Sat. Oct 5th, 2024

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 642

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 642

বিভাগ-‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো-

() সূর্য

() নদী

() হিমবাহ

() বায়ু

উত্তরঃ (ক) সূর্য

 

১.২ একটি আদর্শ নদীতে নদীর গতি দেখা যায়

() টি

() টি

() টি

() টি

উত্তরঃ (খ) ৩টি

 

১.৩ কিউসেক কিউমেক কীসের একক

() নদীর জলপ্রবাহ মাপার

() বায়ুর বেগ

() হিমবাহের গতিবেগ

() বরফের গভীরতা

উত্তরঃ (ক) নদীর জলপ্রবাহ মাপার

 

১.৪ বায়ুর কার্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল হলো—

() মরুভূমি

() মরু প্রায় অঞ্চল

() উপকূল অঞ্চল 

() তুন্দ্রা অঞ্চল

উত্তরঃ (ক) মরুভূমি

 

১.৫ পৃথিবীর অ্যালবেডোর পরিমান –

(ক) 17% 

(খ) 34%

(গ) 66%

() 94%

উত্তরঃ (খ) 34%

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

১.৬ এল নিনোর আবির্ভাব হয় কোন মহাসাগরে-

() আটলান্টিক

() ভারত

() প্রশান্ত

() কুমেরু

উত্তরঃ (গ) প্রশান্ত

 

১.৭ কোনটি বিষাক্ত বর্জ্য নয়-

() সিসা

() পারদ

() ক্যাডমিয়াম

() সবজির অবশিষ্টাংশ

উত্তরঃ (ঘ) সবজির অবশিষ্টাংশ

 

১.৮ বর্তমানে ভারতের অঙ্গ রাজ্যের

() ২৭টি

() ২৮টি

() ২৯টি

() ৩০টি

উত্তরঃ (খ) ২৮টি

 

১.৯ ভারতের কোন রাজ্যে জেরোফাইট উদ্ভিদ বেশি দেখা যায়

() অসম

() পশ্চিমবঙ্গ

() রাজস্থান

() হিমাচল প্রদেশ

উত্তরঃ (গ) রাজস্থান

 

১.১০ সোনালি পানীয় কোনটিকে বলা হয়?

() চা

() কফি

() আখ

() সরিষা

উত্তরঃ (ক) চা

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

১.১১ উদীয়মান শিল্প বলা হয়-

() কার্পাস বস্ত্র শিল্প

() লৌহ ইস্পাত

() পেট্রোরসায়ন

() মোটর গাড়ি

উত্তরঃ (গ) পেট্রোরসায়ন

 

১.১২ হীরক চতুর্ভুজ যে পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত-

() সড়ক

() রেল

() জলপথ

() বিমান পথ

উত্তরঃ (খ) রেল

 

১.১৩ ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য-

() কেরালা

() বিহার

() উত্তরপ্রদেশ

() পশ্চিমবঙ্গ

উত্তরঃ (খ) বিহার

 

১.১৪ টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখার রঙ কী—

() সবুজ

(খ) কালো

() হলুদ

() বাদামি

উত্তরঃ (ঘ) বাদামি

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :

২.১.১ নদীর উচ্চগতিতে সঞ্চয় কাজ সর্বাধিক হয়

উত্তরঃ

Note: নদীর নিম্নগতিতে সঞ্চয় কাজ সর্বাধিক হয়

 

২.১.২ ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে

উত্তরঃ

Note: ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে

 

২.১.৩ মালাবার উপকূল দেখা যায় কেরলে

উত্তরঃ শু

 

২.১.৪ অসমের সুর্মা উপত্যকা কফি উৎপাদনের জন্য বিখ্যাত

উত্তরঃ শু

 

২.১.৫ ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে

উত্তরঃ শু

 

২.১.৬ শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, বালি পলি গঠিত মৃত্তিকাকে বেট বলে

উত্তরঃ

Note: শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, বালি পলি গঠিত মৃত্তিকাকে ভাবর বলে

গাঙ্গেয় সমভূমির নদীগুলির নিকটবর্তী নবীন পলিমাটিকে খাদার ও বেট বলে।

 

২.১.৭ উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক নয়

উত্তরঃ

Note: উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক। 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :

২.২.১ আবহবিকার ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ______ বলে

উত্তরঃ ক্ষয়ীভবন 

 

২.২.২ বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ______ পায়। 

উত্তরঃ বৃদ্ধি 

 

২.২.৩ মাদাগাস্কার স্রোত ______ মহাসাগরে বয়ে যায়।

উত্তরঃ ভারত 

 

২.২.৪ বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ______ বর্জ্য। 

উত্তরঃ E

 

২.২.৫ কালো মাটি ______ শিলা থেকে সৃষ্টি হয়।

উত্তরঃ ব্যাসল্ট

 

২.২.৬ ভারতের প্রথম কার্পাস কল স্থাপিত হয় ______ তে

উত্তরঃ হাওড়ার ঘুসুড়ি

 

২.২.৭ ভারতের শহরের ন্যূনতম জনসংখ্যা হলো ______। 

উত্তরঃ ৫০০০ জন 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে ______ বলে

উত্তরঃ দোয়াব

 

২.৩.২ মিসিসিপি নদীর বদ্বীপ কী রূপ দেখতে?

উত্তরঃ পাখির পায়ের মতো। 

 

২.৩.৩ ওজন ঘনত্ব কোন এককে মাপা হয়?

উত্তরঃ ডবসন (db) এককে। 

 

২.৩.৪ কম্পোস্টিং কি ধরনের বর্জ্য পদার্থের উপর প্রয়োগ করা হয়?

উত্তরঃ কম্পোস্টিং কঠিন বর্জ্য পদার্থের উপর প্রয়োগ করা হয়। 

 

২.৩.৫ রেটুন কোন কৃষিজ ফসলের সঙ্গে যুক্ত?

উত্তরঃ আখ 

 

২.৩.৬ ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়?

উত্তরঃ চেন্নাই শহরকে। 

 

২.৩.৭ অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোক তরঙ্গ পরিমাপের একককে কি বলে?

উত্তরঃ x-একক (xu)

Note : 1 x-একক = 10−13 মিটার

 

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক ডানদিক
২.৪.১ রসেমোতানে  ১। উষ্ণ শুষ্ক বায়ু 
২.৪.২ জোড়হাট  কার্পাস 
২.৪.৩ বল উইভিল  ৩। চা 
২.৪.৪ লু  ৪। হিমবাহ

উত্তরঃ 

বামদিক ডানদিক
২.৪.১ রসেমোতানে  ৪। হিমবাহ
২.৪.২ জোড়হাট  ৩। চা 
২.৪.৩ বল উইভিল  ২ । কার্পাস 
২.৪.৪ লু  ১। উষ্ণ ও শুষ্ক বায়ু 

 


আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 642, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 642, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 642, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 642, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 642, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 642, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 642.

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 642, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 642, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 642, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 642, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 642, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 642, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 642.

One thought on “Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 642”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!