Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 294
বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :
1.1 মানবচক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয়। সেটি হল-
(a) রেটিনা
(b) কর্নিয়া
(c) তারারন্ধ্র
(d) কোরয়েড।
1.2 অ্যাক্রোমেগালি বা অতিকায়ত্ব রোগটি কোন হরমোনের অধিক ক্ষরণে হয়?
(a) STH
(b) ADH
(c) GTH
(d) ACTH।
1.3 ফুল ফোটাতে সাহায্য করে কোন্ প্রকল্পিত হরমোন?
(a) ডরমিন
(b) ভারনালিন
(c) ফ্লোরিজেন
(d) রাইজোক্যালিন।
1.4 নীচের কোনটি মাইটোটিক অ্যাপারেটাস গঠন
করে না –
(a) স্পিণ্ডিল তন্তু
(b) অ্যাস্ট্রাল রশ্মি
(c) সেন্ট্রিওল
(d) সেন্ট্রোমিয়ার।
1.5 কোরকোদগম পদ্ধতিতে অযৌন জনন ঘটে –
(a) অ্যামিবাতে
(b) ইস্টে
(c) প্লাসমোডিয়ামে
(d) লিশম্যানিয়াতে।
1.6 ফুলের যে অংশটি বীজে রূপান্তরিত হয়, তা হল-
(a) ডিম্বাশয়
(b) ডিম্বক
(c) পরাগধানী
(d) গর্ভমুণ্ড।
1.7 Bbrr জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়—
(a) 2
(b) 3
(c) 1
(d) 4
1.8 ক্রোমোজোমে জিনের যে স্থান নির্দিষ্ট থাকে, তাকে বলে—
(a) অ্যালিল
(b) অ্যালিলোমর্ফ
(c) সংকর
(d) লোকাস।
1.9 হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যাসন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে—
(a) 75%
(b) 50%
(c) 100%
(d) 0%
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
1.10 ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম—
(a) ইকুয়াস
(b) মেসোহিপ্পাস
(c) ইওহিপ্পাস
(d) মেরিচিপ্পাস।
1.11 মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাস হল –
(a) অক্সিজেন
(b) কার্বন-ডাই-অক্সাইড
(c) মিথেন
(d) অ্যাসিটিলিন।
1.12 নীচের কোনটি মাছের যুগ্ম পাখনা?
(a) শ্রোণি পাখনা
(b) পুচ্ছ পাখনা
(c) পৃষ্ঠ পাখনা
(d) পায়ু পাখনা।
1.13 নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়ায় সাহায্যকারী উৎসেচকটি হল –
(a) নাইট্রেট রিডাকটেজ
(b) নাইট্রোজিনেজ
(c) লেগহিমোগ্লোবিন
(d) নাইট্রেট সিন্থেটেজ।
1.14 কয়লার গুঁড়ো ফুসফুসে প্রবেশ করলে যে রোগটি হয় তা হল –
(a) নিউমোকোনিওসিস
(b) বিসিনোসিস
(c) অ্যানথ্রাকোসিস
(d) কোনটিই নয়।
1.15 সাধারণ কথোপকথনে শব্দের তীব্রতা হল –
(a) 70-90 dB
(b) 30-60 dB
(c) 120- 150 dB
(d) 10-20 dB
বিভাগ-‘খ’ 2. নীচের ২৬টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :
নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : (যে কোনো পাঁচটি) :
2.1 ______ বিবর্তনের ফলে সমসংস্থা অঙ্গের উদ্ভব ঘটে।
উত্তরঃ অপসারী
2.2 RNA-তে থাইমিনের পরিবর্তে ______ থাকে।
উত্তরঃ ইউরাসিল
2.3 পায়রার একটি ডানায় ______ রেমিজেস নামক পালক থাকে।
উত্তরঃ ২৩টি
2.4 নাইট্রোজেন চক্রের ______ পর্যায়ে অ্যামোনিয়া কতকগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেট রূপান্তরিত হয়।
উত্তরঃ নাইট্রিফিকেশান
2.5 পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের স্ফিনয়েড অস্থির সেলাটারসিকা প্রকোষ্ঠে অবস্থিত।
2.6 ভারতে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ______ ।
উত্তরঃ তামিলনাড়ুর নীলগিরি।
নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :
2.7 ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য প্রাকৃতিক সম্পদের চাহিদা কমছে।
উত্তরঃ সত্য।
ব্যাখ্যাঃ ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য প্রাকৃতিক সম্পদের চাহিদা বাড়ছে।
2.8 ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে।
উত্তরঃ সত্য।
2.9 গ্যামেটের প্রকৃতি সর্বদা হ্যাপ্লয়েড।
উত্তরঃ সত্য।
2.10 অ্যানাফেজ কোশচক্রের সবথেকে দীর্ঘস্থায়ী দশা।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ অ্যানাফেজ কোশচক্রের সবথেকে ক্ষণস্থায়ী দশা এবং কোষচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো ইন্টারফেজ দশা।
2.11 মানুষের কঙ্কাল পেশি অনৈচ্ছিক প্রকৃতির।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ মানুষের কঙ্কাল পেশি ঐচ্ছিক প্রকৃতির।
2.12 ইনসুলিন হল অ্যান্টিডায়াবেটিক হরমোন।
উত্তরঃ সত্য।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
A স্তম্ভে দেওয়া শব্দের সাথে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো : (যে কোনো পাঁচটি) :
A স্তম্ভ | B স্তম্ভ |
2.13 গ্রাফটিং | (a) নর-অ্যাড্রিনালিন |
2.14 ক্রায়োসংরক্ষণ | (b) Y-ক্রোমোজোম |
2.15 রয়াল হিমোফিলিয়া | (c) MCPA |
2.16 হল্যান্ড্রিক জিন | (d) স্টক এবং সিয়ন |
2.17 নিউরোট্রান্সমিটার | (e) তরল নাইট্রোজেন |
2.18 আগাছা দমন | (f) রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল |
(g) সেক্স-লিংকড় জিন |
উত্তরঃ
A স্তম্ভ | B স্তম্ভ |
2.13 গ্রাফটিং | (d) স্টক এবং সিয়ন |
2.14 ক্রায়োসংরক্ষণ | (e) তরল নাইট্রোজেন |
2.15 রয়াল হিমোফিলিয়া | (g) সেক্স-লিংকড় জিন |
2.16 হল্যান্ড্রিক জিন | (b) Y-ক্রোমোজোম |
2.17 নিউরোট্রান্সমিটার | (a) নর-অ্যাড্রিনালিন |
2.18 আগাছা দমন | (c) MCPA |
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ছয়টি) :
2.19 কোন্ হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়?
উত্তরঃ অক্সিন হরমোন।
2.20 কোন্ উৎসেচক কোশচক্রের চেক পয়েন্টকে নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ কোষ চক্রের চেক পয়েন্টগুলিকে নিয়ন্ত্রণ করে এমন উৎসেচক হলো সাইক্লিন-নির্ভর প্রোটিন কাইনেজ (CDK)
2.21 α থ্যালাসেমিয়া : 16নং ক্রোমোজম :: β থ্যালাসেমিয়া : ______।
উত্তরঃ α থ্যালাসেমিয়া : 16নং ক্রোমোজম :: β থ্যালাসেমিয়া : 11নং ক্রোমোজম।
2.22 কোন্ জাতীয় কোশবিভাজনের দেহকোশের কোশসংখ্যা বৃদ্ধি ঘটে?
উত্তরঃ মাইটোসিস।
2.23 বিসদৃশ বেছে লেখো : জাইগোট, করোলা, মরুলা, ব্লাস্টুলা।
উত্তরঃ করোলা
ব্যাখ্যাঃ জাইগোট, মরুলা এবং ব্লাস্টুলা হল ভ্রূণের বিকাশের বিভিন্ন পর্যায়। জাইগোট হল নিষিক্ত ডিম্বাণু, মরুলা হল একটি গোলাকার চাকতির মতো ভ্রূণ, এবং ব্লাস্টুলা হল একটি গোলাকার ভ্রূণ যার ভিতরে একটি গহ্বর থাকে।
করোলা হল ফুলের একটি অংশ। ফুলের পাঁচটি প্রধান অংশ হল: পাপড়ি, পুংকেশর, গর্ভদণ্ড, গর্ভাশয় এবং ডিম্বাশয়। করোলা হল পাপড়িগুলির সমষ্টি।
সুতরাং, করোলা হল ভ্রূণের বিকাশের সাথে সম্পর্কিত নয়। এটি একটি ফুলের অংশ। তাই, এটি বিসদৃশ শব্দ।
2.24 রেটিয়া মিরাবিলিয়া কী?
উত্তরঃ রেটিয়া মিরাবিলিয়া (অর্থাৎ, “অলৌকিক জাল”) হল মাছের বায়ুথলির অভ্যন্তরে (পশ্চাৎ প্রকোষ্ঠে) অবস্থিত একটি বিশেষ জালিকা জাতীয় কাঠামো। এটি কৈশিক নালীগুলির একটি জটিল নেটওয়ার্ক দ্বারা গঠিত যা বায়ুথলি এবং রক্ত প্রবাহের মধ্যে গ্যাসের আদান-প্রদান ঘটায়।
2.25 অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুগুলিকে কী বলে?
উত্তরঃ অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুগুলিকে অ্যালার্জেন বলা হয়।
2.26 সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো ৷
উত্তরঃ সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণ হল জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যা সুন্দরবনের বনভূমি এবং ম্যানগ্রোভ বনকে হুমকির মুখে ফেলছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সুন্দরবনের কিছু অংশ বন্যার কবলে পড়তে পারে এবং ম্যানগ্রোভ বন ধ্বংস হতে পারে। এতে সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য নষ্ট হতে পারে এবং সুন্দরবনের বন্যপ্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়তে পারে।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution