Sat. Jul 27th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : History Page 145

বিভাগ- ‘ক’ ১| সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ সাম্প্রতিককালে ইতিহাসচর্চার ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তা হল-
ক) মনস্তাত্ত্বিক
খ) অর্থনৈতিক
গ) বিজ্ঞান সন্মত
ঘ) সমাজতাত্ত্বিক।

১.২ ‘এ হিস্ট্রি অফ্ হিন্দু কেমিস্ট্রি‘ গ্রন্থটি রচনা করেন –
ক) জে ডি বার্নাল
খ) মহেন্দ্রলাল সরকার
গ) জগদীশচন্দ্র বসু
ঘ) প্রফুল্লচন্দ্র রায়।

১.৩ তিন আইন পাশ হয়-
ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে।

১.৪ ইন্ডিগো ডিস্ট্রিক্ট বিভাগটি যে পত্রিকায় অন্তর্ভুক্ত ছিল সেটি হল –
ক) হিন্দু প্যাট্রিয়ট
খ) অমৃতবাজার পত্রিকা
গ) টাইমস অফ্ ইন্ডিয়া
ঘ) বেঙ্গল গেজেট।

১.৫ হুগলীর ‘ইমাম বাড়া’ প্রতিষ্ঠা করেন
ক) স্যার সৈয়দ আহম্মদ
খ) মজনু শাহ
গ) মির নিসার আলি
ঘ) হাজি মহম্মদ মহসীন।

১.৬ মেদিনীপুর জেলার জঙ্গল মহল যে বিদ্রোহের কেন্দ্র ছিল সেটি হল
ক) কোল বিদ্রোহ
খ) সাঁওতাল বিদ্রোহ
গ) চুয়াড় বিদ্রোহ
ঘ) মোপলা বিদ্রোহ।

১.৭ দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় –
ক) কোল বিদ্রোহের পরে
খ) মুগ্ধ বিদ্রোহের পরে
গ) সাঁওতাল বিদ্রোহের পরে
ঘ) ভিল বিদ্রোহের পরে।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

১.৮ মহারানির ঘোষণাপত্র অনুযায়ী (১৮৫৮ খ্রিস্টাব্দ) ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন –
ক) লর্ড ডালহৌসি
খ) লর্ড ক্যানিং
গ) লর্ড মাউন্টব্যাটেন
ঘ) লর্ড বেন্টিঙ্ক।

১.৯ ‘দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি‘ প্রতিষ্ঠিত হয় –
ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে
খ) ১৮৩৮ খ্রিস্টাব্দে
গ) ১৮৪৩ খ্রিস্টাব্দে
ঘ) ১৮৫১ খ্রিস্টাব্দে।

১.১০ ‘গোরা‘ উপন্যাসটি রচিত হয়েছে –
ক) হিন্দু ধর্মের পুনরুজ্জীবনবাদের পটভূমিকায়
খ) মুসলমান ধর্মের স্তুতির মধ্য দিয়ে
গ) অসাম্প্রদায়িক আবহে
ঘ) সাম্প্রদায়িকতার আবহে।

১.১১ জাতীয় প্রযুক্তি বিদ্যার পথিকৃৎ বলা হয় –
ক) রাজেন্দ্রলাল মিত্রকে
খ) নবগোপাল মিত্রকে
গ) সি ভি রমনকে
ঘ) মেঘনাদ সাহাকে।

১.১২ বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয়
ক) ১৯৫০ খ্রিস্টাব্দে
খ) ১৯৫১ খ্রিস্টাব্দে
গ) ১৯৫২ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দে।

১.১৩ তমলুক ও কাঁথিতে কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন
ক) বারীন্দ্র ঘোষ
খ) বীরেন্দ্রনাথ শাসমল
গ) কৃষ্ণ পাল
ঘ) দীনেশ দাস।

১.১৪ তেভাগা আন্দোলনে চাষিরা উৎপন্ন ফসলের কত অংশ দাবি করে?-
ক) ২/৩ অংশ
খ) ১/২ অংশ
গ) ১/৪ অংশ
ঘ) কিছুই নয়।

১.১৫ ভারতীয় কমিউনিস্ট পার্টি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল
ক) বার্লিনে
খ) ভিয়েনায়
গ) তাসখন্দে
ঘ) বেজিং-এ।

১.১৬ লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন
ক) সরলা দেবী চৌধুরানী
খ) কল্পনা দত্ত
গ) লীলা নাগ
ঘ) বীণা দাস।

১.১৭ দক্ষিণ ভারতের ‘বিদ্যাসাগর‘ নামে পরিচিত
ক) জ্যোতিরাও ফুলে
খ) শ্রী নারায়ণ গুরু
গ) বীরসা লিঙ্গম পান্তুলু
ঘ) ভি ডি সাভারকার।

১.১৮ ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ হলেন
ক) ঊর্মিলা দেবী
খ) প্রীতিলতা ওয়াদ্দেদার
গ) বীণা দাস
ঘ) লক্ষ্মী সেহগল।

১.১৯ নেহেরু-লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হয় –
ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
গ) ১৯৫২ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৬৪ খ্রিস্টাব্দে।

১.২০ নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পায় –
(ক) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭৪ খ্রিস্টাব্দে।

 

বিভাগ-‘খ’ ২ । যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও):

উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও :

(২.১.১) কোন আইনে এদেশে শিক্ষার জন্য এক লক্ষ টাকা মঞ্জুর করা হয়?

উত্তরঃ ১৮১৩ সালের সনদ আইনে এদেশে শিক্ষার জন্য এক লক্ষ টাকা মঞ্জুর করা হয়। এই আইনটি ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা পাস হয়। এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে শিক্ষার দায়িত্ব দেওয়া হয়।

 

(২.১.২) পাইকান কী?

উত্তরঃ পাইকান হল একটি দীর্ঘ, পাতলা ও ছিদ্রযুক্ত কাঠি বা নল। এটি সাধারণত ধাতব, কাঠ বা প্লাস্টিক দিয়ে তৈরি হয়। পাইকানের এক প্রান্তে একটি ছিদ্র থাকে এবং অন্য প্রান্তে একটি ছোট আকৃতির কলক থাকে। পাইকানকে মুখের মধ্যে রেখে ছিদ্র দিয়ে বাতাস টেনে কলকটিতে ফুঁ দিলে শব্দ হয়। পাইকান বিভিন্ন অনুষ্ঠানে, যেমন পূজা-অর্চনা, বিয়ে, জন্মদিন ইত্যাদিতে ব্যবহৃত হয়।

 

(২.১.৩) কোন বিদ্রোহের পটভূমিকায় ‘আনন্দমঠ‘ উপন্যাসটি রচিত হয়?

উত্তরঃ সন্যাসী ও ফকির বিদ্রোহের পটভূমিকায় ‘আনন্দমঠ‘ উপন্যাসটি রচিত হয়েছিল। 

 

(২.১.৪) গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ মুজাফ্ফর আহমেদ। 

 

উপবিভাগ : ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

(২.২.১) রাজা বা নবাবের দরবারের সংগীতকে বলা হয় দরবারি সংগীত।

উত্তরঃ ঠিক

ব্যাখ্যাঃ দরবারি সংগীত হল রাজা বা নবাবের দরবারে পরিবেশিত সংগীত। এই সংগীত সাধারণত উচ্চবংশীয় লোকদের জন্য রচিত হয়। দরবারি সংগীতের প্রধান শাখাগুলি হল ঠুমরি, দাদরা, খেওয়াড়, গজল, সারঙ্গী, রামপ্রসাদ সঙ্গীত ইত্যাদি।

 

(২.২.২) ডিরোজিও ছিলেন হেয়ার স্কুলের ছাত্র।

উত্তরঃ ভুল 

ব্যাখ্যাঃ ডিরোজিও ছিলেন হেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা। তিনি নিজে হেয়ার স্কুলে পড়াশোনা করেননি।

 

(২.২.৩) নবগোপাল মিত্র ‘আষাঢ় মেলা’র সৃষ্টি করেছিলেন।

উত্তরঃ ভুল 

ব্যাখ্যাঃ নবগোপাল মিত্র ‘হিন্দু মেলা’র (‘চৈত্র মেলা’ বা ‘জাতীয় মেলা’ও বলা হত) সৃষ্টি করেছিলেন।

 

(২.২.৪) কলকাতা বিশ্ববিদ্যালয়কে ‘গোলদিঘীর গোলাম খানা‘ বলা হয়।

উত্তরঃ ঠিক

ব্যাখ্যাঃ কলকাতা বিশ্ববিদ্যালয় গভর্ণর জেনারেল লর্ড ক্যানিং -এর আমলে ১৮৫৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল গোলদিঘির কাছে। এই প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করে ছাত্ররা মূলত সরকারি অফিস আদালতে কেরানির কাজ করত। তাই অনেকেই ব্যঙ্গ করে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ‘গোলদিঘির গোলামথানা‘ বলে ডাকত।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) হরিচাঁদ ঠাকুর (১) ১৯২১ খ্রিস্টাব্দ
(২.৩.২) বীরাষ্টমী ব্রত (২) নমঃশূদ্র আন্দোলন
(২.৩.৩) একা আন্দোলন (৩) ১৯২৭ খ্রিস্টাব্দে
(২.৩.৪) বারদৌলি সত্যাগ্রহ (৪) সরলাদেবী চৌধুরানী

উত্তরঃ 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) হরিচাঁদ ঠাকুর (২) নমঃশূদ্র আন্দোলন
(২.৩.২) বীরাষ্টমী ব্রত (৪) সরলাদেবী চৌধুরানী
(২.৩.৩) একা আন্দোলন (১) ১৯২১ খ্রিস্টাব্দ
(২.৩.৪) বারদৌলি সত্যাগ্রহ (৩) ১৯২৭ খ্রিস্টাব্দে

 

উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
(২.৪.১) দেশীয় রাজ্য জুনাগড়।
(২.৪.২) নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র – যশোর।
(২.৪.৩) বারাসত বিদ্রোহের এলাকা।
(২.৪.৪) ডান্ডি।

 

উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

(২.৫.১) বিবৃতি: প্রধানত ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল –
ব্যাখ্যা-১: একই ভাষাভাষী মানুষকে একই রাজ্যে রাখলে সাংস্কৃতিক বন্ধন ও প্রশাসনিক কাজ দৃঢ় হয়।
ব্যাখ্যা-২: ভাষা মানুষের মনের ভাব প্রকাশ করে।
ব্যাখ্যা-৩: রাজ্য পুনর্গঠন কমিশন ১৯৫৬ খ্রিস্টাব্দে গঠিত হয়।

উত্তরঃ ব্যাখ্যা-১: একই ভাষাভাষী মানুষকে একই রাজ্যে রাখলে সাংস্কৃতিক বন্ধন ও প্রশাসনিক কাজ দৃঢ় হয়।

 

(২.৫.২) বিবৃতি: শাহজাহানকে ‘Prince Builder ‘ (প্রিন্স বিল্ডার) বলা হয়।
ব্যাখ্যা-১: তিনি রাজপুত্র ছিলেন বলে।
ব্যাখ্যা-২: তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন।
ব্যাখ্যা-৩: তাজমহল বানিয়ে ছিলেন বলে।

উত্তরঃ ব্যাখ্যা-২: তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন।

 

(২.৫.৩) বিবৃতি: উনিশ শতকে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি হয় –
ব্যাখ্যা-১: লোকে ছাপা বই পড়তে ভালোবাসত।
ব্যাখ্যা-২: ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়।
ব্যাখ্যা-৩: ছাপা বই দেখতে সুন্দর হত।

উত্তরঃ ব্যাখ্যা-২: ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়।

 

(২.৫.৪) বিবৃতি: ছাত্ররা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে –
ব্যাখ্যা-১: বিদেশি ভাষার সঙ্গে ছাত্রদের পরিচয় ছিল না।
ব্যাখ্যা- ২: ছাত্ররা তখন বেকারত্বের হতাশায় ভুগছিল।
ব্যাখ্যা-৩: ছাত্ররা ব্রিটিশ শাসনের অঙ্গ হিসেবে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে।

উত্তরঃ ব্যাখ্যা-৩: ছাত্ররা ব্রিটিশ শাসনের অঙ্গ হিসেবে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!