Sat. Sep 30th, 2023

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 151

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 151

ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।

Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো। 

বিভাগ-‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ বহির্জাত প্রক্রিয়া হল—

(ক) ভূমিকম্প

() আবহবিকার

() অগ্ন্যুৎপাত

() পাত সঞ্চালন

উত্তরঃ (খ) আবহবিকার

 

১.২ লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল-

() অবঘর্ষ ক্ষয়

() ঘর্ষণ ক্ষয়

() জলপ্রবাহ ক্ষয়

() দ্রবণ ক্ষয়

উত্তরঃ (ঘ) দ্রবণ ক্ষয়

 

১.৩ মরু মরু প্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে-

() প্লায়া

() ওয়াদি

() ধান্দ

() কাতারা

উত্তরঃ (ক) প্লায়া

 

১.৪ চিনসাগরের বিধ্বংসী ঝড়কে-

() সাইক্লোন

() হ্যারিকেন

() টাইফুন

() উইলি উইলি বলে

উত্তরঃ (গ) টাইফুন বলে।

 

১.৫ কোন মহাসাগরে শৈবাল সাগরসৃষ্টি হয়েছে-

() সুমেরু

() কুমেরু

() আটলান্টিক

() ভারত

উত্তরঃ (গ) আটলান্টিক

 

১.৬ মুখ্য গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য প্রায়-

() ঘণ্টা

() ঘণ্টা

() ১২ ঘণ্টা ২৬ মিনিট

() ঘণ্টা ১৩ মিনিট

উত্তরঃ (গ) ১২ ঘণ্টা ২৬ মিনিট

 

১.৭ ল্যান্ডফিলিং থেকে উৎপন্ন গ্যাস হল-

() মিথেন

() অ্যামোনিয়া

() নাইট্রোজেন

() অক্সিজেন

উত্তরঃ (খ) অ্যামোনিয়া

 

১.৮ ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু-

() ইন্দিরা কল

() ইন্দিরা পয়েন্ট

() কন্যাকুমারিকা

() কোচি

উত্তরঃ (গ) কন্যাকুমারিকা

 

১.৯ ভারতের বৃহত্তম কয়াল-

() ভেম্বনাদ

() কোলেরু

() অষ্টমুদি

() চিলকা

উত্তরঃ (ক) ভেম্বনাদ

 

১.১০ ছোটনাগপুর মালভূমি একটি-

() লাভা গঠিত

() ব্যবচ্ছিন্ন

() সঞ্চয়জাত

(ঘ) পর্বত বেষ্টিত

উত্তরঃ (খ) ব্যবচ্ছিন্ন

 

১.১১ ভাকরা নাঙ্গালনদী পরিকল্পনা যে নদীর ওপর গড়ে উঠেছে তা হলো-

() মহানদী

(খ) শতদ্রু

() কাবেরী

() নর্মদা

উত্তরঃ (খ) শতদ্রু

 

১.১২ ভারতের উত্তর ভাগের নবীন পলিমাটিযুক্ত অঞ্চলকে বলে

() খাদার

() বেট

() তরাই

() ভাবর। 

উত্তরঃ (খ) বেট

 

১.১৩ ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতে সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ রাজ্য-

(ক) সিকিম

() অরুণাচল প্রদেশ

() বিহার

() রাজস্থান

উত্তরঃ (খ) অরুণাচল প্রদেশ

 

১.১৪ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে বলা হয়—

() সেন্সর

() স্পট

() সমকেন্দ্র

() প্লাটফর্ম

উত্তরঃ (ঘ) প্লাটফর্ম

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :

২.১.১ হিমরেখার উচ্চতা নিম্ন অক্ষাংশে কম হয়

উত্তরঃ 

 

২.১.২ বালুকাময় মরুভূমিকে হামাদা বলে

উত্তরঃ

Note : সাহারায় বালুকাময় মরুভূমিকে আর্গ বলে

শিলাময় বিস্তীর্ণ সমতল ভূমির মত উন্মুক্ত মরুভূমিকে হামাদা (Hammada) বলে।

 

২.১.৩ এলনিনোর প্রভাবে ভারতে বৃষ্টির পরিমাণ বেশি হয়

উত্তরঃ 

 

২.১.৪ ইলেকট্রনিকস বস্তুজাত বর্জ্যকে বলে-ই-বর্জ্য।নিক বস্তুজাত 

উত্তরঃ শু

 

২.১.৫ তুলো উৎপাদন হয় রেটুন পদ্ধতির সাহায্যে

উত্তরঃ 

 

২.১.৬ ভারতের রূঢ় বলা হয় দুর্গাপুরকে

উত্তরঃ শু

 

২.১.৭ Survey of India’-এর সদর দপ্তর রয়েছে দেরাদুনে

উত্তরঃ শু

 

২.১.৮ শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে

উত্তরঃ শু

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :

২.২.১ ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপ ______ ক্ষয়কার্যের ফলে গঠিত হয়।

উত্তরঃ গৌড় 

 

২.২.২ নদীর মধ্যবর্তী উঁচু স্থানকে ______ বলে।

উত্তরঃ জলবিভাজিকা 

 

২.২.৩ মরা জোয়ার সৃষ্টি হয় ______ তিথিতে। 

উত্তরঃ পূর্ণিমা 

 

২.২.৪ আর্সেনিক দূষণে ______ রোগ সৃষ্টি হয়।

উত্তরঃ ব্ল্যাকফুট 

 

২.২.৫ ভারতের সিলিকন ভ্যালি বলা ______ শহরকে।

উত্তরঃ ব্যাঙ্গালুরু 

 

২.২.৬ ______ বায়ু ভারতের জলবায়ু নিয়ন্ত্রণ করে

উত্তরঃ মৌসুমী 

 

২.২.৭ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ______ ।

উত্তরঃ আর্যভট্ট 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ অ্যারোসল কাকে বলে ?

উত্তরঃ অ্যারোসল (“এরো-সলিউশন”) হল বায়ু বা অন্য কোন গ্যাসে সূক্ষ্ম কঠিন কণা বা তরল ফোঁটার সাসপেনশন। যেমন – কুয়াশা, ধোঁয়া প্রভৃতি। 

 

২.৩.২ ইনসেলবার্জকোন অঞ্চলে দেখা যায় ?

উত্তরঃ মরু অঞ্চলে। 

 

২.৩.৩ দুটি গ্রীনহাউস গ্যাসের নাম লেখো

উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড, মিথেন প্রভৃতি। 

 

২.৩.৪ তালকথার অর্থ কী ?

উত্তরঃ হ্রদ। 

 

২.৩.৫ নীলগিরি পশ্চিমঘাট পর্বতের মধ্যে ফাঁক কি নামে পরিচিত ?

উত্তরঃ পালঘাট 

 

২.৩.৬ দক্ষিণ ভারতে মূলত কর্ণাটকে আম্রবৃষ্টিকে কি বলে ?

উত্তরঃ চেরি ব্লসম। 

 

২.৩.৭ GIS বলতে কী বোঝো

উত্তরঃ ভৌগোলিক তথ্য ব্যবস্থা-র (ইংরেজি: Geographic Information System) মাধ্যমে দৈশিক তথা ভৌগোলিক উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও উপস্থাপন করা হয়। এর ইংরেজি প্রতিশব্দ হল জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (Geographic Information System) এবং একে সংক্ষেপে জি আই এস (GIS) বলা হয় ।

 

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক ডানদিক
২.৪.১ নাগপুর ১। কাশ্মীর উপত্যকা
২.৪.২ খাদার ২। পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল
২.৪.৩ কারেওয়া ৩। কার্পাস গবেষণার
২.৪.৪ ন্যাপথা ৪। নবীন পলিমাটি অঞ্চল

উত্তরঃ 

বামদিক ডানদিক
২.৪.১ নাগপুর ৩। কার্পাস গবেষণার
২.৪.২ খাদার ৪। নবীন পলিমাটি অঞ্চল
২.৪.৩ কারেওয়া ১। কাশ্মীর উপত্যকা
২.৪.৪ ন্যাপথা ২। পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল

 


আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 151, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 151, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 151, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 151, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 151.

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 151, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 151, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 151, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 151, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 151.

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 151, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 151, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 151, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 151

8 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 151”
  1. স্যার আমার মনে হচ্ছে 1.6 এর উত্তর টা ভুল আছে । সেটি(ঘ)এর টা হবে না (গ) টা হবে।

    1. অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।
      অনেক অনেক ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য – এতে অন্যান্য ছাত্র-ছাত্রীরা অনেক উপকৃত হবে।
      ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!