Sat. Oct 5th, 2024

Madhyamik ABTA Test Paper 2023 History Page 372

Madhyamik ABTA Test Paper 2023 History Page 372

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১ বাংলা ভাষায় প্রথম প্রকাশিত রাজনৈতিক খবরের কাগজ–

(ক) সোমপ্রকাশ

(খ) বঙ্গদর্শন

(গ) সমাচার দর্পণ

(গ) অমৃতবাজার পত্রিকা।

উত্তরঃ (ক) সোমপ্রকাশ

 

১.২ প্রাচ্যের ইতিহাস রচনার উপাদান সংগ্রহের জন্য তৈরি “ইন্ডিয়া হাউস” অবস্থিত-

(ক) দিল্লি

(খ) লন্ডন

(গ) কলকাতা

(ঘ) ফ্রান্সে।

উত্তরঃ (খ) লন্ডন

 

১.৩ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক হলেন-

(ক) মধুসূদন রায়

(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(গ) গিরীশচন্দ্র ঘোষ

(ঘ) কৃষ্ণদাস পাল।

উত্তরঃ (গ) গিরীশচন্দ্র ঘোষ

 

১.৪ ‘সাধারণ জনশিক্ষা কমিটি’ প্রতিষ্ঠিত হয়—

(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে

(খ) ১৮২৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৪২ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৮২৩ খ্রিস্টাব্দে

 

১.৫ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন-

(ক) ডঃ এম জে ব্রামলি

(খ) ডঃ এইচ এইচ গুড়িভ

(গ) ডঃ এন ওয়ালিশ

(ঘ) ডঃ জে গ্রান্ট।

উত্তরঃ (ক) ডঃ এম জে ব্রামলি

 

১.৬  বাঁশের কেল্লা ধ্বংস হয়-

(ক) লর্ড ডালহৌসির আদেশে

(খ) লর্ড লিটনের আদেশে

(গ) লর্ড বেন্টিঙ্কের আদেশে

(ঘ) লর্ড আমহার্স্টের আদেশে।

উত্তরঃ (গ) লর্ড বেন্টিঙ্কের আদেশে

 

১.৭ সুই মুণ্ডা ছিলেন যে বিদ্রোহের নেতা-

(ক) সাঁওতাল বিদ্রোহ

(খ) চুয়াড় বিদ্রোহ

(গ) মুণ্ডা বিদ্রোহ

(ঘ) কোল বিদ্রোহ।

উত্তরঃ (ঘ) কোল বিদ্রোহ

 

১.৮ ‘Eighteen Fifty Seven গ্রন্থের লেখক-

(ক) রমেশচন্দ্র মজুমদার

(খ) সুরেন্দ্রনাথ সেন

(গ) রজনীপাম দত্ত

(ঘ) গৌতম ভদ্র।

উত্তরঃ (খ) সুরেন্দ্রনাথ সেন

 

১.৯  বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ছিলেন-

(ক) গৌরীশঙ্কর ভট্টাচার্য

(খ) দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন

(গ) দ্বারকানাথ ঠাকুর

(ঘ) যোগেশচন্দ্র বাগল।

উত্তরঃ (ক) গৌরীশঙ্কর ভট্টাচার্য

 

১.১০ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনের অবসান ঘটে—

(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

 

১.১২  ‘শিশুশিক্ষা’ গ্রন্থটি রচনা করেন—

(ক) বিদ্যাসাগর

(খ) মদনমোহন তর্কালঙ্কার

(গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরি

(ঘ) রামচন্দ্র বসাক।

উত্তরঃ (খ) মদনমোহন তর্কালঙ্কার

 

১.১৩ মেদিনীপুরে অসহযোগ আন্দোলনে কৃষকদের নেতৃত্ব দেন-

(ক) সতীশ সামন্ত

(খ) অশ্বিনীকুমার দত্ত

(গ) বীরন্দ্রেনাথ শাসমল

(ঘ) সুশীল ধাড়া।

উত্তরঃ (ক) সতীশ সামন্ত

 

১.১৪ ‘লাঙল’ পত্রিকার সম্পাদক-

(ক) সন্তোষ সিং

(খ) নজরুল ইসলাম

(গ) পি সি যোশী

(ঘ) মুজফ্ফর আহমদ।

উত্তরঃ (খ) নজরুল ইসলাম

 

১.১৫ সারা ভারত কিষান কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন–

(ক) এন জি রঙ্গ

(খ) জয়প্রকাশ নারায়ণ

(গ) স্বামী সহজানন্দ সরস্বতী

(ঘ) আচার্য নরেন্দ্র দেব।

উত্তরঃ (গ) স্বামী সহজানন্দ সরস্বতী

 

১.১৬ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একজন নেত্রী ছিলেন–

(ক) সরোজিনী নাইডু

(খ) কমলা নেহরু

(গ) লীলাবতী মিত্র

(ঘ) মাতঙ্গিনী হাজরা।

উত্তরঃ (গ) লীলাবতী মিত্র

 

১.১৭  নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়, যে আন্দোলন পর্বে—

(ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(খ) অসহযোগ আন্দোলন

(গ) আইন অমান্য আন্দোলন

(ঘ) ভারত ছাড়ো আন্দোলন।

উত্তরঃ (গ) আইন অমান্য আন্দোলন

 

১.১৮ ‘হরিজন’ শব্দটির প্রচলন করেন-

(ক) জ্যোতিরাও ফুলে

(খ) আম্বেদকর

(গ) শ্রী নারায়ণ গুরু

(ঘ) গান্ধীজি।

উত্তরঃ (ঘ) গান্ধীজি

 

১.১৯  যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়–

(ক) কাশ্মীর

(খ) হায়দ্রাবাদ

(গ) জুনাগড়

(ঘ) জয়পুর।

উত্তরঃ (গ) জুনাগড়

 

১.২০ সিকিম ভারতভুক্ত হয়-

(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে

(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৭৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৬১ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৯৭৫ খ্রিস্টাব্দে

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-‘খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ ‘জীবনের ঝরাপাতা’ কোন মহিলার আত্মজীবনী ?

উত্তরঃ সরলাদেবী চৌধুরানি

 

২.১.২ ‘মেট্রোপলিটন ইন্সটিটিউশন’ এর বর্তমান নাম কী?

উত্তরঃ বিদ্যাসাগর কলেজ

 

২.১.৩ ‘ক্রেসকোগ্রাফ যন্ত্রটি’ কে আবিষ্কার করেন?

উত্তরঃ আচার্য জগদীশচন্দ্র বসু

 

২.১.৪ মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ হরিচাঁদ ঠাকুর

 

উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ উইলকিন্সই বাংলা মুদ্রণ শিল্পে জন্মদাতা।

উত্তরঃ ঠিক

 

২.২.২ নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্র ছিল পার্থেনন।

উত্তরঃ ঠিক

 

২.২.৩ সাঁওতালি ভাষা বর্তমানে সংবিধান স্বীকৃত ভাষা।

উত্তরঃ ঠিক

 

২.২.৪ ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত।

উত্তরঃ ভুল

Note : সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়েছিল। 

 

উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১  ইয়ং বেঙ্গল ১. দীনবন্ধু মিত্র
২.৩.২ স্কটিশ চার্চ কলেজ    ২. ১৭৮১ খ্রিস্টাব্দে
২.৩.৩ কলকাতা মাদ্রাসা ৩. আলেকজান্ডার ডাফ
২.৩.৪  নীলদর্পণ ৪. ডিরোজিও

উত্তরঃ

 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১  ইয়ং বেঙ্গল ৪. ডিরোজিও
২.৩.২ স্কটিশ চার্চ কলেজ    ৩. আলেকজান্ডার ডাফ
২.৩.৩ কলকাতা মাদ্রাসা ২. ১৭৮১ খ্রিস্টাব্দে
২.৩.৪  নীলদর্পণ ১. দীনবন্ধু মিত্র

 

উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা (১৮৫৫) – মেদিনীপুর।

২.৪.২ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের এলাকা – ঢাকা।

২.৪.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র – ঝাঁসি।

২.৪.৪ বারদৌলি সত্যাগ্রহ কেন্দ্র – বারদৌলি।

উত্তরঃ

 

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

 

উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না।

ব্যাখ্যা-১ এই শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ

ব্যাখ্যা-২ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা

ব্যাখ্যা-৩ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না

উত্তরঃ ব্যাখ্যা-৩ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না

 

২.৫.২ বিবৃতি: গান্ধীজি ছিলেন জমিদারদের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের বিরোধী।

ব্যাখ্যা-১ গান্ধীজি ছিলেন জমিদার শ্রেণির প্রতিনিধি

ব্যাখ্যা-২ গান্ধীজি শ্রেণি সংগ্রামের পরিবর্তে শ্রেণি সমন্বয়ে বিশ্বাসী

ব্যাখ্যা-৩ গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন

উত্তরঃ ব্যাখ্যা-৩ গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন

 

২.৫.৩ বিবৃতি: মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন।

ব্যাখ্যা-১ মাতঙ্গিনী হাজরা ছিলেন বিপ্লবী দলের সদস্য

ব্যাখ্যা-২ মাতঙ্গিনী হাজরা পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান

ব্যাখ্যা-৩ তমলুক থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে, পুলিশের গুলিতে মারা যান

উত্তরঃ ব্যাখ্যা-২ মাতঙ্গিনী হাজরা পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান

 

২.৫.৪ বিবৃতি: বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি।

ব্যাখ্যা-১ শ্রমিক কৃষকরা এই আন্দোলনের, বিরোধী ছিল

ব্যাখ্যা-২ ইংরেজ সরকার শ্রমিককৃষক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল

ব্যাখ্যা-৩ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলতঃ মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন।

উত্তরঃ ব্যাখ্যা-৩ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলতঃ মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন।

 

Madhyamik ABTA Test Paper 2023 History Page 372

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 History Page 372, Madhyamik ABTA Test Paper 2023 History Page 372, Madhyamik ABTA Test Paper 2023 History Page 372, Madhyamik ABTA Test Paper 2023 History Page 372, Madhyamik ABTA Test Paper 2023 History Page 372.

Madhyamik ABTA Test Paper 2023 History Page 372, Madhyamik ABTA Test Paper 2023 History Page 372, Madhyamik ABTA Test Paper 2023 History Page 372, Madhyamik ABTA Test Paper 2023 History Page 372, Madhyamik ABTA Test Paper 2023 History Page 372.

Madhyamik ABTA Test Paper 2023 History Page 372, Madhyamik ABTA Test Paper 2023 History Page 372, Madhyamik ABTA Test Paper 2023 History Page 372, Madhyamik ABTA Test Paper 2023 History Page 372

Madhyamik ABTA Test Paper 2023 History Page 372

6 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 History Page 372”
    1. অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। উত্তরটি সঠিক করে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ জানানোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!