Madhyamik ABTA Test Paper 2023 History Page 538
Madhyamik ABTA Test Paper 2023 History Page 538
বিভাগ-‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ তিতুমিরের প্রকৃত নাম ছিল-
(ক) চিরাগ আলি
(খ) হায়দার আলি
(গ) মীর নিসার আলি
(ঘ) তোরাব আলি।
উত্তরঃ (গ) মীর নিসার আলি
১.২ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন–
(ক) চলচ্চিত্রের সঙ্গে
(খ) ইতিহাসের সঙ্গে
(গ) পরিবেশ বিদ্যার সঙ্গে
(ঘ) খেলার সঙ্গে।
উত্তরঃ (ক) চলচ্চিত্রের সঙ্গে
১.৩ গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো-
(ক) যশোর থেকে
(খ) রানাঘাট থেকে
(গ) কুষ্ঠিয়া থেকে
(ঘ) বারাসাত থেকে।
উত্তরঃ (গ) কুষ্ঠিয়া থেকে
১.৪ সতীদাহ প্রথা রদ হয়-
(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
১.৫ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন-
(ক) বিজয়কৃষ্ণ গোস্বামী
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) শ্রীরামকৃষ্ণ
(ঘ) কেশবচন্দ্র সেন।
উত্তরঃ (গ) শ্রীরামকৃষ্ণ
১.৬ ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়-
(ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮৭ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
১.৭ ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি—
(ক) উপন্যাস
(খ) কাব্যগ্রন্থ
(গ) জীবনীগ্রন্থ
(ঘ) আত্মজীবনী।
উত্তরঃ (ঘ) আত্মজীবনী
১.৮ ভারতীয় গণনাট্য তৈরি হয় (আইপিটিএ)–
(ক) ১৯৪৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯৪৩ খ্রিস্টাব্দে
১.৯ ভারতীয় হকি দল প্রথম অলিম্পিক সোনা জেতে—
(ক) ১৯২৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯২৮ খ্রিস্টাব্দে
১.১০ মধুসূদন গুপ্ত ছিলেন-
(ক) মেডিকেল ছাত্র
(খ) বিপ্লবী
(গ) সম্পাদক
(ঘ) শ্রমিক নেতা।
উত্তরঃ (ক) মেডিকেল ছাত্র
১.১১ ঊনবিংশ শতাব্দীকে সভা- সমিতির যুগ বলেছেন—
(ক) রমেশচন্দ্র দত্ত
(খ) নিমাইসাধন বসু
(গ) অনিল শীল
(ঘ) রণজিৎ গুহ
উত্তরঃ (গ) অনিল শীল
১.১২ ‘শব্দকল্পদ্রুম’ গ্রন্থ রচনা করেন-
(ক) রামমোহন রায়
(খ) রাধাকান্ত দেব
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) স্বামী বিবেকানন্দ।
উত্তরঃ (খ) রাধাকান্ত দেব
১.১৩ দুর্জন সিং ছিলেন-
(ক) কোল বিদ্রোহের নেতা
(খ) সাঁওতাল বিদ্রোহের নেতা
(গ) মুণ্ডা বিদ্রোহের নেতা
(ঘ) চুয়াড় বিদ্রোহের নেতা।
উত্তরঃ (ঘ) চুয়াড় বিদ্রোহের নেতা
১.১৪ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল—
(ক) বর্ণপরিচয়
(খ) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ
(গ) মঙ্গল সমাচার
(ঘ) অন্নদা মঙ্গল।
উত্তরঃ (খ) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ
১.১৫ ভারত সভার প্রথম সভাপতি ছিলেন-
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(খ) আনন্দমোহন বসু
(গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
(ঘ) শিবনাথ শাস্ত্রী।
উত্তরঃ (গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
১.১৬ দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন-
(ক) জ্যোতিরাও ফুলে
(খ) শ্রী নারায়ণ গুরু
(গ) গান্ধীজী
(ঘ) ড. আম্বেদকর।
উত্তরঃ (গ) গান্ধীজী
১.১৭ মাতঙ্গিনী গোয়া ভারতভুক্ত হয় –
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে
১.১৮ বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন—
(ক) বিহারে
(খ) যুক্তপ্রদেশে
(গ) রাজস্থানে
(ঘ) মহারাষ্ট্রে।
উত্তরঃ (খ) যুক্তপ্রদেশে
১.১৯ ‘নারী কর্মমন্দির’ প্রতিষ্ঠা করেছিলেন –
(ক) উর্মিলা দেবী
(খ) বাসন্তী দেবী
(গ) কল্পনা দত্ত
(ঘ) লীলা রায়।
উত্তরঃ (ক) উর্মিলা দেবী
১.২০ যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়—
(ক) কাশ্মীর
(খ) হায়দরাবাদ
(গ) জুনাগড়
(ঘ) জয়পুর।
উত্তরঃ (গ) জুনাগড়
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-‘খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ গোরা উপন্যাসটি কে রচনা করেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
২.১.২ ফরওয়ার্ড ব্লক কোন্ বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ 1939 খ্রিস্টাব্দের 3 রা মে
২.১.৩ মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ হরিচাঁদ ঠাকুর
২.১.৪ ঊষা মেহতা কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ ভারতছাড়ো
উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল।
উত্তরঃ ঠিক
২.২.২ ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম।
উত্তরঃ ভুল
২.২.৩ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত।
উত্তরঃ ভুল
২.২.৪ ‘দেবী সিংহ’ ছিলেন মহাবিদ্রোহের নেতা।
উত্তরঃ ভুল
উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ মার্শমান | ১. নীলবিদ্রোহ |
২.৩.২ জেমস লঙ | ২. ইতিহাস সমিতি |
২.৩.৩ স্থানীয় ইতিহাস | ৩. সংবাদ প্রভাকর |
২.৩.৪ ঈশ্বরচন্দ্র গুপ্ত | ৪. শ্রীরামপুর ত্রয়ী |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ মার্শমান | ৪. শ্রীরামপুর ত্রয়ী |
২.৩.২ জেমস লঙ | ১. নীলবিদ্রোহ |
২.৩.৩ স্থানীয় ইতিহাস | ২. ইতিহাস সমিতি |
২.৩.৪ ঈশ্বরচন্দ্র গুপ্ত | ৩. সংবাদ প্রভাকর |
উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের একটি জায়গা।
২.৪.২ মহাবিদ্রোহের একটি জায়গা।
২.৪.৩ রংপুর।
২.৪.৪ ভারতের বাণিজ্যনগর।
উত্তরঃ
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৫.১ বিবৃতি : ১৮৫৪ খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়।
ব্যাখ্যা-১ এদেশে সংস্কৃত ভাষার প্রসারের জন্য।
ব্যাখ্যা-২ এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য।
ব্যাখ্যা-৩ এদেশে শিক্ষা সংকোচন করার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা-২ এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য।
২.৫.২ বিবৃতি: রবীন্দ্রনাথ উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না।
ব্যাখ্যা-১ এই শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ।
ব্যাখ্যা-২ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।
ব্যাখ্যা-৩ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না।
উত্তরঃ ব্যাখ্যা-৩ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না।
২.৫.৩ বিবৃতি: নীলবিদ্রোহ ঘটেছিল।
ব্যাখ্যা-১ ইংরেজরা কৃষকদের জোর করে নীলচাষে বাধ্য করত।
ব্যাখ্যা-২ ইংরেজরা মহিলাদের অত্যাচার করত।
ব্যাখ্যা-৩ ইংরেজরা নীল চাষীদের সাহায্য করত।
উত্তরঃ ব্যাখ্যা-১ ইংরেজরা কৃষকদের জোর করে নীলচাষে বাধ্য করত।
২.৫.৪ বিবৃতি: স্বামী বিবেকানন্দ ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন।
ব্যাখ্যা-১ তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা।
ব্যাখ্যা-২ তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা।
ব্যাখ্যা-৩ তাঁর উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা।
উত্তরঃ ব্যাখ্যা-১ তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা।
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 History Page 538, Madhyamik ABTA Test Paper 2023 History Page 538, Madhyamik ABTA Test Paper 2023 History Page 538, Madhyamik ABTA Test Paper 2023 History Page 538, Madhyamik ABTA Test Paper 2023 History Page 538.
Madhyamik ABTA Test Paper 2023 History Page 538, Madhyamik ABTA Test Paper 2023 History Page 538, Madhyamik ABTA Test Paper 2023 History Page 538, Madhyamik ABTA Test Paper 2023 History Page 538, Madhyamik ABTA Test Paper 2023 History Page 538.
Madhyamik ABTA Test Paper 2023 History Page 538, Madhyamik ABTA Test Paper 2023 History Page 538, Madhyamik ABTA Test Paper 2023 History Page 538, Madhyamik ABTA Test Paper 2023 History Page 538