Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 416
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 416
বিভাগ-‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ যে প্রক্রিয়া কার্যে ভূপৃষ্ঠের সমতলীকরণ দেখা যায় তা হল
(ক) নগ্নীভবন
(খ) পর্যায়ন
(গ) আরোহণ
(ঘ) অবরোহণ।
উত্তরঃ (খ) পর্যায়ন
১.২ দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে—
(ক) নদীর উৎস
(খ) দোয়াব
(গ) জলবিভাজিকা
(ঘ) জলপ্রপাত।
উত্তরঃ (গ) জলবিভাজিকা
১.৩ ‘ডিমের ঝুড়ি’ বলা হয় যে ভূমিরূপকে-
(ক) ড্রামলিন
(খ) এস্কার
(গ) গ্রাবরেখা
(ঘ) ক্রেভাস।
উত্তরঃ (ক) ড্রামলিন
১.৪ মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপ হল—
(ক) জুইগেন
(খ) ইয়াদাঙ
(গ) ইনসেলবার্জ
(ঘ) গৌর
উত্তরঃ (ঘ) গৌর
১.৫ বায়ুমণ্ডলের যে স্তরটি বেতার তরঙ্গের জন্য ব্যবহৃত হয়—
(ক) ট্রপোস্ফিয়ার
(খ) এক্সোস্ফিয়ার
(গ) আয়নোস্ফিয়ার
(ঘ) মেসোস্ফিয়ার।
উত্তরঃ (গ) আয়নোস্ফিয়ার
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৬ নিচের যে সমুদ্র স্রোতটির প্রকৃতি শীতল, তা হল-
(ক) ব্রেজিল
(খ) উপসাগরীয়
(গ) কুরোশিও
(ঘ) ওয়াশিও।
উত্তরঃ (ঘ) ওয়াশিও
১.৭ তেজষ্ক্রিয় বজ্রের প্রধান উৎসস্থল হল-
(ক) শিল্প কারখানা
(খ) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
(গ) জলবিদ্যুৎকেন্দ্র
(ঘ) তাপবিদ্যুৎকেন্দ্র
উত্তরঃ (খ) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
১.৮ ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে—
(ক) ম্যাকমোহন লাইন
(খ) র্যাডক্লিফ লাইন
(গ) ডুরান্ড লাইন
(ঘ) ১০° চ্যানেল।
উত্তরঃ (খ) র্যাডক্লিফ লাইন
১.৯ ভারতে চা উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হল-
(ক) আসাম
(খ) পশ্চিমবঙ্গ
(গ) মহারাষ্ট্র
(ঘ) উত্তর প্রদেশ।
উত্তরঃ (ক) আসাম
১.১০ ভারতের হীরক চতুর্ভুজ প্রকল্প যে পরিবহনের সঙ্গে যুক্ত তা হল-
(ক) রেলপথ
(খ) সড়কপথ
(গ) জলপথ
(ঘ) বিমানপথ।
উত্তরঃ (ক) রেলপথ
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১১ আম্রবৃষ্টি দেখা যায়—
(ক) উত্তর ভারতে
(খ) দক্ষিণ ভারতে
(গ) পশ্চিম ভারতে
(ঘ) পূর্ব ভারতে।
উত্তরঃ (খ) দক্ষিণ ভারতে
১.১২ সিরোজেম মৃত্তিকা দেখা যায়-
(ক) সমভূমি অঞ্চলে
(খ) পার্বত্য অঞ্চলে
(গ) মরু অঞ্চলে
(ঘ) মালভূমি অঞ্চলে।
উত্তরঃ (গ) মরু অঞ্চলে
১.১৩ ভারতের ব্যস্ততম সড়ক পথটি হল-
(ক) NH–1
(খ) NH–2
(গ) NH–7
(ঘ) NH–8
উত্তরঃ (খ) NH-2
১.১৪ যে রঙের সাহায্যে সমোন্নতি রেখা আঁকা হয়, তা হল-
(ক) কালো
(খ) লাল
(গ) সবুজ
(ঘ) বাদামি।
উত্তরঃ (ঘ) বাদামি
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-‘খ’
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :
২.১.১ এসকার বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ।
উত্তরঃ অ
Note: এসকার হিমবাহের বহন কার্যের ফলে গঠিত ভূমিরূপ।
২.১.২ হিমশৈলের ১৯ অংশ জলের নিচে থাকে।
উত্তরঃ শু
২.১.৩ একটি জৈব গ্রিন হাউস গ্যাস হলো CH4 বা মিথেন।
উত্তরঃ শু
২.১.৪. শিশির ও কুয়াশা এক ধরনের অধঃক্ষেপণ।
উত্তরঃ অ
Note: শিশির এক ধরনের অধঃক্ষেপণ।
২.১.৫ তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য।
উত্তরঃ শু
২.১.৬ নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়।
উত্তরঃ অ
Note: নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না কারণ এই অঞ্চলে সারাবছরই গ্রীষ্মকাল।
২.১.৭ কলকাতা বন্দরটি স্বাভাবিক প্রতাশ্রয়যুক্ত বন্দর।
উত্তরঃ অ
Note: কলকাতা বন্দরটি হলো ভারতের প্রাচীনতম সক্রিয় বা কার্যক্ষম নদী বন্দর।
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :
২.২.১ আল্পস পর্বতের ম্যাটার হর্ন একটি ______ এর উদাহরণ।
উত্তরঃ পিরামিড চূড়া
২.২.২ দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী করিডরকে সাহারায় ______ বলে।
উত্তরঃ গাসি
২.২.৩ এল-নিনোর উৎপত্তি হল ______ মহাসাগরে।
উত্তরঃ প্রশান্ত
২.২.৪ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ______ ।
উত্তরঃ কন্যাকুমারিকা অন্তরীপ
২.২.৫ ______ হল ভারতের দীর্ঘতম সেচখাল।
উত্তরঃ ইন্দিরা গান্ধী খাল
২.২.৬ ______ অরণ্যে জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়।
উত্তরঃ ম্যানগ্রোভ
২.২.৭ ভারতে প্রথম মেট্রোরেল চালু হয় ______ শহরে।
উত্তরঃ কলকাতা
২.২.৮ INSAT, GOMS এগুলি ______ ধরনের কৃত্রিম উপগ্রহের উদাহরণ।
উত্তরঃ ভূ-সমলয়
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.৩.১ কোন্ দেশকে ফিয়র্ডের দেশ বলে?
উত্তরঃ নরওয়েকে ফিয়র্ডের দেশ বলা হয়।
২.৩.২ চক্ষু কোন্ ধরনের ঘূর্ণবাতে সৃষ্ট হয়?
উত্তরঃ ক্রান্তীয় ঘূর্ণবাতে।
২.৩.৩ সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
উত্তরঃ 1013.25 মিলিবার।
২.৩.৪ একটি ই–বর্জ্যের উদাহরণ দাও।
উত্তরঃ মোবাইল -এর অব্যবহার্য্য ফেলে দেওয়া অংশ।
২.৩.৫ ‘ব্ল্যাকফুট’ রোগ কোন্ পর্দার্থের বিষক্রিয়ায় হয়?
উত্তরঃ আর্সেনিক।
২.৩.৬ ভারতের কোন্ রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী?
উত্তরঃ তামিলনাড়ু।
২.৩.৭ ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ দেরাদুন -এ।
২.৩.৮ ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্যাঙ্গালুরু।
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক | ডানদিক |
২.৪.১ TISCO | ১। মগুচড়া |
২.৪.২ মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত | ২। জলদূষণ |
২.৪.৩ ইউট্রোফিকেশন | ৩। জামসেদপুর |
২.৪.৪ গ্র্যান্ড ব্যাঙ্ক | ৪। অক্লুশন |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ TISCO | ৩। জামসেদপুর |
২.৪.২ মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত | ৪। অক্লুশন |
২.৪.৩ ইউট্রোফিকেশন | ২। জলদূষণ |
২.৪.৪ গ্র্যান্ড ব্যাঙ্ক | ১। মগুচড়া |
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 416, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 416, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 416, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 416, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 416, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 416, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 416.
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 416, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 416, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 416, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 416, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 416, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 416, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 416.
২.৩ ans নেই কেনো ???
এবার webpage টি refresh করে নাও, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে।
ধন্যবাদ।
Good
Thank you
Kamon achis sherya bacha cinte parchis sala
Ache to
২.৪ বাম স্তম্ভ – ডান্ স্তম্ভ।
প্রশ্নতে যেটা দেওয়া আছে ,,, উত্তরেও হুবহু একই কেন????
উত্তর এখনো আপডেট হয়নি।
plz post all pages
Kamon achis sherya bacha cinte parchis sala
Published the next answer sheet
We are working on it.
Thankn you.
Please 438 page answer korun geography🗺️🌏📗🗺️🌏📗🗺️🌏📗🗺️🌏📗🗺️🌏📗🗺️🌏📗🗺️🌏📗🗺️🌏📗🗺️🌏📗🗺️🌏📗🗺️🌏📗🗺️🌏📗🗺️🌏📗🗺️🌏📗🗺️🌏📗 please
অবশ্যই করে দেব। দুই দিন অপেক্ষা করতে হবে।
ধন্যবাদ।
2.1.2 answer wrong
Long question er answer dite parbe please