Sun. Sep 15th, 2024

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 679

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 679

বিভাগ-‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ ভূমির সমউচ্চতার সাধারণতল গঠনের প্রক্রিয়াটি হলো-

() অবরোহণ

() আরোহণ

(গ) ক্ষয়ীভবন

() পর্যায়ন

উত্তরঃ (ঘ) পর্যায়ন

 

১.২ পলল শঙ্কু সৃষ্টির প্রধান কারণ হলো-

() উত্তল পাড়ে সঞ্চয়

() অবতল পাড়ে সঞ্চয়

() জল প্রবাহের গতিবেগ বৃদ্ধি

() ঢালের মান হ্রাস সঞ্চয় বৃদ্ধি

উত্তরঃ (ঘ) ঢালের মান হ্রাস ও সঞ্চয় বৃদ্ধি

 

১.৩ আগত সৌরশক্তির কার্যকরী সৌরবিকিরণের পরিমাণ হলো-

() ৩৪%

() ৩৫%

() ৬৬%

() ৬৫%

উত্তরঃ (গ) ৬৬%

 

১.৪ বার্ষিক উষ্ণতার প্রসর সর্বনিম্ন হয়-

() উষ্ণ মরু জলবায়ুতে

() ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে

() ভূমধ্যসাগরীয় জলবায়ুতে

() নিরক্ষীয় জলবায়ুতে

উত্তরঃ (ঘ) নিরক্ষীয় জলবায়ুতে

 

১.৫ পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত হলো-

() উপসাগরীয় স্রোত

() মাদাগাস্কার স্রোত

() ক্যালিফোর্নিয়া স্রোত

() সোমালি স্রোত

উত্তরঃ (ক) উপসাগরীয় স্রোত

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

১.৬ ভারতে বানডাকাদেখা যায়, প্রধানত–

() শীতকালে

() বর্ষাকালে

() শরৎকালে

() গ্রীষ্মকালে

উত্তরঃ (খ) বর্ষাকালে

 

১.৭ জীববিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে-

() ভরাটকরণ

() স্ক্র্যাবার

() কম্পোস্টিং

() নিষ্কাশন

উত্তরঃ (গ) কম্পোস্টিং

 

১.৮ ভারতের নবীনতম রাজ্য হলো—

() ঝাড়খণ্ড

() উত্তরাখণ্ড

() ছত্তিশগড়

() তেলেঙ্গানা।

উত্তরঃ (ঘ) তেলেঙ্গানা

 

১.৯ সমুদ্রের নিকট জলবায়ু-

() চরমভাবাপন্ন প্রকৃতি

() উষ্ণ আর্দ্র প্রকৃতির

() সমভাবাপন্ন প্রকৃতির

() শীতল শুষ্ক প্রকৃতির

উত্তরঃ (গ) সমভাবাপন্ন প্রকৃতির

 

১.১০ ভারতে প্রধান খারিফ শস্য হলো—

() গম

() তুলো

() আমন ধান

() পাট

উত্তরঃ (গ) আমন ধান

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

১.১১ ভারতের ডেট্রয়েটবলা হয়—

() চেন্নাইকে

() কলকাতাকে

() বেঙ্গালুরুকে

() জামশেদপুরকে

উত্তরঃ (ক) চেন্নাইকে

 

১.১২ ভারতের হাইটেক বন্দরহলো–

() কলকাতা

() নভসেবা

() বিশাখাপত্তনম

() মুম্বাই

উত্তরঃ (খ) নভসেবা

 

১.১৩ ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ (২০১১) রাজ্যটি হলো-

() মিজোরাম

() গোয়া

() সিকিম

() অরুণাচল প্রদেশ

উত্তরঃ (ঘ) অরুণাচল প্রদেশ

 

১.১৪ R.F=1:50,000 শিটের অক্ষাংশ দ্রাঘিমার বিস্তার-

() °×°

() °×°

() ৩০×৩০

() ১৫×১৫

উত্তরঃ (ঘ) ১৫’×১৫

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :

২.১.১ পর্বতের ঢাল বেয়ে নেমে আসা শীতল বায়ুকে বলে অ্যানাবেটিক বায়ু

উত্তরঃ

Note : পর্বতের ঢাল বেয়ে নেমে আসা শীতল বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু বা পার্বত্য বায়ুও বলা হয়।

 

২.১.২ মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় ‘টেরিস’ বলে

উত্তরঃ শু

 

২.১.৩ নীল নদের দ্বীপ ধনুকাকৃতির দ্বীপের উদাহরণ

উত্তরঃ শু

Note : যে ব-দ্বীপের সমুদ্রমুখী বহির্রেখা সমুদ্রের দিকে ধনুকের মতো বেঁকে থাকে, তাকে ধনুকাকৃতি ব-দ্বীপ বলে। নীল, পো, হোয়াং হো, নাইজার, মহানদী, গঙ্গা -ব্রহ্মপুত্র, প্রভৃতি নদীর ব-দ্বীপ ধনুকাকৃতিতর। আকৃতি গত সাদৃশ্যের জন্য এই ধরনের ব-দ্বীপ কে ব্যাজনী ব-দ্বীপ (fan delta), জিহ্বাগ্র ব-দ্বীপও ( Lobate delta)  বলে।

 

২.১.৪ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি কলকাতা থেকে মুম্বাই পর্যন্ত বিস্তৃত

উত্তরঃ

Note : ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি (NH 44) শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত।

 

২.১৫ তুলো উৎপাদন করা হয় রেটুন পদ্ধতির সাহায্যে

উত্তরঃ

Note : আখ উৎপাদন করা হয় রেটুন পদ্ধতির সাহায্যে

 

২.১.৬ ভারতের সর্বাধিক সাক্ষরতা বিশিষ্ট রাজ্য হলো কেরল

উত্তরঃ শু

 

২.১.৭ জনবসতি দেখানোর জন্য টোপোশিটে লাল রং ব্যবহার করা হয়

উত্তরঃ শু

Note :

টপোশিটের বিভিন্ন অংশ বর্ণ
নিত্যবহ নদী নীল
অনিত্যবহ নদী কালো
বনভূমি বা গাছপালা সবুজ
জনবসতি ও সড়কপথ লাল
সমোন্নতি রেখা বাদামী

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :

২.২.১ ______ হল মরু অঞ্চলের শুষ্ক নদীখাত

উত্তরঃ ওয়াদি

 

২.২.২ প্ৰতীপ ঘূর্ণাবর্তের কেন্দ্রে ______ থাকে

উত্তরঃ উচ্চচাপ

 

২.২.৩ মিনামাটা ______ দূষণের ফলে হয়

উত্তরঃ পারদ 

 

২.২.৪ ______ হল ভারতের দীর্ঘতম সেচ খাল

উত্তরঃ ইন্ধিরা গান্ধী খাল 

 

২.২.৫ ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কারখানাটি হলো ______

উত্তরঃ ভিলাই 

 

২.২.৬ ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থার নাম ______

উত্তরঃ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)

 

২.২.৭ ______ শহরকে ‘দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলে। 

উত্তরঃ কোয়েম্বাটুর 

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী করিডর সাহারায় কী নামে পরিচিত?

উত্তরঃ গাসি। 

 

২.৩.২ পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম কী?

উত্তরঃ আলাস্কার হুবার্ড হল পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ।

 

২.৩.৩ বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিন্ড পুড়ে ছাই হয়ে যায়?

উত্তরঃ মেসোস্ফিয়ার স্তরে।

 

২.৩.৪ ন্যাপথা কোন শিল্পের কাঁচামাল?

উত্তরঃ  ন্যাপথা হল পেট্রো রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল।

 

২.৩.৫ ১০ লক্ষ জনসংখ্যাবিশিষ্ট নগরকে কী বলা হয়?

উত্তরঃ মহানগর বা মেট্রোপলি

 

২.৩.৬ ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক পথের নাম কী?

উত্তরঃ NH 2

 

২.৩.৭ LANDSATকোন দেশের কৃত্রিম উপগ্রহ?

উত্তরঃ আমেরিকা। 

 

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক ডানদিক
২.৪.১ মন্থকূপ  ১। উত্তরপ্রদেশ 
২.৪.২ বারাণসী  ২। মৎস্য ক্ষেত্র 
২.৪.৩ সিলিকন ভ্যালি  ৩। নদীর অবঘর্ষ 
২.৪.৪ মগ্নচড়া  ৪। বেঙ্গালুরু

উত্তরঃ 

বামদিক ডানদিক
২.৪.১ মন্থকূপ  ৩। নদীর অবঘর্ষ 
২.৪.২ বারাণসী  ১। উত্তরপ্রদেশ
২.৪.৩ সিলিকন ভ্যালি  ৪। বেঙ্গালুরু 
২.৪.৪ মগ্নচড়া  ২। মৎস্য ক্ষেত্র 

 


আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 679, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 679, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 679, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 679, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 679, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 679, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 679.

Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 679, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 679, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 679, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 679, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 679, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 679, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 679.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!