Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 42
Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 42
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
বিভাগ-‘ক’
1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:
1.1 সঠিক জোড়টি নির্বাচন করো:
(ক) অ্যাড্রিনালিন:– হৃদস্পন্দনের হার ও হার্দ উৎপাদ কমায়
(খ) ইনস্যুলিন:– যকৃৎ ও পেশিকোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে
(গ) থাইরক্সিন:– কোষে অক্সিজেন গ্রহণের মাত্রা কমিয়ে BMR. হ্রাস করে।
(ঘ) TSH :– অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
উত্তরঃ (খ) ইনস্যুলিন:- যকৃৎ ও পেশিকোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে
1.2 ট্যাকটিক চলন সম্পর্কিত কোন মতবাদটি সঠিক:-
(ক) ইহা উদ্দীপকের তীব্রতা নিয়ন্ত্রিত বক্ৰচলন
(খ) ইহা উদ্ভিদের বৃদ্ধিজনিত বক্ৰচলন
(গ) ইহা উদ্দীপকের প্রভাবে সংঘটিত সামগ্রিক চলন
(ঘ) ইহা উদ্ভিদের রসস্ফীতজনিত বক্রচলন।
উত্তরঃ (গ) ইহা উদ্দীপকের প্রভাবে সংঘটিত সামগ্রিক চলন
1.3 ‘ক’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘খ’ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো :
ক স্তম্ভ | খ স্তম্ভ |
A. সুষুম্নাশীর্ষক | (i) দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। |
B. মধ্যমস্তিষ্ক | (ii) প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়ার শ্বাসকেন্দ্র রূপে কার্য করে ও লালা নিঃসরণে সাহায্য করে। |
C. হাইপোথ্যালামাস | (iii) দর্শন ও শ্রবণ প্রতিবর্তক্রিয়া কেন্দ্র রূপে কার্য করে। |
(ক) A-(i) B–(ii) C(iii)
(খ) A-(ii) B(iii) C-(i)
(গ) A-(iii) B—(ii) C–(i)
(ঘ) A-(ii) B- (i) C- (iii)
উত্তরঃ (খ) A-(ii) B(iii) C-(i)
1.4 মিয়োসিস কোশ বিভাজন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা নিরূপণ করো:
(ক) প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে।
(খ) জনুক্রম বজায় রাখতে সাহায্য করে।
(গ) ভেদ বা প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে।
(ঘ) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুরণ ঘটায়।
উত্তরঃ (ঘ) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুরণ ঘটায়।
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
1.5 অ্যামাইটোসিস কোশ বিভাজন সম্পর্কিত সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো:
(ক) ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয়।
(খ) ক্রোমোজোম ও বেমতন্ত্র গঠিত হয় না।
(গ) যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে।
(ঘ) একে পরোক্ষ কোশ বিভাজন বলা হয়।
উত্তরঃ (খ) ক্রোমোজোম ও বেমতন্ত্র গঠিত হয় না।
1.6 পত্রজ মুকুলের সাহায্যে যে উদ্ভিদ অঙ্গজ বিস্তার করে সেটি হল:
(ক) গোলাপ
(খ) পাথরকুচি
(গ) মিষ্টি আলু
(ঘ) জবা।
উত্তরঃ (খ) পাথরকুচি
1.7 নীচের কোনটি প্রকট গুণ শনাক্ত করো:
(ক) ফুলের অবস্থান- কাক্ষিক
(খ) ফুলের বর্ণ– হলুদ
(গ) বীজপত্রের বর্ণ– সবুজ
(ঘ) বীজের আকৃতি— কুঞ্চিত।
উত্তরঃ (ক) ফুলের অবস্থান- কাক্ষিক
1.8 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F, জনুর ফিনোটাইপ অনুপাত কি হতে পারে :
(ক) 3 : 1
(খ) 1 : 2 : 1
(গ) 9 : 3 : 3 : 1
(ঘ) 2 : 2 : 1।
উত্তরঃ (খ) 1 : 2 : 1
1.9 BbRR বৈশিষ্ট্যযুক্ত কোন জীবের সম্ভাব্য গ্যামেটের প্রকৃতি কত ধরনের হবে ?
(ক) 1 প্রকার
(খ) 4 প্রকার
(গ) 3 প্রকার
(ঘ) 2 প্রকার।
উত্তরঃ (ঘ) 2 প্রকার (BR, bR)
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
1.10 মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত ছিল :
(ক) 1 : 2 : 2
(খ) 2 : 1 : 2
(গ) 2 : 2 : 1
(ঘ) 1 : 1 : 2।
উত্তরঃ (গ) 2 : 2 : 1
1.11 নীচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে :
(ক) পুকুরে রুইমাছের মধ্যে সংগ্রাম
(খ) একই খাদ্যের জন্য বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম
(গ) হরিণ শিকারের জন্য বাঘেদের মধ্যে সংগ্রাম
(ঘ) মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছেদের মধ্যে সংগ্রাম।
উত্তরঃ (খ) একই খাদ্যের জন্য বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম
1.12 সমসংস্থ অঙ্গের উদাহরণ হল:
(ক) ঝুমকোলতার আকর্ষ ও মটর গাছের আকর্ষ
(খ) পতঙ্গের ডানা ও পাখির ডানা
(গ) আলুর গ্রন্থিকাণ্ড ও ফণিমনসার পর্ণকাণ্ড
(ঘ) বেলগাছের শাখাকণ্টক ও মটর গাছের আকর্ষ।
উত্তরঃ (ঘ) বেলগাছের শাখাকণ্টক ও মটর গাছের আকর্ষ।
1.13 নীচের কোন জীবাণুটি অ্যামোনিফিকেশানে সাহায্য করে ?
(ক) ব্যাসিলাস
(খ) নাইট্রোসোমোনাস
(গ) সিউডোমোনাস
(ঘ) রাইজোবিয়াম।
উত্তরঃ (ক) ব্যাসিলাস
1.14 বায়ুতে পরাগরেণু, ধুলিকণার পরিমাণ বেড়ে গেলে নীচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় স্থির করো:
(ক) যক্ষ্মা
(খ) অ্যাজমা
(গ) ম্যালেরিয়া
(ঘ) ডেঙ্গু।
উত্তরঃ (খ) অ্যাজমা
1.15 নীচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয়?
(ক) জাতীয় উদ্যান
(খ) বোটানিক্যাল গার্ডেন
(গ) অভয়ারণ্য
(ঘ) সংরক্ষিত বন।
উত্তরঃ (খ) বোটানিক্যাল গার্ডেন
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-‘খ’
2. নির্দেশ অনুসারে নিচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর লেখো:
নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো: (যে কোন পাঁচটি) :
2.1 ______ হরমোন পত্রমোচন বিলম্বিত করে।
উত্তরঃ সাইটোকাইনিন
2.2 গুয়ানিন একটি ______ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষার।
উত্তরঃ পিউরিন
2.3 মটর গাছের ভিন্ন ভিন্ন ______ একই ফিনোটাইপ দেখাতে পারে।
উত্তরঃ জিনোটাইপ
2.4 বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা ______ রূপান্তরিত হয়।
উত্তরঃ কাঁটায়
2.5 ধানক্ষেতে উৎপন্ন একটি দাহ্য গ্রিন হাউস গ্যাস হল ______ ।
উত্তরঃ মিথেন (CH4)
2.6 জিন ব্যাঙ্ক একপ্রকার ______ সংরক্ষণের উদাহরণ।
উত্তরঃ এক্সসিটু
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: (যে কোনো পাঁচটি)
2.7 অক্সিন হরমোন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদগমে সাহায্য করে।
উত্তরঃ মিথ্যা
2.8 ডিম্বানু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়।
উত্তরঃ মিথ্যা
2.9 হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা কখনও বাহক হয় না।
উত্তরঃ সত্য
2.10 ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোন বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে।
উত্তরঃ সত্য
2.11 অভঙ্গুর দূষক জৈব বিবর্ধনের জন্য দায়ী।
উত্তরঃ মিথ্যা
2.12 পায়রার লেজের পালকের সংখ্যা হল 23টি।
উত্তরঃ মিথ্যা
A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) :
A- স্তম্ভ | B- স্তম্ভ |
2.13 করনিয়া | (ক) SO2 |
2.14 জোড় কলম | (খ) নন–সিস্টার ক্রোমাটিড |
2.15 সবুজ গোল বীজ যুক্ত মটর গাছের জিনোটাইপ | (গ) প্রতিসারক মাধ্যম |
2.16 হট ডাইলিউট স্যুপ | (ঘ) সিয়ন ও স্টক |
2.17 অম্লবৃষ্টি | (ঙ) YYrr |
2.18 ক্রসিং ওভার | (চ) হ্যালডেন |
(ছ) yyRr |
উত্তরঃ
A- স্তম্ভ | B- স্তম্ভ |
2.13 করনিয়া | (গ) প্রতিসারক মাধ্যম |
2.14 জোড় কলম | (ঘ) সিয়ন ও স্টক |
2.15 সবুজ গোল বীজ যুক্ত মটর গাছের জিনোটাইপ | (ছ) yyRr |
2.16 হট ডাইলিউট স্যুপ | (চ) হ্যালডেন |
2.17 অম্লবৃষ্টি | (ক) SO2 |
2.18 ক্রসিং ওভার | (খ) নন-সিস্টার ক্রোমাটিড |
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও: (যে কোনো ছয়টি)
2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো:
বামনত্ব, গলগণ্ড, হিমোফিলিয়া, মধুমেহ।
উত্তরঃ হিমোফিলিয়া
Note : একমাত্র হিমোফিলিয়া ছাড়া অন্যান্য রোগগুলি হলো হরমোনঘটিত রোগ।
2.20 মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় তার নাম কি?
উত্তরঃ ইস্ট্রোজেন
2.21 নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও: আম : পতঙ্গপরাগী :: শিমুল : ______ ।
উত্তরঃ আম : পতঙ্গপরাগী :: শিমুল : পক্ষিপরাগী
2.22 ক্রোমোজোমের যে স্থানে কোন একটি জিন অবস্থান করে সেই স্থানটিকে কি বলা হয় ?
উত্তরঃ লোকাস
2.23 মেন্ডেলের দ্বিসঙ্কর জননের F2 জনুর ফিনোটাইপ অনুপাতটি লেখো।
উত্তরঃ 9 : 3 : 3 : 1
2.24 সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে ?
উত্তরঃ অভিসারী বিবর্তনকে।
2.25 নীচের চারটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো:
তেলাপিয়া, পার্থেনিয়াম, বহিরাগত প্রজাতি, কচুরিপানা।
উত্তরঃ বহিরাগত প্রজাতি
Note : তেলাপিয়া, পার্থেনিয়াম, কচুরিপানা প্রভৃতি হলো বহিরাগত প্রজাতির উদাহরণ।
2.26 একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তরঃ সিউডোমোনাস
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 42, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 42, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 42, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 42, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 42, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 42.
Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 42, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 42, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 42, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 42, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 42.
Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 42, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 42, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 4.
Very good
Thank you
Thank you
most welcome
It’s bar sir
Very nice question please 4,5,8 namber question Ans please
Good
Thank you for your lovely comment.
Thanks and regards.
Very good
Thank you
2.1 answer I thik incorrect
It is fully right … You read well and cheek it
This is correct class 10 life science book page no 10 see this page
Good buddy
You are welcome.
সব প্রশ্নের উত্তর দিলে ভালো হতো স্যার আমরা চাই আমাদের সব প্রশ্নের উত্তর
Nice
Thank You
It was so helpful. Thank you teacher 😊
Most welcome
2.1 answer is “incorrect” so please this type of answer do not give in website ,from your web site many students, just like me ,get the answer so please do correct all your answere
Thank you so much for your kind information.
Now you can check the correct answer.
It is fully right … You read well and cheek it
2.1 answer I think incorrect
অনিচ্ছাকৃত ভুলের জন্য সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।
ধন্যবাদ।
Hello hello hello
Nice
Thank you
Very good
Thank you
প্রিয় স্যার,
অসংখ ধন্যবান ABTA solve করার জন্য
You are always welcome @Yusuf.
Keep visiting and sharing our website.
Thanks and Regards.
Thanks sir
Thanku….❤️
This site is very helpful…..💝
Thanku so much……☺️❤️
Thank you so much for writing these beautiful comments.
Keep visiting and share our website.
Thanks and Regards.
Thanks
welcome
Thanks a lot of sir for solving ABTA test paper☺️🤗
You are most welcome here.
Thanks and Regards.
অনেক অনেক ধন্যবাদ স্যার ABTA solve এর জন্য 🙏🏻🙏🏻
You are most welcome here.
Thanks and Regards.
1.9 এর উত্তর টা একটু দেখবেন।
ওটা মনে হয় 3 প্রকার হবে যেহেতু BbRR আছে অর্থাৎ B,b and R
উত্তরটি সঠিক আছে। তুমি আরেকবার check করে নাও।
ধন্যবাদ।
Thinku sir
বড়োprasnoখুজেপাইনাকেন
Please solve long question
Ami khub upokrito hoyechi .. Thank you for website
You are welcome.
Please share with your friends and keep visiting.
Thanks and Regards
Very nice 👍
Thankyou so much mam?sir
most welcome.
Nice sir
Nice sir very good sir 👍