Fri. Oct 4th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Geography Page 193

বিভাগ-‘ক’ ১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

১.১ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূ-পৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে—
ক) বহির্জাত প্রক্রিয়া
খ) অন্তর্জাত প্রক্রিয়া
গ) গিরিজনী আলোড়ন
ঘ) মহিভাবক আলোড়ন।

১.২ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে—
ক) নুনাটাক
খ) ক্রেভাস
গ) বার্গশুন্ড
ঘ) সার্ক।

১.৩ মৌক্তিক বা শুক্তি মেঘ বায়ু মণ্ডলের যে স্তরে দেখা যায়—
ক) থার্মোস্ফিয়ার
খ) মেসোস্ফিয়ার
গ) ট্রপোস্ফিয়ার
ঘ) স্ট্র্যাটোস্ফিয়ার।

১.৪ রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হল-
ক) চিনুক
খ) বোরা
গ) ব্লিজার্ড
ঘ) মিস্ট্রাল।

১.৫ জলীয় বাষ্পের জল কণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হল—
ক) বাষ্পীভবন
খ) ঘনীভবন
গ) শিশিরাঙ্ক
ঘ) স্ফুটনাঙ্ক।

১.৬ উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে-
ক) হিমশৈল
খ) হিমপ্রাচীর
গ) হিমানী সম্প্রপাত
ঘ) হিমগুল্ম।

১.৭ জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল-
ক) কম্পোস্টিং
খ) স্ক্র্যাবার
গ) ভরাটকরণ
ঘ) কম্পাউন্ডিং।

১.৮ নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়—
ক) বিহার
খ) উত্তরপ্রদেশ
গ) অন্ধ্রপ্রদেশ
ঘ) মধ্যপ্রদেশ।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

১.৯ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে-
ক) তেলেঙ্গানা
খ) উত্তরাখণ্ড
গ) ঝাড়খণ্ড
ঘ) জম্মু ও কাশ্মীর ভেঙ্গে।

১.১০ ভারতের যে নদীর মোহনায় কোনো ব-দ্বীপ নেই–
ক) নর্মদা
খ) কৃষ্ণা
গ) গোদাবরী
ঘ) কাবেরী।

১.১১ ‘মৌসুমী বিস্ফোরণ’ প্রথমে দেখা যায়—
ক) মেঘালয়
খ) কর্ণাটক
গ) কেরালা
ঘ) পশ্চিমবঙ্গে।

১.১২ ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল—
ক) ঝুমচাষ
খ) জলসেচ
গ) ফালি চাষ
ঘ) পশুচারণ।

১.১৩ বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হল-
ক) লৌহ ইস্পাত শিল্প
খ) বস্ত্রবয়ন শিল্প
গ) মোটর গাড়ি নির্মাণ শিল্প
ঘ) তথ্য প্রযুক্তি শিল্প।

১.১৪ ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল-
ক) IRS
খ) LANDSAT
গ) SPOT
ঘ) NATMO

 

বিভাগ—‘খ’ ২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো : (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ ট্রোপোস্ফিয়ারে ধুলিকণার উপস্থিতি সর্বাধিক।

উত্তরঃ সত্য।

ব্যাখ্যাঃ ট্রোপোস্ফিয়ার হল বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এই স্তরের তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। ট্রোপোস্ফিয়ারে বায়ুপ্রবাহের প্রভাবে ধুলিকণাগুলি উচ্চতায় উঠতে পারে না। তাই, ট্রোপোস্ফিয়ারে ধুলিকণার উপস্থিতি সর্বাধিক।

 

২.১.২ এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ এল নিনো হল একটি জলবায়ু ঘটনা যা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির সাথে সম্পর্কিত। এল নিনোর বছরগুলিতে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। এর ফলে খরার সৃষ্টি হয়। তাই, এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয় না।

 

২.১.৩ মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাক বলে।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্জ বলে।

 

২.১.৪ বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ বেরিং স্রোত হল একটি শীতল স্রোত যা প্রশান্ত মহাসাগরের উত্তর প্রান্ত থেকে শুরু হয় এবং বেরিং সাগরে প্রবাহিত হয়। এটি প্রধানতঃ শীতল মেরুবায়ুর প্রভাবে উত্তর প্রশান্ত মহাসাগরের সুমেরু অঞ্চল থেকে আগত হয়। এটি বেরিং সাগরের উত্তর প্রান্তে পৌঁছানোর পর দক্ষিণ প্রান্তে প্রবাহিত হয়।

 

২.১.৫ ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়।

উত্তরঃ সত্য।

 

২.১.৬ আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। এই পর্বতটি দীর্ঘকাল ধরে ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় গঠিত হয়েছে।

 

২.১.৭ উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়।

উত্তরঃ সত্য।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

 

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.২.১ নদীখাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ______ বলে।

উত্তরঃ মন্থকূপ 

 

২.২.২ মরুস্থলীশব্দের অর্থ ______ 

উত্তরঃ মৃতের স্তূপ 

 

২.২.৩ পৃথিবীতে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ ______ শতাংশ।

উত্তরঃ ৬৬

 

২.২.৪ সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে ______ বলে।

উত্তরঃ হিমশৈল 

 

২.২.৫ ______ এ কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত।

উত্তরঃ নাগপুর 

 

২.২.৬ কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি ______ চাষের জন্য বিখ্যাত।

উত্তরঃ জাফরান 

 

২.২.৭ জামনগর ______ শিল্পের জন্য বিখ্যাত।

উত্তরঃ পেট্রোরসায়ন 

 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.৩.১ নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে?

উত্তরঃ অবতল দিকে। 

 

২.৩.২ বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে?

উত্তরঃ স্ট্রাটোস্ফিয়ার স্তর দিয়ে। 

 

২.৩.৩ ওজোন গহ্বর কী?

উত্তরঃ বায়ুমণ্ডলের 10 থেকে 40 কিলোমিটার উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ ও প্রতিহত করার জন্য ওজোন গ্যাসের যে প্রাকৃতিক আবরণ আছে, তার ক্ষয় বা পুরুত্ব নষ্ট হয়ে যাওয়াকে ওজোন গহর বলে। 

Note: ১৯৮০-এর দশকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে দক্ষিণ মেরুতে ওজোন স্তরের পুরুত্ব হ্রাস পাচ্ছে। এই ঘটনাটিকে ওজোন গহ্বর বলা হয়।

ওজোন গহ্বরের জন্য দায়ী প্রধান কারণ হল ক্লোরোফ্লোরোকার্বন (CFC)। CFC হল একটি কৃত্রিম রাসায়নিক পদার্থ যা ফ্রিজে, এয়ার কন্ডিশনার, স্প্রে ক্যান এবং অন্যান্য যন্ত্রপাতিগুলিতে ব্যবহৃত হয়। CFC স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে ওজোনকে ধ্বংস করে।

ওজোন গহ্বরের সমস্যা সমাধানের জন্য ১৯৮৭ সালে মন্ট্রিয়ল প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে CFC-এর উৎপাদন ও ব্যবহার কমানোর জন্য দেশগুলিকে প্রতিশ্রুতিবদ্ধ করা হয়।

মন্ট্রিয়ল প্রোটোকলের ফলে CFC-এর উৎপাদন ও ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে। এর ফলে ওজোন গহ্বর ধীরে ধীরে ছোট হচ্ছে।

তবে ওজোন গহ্বর পুরোপুরি বন্ধ হতে কয়েক দশক সময় লাগবে।

২.৩.৪ একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো।

উত্তরঃ রেডিয়াম। 

 

২.৩.৫ মধ্য ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিকার নাম লেখো।

উত্তরঃ বিন্ধ্য পর্বত। 

 

২.৩.৬ 2011 সেন্সাস অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি?

উত্তরঃ ৫৩ টি 

 

২.৩.৭ উপগ্রহ চিত্রে বনভূমিকে কী রঙের সাহায্যে দেখানো হয়?

উত্তরঃ লাল। 

 

২.৩.৮ কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহণ ব্যবস্থাকে?

উত্তরঃ মেট্রোরেল। 

 

২.৪ বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক ডানদিক
২.৪.১ লু (১) ব্লোআউট
২.৪.২ বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত (২) হাড়িয়াভাঙ্গা
২.৪.৩ পূর্বাশা (৩) মৃত্তিকাক্ষয়
২.৪.৪ ঝুমচাষ (৪) উত্তর পশ্চিম ভারত

উত্তরঃ 

বামদিক ডানদিক
২.৪.১ লু (৪) উত্তর পশ্চিম ভারত
২.৪.২ বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত (১) ব্লোআউট
২.৪.৩ পূর্বাশা (২) হাড়িয়াভাঙ্গা
২.৪.৪ ঝুমচাষ (৩) মৃত্তিকাক্ষয়

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!