Skip to content

Learning Science

The Education You Want. The Attention You Deserve.

Learning Science

The Education You Want. The Attention You Deserve.
  • Home
  • IGNOU Solved Assignments
    • BCA
      • Session: 2024-2025
      • Session: 2023-2024
        • BCA 1st Semester
        • BCA 2nd Semester
        • BCA 3rd Semester
        • BCA 4th Semester
        • BCA 5th Semester
        • BCA 6th Semester
      • Session: 2022-2023
      • Session: 2021-2022
    • CIT
  • WBBSE Math Somadhan
    • Ganit Prakash Class 10
    • Ganit Prakash Class 9
    • Ganit Prabha Class 8
    • Ganit Prabha Class 7
    • Ganit Prabha Class 6
  • HS ABTA Test Papers 2022-23
    • BANGLA
    • Sanskrit
    • History
    • Geography
  • WB Class 10 Notes
  • JENPAUH
  • JENPAUH 2019
  • JENPAUH 2018
  • JENPAUH 2017
Home » Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432

Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432

  • by Prasanta Naskar
  • December 29, 2022
  • 3 Comments
Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432

Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432

Table of Contents

Toggle
  • Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432
  • বিভাগ-‘ক’
  • বিভাগ-“খ”
    • 2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো।
    • নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। (যে কোন পাঁচটি) :  

Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432

ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।

Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো। 

বিভাগ-‘ক’

1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:

1.1 আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি ইত্যাদি বহিঃস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে বলা হয় –

(a) ট্যাকটিক চলন

(b) ট্রপিক চলন

(c) ন্যাস্টিক চলন

(d) গমন।

উত্তরঃ (a) ট্যাকটিক চলন

 

1.2 কোন্ ফাইটো হরমোন উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সাহায্য করে –

(a) অক্সিন

(b) ABA

(c) ইথিলিন

(d) ফ্লোরিজেন।

উত্তরঃ (a) অক্সিন

 

1.3 মানবদেহে অবস্থিত কোন্ হরমোনটি ‘ক্যালোরিজেনিক‘ হরমোন নামে পরিচিত –

(a) ইনসুলিন

(b) থাইরক্সিন

(c) টেস্টোস্টেরন

(d) অ্যাড্রিনালিন।

উত্তরঃ (b) থাইরক্সিন

 

1.4 মানুষের প্রথম জোড়া করোটি স্নায়ুর নাম হল –

(a) অলফ্যাকটরি স্নায়ু

(b) অপটিক স্নায়ু

(c) অডিটরি স্নায়ু

(d) অকিউলোমোটর স্নায়ু।

উত্তরঃ (a) অলফ্যাকটরি স্নায়ু

 

1.5 উদ্ভিদ কোশের মাইটোসিস–এ বেমতন্তু গঠন করে –

(a) সেন্ট্রোজোম

(b) রাইবোজোম

(c) অ্যাস্ট্রাল রশ্মি

(d) মাইক্রোটিউবিউলস।

উত্তরঃ (d) মাইক্রোটিউবিউলস

আরও পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

1.6 অনু বিস্তারণ পদ্ধতিতে ব্যবহৃত উদ্ভিদ অংশকে বলে –

(a) ক্যালাস

(b) ক্যালাস কালচার

(c) এক্সপ্লান্ট

(d) প্ল্যান্টলেট।

উত্তরঃ (c) এক্সপ্লান্ট

 

1.7 পরিণত ভ্রূণস্থলীতে অবস্থিত ডিপ্লয়েড নিউক্লিয়াসটি হল –

(a) ডিম্বানু

(b) প্রতিপাদ কোশসমষ্টি

(c) নির্ণীত নিউক্লিয়াস

(d) সাইনারজিড।

উত্তরঃ (c) নির্ণীত নিউক্লিয়াস

 

1.8 মানুষের বৃদ্ধি নীচের কোনটি দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত হয় –

(a) পুষ্টি

(b) খাদ্য

(c) হরমোন

(d) সবগুলি।

উত্তরঃ (d) সবগুলি

 

1.9 টেস্টক্রস করা হয় এর মধ্যে –

(a) F1 জনু ও প্রকটজনিতৃ জনু

(b) F1 জনু ও প্রচ্ছন্নজনিতৃ জনু

(c) F1 জনু ও F2 জনু

(d) F1 জনু ও প্রকট বা প্রচ্ছন্নজনিতৃ জনু।

উত্তরঃ (b) F1 জনু ও প্রচ্ছন্নজনিতৃ জনু

 

1.10 একজন বর্ণান্ধতার বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানরা হবে—

(a) সবাই বর্ণান্ধ পুত্র

(b) 50% বর্ণান্ধ পুত্র

(c) 100% বর্ণান্ধ কন্যা

(d) কোনো পুত্র আক্রান্ত নয়।

উত্তরঃ (b) 50% বর্ণান্ধ পুত্র

আরও পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

1.11 কোনটি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ—

(a) আকর্ষ

(b) কন্টক

(c) ক্ল্যাডোড

(d) স্ট্যামিনোড।

উত্তরঃ (d) স্ট্যামিনোড

 

1.12 কোন্ ক্ষেত্রে শ্বাসমূল দেখা যায় –

(a) হাইড্রোফাইট

(b) জেরোফাইট

(c) হ্যালোফাইট

(d) লিথোফাইট।

উত্তরঃ (c) হ্যালোফাইট

 

1.13 অ্যামোনিফিকেশনে অংশগ্রহণকারী একটি ব্যাকটেরিয়া-

(a) ব্যাসিলাস মাইকয়ডিস

(b) অ্যাজোটোব্যাক্টর

(c) নাইট্রোসোমোনাস

(d) সিউডোমোনাস ডিনাইট্রিফিক্যানস।

উত্তরঃ (a) ব্যাসিলাস মাইকয়ডিস

 

1.14 “পরিবেশের ফুসফুস” হল–

(a) জলাভূমি

(b) মরুভূমি

(c) বনভুমি

(d) সমুদ্র।

উত্তরঃ (c) বনভুমি

 

1.15 এনডেমিক প্রজাতি হল-

(a) স্থানীয় ও সীমাবদ্ধ প্রজাতি

(b) বিশ্বজুড়ে বিস্তৃত প্রজাতি

(d) বিপন্ন প্রজাতি

(d) দেশব্যাপী বিস্তৃত প্রজাতি।

উত্তরঃ (a) স্থানীয় ও সীমাবদ্ধ প্রজাতি

 

আরও পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-“খ”

2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো।

নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। (যে কোন পাঁচটি) :  

2.1 আলুর চোখ হল একপ্রকার ______ মুকুল।

উত্তরঃ কাক্ষিক 

 

2.2 DNA-তে পিরিমিডিন হল সাইটোসিন ও ______ ।

উত্তরঃ থাইমিন 

 

2.3 হাতের রেডিয়াস ও আলনা এবং হিউমেরাস অস্থির মাঝে ______ সন্ধি থাকে।

উত্তরঃ কব্জা 

 

2.4 এক শৃঙ্গ গণ্ডারের ______ পাওয়ার জন্য অতিরিক্ত হারে এই প্রাণীর চোরা শিকার হয়ে থাকে।

উত্তরঃ খড়্গ ও চর্ম

2.5 শব্দের তীব্রতা প্রকাশ করা হয় ______ এককে।

উত্তরঃ ডেসিবেল 

 

2.6 কন্যা বর্ণান্ধ হলে পিতা অবশ্যই ______ হবে।

উত্তরঃ বর্ণান্ধ 

আরও পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

নীচের বিবৃতিগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) :

2.7 হেলিওট্রপিজমের প্রধান উদ্দীপক হল জল।

উত্তরঃ মিথ্যা

Note : হেলিওট্রপিজমের প্রধান উদ্দীপক হল আলো।

 

2.8 হাইপোথ্যালামাসকে “প্রভু গ্রন্থি” বলে।

উত্তরঃ মিথ্যা

Note : হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থির প্রভু বলা হয়। 

 

2.9 পায়রার রেকট্রিসেস পালকের সংখ্যা ২৩টি।

উত্তরঃ মিথ্যা

Note : পায়রার লেজের পালক বা রেকট্রিসেস পালকের সংখ্যা 12টি।

 

2.10 জৈব বিবর্তন হল একটি মন্থর ও গতিশীল প্রক্রিয়া।

উত্তরঃ সত্য

 

2.11 পলাশ একটি পক্ষীপরাগী ফুল।

উত্তরঃ সত্য

 

2.12 উটের কুঁজে ওয়াটার স্যাক থাকে। 

উত্তরঃ মিথ্যা

Note: উটের পাকস্থলীতে ওয়াটার স্যাক থাকে এবং কুঁজে সঞ্চিত থাকে ফ্যাট বা স্নেহ পদার্থ।  

আরও পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি) : 

A স্তম্ভ B স্তম্ভ
2.13 নিউরোট্রান্সমিটার  (a) নন সিস্টার ক্রোমাটিড 
2.14 নাইট্রোজেন বেস  (b) যৌন জনন 
2.15 ক্রশিং ওভার  (c) ভ্রূণঘটিত প্রমাণ 
2.16 গলবিলীয় ফুলকা খাঁজ  (d) আরাবারি অরণ্য
2.17 JFM  (e) পিউরিন 
2.18 দুটি গ্যামেটের মিলন  (f) সিস্টার ক্রোমাটিড
(g) অ্যাসিটাইল কোলিন 

উত্তরঃ 

A স্তম্ভ B স্তম্ভ
2.13 নিউরোট্রান্সমিটার  (g) অ্যাসিটাইল কোলিন 
2.14 নাইট্রোজেন বেস  (e) পিউরিন  
2.15 ক্রশিং ওভার  (a) নন সিস্টার ক্রোমাটিড  
2.16 গলবিলীয় ফুলকা খাঁজ  (c) ভ্রূণঘটিত প্রমাণ 
2.17 JFM  (d) আরাবারি অরণ্য
2.18 দুটি গ্যামেটের মিলন  (b) যৌন জনন  

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছ’টি) :

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো : বয়ঃসন্ধি, শৈশব, বার্ধক্য, মৃত্যু।

উত্তরঃ মৃত্যু

Note : বয়ঃসন্ধি, শৈশব, বার্ধক্য প্রভৃতি হলো পরিস্ফুটনের দশা কিন্তু মৃত্যু পরিস্ফুটনের দশা নয়। 

আরও পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

2.20 নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

গুরুমস্তিষ্ক : স্মৃতি :: লঘুমস্তিষ্ক : ______ ।

উত্তরঃ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। 

 

2.21 মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রমী ঘটনার নাম লেখো।

উত্তরঃ সন্ধ্যামালতী গাছের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা পরিলক্ষিত হয় যা মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রমী ঘটনা। 

 

2.22 চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বের করে লেখো :

কেমোজনি, কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার, হট ডাইলিউট স্যুপ।

উত্তরঃ কেমোজনি

Note : কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার, হট ডাইলিউট স্যুপ প্রভৃতি কেমোজনি তত্ত্বের মধ্যে উল্লেখ করা হয়েছে। 

 

2.23 কোন্ দূষনের সঙ্গে অ্যালগাল ব্লুম যুক্ত।

উত্তরঃ জলদূষণ 

 

2.24 পুরুষ মানুষের অ্যালোজোম কোন্‌গুলি?

উত্তরঃ X ও Y 

 

2.25 অ্যামিবার গমন অঙ্গের নাম কি?

উত্তরঃ ক্ষণপদ বা সিউডোপোডিয়া। 

 

2.26 রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠ গ্যাস উৎপাদনকারী গ্রন্থিটির নাম কি?

উত্তরঃ রেড গ্রন্থি। 

 


আরও পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432

Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432,

Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432, Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432

3 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 Life Science Page 432”

  1. Ranodeep Ghosh January 11, 2023 at 6:39 pm
    Reply

    Please Upload 2 and 5marks And

  2. Priyanka January 29, 2023 at 10:59 am
    Reply

    Darun

    1. Prasanta Naskar January 29, 2023 at 11:33 pm
      Reply

      You are welcome.
      Please share with your friends and keep visiting.
      Thanks and Regards.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Learning Science

Science, Technology & Education বিষয়ক তথ্য সহজ বাংলায়—বিশ্বাসযোগ্য রেফারেন্স সহ।

  • Home
  • Blog
  • Contact

📧 info@learningscience.co.in

Important Links

  • About Us
  • Vedas
  • Upanishads
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Sitemap

Contact Us

* Required fields

© Learning Science • All rights reserved.

Copyright @ 2017-2022 Learning Science

Learning Science

Science, Technology & Education বিষয়ক তথ্য সহজ বাংলায়—বিশ্বাসযোগ্য রেফারেন্স সহ।

  • Home
  • Blog
  • Contact

📧 info@learningscience.co.in

Important Links

  • About Us
  • Vedas
  • Upanishads
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Sitemap

Contact Us

* Required fields

© Learning Science • All rights reserved.

Copyright @ 2017-2022 Learning Science

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!