Sat. Jul 27th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Geography Page 169

বিভাগ-‘ক’ ১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

১.১ যে প্রক্রিয়ায় ভূ-পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে-
ক) আরোহন
খ) অবরোহন
গ) আবহবিকার
ঘ) নগ্নীভবন

১.২ সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হল—
ক) নয়াচর
খ) সন্দেশখালি
গ) ঘোড়ামারা
ঘ) সাগরদ্বীপ।

১.৩ অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয়—
ক) বালির ওপর
খ) তুষারক্ষেত্রে
গ) বনভূমিতে
ঘ) জলভাগের ওপর।

১.৪ রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু হল-
ক) চিনুক
খ) বোরা
গ) মিস্ট্রাল
ঘ) ব্লিজার্ড।

১.৫ পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে—
ক) সিজিগি
খ) পেরিজি
গ) অ্যাপোজি
ঘ) অপসূর।

১.৬ ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্রস্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে, তা হল-
ক) ক্যানারি স্রোত
খ) মৌসুমী স্রোত
গ) কুরোশিয়ো স্রোত
ঘ) বেঙ্গুয়েলা স্রোত।

১.৭ তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হল-
ক) সিসা
খ) পারদ
গ) ইউরেনিয়াম
ঘ) প্লাস্টিক।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

১.৮ আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হল-
ক) মধ্যপ্রদেশ
খ) তামিলনাড়ু
গ) রাজস্থান
ঘ) উত্তরপ্রদেশ।

১.৯ শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে-
ক) খাদার
খ) ভাবর
গ) ভাঙ্গার
ঘ) বেট।

১.১০ আম্রবৃষ্টি সংঘটিত হয়–
ক) শীতকালে
খ) গ্রীষ্মকালে
গ) শরৎকালে
ঘ) বর্ষাকালে।

১.১১ ‘তৃষ্ণার্ত ফসল’ বলা হয় যে ফসলকে তা হল-
ক) গম
খ) মিলেট
গ) তুলা
ঘ) ধান।

১.১২ ‘শিকড় আলগা শিল্প‘ নামে পরিচিত—
ক) লৌহ ইস্পাত শিল্প
খ) কার্পাস বয়নশিল্প
গ) ইঞ্জিনিয়ারিং শিল্প
ঘ) পেট্রোকেমিক্যাল শিল্প।

১.১৩ ২০১১ সালের আদমসুমারী অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্যটি হল—
ক) কেরল
খ) বিহার
গ) পশ্চিমবঙ্গ
ঘ) অরুণাচল প্রদেশ।

১.১৪ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মিলিয়ন শিটে অক্ষাংশগত-দ্রাঘিমাগত বিস্তার থাকে—
ক) 4°×4°
খ) 1°>1°
গ) 30’×30′
ঘ) 15’×15’

 

বিভাগ-‘খ’ ২। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো :

২.১ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও:

২.১.১ মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে ইয়ারদাং বলে।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ মরু অঞ্চলে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে গৌর বলা হয়।

মরু অঞ্চলে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় কার্যের ফলে সৃষ্ট মোরগের ঝুঁটির আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে ইয়ারদাং বলে।

 

২.১.২ বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রভা সৃষ্টি হয়, তার নাম আয়নোস্ফিয়ার।

উত্তরঃ সত্য।

ব্যাখ্যাঃ মেরুপ্রভা হল বায়ুমণ্ডলের উচ্চ স্তরে সূর্যের শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের সাথে সৌরঝড়ের কণার সংঘর্ষের ফলে সৃষ্ট আলোর একটি প্রাকৃতিক ঘটনা। মেরুপ্রভা সৃষ্টি হয় বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে।

আয়নোস্ফিয়ার হল বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী স্তর। এই স্তরে বাতাসের চাপ খুবই কম এবং তাপমাত্রা খুবই কম। এই স্তরে বাতাসের অণুগুলি সূর্যের অতিবেগুনি রশ্মি দ্বারা আয়নিত হয়ে পড়ে।

সূর্যের শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এবং সৌরঝড়ের কণাগুলি আয়নোস্ফিয়ারের আয়নিত বাতাসের সাথে সংঘর্ষ করে মেরুপ্রভা সৃষ্টি করে।

সুতরাং, বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রভা সৃষ্টি হয়, তার নাম আয়নোস্ফিয়ার।

 

২.১.৩ মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ।

উত্তরঃ সত্য।

ব্যাখ্যাঃ মৌসুমী বায়ু হল একটি অনিয়মিত প্রকৃতির বায়ুপ্রবাহ। এটি সাধারণত গ্রীষ্মকালে একটি দিক থেকে প্রবাহিত হয় এবং শীতকালে অন্য দিক থেকে প্রবাহিত হয়।

মৌসুমী বায়ুর উৎপত্তি ঘটে পৃথিবীর তাপমাত্রার পার্থক্যজনিত কারণে। গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে এবং শীতকালে দক্ষিণ গোলার্ধে সূর্যের তাপমাত্রা বেশি থাকে। এই তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ুপ্রবাহ ঘটে।

মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ুপ্রবাহ কারণ এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রবাহিত হয়। গ্রীষ্মকালে প্রবাহিত মৌসুমী বায়ুকে গ্রীষ্মমৌসুমী বায়ু এবং শীতকালে প্রবাহিত মৌসুমী বায়ুকে শীতমৌসুমী বায়ু বলা হয়।

সুতরাং, মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ।

 

২.১.৪ হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়।

উত্তরঃ সত্য।

ব্যাখ্যাঃ হিমপ্রাচীর হল একটি বিশাল বরফের দেয়াল। এই দেয়ালটি থেকে বরফের ছিদ্র থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসে। এই ঠান্ডা বাতাস যখন উষ্ণ বাতাসের সংস্পর্শে আসে, তখন তা ঘনীভূত হয়ে কুয়াশা তৈরি করে।

হিমপ্রাচীরের কাছে কুয়াশার পরিমাণ বেশি থাকে কারণ হিমপ্রাচীরের ঠান্ডা বাতাস বেশি ঘন হয়। এই ঠান্ডা বাতাস উষ্ণ বাতাসের সংস্পর্শে আসতে না আসতেই ঘনীভূত হয়ে কুয়াশা তৈরি করে।

হিমপ্রাচীরের কাছে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়। এটি বিমান চলাচল এবং অন্যান্য কার্যকলাপের জন্য বিপজ্জনক হতে পারে।

সুতরাং, হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়।

 

২.১.৫ ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ ফ্লাই অ্যাশ হল কয়লা পোড়ানোর ফলে উৎপন্ন একটি ক্ষতিকর পদার্থ। এটি কয়লার তেল, সালফার এবং অন্যান্য খনিজ পদার্থের দহনের ফলে তৈরি হয়।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফ্লাই অ্যাশ তৈরি হয় না। কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পোড়ানো হয় না। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামকে বিভাজন করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়।

সুতরাং, ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বলা সঠিক নয়।

 

২.১.৬ কৃষ্ণ মৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ কৃষ্ণ মৃত্তিকা হল একটি উর্বর মাটি। এটি দক্ষিণ এশিয়ার বৃষ্টিবহুল অঞ্চলে দেখা যায়। কৃষ্ণ মৃত্তিকাতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে।

গম চাষের জন্য দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। দোআঁশ মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। এছাড়াও, দোআঁশ মাটিতে জল নিষ্কাশনের সুবিধা থাকে।

কৃষ্ণ মৃত্তিকাতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। তবে, এতে জল নিষ্কাশনের সুবিধা কম থাকে। তাই, কৃষ্ণ মৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ বলা যায় না।

 

২.১.৭ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হয় ‘প্ল্যাটফর্ম’।

উত্তরঃ সত্য। 

ব্যাখ্যাঃ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তাকে প্ল্যাটফর্ম বলা হয়। প্ল্যাটফর্ম হল একটি বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র। এই কেন্দ্রগুলিতে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য বিশেষ সুবিধা থাকে।

প্ল্যাটফর্মের কাছে সমুদ্র বা মহাসাগর থাকা উচিত। কারণ, কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ ব্যর্থ হলে এটি মহাকাশে পৌঁছানোর আগেই সমুদ্রে পড়ে যায়।

প্ল্যাটফর্মের কাছে আবহাওয়া ভালো থাকা উচিত। কারণ, আবহাওয়া খারাপ থাকলে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা সম্ভব হয় না।

পৃথিবীতে অনেকগুলি প্ল্যাটফর্ম রয়েছে। এর মধ্যে কিছু প্ল্যাটফর্ম হল:

  • কেনেডি স্পেস সেন্টার, ফ্লোরিডার ক্যানাভারাল উপসাগরে অবস্থিত।
  • বায়োকনোর্স, রাশিয়ার ক্রেমলিন উপসাগরে অবস্থিত।
  • গায়ানা মহাকাশ কেন্দ্র, ফরাসি গায়ানায় অবস্থিত।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.২.১ নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলে ______ ।

উত্তরঃ বিন্দুবার

 

২.২.২ যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে, তাকে ______ বলে।

উত্তরঃ ক্যাটাবেটিক বায়ু 

 

২.২.৩ আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ______ এককে প্রকাশ করা হয়।

উত্তরঃ  অক্টাস

 

২.২.৪ ______ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়।

উত্তরঃ অমাবস্যা 

 

২.২.৫ ন্যাক্সভূমিকা, জুনিপার হল ______ উদ্ভিদ।

উত্তরঃ পার্বত্য

 

২.২.৬ ______ শহরকে ভারতের রূঢ় বলা হয়।

উত্তরঃ দুর্গাপুর 

 

২.২.৭ উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম একককে ______ বলে।

উত্তরঃ পিক্সেল (Pixel)

 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও):

২.৩.১ সাহারায় দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কী বলে?

উত্তরঃ গাসি। 

 

২.৩.২ কোন স্তরকে ‘পৃথিবীর ছাতা’ বলা হয়?

উত্তরঃ ওজোন স্তরকে। 

 

২.৩.৩ সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কী নামে পরিচিত?

উত্তরঃ জায়র। 

 

২.৩.৪ আর্সেনিক দূষণের প্রভাবে কি রোগ সৃষ্টি হয়?

উত্তরঃ ব্ল্যাকফুট রোগ। 

 

২.৩.৫ কোন নদীর ওপর ভাকরা-নাঙ্গাল বাঁধ দেওয়া হয়েছে?

উত্তরঃ শতুদ্র নদী। 

 

২.৩.৬ কোন মাটিতে কফি চাষ ভালো হয়?

উত্তরঃ হিউমাস সমৃদ্ধ মাটিতে। 

 

২.৩.৭ কোন বন্দরকে ‘আরব সাগরের রানি‘ বলে?

উত্তরঃ কোচি। 

 

২.৩.৮ টোপোশিটে অনিত্যবহ নদীকে কী রঙে দেখানো হয়?

উত্তরঃ কালো। 

 

২.৪ বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক ডানদিক
২.৪.১ মিথেন (১) ভারতের অর্থনৈতিক রাজধানী
২.৪.২ পিঙ্ক-বোল-ওয়ার্ম (২) সড়কপথ
২.৪.৩ মুম্বাই (৩) গ্রীণ হাউস গ্যাস
২.৪.৪ সোনালী চতুর্ভুজ (৪) কার্পাস বা তুলো

উত্তরঃ 

বামদিক ডানদিক
২.৪.১ মিথেন (৩) গ্রীণ হাউস গ্যাস
২.৪.২ পিঙ্ক-বোল-ওয়ার্ম (৪) কার্পাস বা তুলো
২.৪.৩ মুম্বাই (১) ভারতের অর্থনৈতিক রাজধানী
২.৪.৪ সোনালী চতুর্ভুজ (২) সড়কপথ

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!