Skip to content

HS ABTA Test Paper 2023 Bengali Page AC 63

HS ABTA Test Paper 2023 Bengali Page AC 63

HS ABTA Test Paper 2023 Bengali Page AC 63

১। সঠিক বিকল্পটি নির্বাচন করো :

১.১ মেজ আর ছোটোর জন্য বারোমাস যে চাল রান্না হয় – পদ্ম জালি

 

১.২ টুনুর মা নিখিলকে অনুরোধ জানিয়েছিল – মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে

 

১.৩ ‘যথেষ্ট রিলিফওয়ার্ক’ না হওয়ার কারণ – লোকের অভাব

 

১.৪ ফতারের নমাজ বলতে বোঝায়- ভোরের নমাজ

 

১.৫ “বড়ো বউ ভাবতে চেষ্টা করে” – তখনও চাঁদ সূর্য উঠবে কিনা

 

১.৬ ‘এ জগৎ’- স্বপ্ন নয়

 

১.৭ ‘দেহ চায়’- সবুজ বাগান

 

১.৮ “সে নামল…” – নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে

 

১.৯ “ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে।” – শীতের দুঃস্বপ্নের মতো

 

১.১০ “পরদা থুললে দেখা যায়…।” মঞ্চসম্পূর্ণ ফাঁকা

অথবা,

রজনীকান্ত যে ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন – দিলদারের

 

১.১১ “পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম।” উক্তিটি করেছেন – বউদি

অথবা,

‘নানা রঙের দিন’ নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স ৬৮ বছর

 

১.১২ “তার নাকি দারুন বক্স অফিস।” – কীসের? – হাসির নাটকের

অথবা,

“সেই টাকার তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন।” – তিনি হলেন – রামব্রীজ

 

১.১৩ ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে – শূন্য উদ্যান

অথবা,

বলী কান্ধারী মর্দানাকে ফিরিয়ে দিয়েছিল – তিনবার

 

১.১৪ “তুমি নির্মল করো মঙ্গল করে” – গানটির রচয়িতা – রজনীকান্ত সেন

 

১.১৫ বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবির নাম হল – পথে হল দেরি

 

১.১৬ ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব – নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

 

১.১৭ বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে – সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে

 

১.১৮ ‘দারুন’ শব্দের আদি অর্থ – কাষ্ঠনির্মিত

 

আরো পড়ুন :

H.S ABTA Test Paper 2022-2023 All subjects solution

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

HS ABTA Test Paper 2023 Bengali Page AC 63

3 thoughts on “HS ABTA Test Paper 2023 Bengali Page AC 63”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!