‘আধুনিক ভারতের স্রষ্টা’ বলেছেন – এ আর দেশাই

(ix) ‘তিন আইন’ যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত – নারীর মর্যাদা প্রতিষ্ঠা সংক্রান্ত

(x) ১৮৩৩ সালের পর ভারত থেকে ব্যাপক সংখ্যক চুক্তিবদ্ধ শ্রমিকের অভিপ্রয়াণ শুরু হয়, কারণ – ক্রীতদাস প্রথার অবসান ঘটলে ব্রিটিশ উপনিবেশগুলোতে শ্রমিকের সঙ্কট

(xi) ভারত শাসন আইন ১৮৫৮ এর গুরুত্ব হল – ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়

(xii) রাউলাট আইনের প্রতিবাদে গ্রেপ্তার হন – সৈফুদ্দিন কিচলু

(xiii) স্তম্ভ ‘ক’ এর সাথে স্তম্ভ ‘থ’ মিলিয়ে সঠিক বিকল্পটি লেখো :

 

স্তম্ভ ‘ক’ স্তম্ভ ‘খ’
(i) অধীনতামুলক মিত্রতা নীতি (A) ডালহৌসি
(ii) স্বত্ববিলোপ নীতি (B) চার্চিল
(iii) পোড়ামাটির নীতি (C) র‍্যামসে ম্যাকডোনাল্ড
(iv) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি (D) লর্ড ওয়েলেসলি

উত্তরঃ 

 

স্তম্ভ ‘ক’ স্তম্ভ ‘খ’
(i) অধীনতামুলক মিত্রতা নীতি (D) লর্ড ওয়েলেসলি
(ii) স্বত্ববিলোপ নীতি (C) র‍্যামসে ম্যাকডোনাল্ড
(iii) পোড়ামাটির নীতি (A) ডালহৌসি
(iv) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি (B) চার্চিল

 

(xiv) ‘আগস্ট প্রস্তাব’ ঘোষণা করেন – লিনলিথগো

(Xv) সুভাষচন্দ্র বসুকে সর্বপ্রথম ‘নেতাজি’ বলে সম্বোধন করেন – হিটলার 

(xvi) ‘রাজাজি সূত্র’ যে বিষয়কে সামনে রেখে ঘোষণা হয় – দেশকে অখন্ড রাখা সংক্রান্ত

(xvii) ট্রুম্যান নীতি – রাজনীতি বিষয়ক ঘোষণা

(xviii) মার্শাল টিটো কোন্ দেশের শাসক ছিলেন – যুগোশ্লাভিয়ার

(xix) ‘দিয়েন-বিয়েন-ফু’র ঘটনার সঙ্গে কোন পাশ্চাত্য দেশ জড়িয়ে ছিল – ফ্রান্স

(xx) কোন দেশটি ‘আরব লিগে’র সদস্য নয় – ইরাক

(xxi) স্তম্ভ ‘ক’ এর সাথে স্তম্ভ ‘‘ মিলিয়ে সঠিক বিকল্পটি লেখো :

 

 

স্তম্ভ ‘ক’ স্তম্ভ ‘খ’
(i) ভারত (A) ১৯৬৪
(ii) সিংহল (B) ১৯৫১
(iii) লিবিয়া (C) ১৯৪৭
(iv) নিউজিল্যান্ড (D) ১৯৪৮

উত্তরঃ 

 

স্তম্ভ ‘ক’ স্তম্ভ ‘খ’
(i) ভারত (C) ১৯৪৭
(ii) সিংহল (D) ১৯৪৮
(iii) লিবিয়া (B) ১৯৫১
(iv) নিউজিল্যান্ড (A) ১৯৬৪

 

(xxii) ‘বঙ্গবন্ধু’ বলা হয় – শেখ মুজিবরকে

(xxiii) ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্যোগ নেন – জহরলাল নেহরু

(xxiv) ভারতে মহাকাশ কর্মসূচির জনক বলা হয় – ডঃ বিক্রম সারাভাই

2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :

(i) উপনিবেশবাদ বলতে কী বোঝো?

উত্তরঃ উপনিবেশ কথাটির অর্থ হল ‘মানবসমাজের একটি স্থানান্তরিত অংশ’। যথন কোনো দেশ সাম্রাজ্যবাদী মানসিকতাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য অন্য কোনো দেশে বসতি গড়ে তোলে তখন তা উপনিবেশ হিসাবে বিবেচিত হয়। আর উপনিবেশ গড়ে তোলার এই নীতিকে উপনিবেশবাদ বলা হয়।

 

অথবা,

ভৌমিক সাম্রাজ্যবাদ কী?

উত্তরঃ সপ্তদশ ও অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি পৃথিবীর বিভিন্ন দেশের ভূখন্ড দখল সেখানে নিজেদের ঔপনিবেশিক শাসন শুরু করেন। এই সাম্রাজ্যবাদ ‘ভৌমিক সাম্রাজ্যবাদ’ নামে পরিচিত। যেমন – ব্রিটেনের ভারত দখল ও সাম্রাজ্য স্থাপন।

(ii) ‘শ্বেতাঙ্গদের দায়বদ্ধতা’র কথা বলেছেন এমন একজন লেখকের নাম লেখ। তিনি কোন দেশের নাগরিক ছিলেন?

উত্তরঃ ‘শ্বেতাঙ্গদের দায়বদ্ধতা’র কথা বলেছেন এমন একজন লেখকের নাম রুউইয়ার্ড কিপলিং। তিনি ইংল্যান্ডের নাগরিক ছিলেন।

(iii) ইউরোপের সাম্রাজ্যবাদী জাতিগুলি কিভাবে চার্লস ডারউইনের ‘যোগ্যতমের উদবর্তন’ তত্ত্বকে ব্যাখ্যা করেছিলেন?

উত্তরঃ ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইন তার যোগ্যতমের উদবর্তন তত্ত্বের বলেছেন, প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে শুধু যোগ্যতম প্রাণীরাই বিবর্তনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। ইউরোপের সাম্রাজ্যবাদী জাতিগুলি এই তত্ত্বের দ্বারা প্রভাবিত হয় এবং ডারউইনের তত্ত্বকে নিজেদের মতো ব্যাখ্যা করে ও নিজেদের স্বার্থ পূরণকারী সেই নীতিকে তারা যোগ্যতম জাতির শ্রেষ্ঠত্ব রক্ষার তত্ত্ব হিসেবে তুলে ধরে।

(iv) ‘রায়তওয়ারি বন্দোবস্তু’ কী? এর জনক কে?

উত্তরঃ আঠারো শতকে দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু মাদ্রাজ প্রেসিডেন্সি বাদে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় স্যার টমাস মুনরো এবং বোম্বাই প্রদেশ লিফিনস্টোনের নেতৃত্বে এক ধরনের ভূমিরাজস্ব ব্যবস্থা প্রবর্তন করে, যা রায়তওয়ারি বন্দোবস্ত নামে পরিচিতি লাভ করে। এর জনক হলেন টমাস মুনরো।

 

(v) কে কী উদ্দেশ্যে ‘চা কমিটি’ গঠন করেন?

উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিং ১৮৩৪ খ্রিস্টাব্দে ভারতে চা শিল্প গড়ে তোলার জন্য ‘চা কমিটি’ গঠন করেন।

অথবা,

টমাস ব্র্যাবিংটন মেকলে তাঁর মিনিটস-এ ভারতীয়দের কীভাবে ব্যাখ্যা করেছিলেন?

উত্তরঃ তাঁর মতে, এ দেশের উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটিয়ে ‘চুইয়ে পড়া নীতি’ অনুসারে তা ক্রমশ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এর ফলে ভারতে এমন একটি সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে যারা ‘রক্তবর্ণে ভারতীয় হলেও রুচি, মত, নৈতিকতা ও বুদ্ধিমত্তায়’ ইংরেজদের সমতুল্য হয়ে যাবে।

(vi) কোন্ আইন দ্বারা সতীদাহ প্রথা রদ করা হয়?

উত্তরঃ রেগুলেশন-XVII আইন দ্বারা সতীদাহ প্রথা রদ করা হয়।

(vii) পতিদার কাদের বলা হয়? এদের উপাধি কি ছিল?

উত্তরঃ ‘পতিদার’ কথার অর্থ হল ‘জমির মালিক’। গুজরাটের কুনবি সম্প্রদায়ভুক্ত এক কৃষক শ্রেণী যারা ব্রিটিশ সরকার প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে জমির মালিক হয়ে ওঠে এবং আর্থসামাজিক অগ্রগতি ঘটায়। এরাই পতিদার নামে পরিচিত। তাদের উপাধি হত ‘প্যাটেল’ অর্থাৎ গ্রামের প্রধান।

(viii) দিকু কাদের বলা হয়?

উত্তরঃ সাঁওতাল পরগনা অঞ্চলে বহিরাগত সুদখোর মহাজন ও জমিদারদের দিকু বলা হত।

অথবা,

ব্রিটিশ সরকার কোন আইন দ্বারা চুক্তি বদ্ধ শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করে?

উত্তরঃ ১৮৫৮ সালের ভারত শাসন আইনের দ্বারা ব্রিটিশ সরকার চুক্তিবদ্ধ শ্রমিকদের নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করে।

 

(ix) ‘মন্তেগু-চেমসফোর্ড সংস্কার আইন’ কবে পাস হয়? এই আইন অন্য কী নামে পরিচিত?

উত্তরঃ ১৯১৯ সালে ‘মন্তেগু-চেমসফোর্ড সংস্কার আইন’ পাশ হয়। এই আইন ভারত শাসন আইন নামে পরিচিত।

 

(x) ‘অধীনতামূলক মিত্রতা নীতি’ কী?

উত্তরঃ লর্ড ওয়েলেসলি ব্রিটিশ সাম্রাজ্য সম্প্রসারণের লক্ষ্যে দেশীয় রাজ্যগুলিকে বিদেশি আক্রমণ থেকে রক্ষার অজুহাতে যে নীতির প্রয়োগ ঘটিয়ে কোম্পানির অধীনতা গ্রহণের জন্য বাধ্য করেন, তার নাম অধীনতামূলক মিত্রতা নীতি।

অথবা,

‘স্বত্ববিলোপ নীতি’র মূল কথা কি ছিল?

উত্তরঃ স্বত্ববিলোপ নীতির মূল কথা ছিল এই যে, ইংরেজদের আশ্রিত কোনো রাজ্যের উত্তরাধিকারী না থাকলে সে রাজ্যের ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হবে এবং দত্তকপুত্রের উত্তরাধিকার স্বীকার করা হবে না।

(xi) ‘আগস্ট প্রস্তাব’ কি?

উত্তরঃ ১৯৪০ খ্রিস্টাব্দে আগস্ট মাসের প্রথম দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন প্রচন্ড বিপর্যয়ের মুখোমুখি হলে ভারতীয় নেতৃবৃন্দকে কিছুটা খুশি করে ভারতের জনসম্পদ ও অর্থসম্পদ যুদ্ধের কাজে ব্যবহার করার উদ্দেশ্যে বড়লাট লর্ড লিনলিথগো ৮ই আগস্ট একটি ঘোষণা করেন। এই ঘোষণা লিনলিথগো প্রস্তাব বা আগস্ট অফার নামে পরিচিত।

(xii) ‘এশিয়াবাসীদের জন্য এশিয়া’- এই স্লোগান কোন দেশের?

উত্তরঃ জাপানের

অথবা,

ক্যাপ্টেন মোহন সিং কে ছিলেন?

উত্তরঃ মোহন সিং ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী এবং সাবেক সামরিক কর্মকর্তা। তিনি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ পূর্ব এশিয়ায়, আজাদ হিন্দ ফৌজ সংগঠন ও এর নেতৃত্ব দানের জন্য সর্বাধিক পরিচিত।

(xiii) ‘ঠান্ডা লড়াই’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উত্তরঃ ১৯৪৭ সালের ১৬ এপ্রিল ক্যারোলিনা কলম্বিয়া শহরে এক ভাষণে মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচ প্রথম ‘ঠান্ডা লড়াই’ কথাটি প্রকাশ্যে ব্যবহার করেন।

(xiv) ট্রুম্যান নীতির উদ্দেশ্য কি ছিল?

উত্তরঃ ট্রুম্যান নীতি ঘোষণার অন্যতম লক্ষ্য ছিল অর্থ সাহাস্যের নামে অন্যান্য দেশকে অস্ত্র ও শিল্পজাত দ্রব্য বিক্রি করে বাণিজ্যের সম্প্রসারণ ঘটানো।

অথবা,

তেল কূটনীতি কি?

উত্তরঃ বিংশ শতকের আটের দশকের শেষ ও নয়ের দশকের সূচনায় মধ্যপ্রাচ্যের সবথেকে অন্যতম ঘটনা ছিল উপসাগরীয় সংকট। ঠান্ডা লড়াইয়ের অন্তিম লগ্নে এই সংকট বিশ্ব রাজনীতিকে নতুনভাবে উত্তপ্ত করেছিল। যার উদ্ভবের অন্যতম কারণ ছিল তৈল কূটনীতি।

(xv) ‘তৃতীয় বিশ্ব’ বলতে কি বোঝো?

উত্তরঃ তৃতীয় বিশ্ব হল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন ধারণা। এটির উদ্ভব বিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে। তৃতীয় বিশ্বের দেশ বলতে সেইসব দেশকেই বোঝায় যারা ছিল নিরপেক্ষ অর্থাৎ ধনতান্ত্রিক ও সাম্যবাদ আদর্শ অনুকরণে অনুৎসাহী।

(xvi) ইন্দোনেশিয়া কত সালে কার নেতৃত্বে স্বাধীনতা লাভ করে?

উত্তরঃ ১৯৪৫ সালের ১৭ই আগস্ট ডঃ সুকর্ণ এর নেতৃত্বে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।

অথবা,

সার্কের পুরো নাম লেখো৷

উত্তরঃ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন।

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 6,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 6,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 6,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 6,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 6,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 6

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 6,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 6,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 6,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 6,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 6,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!