Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 116
Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 116
(i) ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার – রমেশচন্দ্র মজুমদার
(ii) ‘Early History of India’ গ্রন্থের রচয়িতা – ভিনসেন্ট স্মিথ
(iii) ল্যুভর মিউজিয়াম অবস্থিত – প্যারিসে
(iv) ‘Weltpolitik’ নীতি প্রবর্তন করেন – কাইজার দ্বিতীয় উইলিয়াম
(v) ‘New World’ শব্দটি প্রথম ব্যবহার করেন – আমেরিগো ভেসপুচি
(vi) ‘সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা’ গ্রন্থের লেখক – হাসন
(vii) বাংলায় দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন – রবার্ট ক্লাইভ
(viii) ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত ভূমিরাজস্ব ব্যবস্থা – একশালা ব্যবস্থা, পাঁচশালা ব্যবস্থা
(ix) বীরসালিঙ্গম দক্ষিণের নামে পরিচিত। – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(x) ‘মিরাৎ-উল-আকবর’ পত্রিকাটি প্রকাশ করেন – রামমোহন রায়
(xi) বারাণসীতে ‘কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয়’ স্থাপন করেন – মদনমোহন মালব্য
(xii) ১৯০৯ খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন- লর্ড মিন্টো
(xiii) গান্ধী প্রবর্তিত ‘হরিজন’ কথার অর্থ – ঈশ্বরের সন্তান
(xiv) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন- জওহরলাল নেহরু
(xv) ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল – ১৯৫০ খ্রিস্টাব্দে
(xvi) চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূচনা হয় ______ বন্দরের মধ্য দিয়ে। – ম্যাকাও
(xvii) বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিলেন – বল্লভভাই প্যাটেল
(xviii) নৌ বিদ্রোহের প্রথম সূচনা হয় তলোয়ার জাহাজে –
(xix) পুণা চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৩২ খ্রিস্টাব্দে
(xx) ‘আজাদ হিন্দ সরকার’ প্রতিষ্ঠিত হয়েছিল – সিঙ্গাপুরে
(xxi) ‘মিউজিয়াম’ শব্দটি এসেছে ‘মউসিয়ান’ থেকে যেটি একটি – গ্রিক শব্দ
(xxii) ‘যতদূর মনে পড়ে’ কার আত্মজীবনী? -জ্যোতি বসু
( xxiii) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
(i) জেনারেল তোজো | (A) ভিয়েতনাম |
(ii) চৌ-এন-লাই | (B) ইন্দোনেশিয়া |
(iii) হো-চি-মিন | (C) চীন |
(iv) সুকর্ণ | (D) জাপান |
উত্তরঃ
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
(i) জেনারেল তোজো | (D) জাপান |
(ii) চৌ-এন-লাই | (C) চীন |
(iii) হো-চি-মিন | (A) ভিয়েতনাম |
(iv) সুকর্ণ | (B) ইন্দোনেশিয়া |
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 116,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 116,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 116
It is too much helpful toH.S. appearing candidates.
You are welcome.
Please share with your friends and keep visiting.
Thanks and Regards
Good