Sun. May 19th, 2024

Child Development and Pedagogy Part 1

Child Development and Pedagogy Part 1

 

Different theories of child education and development and their proponents : শিশু শিক্ষা ও বিকাশের বিভিন্ন তত্ত্ব ও তাদের প্রবক্তাগণ

শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ব/সংযোজন বাদ  থর্নডাইক।
শিখনের প্রাচীন অনুবর্তনতত্ব (Classical Conditioning)→ প্যাভলভ।
শিখনের সক্রিয় অনুবর্তনতত্ব(Operant Conditioning)→ স্কিনার।
শিখনের সমগ্রতাবাদী তত্ত্ব(Gestalt Theory)→ কোহলার,কফকা,ওয়ার্দিমার।
শিখনের সাযুজ্য তত্ত্ব(Theory of Contiguity)→ গাথারি।
শিখনের সামাজিক নির্মিতিবাদ(Social Constructivism)→ ভাইগটস্কি।
শিখনের সামঞ্জস্যপূর্ণ আচরণ তত্ত্ব→ হাল।
শিখনের ফিল্ড তত্ত্ব (field theory)→ লিউইন।
বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্ব ( Dual Intelligence) → স্পিয়ারম্যান।
বুদ্ধির বহু উপাদান তত্ত্ব Multiple Intelligence → থার্স্টোন।
বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্ব→ গিলফোর্ড।
বুদ্ধির বাছাই তত্ত্ব→ থমসন।
শিশুর জ্ঞামূলক বিকাশের তত্ত্ব→ পিঁয়াজে।
শিশুর নৈতিক বিকাশের তত্ত্ব→ কোহলবার্গ।
Maxims of teaching এর ধারণা দেন→ হার্বাট স্পেনসার।
শিক্ষণ মডেলের ভিত্তি তৈরি করেন→ রবার্ট গ্লেসার।
শিক্ষণের প্রত্যক্ষ প্রশিক্ষণ মডেল→ গ্যাগলে।
শিক্ষণের দলগত অনুসন্ধান মডেল→ হার্বাট থিলেন ও জন ডিউই।
1শিক্ষণের সামাজিক  অনুসন্ধান মডেল→ বাররন মাশিয়াল ও বেঞ্জামিন কক্স।
0. শিক্ষণের চরিত্রাভিনয় মডেল→ ফ্যানি স্যাফটেল ও জর্জ স্যাফটেল।
শিক্ষণের সমাজনুরূপ(Social Simulation) মডেল→ সারিন বুকক ও গুৎসকা।
শিক্ষণের অনির্দেশিত মডেল→ কার্ল রোজার্স।
শিক্ষণের সচেতনতা প্রশিক্ষণ মডেল→ উইলিয়াম গর্ডন।
শিক্ষণের সাইনেকটিস মডেল→ উইলিয়াম গর্ডন।
শিক্ষণের বৌদ্ধিকবিকাশ মডেল→ ব্রুনার।
শিক্ষণের স্মরণমূলক মডেল।→ জোরি লুকাস।
শিক্ষণের বৈজ্ঞানিক অনুসন্ধান মডেল→ জোসেফ জেয়াব।
শিক্ষণের অনুসন্ধানমূলক প্রশিক্ষণ মডেল→ রিচার্ড স্যূচম্যান।
সমাজমিতি কৌশল→ জে.এল.মোরেনো।
0.শিক্ষণের প্রজ্ঞামূলক মডেল→ পিঁয়াজে।
শিশুদের বিকাশ কোন দুটি শর্তের উপর নির্ভরশীল
উত্তরঃ – বংশগতি ও পরিবেশ।
শিক্ষার কোন স্তরে শিক্ষার্থির মধ্যে দলগত মনােভাব লক্ষ্য করা যায় ?
উত্তরঃ – উচ্চ প্রাথমিক।
শিশুর প্রারক্ভিক বাল্যের বয়সসীমা কত ?
উত্তরঃ – 6-৪।
কোন ধরনের বিকাশ শিশুর আচরণকে প্রভাবিত করে ?
উত্তরঃ – প্রাক্ষোভিক বিকাশ।
মানুষ কতদিন পর্যন্ত কোন কিছুর শিক্ষা গ্রহণ করতে পারে ?
উত্তরঃ – শিক্ষা গ্রহণের কোন বয়স নেই।
Calcutta female School কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ – 1949।
শিক্ষায় সমাজ তান্ত্রিক ভাবধারার জনক কে ?
উত্তরঃ – রুশো।
রত্ন সাগর পাঠাগার কোন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ?
উত্তরঃ – নালন্দা।
ক্রীড়া চিকিৎসার প্রব্রতক কে ?
উত্তরঃ – ফ্রয়েবেল।
হিন্দু কলেজ কলে স্থাপিত হয় ?
উত্তরঃ – 1817
কে প্রথম মনস্তত্বের উপর ভিত্তি করে শিক্ষার কথা চিন্তা করেছিলেন ?
উত্তরঃ – রুশাে।
কিনডার গার্ডেন ব্যবস্থা কে চালু করেন ?
উত্তরঃ – ফ্রয়েবেল।
শিশু কেন্দ্রিক শিক্ষার জনক ?
উত্তরঃ – রশাে।
জাতীয় সাক্ষরতা মিশন চালু হয় ?
উত্তরঃ – 1988।
শিক্ষা মানুষকে কি দেয় ?
উত্তরঃ – বিনয়।
শ্রেষ্ঠ শিক্ষা বন্ধু কে ?
উত্তরঃ – শিক্ষক।
কোনো সমাজে মূল্যবােধ ফিরিয়ে আনতে শিক্ষক এর ভূমিকা কি ?
উত্তরঃ সক্রিয়।
প্রয়ােগবাদী দর্শনের প্রবক্তা কে ?
উত্তরঃ – জন ডিউই।
1 ভারতীয় শিক্ষার ওয়ার্ধা পরিকল্পনার স্রষ্টা কে ?
উত্তরঃ – গান্ধীজী।
0. শিক্ষার মূল উদ্দেশ্যকে কয়ভাগে ভাগ করা যায় ?

উত্তরঃ – দুইটি।

এডুকেশন শব্দটির উৎস ?
উত্তরঃ – লাতিন।
শিক্ষক জীবনে একজন শিক্ষক সবচেয়ে বেশি কার কাছ থেকে শিখতে পারেন ?
উত্তরঃ – ছাত্র।
শিক্ষকতা কি ধরনের কাজ ?
উত্তরঃ – বিশেষ পেশা।
শৃঙ্খলা গঠনে সহায়ক একটি সহপাঠক্রমিক কাজ হল ?
উত্তরঃ – NCC তে নিয়মিত অংশ গ্রহণ।
একজন শিক্ষকের প্রাথমিক দায়বন্ধতা হল ?
উত্তরঃ – শিক্ষার্থীর।
বিদ্যালয় এক ধরনের কি প্রতিষ্ঠান ?
উত্তরঃ – শিক্ষাপ্রতিষ্ঠান।
শিক্ষা মনােবিজ্ঞানের পদ্ধতি হল ?
উত্তরঃ – কেস স্টাডি।
শিশু প্রথম কার কাছ থেকে শিক্ষা নেয় ?
উত্তরঃ – মা।
কেন বিষয়ে কাঁচা ছাত্রদের সঙ্গে শিক্ষকের ব্যবহার কেমন হবে ?
উত্তরঃ – সহানুভূতিশীল।
0. কিন্ডার গার্টেন পদ্ধতির আবিষ্কার করেন কে ?
উত্তরঃ – ফ্রয়েবেল।
কিন্ডার গার্টেন শব্দটির অর্থ কি ?
উত্তরঃ – শিশু বিদ্যালয়।
শিক্ষকদের একটি code of conduct থাকা উচিত কারন ?
উত্তরঃ – পেশা।
তুলনামূলকভাবে পিছিয়ে পড়া একজন শিশুকে কিভাবে পড়াশোনার প্রতি মনোযোগী করে তোলা যায়
A) পুনঃ পুনঃ পঠন এবং অভ্যাসের দ্বারা✔️
B) TLM ব্যবহারের দ্বারা
C)একাগ্রতা দ্বারা
D)মুখস্থবিদ্যার দ্বারা
শিশুর সামাজিকীকরণ এর ভিত্তি হলো-
 A)গৃহ এব্ং বিদ‍্যালয়✔️
 B)বিদ‍্যালয়
 C)গৃহ
 D)ক্লাব
শিখনে সহায়তা  ছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের দলগত কার্য বলিতে উৎসাহিত করবেন কারণ এই ব্যবস্থা সাহায্য করে
 A. সামাজিকীকরণে✔️
 B. মূল্যবোধ বিকাশে
 C. বৌদ্ধিক বিকাশে
 D.প্রাক্ষোভিক বিকাশে
মনোবিজ্ঞানকে কোন জাতীয় বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়?
 A.সমাজবিজ্ঞান✔️
 B.আচরণের বিজ্ঞান
 C.মনের বিজ্ঞান
 D.সাইকো বিজ্ঞান
একজন শিক্ষার্থীর কোন ক্লাস থেকে কিছু শিখছেএবং ভালোভাবে গ্রহণ করছে একে বলে
A.আত্তীকরণ
B.অভিযোজন
C.শিখন
D. আত্তীকরণ ও অভিযোজন✔️
কবিতা পাঠ দ্রুত শিখতে পারে কিন্তু রকির শিখতে দেরী হয় বিকাশের যে নীতি এখানে সক্রিয় সেটি হল-
A.নিরবচ্ছিন্নতা
B.ব্যক্তিগত পার্থক্য✔️
C.সাধারণ থেকে নির্দিষ্ট
D.পারস্পরিক সম্পর্ক
প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশুরা যে বিষয়ে এগিয়ে থাকে তা হল
A.অনুকরণ প্রবণতা
B.কল্পনাশক্তি
C.চিন্তাশক্তি
D.অনুকরণ প্রবণতা এবং কল্পনাশক্তি✔️
সার্বিক শিক্ষা সুযোগের নিহত অর্থ হল-
 A.সকলের জন্য সকল রকমের শিক্ষা নির্ধারণ✔️
 B.প্রতিটি শিশুর জন্য সর্বভারতের সমমানের শিক্ষা পদ্ধতি সঞ্চালন
C. প্রতিটি শিশুর জন্য স্বনির্ভর শিক্ষার ব্যবস্থাপনা
D.কোনটিই নয়।
পরিনমন বলতে বোঝায়
A.পক্ষোভিক বিকাশ
B.গুণগত বিকাশ
C.শারীরিক বিকাশ✔️
D.সবগুলিই ঠিক
আধুনিক অর্থে মনোবিজ্ঞান হল
A.চেতনার বিজ্ঞান
B. মনের বিজ্ঞান
C.আত্মার বিজ্ঞান
D.আচরণের বিজ্ঞান✔️
ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে বানান ভুল লেখা কোন জাতীয় আচরণের অন্তর্গত
A.অভ‍্যাসগত✔️
B.আরোপিত
C.বিরক্ত
D.স্বাভাবিক
শিক্ষা মনোবিজ্ঞান হল
A.দ্বিমুখী পক্রিয়া
B.একমুখী প্রক্রিয়া
C. কোনোটিই নয়
D.বহুমুখী প্রক্রিয়া✔️
মনোবিজ্ঞানের ধারণার ক্রমবিকাশ হল
 A.চেতনার বিজ্ঞান- মনের বিজ্ঞান- আত্মারবিজ্ঞান -আচরণের বিজ্ঞান
B.আত্মার বিজ্ঞান- চেতনার বিজ্ঞান -মনের বিজ্ঞান-আচরণের বিজ্ঞান
C.আত্মার বিজ্ঞান- মনের বিজ্ঞান- চেতনার বিজ্ঞান- আচরণের বিজ্ঞান✔️
D.মনের বিজ্ঞান- আত্মার বিজ্ঞান -চেতনার বিজ্ঞান -আচরণের বিজ্ঞান
শিক্ষাবিজ্ঞানের পদ্ধতি হিসেবে কোনটি সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত পদ্ধতি?
 A. সার্ভে পদ্ধতি
 B. পরীক্ষামূলক পদ্ধতি✔️
 C বিশ্লেষণ পদ্ধতি
 D. সংশ্লেষণ পদ্ধতি
স্মৃতি কোন তিনটি মানসিক প্রক্রিয়ার সমষ্টি?
 A. সংবহন – সংরক্ষণ – শিখন
 B. শিখন – সংরক্ষণ- স্মরণ✔️
 C. সংগ্রহ – সংরক্ষণ – সংবেদন
 D. শিখন- স্মরণ – রোমন্থন
একটি শিশুর মধ্যে সহজাত শক্তি গুলির মধ্যে প্রথমটি হলো-
 A.শিখন
 B.বিশ্লেষণ
 C.সংশ্লেষণ
 D.বুদ্ধি✔️
মনের কোন অংশটি সর্ববৃহৎ?
 A.অবচেতন মন✔️
 B.কোনোটিই নয়
 C.সচেতন মন
 D.প্রাক চেতন মন
জীবনে সাফল্য লাভের জন্য ছাত্র-ছাত্রীদের কিভাবে অনুপ্রাণিত করবেন?
A.আবৃত্তির মাধ্যমে শিক্ষার দ্বারা
B. কেবলমাত্র নির্বাচিত পড়াশোনার দ্বারা
C.প্রাসঙ্গিক পড়াশোনার দ্বারা
D.নিবিড় পড়াশোনার অভ্যাসের মাধ্যমে গভীরজ্ঞানার্জনের দ্বারা✔️
1 পরীক্ষায় অকৃতকার্য হলে শিশুর বিদ্যালয়ের প্রতি কিরূপ মনোভাব গড়ে ওঠে?
A.সুমনোভাব
B. বিরূপ মনোভাব✔️
C.সন্তোষজনক মনোভাব
D.সন্তোষজনক এবং বিরূপ দুই মনোভাব
0.স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে যে তত্ত্ব প্রকাশ করেছেন সেটি হল-
A.এক উপাদান তত্ত্ব
B.দ্বি-উপাদান তত্ত্ব✔️
C.ত্রি-উপাদান তত্ত্ব
D.বহু উপাদান তত্ব
গান্ধীজি বুনিয়াদি শিক্ষাপ্রথা চালু করেন
A.১৯৪৭ সালে
B.১৯১৩ সালে
C.১৯৩৭ সালে✔️
D.১৯২৩ সালে
নিরাপত্তার চাহিদা একটি-
A.প্রাক্ষোভিক চাহিদা
B.মানসিক চাহিদা✔️
C.দৈহিক চাহিদা
D.সামাজিক চাহিদা
সামর্থ্য বলতে নীচের যেটিকে বোঝায় না, তা হল-
A.স্মৃতি
B.বুদ্ধি
C.কর্ম✔️

D.শিখন

থার্স্টোনের দলগত উপাদান তত্ত্বে ‘s’ উপাদানটি হল
A.বিশেষ ক্ষমতা
B.স্থান প্রত্যক্ষণের ক্ষমতা✔️
C.সেন্টিমেন্ট
D.ক্ষিপ্রতা
কোন কথা, সংখ্যা, নাম মনে না করতে পারাকে কি বলে?
A.ডিসনেমিয়া✔️
B.ম্যালাপ্রপিসম
C.অ্যালোপেসিয়া
D.উপরের কোনটি নয়
একজন শিক্ষার্থী নিম্নোক্ত কি প্রকার যোগ্যতা দ্বারা ভাষা শিক্ষার ক্ষেত্রে স্পষ্ট ও শদ্ধ উচ্চারণ করতে পারে?
A.দক্ষতামূলক✔️
B.বোধমূলক
C.মনোভাবমূলক
D.কোনটি নয়
ওয়েশলারের মতে যাদের বুদ্ধ্যঙ্ক ১২০-১২৯ এর মধ্যে তাদের বলা হয়-
A.অতিশয় প্রভাবশালী
B.প্রভাবশালী✔️
C. উচ্চ সাধারণ
D.সাধারণ
ভারতে হাতের আঙুল সঞ্চালনমূলক পদ্ধতির নাম কী ছিল?
A.নবপল্লবী
B.হস্তপল্লবী
C.কারা পল্লবী✔️
D.দন্ড পল্লবী
সাধারণ সংবেদী স্মৃতি স্থায়ী হয় কতক্ষণ?
A.এক সেকেন্ড বা এর চেয়ে কম সময় পর্যন্ত✔️
B.দুই থেকে তিন সেকেন্ড
C.চার থেকে পাঁচ সেকেন্ড
D.ছয় থেকে সাত সেকেন্ড
0.শিক্ষার্থীর বোঝার ক্ষমতা বিকশিত করার পদ্ধতিতে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয়
A.মনের মানচিত্রায়ণ✔️
B.মস্তিষ্কের মানচিত্রায়ণ
C.ধারণার মানচিত্রায়ণ
D.বুদ্ধির মানচিত্রায়ণ

 

শিশুর বােধহীন বুদ্ধ্যান্কের পরিমাপ ?
উত্তরঃ 60-80
শিশুর শিক্ষাদানের একটি বৈজ্ঞানিক পদ্ধতি হল –
উত্তরঃ প্রকল্প পদ্ধতি।
ফ্রয়েবেলের লেখা একটি বইয়ের নাম?
উত্তরঃ Education of man.
কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা কমিটিকে সংক্ষেপে কি বলা হয় ?
উত্তরঃ CABE
কিসের ভিত্তিতে ছাত্ররা কোন কিছু বুঝতে পারে ?
উত্তরঃ মেধার সাহায্য।
শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হল –
উত্তরঃ ছাত্রদের কৌতুহল জাগ্রত করা।
শিক্ষক জীবনে সবচেয়ে বেশি শিখতে পারে কার কাছ থেকে ?
উত্তরঃ শিক্ষার্থীর কাছে।
জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় কত সালে ?
উত্তরঃ 1986 ।
‘ব্যক্তিত্বের পুর্ন বিকাশ হল শিক্ষা’ এই মতের সমর্থক কে ছিলেন ?
উত্তরঃ নান ।
কাসা-ডাই-ব্যামবিনি এর প্রতিষ্ঠাতা হলেন ?
উত্তরঃ মাদাম মন্তেস্বরী।
সুশিক্ষক কেমন হবেন ?
উত্তরঃ বন্ধুভাবাপন্ন ।
নই তালিম কথাটির অর্থ
উত্তরঃ বুনিয়াদী শিক্ষা।
বুনিয়াদী শিক্ষার কেন্দ্রবিন্দুটি হল
উত্তরঃ হস্তশিল্প ।
ছাত্রদের বাড়ির কাজ দেওয়ার সুবিধা কি?
উত্তরঃ নিজে নিজে পড়ার অভ্যাস গড়ে ওঠে।
একজন শিক্ষকের উচিত-
উত্তরঃ দায়িত্ববান হওয়া।
শিশুর একটি প্রত্যক্ষ চাহিদা হলো
উত্তরঃ খাদ্যবস্তুর ।
একজন শিক্ষকের কোন মণােবিজ্ঞান জানা দরকার ?
উত্তরঃ আচরণের।
বুনিয়াদী শিক্ষার জনক কে ?
উত্তরঃ গান্ধীজী
1 ভারতে প্রথম কোথায় বালিকা বিদ্যালয় স্থাপিত হয় ?
উত্তরঃ কোলকাতায়।
0. শ্রেণীতে কিরকম TLM ব্যবহার দরকার ?
উত্তরঃ দৃশ্য ও শ্রাব্য।
সৃজনশিলতার উপাদান হল
উত্তরঃ মৌলিকত্ব
বর্তমানে কত রকমের পরীক্ষা প্রচলিত আছে ?
উত্তরঃ লিখিত-মৌখিক।
শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে ?

উত্তরঃ রুশাে।

স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে ?
উত্তরঃ 1948 ।
শিশুর মধ্যে যদি ভয়,রাগ, প্রভৃতি ভেসে ওঠে, তাহলে তাকে কি ধরনের প্রতিরােধ বলে ?

উত্তরঃ প্রক্ষোভমূলক।

শিশুর শিক্ষাদানের একটি বৈজ্ঞানিক পদ্ধতি হল
উত্তরঃ প্রকল্প পদ্ধতি।

কিসের ভিত্তিতে ছাত্ররা কোনো কিছু বুঝতে পারে?
উত্তরঃ মেধার সাহায্য।

ফ্রয়েবেলের লেখা একটি বইয়ের নাম
উত্তরঃ Education of man

কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা কমিটিকে সংক্ষেপে কি বলা হয়
উত্তরঃ CABE

শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হল ছাত্রদের
উত্তরঃ কৌতুহল উদ্রেক করা।

0. ‘ব্যক্তিত্বের পুর্ন বিকাশ হল শিক্ষা’ এই মতের সমর্থক কে ছিলেন ?
উত্তরঃ নান।

Child Development and Pedagogy Part 1

আধুনিক শিক্ষা ব্যবস্থা হল-
উত্তরঃ শিশুকেন্দ্রিক।
শিক্ষাদানের  সংস্থা হলো-
উত্তরঃ বৃহত্তর সমাজজীবন ও পরিবার।
শিক্ষকের প্রধান কাজ কি-
উত্তরঃ শিক্ষার্থীদের মূল্যবােধ ও চেতনাবৃদ্ধি।
ধারণার বিকাশ প্রাথমিকভাবে কিসের অংশ
উত্তরঃ বৌদ্ধিক বিকাশ।
পাঠ্যপুস্তক সাহায্য করে
উত্তরঃ শিক্ষাগত কাজকে সঠিক পথে চালিত করতে।
সৃজনশীলতার উপাদান হল-
উত্তরঃ সাবলীলতা মৌলিকত্ব এবং নমনীয়তা।
The Varieies of Temparament বই কার লেখা ?
উত্তরঃ ডব্লিউ এইচ মেলডন।
শিক্ষার উন্নতি কি দেখে বােঝা যায় –
উত্তরঃ ছাত্রদের জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্ন শুনে।
শিশুদের একটি বিশেষ চাহিদা হল
উত্তরঃ নিরাপত্তর চাহিদা।
প্রথা গত শিক্ষার মাধ্যম হল
উত্তরঃ বিদ্যলয়।
ক্রেস কোন শিক্ষার সাথে যুক্ত
উত্তরঃ প্রাক প্রথমিক।
জাকির হােসেন কমিটি বুনিয়াদী শিক্ষার পাঠক্রম রচনা করে
উত্তরঃ 1947 সালে।
শিশু নিকেতন কে প্রতিষ্ঠা করেন
উত্তরঃ থর্নডাইক।
বিষয়ে কাঁচা ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যবহার কেমন করতে হবে
উত্তরঃ সহানুভূতিপূর্ন।
পাঠ্যক্রমের একটি প্রধান উপাদান
উত্তরঃ নমনীয়তা।
মন্তেসরি তার শিশু নিকেতন প্রতিষ্ঠা করেন কোন শহরে –

উত্তরঃ রোমে।

অপারেন্ট অনুবর্তন তত্ত্বের  জনক কে ?
উত্তরঃ স্কিনার
মাধ্যমিক শিক্ষা শুরু হয়
উত্তরঃ কৈশােরকালে।
 কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়
উত্তরঃ 1857
 শিক্ষকের প্রতিদিনকার কাজ হবে –
উত্তরঃ শিক্ষাদানের ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি ববহার করা।
শিক্ষক নজর দেবেন –
উত্তরঃ স্কুল পালানো ছাত্রদের।
এমিল গ্রন্থের রচনাকার –
উত্তরঃ রুশো
কোনটি শিখনের ফলশ্রুতি
উত্তরঃ পরিনমন।
আশ্রমিক শিক্ষাদান করা হয়
উত্তরঃ শান্তিনিকেতন।
মুক্ত বিদ্যালয়ের শিক্ষা কি
উত্তরঃ প্রথামুক্ত।
মনােবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান
উত্তরঃ ধনাত্মক।
আধুনিক শিক্ষাক্ষেত্রে কাকে বন্ধু দার্শনিক,পথ প্রদর্শক বলা হয়
উত্তরঃ শিক্ষক
জীবনশৈলী শিক্ষা হল
উত্তরঃ পঠন পাঠনের শিক্ষা
সর্বশিক্ষা অভিযান প্রথম হয়েছিল
উত্তরঃ 00
 Adolosence গ্রন্থটির লেখক কে ?
উত্তরঃ স্ট্যানলি হল।

 

রুশাের প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার প্রধান উপকরন হল
     প্রকৃতি।
শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথম বহন করে
     পরিবার।
প্রাচীন শিক্ষা ব্যবস্থার প্রধান ছিল –
     শিক্ষক।
বুনিয়াদী শিক্ষার চরকায় সুতাে কাটার পদ্ধতিকে বলে
     অনুবন্ধন।
কোন শিক্ষা  ব্যবস্থায় বর্নভেদের কোন স্থান ছিল না
     বৌদ্ধ শিক্ষায়।
এডুকেয়ার শব্দটির অর্থ
      প্রতিপালন করা।
ইউ.জি.সি কোন শিক্ষার অর্থ যােগানকারি সংস্থা
       উচ্চশিক্ষার।
শিশু সব কিছু কে জীবন্ত বলে মনে করে একে বলে
       সর্বপ্রাণবাদ।
শিক্ষা হল একটি
       গতিশীল প্রক্রিয়া।
ইংরাজি School শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উদ্ভূত
        সখোল ।
পাঠাগার একটি
        সামাজিক প্রতিষ্ঠান।
ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত –
        1800 সালে।
বিদ্যা শব্দটি কোন শব্দ থেকে এসেছ –
       বিদ।
ছাত্র দের শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের শ্রেষ্ঠ উপায়
      পরিশ্রম।
বুদ্ধি পরিমাপ করার কৌশল –

      বুদ্ধির অভিক্ষা।

একটি বিদ্যালয়ের অবস্থান কীরকম হওয়া উচিত

      প্রকৃতির মাঝখানে।

International School কে প্রতিষ্ঠা করেন –
      অরবিন্দ ঘোষ।
“শিক্ষার্থী যা কিছু শেখে তাই হল পাঠক্রম” বলেন –
       হর্নি।
1 শিশুর একটি অপসঙ্গতির আচরণ হল –
       চুরি করা।
0. দ্বি উপাদান তত্বটি কার
       স্পিয়ারম্যান।
প্রাক-প্রাথমিক স্তর শিশুর কোন বয়স পর্যন্ত

       5 বছর।

শিক্ষা দ্বারা সৃষ্টি হয় কি
       ভাল সমাজ।
মনােবিদ আ্লপোর্ট ব্যক্তিসত্তার কটি শর্ত বলেছেন
      পাঁচটি।
শেখার জন্য  বেশি দরকার –
        ইচ্ছা।
তােমার ক্লাসের বাইরে কোন ছাত্র কোন প্রশ্ন করলে তুমি কি করবে
        প্রশ্নের উত্তর দেবে।
পড়াশুনার বিষয়বস্তু কেমন হওয়া উচিত?
     জীবনের সঙ্গে জড়িত।
মেয়েদের বৃদ্ধি যে বয়স পর্যন্ত্ত হয়?
     বছর।
রবীন্দ্র শিক্ষা ভাবনার এক অবদান…
     বিশ্বভারতি বিশ্ববিদ্যালয়।
শিশুর নিকট কোন চরিত্র উপযােগী?
     আদর্শ।
ক্লাসে উপস্থিতি কিভাবে  নিয়মিত করা যেতে পারে?
     কার্যকরি শিক্ষা দানের মাধ্যমে।
একজন শিক্ষকের সাফল্য নির্ভর করে-
     ভালো করে শিক্ষাদানে।
একজন শিক্ষক ছাত্রদের সঙ্গে কেমন আচরণ করবে?
   বন্ধুর মতাে।
শিক্ষা ব্যবস্থায় গ্রেড চালু হয়?
     1009 সালে।
বিদ্যালয়ে তােতলা শিশুদের সঙ্গে কিরুপ আচরণ করা হবে?
    সহানুভূতিপূর্ন।
কোন মানুষ পুর্ণ মনুষত্ব লাভ করতে পারে না…
       সমাজ সচেতন না হলে।
Heredity Genius নামক বইটি কার লেখা?
      গ্যাল্টন।
কে শিক্ষককে বাগানের মালির সঙ্গে তুলনা করেছেন?
       রুশাে।
প্রবৃত্তি তত্ত্বের প্রবর্তক কে?
       ম্যাকডুগাল।
শিক্ষা চরিত্র গঠন কে বলেছেন?
        হাবার্ট।
সাক্ষরতা কথাটির অর্থ
      সচেতনতা।
ছাত্ররা কোন কিছু বােঝে কিসের ভিত্তিতে?
        মেধার।
শিক্ষা সৃষ্টি করে

        ভাল সমাজ।

প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল?
        শিক্ষক কেন্দ্রিক।
 প্রজেক্ট পদ্ধতির আবিষ্কর্তা কে
কিল প্যাট্রিক
 শিশুরা খেলা করে কেন?
       আনন্দ পাওয়ার জন্য।
যেসব শিশুর বুদ্ধান্ক 5 এর মধ্যে তাদের বলে –
       জড়বুদ্ধি।
ক্লাসে একজন শিক্ষক তার কণ্ঠস্বর কে কোন উচ্চতায় রাখবেন?
      কখনো উঁচু কখনো নিচু।
শিক্ষার্থীদের শাস্তি অপেক্ষা অধিক ফলপ্রসূ?
       পুরস্কার।
শিশুর জীবনের বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মধ্য দিয়ে তা হল-
       পরিবেশ।
শিশুর যােগ্যতার সঙ্গে কর্ম সম্পাদন করার নাম
 দক্ষতা।
LAD এর সম্পূর্ণরূপ কী?
 Language Acquisition Devise.
LAS এর সম্পূর্ণরূপ কী?
 Language Acquisition System.
The Articulate Manual’ গ্রন্থটি কার লেখা?
অ্যাটকিসান।
শিক্ষার্থীরা তার পড়াশুনো শেষ না করে মাঝখানে পড়াশুনো ছেড়ে দেয়। এটি হল
 অপচয়।
একজন শিক্ষার্থী একই ক্লাসে বার বার ফেল করে কিছু শিখতে পারে না। এটা  হলো
অনুন্নয়ন।
কোনো মুহূর্তে অর্জিত তত্ত্বসমূহের একক   সংগঠনকে কি বলে?

 স্কিমা।

CCE পুরো নাম লেখো?
 continuous and comprehensive evaluation.
বাছাই উপাদান তত্ত্ব কার ?
 থমসন।
NCTE এর পুরো নাম লেখো।
 National Council for Teacher Education.
ডিসলেক্সিয়া কি ?
 পঠন জনিত অক্ষমতা।
TLM -এর পুরো নাম লেখো ।
Teaching Learning Materials.
অ্যাবাকাস কি? এটি কাদের শিক্ষায় ব্যবহৃত হয় ?
একটি গাণিতিক যন্ত্র।
 দৃষ্টিহীনদের শিক্ষার জন্য ব্যবহৃত হয়।
ব্রেইল পদ্ধতিতে কটি বিন্দু দিয়ে লেখা হয়?
6 টি।
ব্যাকরণ পাঠ দানে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি ?
আরোহী।
শিক্ষাক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা কী ?
 সঠিক মূল্যায়ন হয়।

Child Development and Pedagogy Part 1

 সৃজনশীলতা (Creativity) এর সঙ্গে কোন চিন্তন সম্পর্কিত?
 অপসারী চিন্তন [Divergent thinking]
গেস্টাল কথার অর্থ কি?এই তত্বের তিনজন মনবিজ্ঞানীর নাম কি ?
 অবয়ব বা কাঠামো
কাফকা, কোহলার, ওয়ারদিমার
Project method এর উদ্ভব কে করেন?
  কিল প্যাট্রিক
RTE এর পুরো নাম কি ?
 RIGHT TO EDUCATION.
 RTI এর পুরো নাম লেখো।
 Right to information.
NCF এর পুরো নাম লেখো।
 National Curriculum Frameworks.
NCF কবে গঠিত হয়?
 ১005 সালে।
মনোসামাজিক বিকাশ তত্ত্বের প্রবক্তা কে ?
 এরিকসন।
উডের ডেসপাচ- 1854
হান্টার কমিশন- 188
মিত্র কমিশন- 199
স্যাডলার কমিশন- 1917
হাটর্গ কমিটি- 199 (প্রাথমিক শিক্ষা)
নঈ তালিম- 197 (বুনিয়াদি শিক্ষা)
 সার্জেন কমিটি- 1944

রাধাকৃষ্ণণ কমিশন- 1948  (উচ্চশিক্ষা)

মুদালিয়ার কমিশন- 195 (মাধ্যমিক)

হংস মেহেতা কমিটি- 1961(নারিশিক্ষা)

কোঠারী কোমীশন- 1964-1966(প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা)
জনার্দন কমিটি- 199

Child Development and Pedagogy Part 1

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান (Life Science)

জীবন বিজ্ঞান (Life Science) বহু বিকল্প উত্তরধর্মী (MCQs) Part 1 , Part

সত্য/মিথ্যা (True/False)

শূন্যস্থান পূরণ (Fill in the blanks)

বিসদৃশ্য শব্দ নির্বাচন (Non- Similar Word)

Thank You

Child Development and Pedagogy Part 1

 

Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1

 

Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1,Child Development and Pedagogy Part 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!