Madhyamik ABTA Test Papers 2024 : Geography Page 148
বিভাগ-‘ক’ ১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ গাঙ্গেয় ব-দ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হল-
ক) অবরোহন
খ) আরোহন
গ) পর্যায়ন
ঘ) আবহবিকার
১.২ পলল ব্যজনী সৃষ্টি হয় নদীর—
ক) উচ্চগতিতে
খ) মোহনাতে
গ) নিম্নগতিতে
ঘ) মধ্যগতিতে
১.৩ বায়ুমণ্ডল যে পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়, তা হল –
ক) বিকিরণ
খ) পরিবহণ
গ) পরিচলন
ঘ) তাপশোষণ
১.৪ ‘সীমান্তবৃষ্টি’ বলা হয়—
ক) ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টিকে
খ) পরিচলন বৃষ্টিকে
গ) শৈলোৎক্ষেপ বৃষ্টিকে
ঘ) নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টিকে
১.৫ একটি সাময়িক বায়ুর উদাহরণ হল-
ক) আয়ন বায়ু
খ) কালবৈশাখী
গ) মৌসুমীবায়ু
ঘ) লু
ব্যাখ্যা: কালবৈশাখী হল ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বয়ে যাওয়া একটি সাময়িক বায়ু। এটি এপ্রিল-মে মাসে প্রবাহিত হয়।
১.৬ উষ্ণ ও শীতল স্রোতের মাঝের বিভাজন রেখাকে বলা হয়-
ক) হিমপ্রাচীর
খ) হিমরেখা
গ) হিমশৈল
ঘ) মগ্নচড়া
১.৭ কম্পিউটার, T.V প্রভৃতি ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে বলা হয়-
ক) Hazardous waste
খ) Toxic waste
গ) E. waste
ঘ) Radioactive waste
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
১.৮ 1956 সালে রাজ্যপুনর্গঠনের প্রধান ভিত্তি ছিল—
ক) বর্ণ
খ) সংস্কৃতি
গ) খাদ্যাভাষ
ঘ) ভাষা
ব্যাখ্যা: 1956 সালের রাজ্যপুনর্গঠন কমিশনের প্রধান সুপারিশ ছিল, ভারতে রাজ্যগুলির সীমানা নির্ধারণে ভাষাকে প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করা। এই সুপারিশের ভিত্তিতেই 1956 সালে ভারতের রাজ্যগুলির পুনর্গঠন করা হয়।
১.৯ আম্রবৃষ্টি দেখা যায়—
ক) পূর্ব ভারতে
খ) পশ্চিম ভারতে
গ) উত্তর ভারতে
ঘ) দক্ষিণ ভারতে
১.১০ শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে—
ক) ভাঙ্গার
খ) ভাবর
গ) খাদার
ঘ) বেট।
১.১১ ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কী?—
ক) সিরহান্দ খাল
খ) যমুনা খাল
গ) ইন্দিরা গান্ধী খাল
ঘ) দোয়াব খাল।
১.১২ ভারতে প্রথম মেট্রোরেল চালু হয়-
ক) দিল্লিতে
খ) মুম্বাইতে
গ) বেঙ্গালুরুতে
ঘ) কলকাতাতে।
১.১৩ পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল-
ক) প্লাস্টিক
খ) খনিজতেল
গ) লৌহ আকরিক
ঘ) ন্যাপথা।
১.১৪ সার্ভে অফ্ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত-
ক) কলকাতায়
খ) দেরাদুনে
গ) দিল্লিতে
ঘ) হায়দ্রাবাদে।
বিভাগ-‘খ’ ২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্ত দাও) :
২.১.১ পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তটির নাম হল কাতারা।
উত্তরঃ সত্য।
ব্যাখ্যাঃ পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তটি কাতারা। এই গর্তটি ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। এই গর্তটি একটি প্রাক্তন সোডিয়াম কার্বনেট খনি। খনি থেকে খনিজ উত্তোলনের ফলে এই গর্তটির সৃষ্টি হয়েছে। গর্তটির ব্যাস প্রায় ৫ কিলোমিটার এবং গভীরতা প্রায় ১০০ মিটার।
২.১.২ দিনের বেলায় উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে ওপরের দিকে উঠলে তাকে বলে ক্যাটাবেটিক বায়ু।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ দিনের বেলায় উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে ওপরের দিকে উঠলে তাকে বলে অ্যানাবেটিক বায়ু (Anabatic Wind)।
২.১.৩ ভারত ও পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত।
উত্তরঃ সত্য।
ব্যাখ্যাঃ ব্রিটিশ শাসনামলে ভারত বিভাগের সময় ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্য র্যাডক্লিফ কমিশন গঠন করা হয়েছিল। এই কমিশনের প্রধান ছিলেন স্যার চার্লস র্যাডক্লিফ। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারিত হয়েছিল। এই সীমানাটি র্যাডক্লিফ লাইন নামে পরিচিত।
২.১.৪ পশ্চিমঘাট পর্বতের পূর্বঢালে চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে।
উত্তরঃ সত্য।
ব্যাখ্যাঃ পশ্চিমঘাট পর্বতের পূর্বঢালে প্রচুর বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের ফলে পূর্বঢালে চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে। এই অরণ্যে নানা ধরনের গাছপালা, লতাপাতা, ফুল, ফল, প্রাণী ইত্যাদি বাস করে।
২.১.৫ রেটুন পদ্ধতি আখ চাষের সঙ্গে যুক্ত।
উত্তরঃ সত্য।
ব্যাখ্যাঃ আখ চাষে রেটুন পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে একই জমিতে একাধিকবার আখ চাষ করা হয়। প্রথমবার আখ চাষের পর জমিতে থাকা আখের গোড়া থেকে নতুন আখের চারা গজায়। এই চারা থেকেই দ্বিতীয়বার আখ চাষ করা হয়।
২.১.৬ তথ্যপ্রযুক্তি শিল্পের মূল উপকরণ মানুষের মেধা।
উত্তরঃ সত্য।
ব্যাখ্যাঃ তথ্যপ্রযুক্তি শিল্পে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে সফলতা অর্জনের মূলে রয়েছে মানুষের মেধা। তথ্যপ্রযুক্তি শিল্পের শ্রমিকদের মধ্যে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা থাকা প্রয়োজন।
২.১.৭ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক সেন্সর।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক পিক্সেল (Pixel)। পিক্সেল হল একটি ছোট ছোট বর্গক্ষেত্র। প্রতিটি পিক্সেল একটি নির্দিষ্ট রঙ বা গাঢ়তার প্রতিনিধিত্ব করে। উপগ্রহ চিত্রের গুণমান নির্ভর করে পিক্সেলের সংখ্যার উপর। পিক্সেলের সংখ্যা বেশি হলে উপগ্রহ চিত্রের বিস্তারিত দৃশ্য পাওয়া যায়।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.২.১ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে ______ বলে।
উত্তরঃ দোয়াব
ব্যাখ্যাঃ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে। দোয়াব শব্দটি সংস্কৃতের “দো” ও “আব” শব্দ থেকে এসেছে। “দো” অর্থ “দুটি” এবং “আব” অর্থ “জল”। সুতরাং, দোয়াব শব্দের অর্থ “দুটি নদীর মধ্যবর্তী জলপূর্ণ অঞ্চল”।
২.২.২ বায়ুমণ্ডলের ______ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূ-পৃষ্ঠে ফিরে আসে।
উত্তরঃ থার্মোস্ফিয়ার
২.২.৩ কৃষ্ণ ও শুক্ল পক্ষের ______ তিথিতে মরা কোটাল হয়।
উত্তরঃ অষ্টমী
ব্যাখ্যাঃ কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। মরা কোটাল হল হিন্দু ধর্মে একটি বিশেষ তিথি। এই তিথিতে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে পূজা-অর্চনা করা হয়।
২.২.৪ কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে ______ বলে।
উত্তরঃ ভার্মি কম্পোস্টিং
ব্যাখ্যাঃ কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে ভার্মি কম্পোস্টিং বলে। এই প্রক্রিয়ায় কেঁচো বর্জ্য পদার্থকে খেয়ে ফেলে এবং এর পরিবর্তে সার তৈরি করে।
২.২.৫ রাজস্থানের ______ এ মরু গবেষণা কেন্দ্রটি অবস্থিত।
উত্তরঃ যোধপুর
ব্যাখ্যাঃ রাজস্থানের যোধপুরে মরু গবেষণা কেন্দ্রটি অবস্থিত। এই কেন্দ্রটি ভারতীয় মরু গবেষণা সমিতি (ICAR) দ্বারা পরিচালিত হয়।
২.২.৬ পূর্ব ভারত, নেপাল ও ভূটানকে কলকাতা বন্দরের ______ বলে।
উত্তরঃ পশ্চাৎভূমি
২.২.৭ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল ______ ।
উত্তরঃ আর্যভট্ট
ব্যাখ্যাঃ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট। এই উপগ্রহটি ১৯৭৫ সালের ১৯শে এপ্রিল সোভিয়েত ইউনিয়নের বাইকোনুর উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল।
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.৩.১ ‘ক্ষয়সীমা’ ধারনার প্রবর্তক কে?
উত্তরঃ J.W.Powel. (জে ডাব্লিউ পাওয়েল)
২.৩.২ বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়?
উত্তরঃ মেসোস্ফিয়ার স্তরে।
২.৩.৩ ভূ-মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়?
উত্তরঃ পশ্চিমা বায়ু।
২.৩.৪ কঠিন বর্জ্যের অক্সিজেন বিহীন দহনকে কী বলা হয়?
উত্তরঃ অবাধ কম্পোস্টিং।
২.৩.৫ প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমারেখা কোন দেশের সাথে রয়েছে?
উত্তরঃ বাংলাদেশ।
২.৩.৬ বলউইভিল পোকার আক্রমণ কোন ফসলে দেখা যায়?
উত্তরঃ কার্পাস।
২.৩.৭ পৃথিবীতে আন্তর্জাতিক সিরিজের ভূ-বৈচিত্রসূচক মানচিত্রের সংখ্যা কয়টি?
উত্তরঃ ২২২২ টি
২.৪ বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক | ডানদিক |
২.৪.১ খামসিন | (১) আমেদাবাদ |
২.৪.২ ম্যাঞ্চেস্টার | (২) পারাদ্বীপ |
২.৪.৩ মারুতি সুজুকি | (৩) সাহারা |
২.৪.৪ ওড়িশা | (৪) গুরগাঁও |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ খামসিন | (৩) সাহারা |
২.৪.২ ম্যাঞ্চেস্টার | (১) আমেদাবাদ |
২.৪.৩ মারুতি সুজুকি | (৪) গুরগাঁও |
২.৪.৪ ওড়িশা | (২) পারাদ্বীপ |
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution