Sat. Jul 27th, 2024

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 125

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 125

ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।

Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো। 

বিভাগ-‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ প্লাবন ভূমি, বদ্বীপ ইত্যাদি সঞ্চয়জাত ভূমিরূপ যে পদ্ধতিতে সৃষ্টি হয় তা হল-

() বিচূর্ণীভবন

() আরোহণ

() অবরোহণ

() পুঞ্জক্ষয়

উত্তরঃ (খ) আরোহণ

 

১.২ জলপ্রপাতের নীচে বিশালাকার গর্তকে বলে-

() মন্থকূপ

() আর্টেজীয় কূপ

() প্ৰপাত কূপ

() খরস্রোতা

উত্তরঃ (গ) প্ৰপাত কূপ

 

১.৩ চলমান বালিয়াড়িগুলিকে বলে—

(ক) শটস্

() ওয়াদি

() ধ্রিয়ান 

() প্লায়া

উত্তরঃ (গ) ধ্রিয়ান 

 

১.৪ উল্কা পিণ্ড পুড়ে ছাই হয়—

() আয়নোস্ফিয়ারে

() মেসোস্ফিয়ারে

() ট্রপোস্ফিয়ারে

() ম্যাগনেটোস্ফিয়ারে

উত্তরঃ (খ) মেসোস্ফিয়ারে

 

১.৫ মৌসুমী বায়ুর প্রভাবে কোন মহাসাগরের সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়—

() প্রশান্ত

() ভারত

() আটলান্টিক

() সুমেরু মহাসাগরে

উত্তরঃ (খ) ভারত

 

১.৬ প্রতিযোগ অবস্থানের সময় থাকে-

(ক) অমাবস্যা

() অষ্টমী

() দ্বাদশী

() পূর্ণিমা

উত্তরঃ (ঘ) পূর্ণিমা

 

১.৭ স্ক্র্যাবার যন্ত্রটি ব্যবহৃত হয়—

(ক) জলদূষণ নিয়ন্ত্রণে

() মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণে

() বায়ুদূষণ নিয়ন্ত্রণে

() তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণে

উত্তরঃ (গ) বায়ুদূষণ নিয়ন্ত্রণে

 

১.৮ ভারতে নায়াগ্রাবলা হয়-

() শিবসমুদ্রম

(খ) হুডু

() চিত্রকূট

() কপিলধারা জলপ্রপাতকে

উত্তরঃ (গ) চিত্রকূট

 

১.৯ ভোরঘাট গ্যাপ অবস্থিত-

() সুরাট

() মুম্বাই

() পুণে

() নাসিক এর নিকটে

উত্তরঃ (গ) পুণে

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

১.১০ ভারতে সর্বাধিক রাগি চাষ হয়—

() কর্ণাটক

() রাজস্থান

() মহারাষ্ট্র

() কেরালায়

উত্তরঃ (ক) কর্ণাটক

 

১.১১ ২০১১ জনগণনা অনুসারে ভারতে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা হল-

() ৯২০ জন

() ৯৩০ জন

() ৯৪০ জন

() ১০২৪ জন

উত্তরঃ (গ) ৯৪০ জন

 

১.১২ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত-

(ক) পেরাম্বুর

() কলকাতা

() শ্রীনগর

() বারাণসীতে

উত্তরঃ (ক) পেরাম্বুর

 

১.১৩ ভারতের কোন জাতীয় সড়কের নাম হল গ্র্যান্ড ট্যাঙ্ক রোড-

() NH1

() NH15

() NH2

() NH-34

উত্তরঃ (গ) NH-2

 

১.১৪ ভারতের ভূবৈচিত্রসূচক মানচিত্র তৈরি করে—

() ISRO

() SOI

(গ) NTPC

() NASA

উত্তরঃ (খ) SOI

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :

২.১.১ টাইফুন নামে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতটি চীন সাগরে দেখা যায়

উত্তরঃ শু

 

২.১.২ হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় মেরু অঞ্চলে

উত্তরঃ শু

 

২.১.৩ আকাশ মেঘাচ্ছন্ন থাকলে শিশির জমার সম্ভাবনা বাড়ে

উত্তরঃ শু

 

২.১.৪ গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ পৃথিবীর কেন্দ্রাতিগ শক্তি

উত্তরঃ শু

 

২.১.৫ লাদাখ মালভূমি প্রকৃতপক্ষে লাভা মালভূমি

উত্তরঃ 

 

২.১.৬ গোয়াকে আরব সাগরের রানীবলে

উত্তরঃ 

 

২.১.৭ একটি জিওস্টেশনারি উপগ্রহ হল INSAT 

উত্তরঃ শু

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :

২.২.১ মন্থকূপ নদীর ______ গতিতে দেখা যায়

উত্তরঃ উচ্চ 

 

২.২.২ ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে ______ বলে

উত্তরঃ অ্যানাবেটিক বায়ু 

 

২.২.৩ ওজনস্তরের ঘনত্ব ______ এককের সাহায্যে মাপা হয়। 

উত্তরঃ ডবসন 

 

২.২.৪ একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হল ______ ।

উত্তরঃ ইউরেনিয়াম 

 

২.২.৫ নাগার্জুন সাগর প্রকল্পটি ______ নদীর উপর অবস্থিত।

উত্তরঃ কৃষ্ণা 

 

২.২.৬ ______ কে ভারতের কার্পাস বয়ন শিল্পের রাজধানী বলে। 

উত্তরঃ আমেদাবাদ 

 

২.২.৭ ভারতপাকিস্তানের সীমারেখা ______ নামে খ্যাত। 

উত্তরঃ র‍্যাডক্লিফ রেখা 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ নদীপ্রবাহ পরিমাপের একককে কি বলে ?

উত্তরঃ কিউসেক বা কেউমেক 

 

২.৩.২ লোয়েশশব্দটির অর্থ কী ?

উত্তরঃ স্থানচ্যুত বস্তু 

 

২.৩.৩ স্থলবায়ুর সর্বাধিক বেগ কখন দেখা যায় ?

উত্তরঃ ভোরবেলায় 

 

২.৩.৪ কোন স্থানীয় বায়ু ডাক্তার বায়ু নামে পরিচিত ?

উত্তরঃ হারমাট্টান

 

২.৩.৫ ম্যানিওর পিট কী ?

উত্তরঃ ম্যানিওর পিট হলো একধরণের আবর্জনা জমাকরন প্রক্রিয়া যা মাটিতে গর্ত করে জমা করা হয় এবং পচনের পর তা থেকে জৈব সার তৈরি করা হয়। এতে আবর্জনার দূষণ থেকে যেমন রেহাই পাওয়া যায়, তেমনি জৈব সার পেয়ে রাসায়নিক সারের খরচ বাঁচিয়ে আর্থিক লাভবান হওয়া যায়।

 

২.৩.৬ ভারতের সিলিকন ভ্যালিকাকে বলে ?

উত্তরঃ ব্যাঙ্গালুরু 

 

২.৩.৭ হীরক চতুর্ভুজ কথাটি কোন পরিবহণের সাথে যুক্ত ?

উত্তরঃ রেলপথ 

 

২.৩.৮ একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম লেখো। 

উত্তরঃ ফটোগ্রাফিক ক্যামেরা 

 

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামস্তম্ভ ডানস্তম্ভ
২.৪.১ মালাবার উপকূল ১। জামশেদপুর
২.৪.২ টেলকো ২। গুরু শিখর
২.৪.৩ কার্পাস ৩।কয়াল
২.৪.৪ আরাবল্লী ৪। বলউইভিল

উত্তরঃ 

বামস্তম্ভ ডানস্তম্ভ
২.৪.১ মালাবার উপকূল ৩।কয়াল
২.৪.২ টেলকো ১। জামশেদপুর
২.৪.৩ কার্পাস ৪। বল-উই-ভিল
২.৪.৪ আরাবল্লী ২। গুরু শিখর

 


আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 125, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 125, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 125, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 125, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 125, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 125, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 125.

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 125, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 125, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 125, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 125, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 125, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 125, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 125.

13 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 125”
    1. ম্যাপটি কথা থেকে করবো ❓❔🤔
      সাহায্য করুন ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!