Fri. Oct 4th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 336

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 স্পর্শ, ঘর্ষণ প্রভৃতি বাহ্যিক উদ্দীপক দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের সঞ্চালন হল –
(a) থার্মোন্যাস্টি
(b) নিকটিন্যাস্টি
(c) কেমোন্যাস্টি
(d) সিসমোন্যাস্টি।

1.2 দেহের কোন অংশকে ঘোরাতে সাহায্য করে, এমন কঙ্কাল পেশি হল
(a) রোটেটর
(b) ফ্লেক্সর
(c) এক্সটেনসর
(d) অ্যাডাক্টর।

1.3 একই উদ্ভিদের দুটি ভিন্ন পুষ্পের মধ্যে স্বপরাগযোগ ঘটলে, তাকে বলে—
(a) হোমোগ্যামী
(b) ক্লিস্টোগ্যামী
(c) গেইটেনোগ্যামী
(d) জেনোগ্যামী।

1.4 যে বংশগত রোগে রক্তক্ষরণজনিত সমস্যা দেখা দেয়, সেটি হল
(a) লিউকোমিয়া
(b) হিমোফিলিয়া
(c) থ্যালাসেমিয়া
(d) বর্ণান্ধতা।

1.5 মিলার ও উরের পরীক্ষায় যে গ্যাসটি ব্যবহৃত হয় না
(a) CH4
(b) NH3
(c) N2
(d) H2

1.6 ‘ব্যক্তিজনি জীবজনির সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করে‘ – এই সূত্রের প্রবক্তা হলেন –
(a) মেন্ডেল
(b) ল্যামার্ক
(c) ডারউইন
(d) হেকেল।

1.7 একটি সংকর লম্বা (Tt) এবং একটি বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটরগাছগুলি হবে –
(a) সবকটি লম্বা
(b) সবকটি খর্ব
(c) 50% লম্বা এবং 50% খর্ব
(d) 75% লম্বা এবং 25% খর্ব।

1.8 যে ব্যবস্থায় রোগের জন্য দায়ী জিনের প্রকৃতি ও পরবর্তী প্রজন্মে রোগপ্রকাশের সম্ভাবনা নির্ণয় করা যায় তাকে বলে –
(a) জিন থেরাপি
(b) জেনেটিক কাউনসেলিং
(c) অ্যালোজোম
(d) বিটা গ্লোবিন মেথড।

1.9 নীচের কোনটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়?
(a) নাইট্রিফিকেশন
(b) ইউট্রিফিকেশন
(c) অ্যামোনিফিকেশন
(d) ডিনাইট্রিফিকেশন।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.10 নীচের কোনটি সঠিক অনুক্রম –
(a) জাইগোট → ব্লাস্টুলা → মরুলা → গ্যাস্ট্রুলা
(b) জাইগোট → গ্যাস্ট্রুলা → মরুলা → ব্লাস্টুলা
(c) গ্যাস্ট্রুলা → জাইগোট → মরুলা → ব্লাস্টুলা
(d) জাইগোট → মরুলা → ব্লাস্টুলা → গ্যাস্ট্রুলা।

1.11 নীচের কোনটি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য?
(a) কার্যগতভাবে ভিন্ন
(b) উৎপত্তিগভাবে ও গঠনগতভাবে এক
(c) কাজ এক কিন্তু উৎপত্তি ভিন্ন
(d) অপসারি বিবর্তন নির্দেশ করে।

1.12 কোনটি ইন-সিটু সংরক্ষণ নয়?
(a) চিড়িয়াখানা
(b) জাতীয় উদ্যান
(c) অভয়ারণ্য
(d) সংরক্ষিত অরণ্য।

1.13 নিম্নলিখিত কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়
(a) পনস
(b) সেরিবেলাম
(c) সেরিব্রাম
(d) সুষুম্নাশীর্ষক।

1.14 রেড ডাটা বুক তৈরি করে যে সংস্থা তার নাম –
(a) WWF
(b) IUCN
(c) IMF
(d) FAO

1.15 NOR ক্রোমোজোমের যে অংশে বিন্যস্ত থাকে-
(a) প্রাথমিক খাঁজ
(b) গৌণ খাঁজ
(c) নিউক্লিওলাস
(d) নিউক্লিওপ্লাজম।

 

বিভাগ-‘খ’ 2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও : (যে কোনো পাঁচটি) :

2.1 রেটিনার ______ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়।

উত্তরঃ পীত 

 

2.2 গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে ______ নামক হরমোন।

উত্তরঃ প্রোজেস্টেরন 

 

2.3 হিস্টোন একপ্রকার ______ প্রোটিন।

উত্তরঃ ক্ষারীয় 

 

2.4 রয়্যাল বা রাজকীয় হিমোফিলিয়াতে রক্ততঞ্চনকারী ______ নম্বর ফ্যাক্টর উৎপন্ন হয় না।

উত্তরঃ

 

2.5 ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হল ______।

উত্তরঃ নাইট্রোজেন 

 

2.6 জীববৈচিত্রের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় ______।

উত্তরঃ Hotspot 

 

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :

2.7 রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলকে অন্ধবিন্দু বলে।

উত্তরঃ সত্য। 

 

2.8 ইতর পরাগযোগের মাধ্যমে উদ্ভিদের বিশুদ্ধতা বজায় থাকে।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ স্বপরাগযোগের মাধ্যমে উদ্ভিদের বিশুদ্ধতা বজায় থাকে।

 

2.9 ক্যাকটাস শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায়।

উত্তরঃ সত্য। 

 

2.10 থ্যালাসেমিয়া হল অটোজোমাল প্রচ্ছন্ন জিনঘটিত রোগ।

উত্তরঃ সত্য। 

 

2.11 ঘোড়ার আদিপুরুষ হল মেরিচিপ্পাস।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ  ঘোড়ার আদিপুরুষ হল ইওহিপ্পাস

 

2.12 ক্যান্সার রোগের একটি বৈশিষ্ট্য হল মেটাস্টেসিস।

উত্তরঃ সত্য। 

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

‘A’ স্তম্ভে দেওয়া শব্দগুচ্ছের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো: (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B স্তম্ভ
2.13 বনচাঁড়াল পত্রক (a) সন্ধ্যামালতী
2.14 প্রাকৃতিক নির্বাচনবাদ (b) ধান
2.15 অসম্পূর্ণ প্রকটতা (c) প্রকরণ চলন
2.16 বায়ুপরাগী ফুল (d) বায়ুদূষণ
2.17 লাং ক্যান্সার (e) ট্রিপ্লয়েড
2.18 শস্য নিউক্লিয়াস (f) ডারউইন
  (g) ল্যামার্ক

উত্তরঃ

A স্তম্ভ B স্তম্ভ
2.13 বনচাঁড়াল পত্রক (c) প্রকরণ চলন
2.14 প্রাকৃতিক নির্বাচনবাদ (f) ডারউইন 
2.15 অসম্পূর্ণ প্রকটতা (a) সন্ধ্যামালতী 
2.16 বায়ুপরাগী ফুল (b) ধান 
2.17 লাং ক্যান্সার (d) বায়ুদূষণ 
2.18 শস্য নিউক্লিয়াস (e) ট্রিপ্লয়েড

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ছয়টি)

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো : LTH, LH, FSH, TSH

উত্তরঃ TSH

ব্যাখ্যাঃ TSH ছাড়া বিকিগুলি অর্থাৎ LH, FSH এবং LTH হল গোনাডোট্রপিন হরমোন, যা যৌনাঙ্গের বিকাশ এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।

TSH হল থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। TSH থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোনের নিঃসরণকে উদ্দীপিত করে।

 

2.20 মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো।

উত্তরঃ মানুষের চোখের লেন্সের প্রধান কাজ হল আলোর রশ্মিকে কেন্দ্রীভূত করা এবং সেগুলিকে রেটিনায় একটি তীক্ষ্ণ প্রতিবিম্ব তৈরি করতে সক্ষম করা।

 

2.21 প্রথম জোড়ার সঙ্গে সাদৃশ্য রেখে দ্বিতীয় জোড়ার। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

পাথরকুচি : পত্ৰজমুকুল :: কচুরিপানা : ______।

উত্তরঃ পাথরকুচি : পত্ৰজমুকুল :: কচুরিপানা : খর্বধাবক

 

2.22 গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জিনোটাইপ দুটির ফিনোটাইপ কী একই?

উত্তরঃ হ্যা। গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জিনোটাইপ দুটির ফিনোটাইপ একই (সাদা ও অমসৃণ)

 

2.23 থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে?

উত্তরঃ থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের অটোজোম বহন করে। 

 

2.24 পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির যে কোনো একটি ভূমিকা লেখো।

উত্তরঃ পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির দেহের আপেক্ষিক ঘনত্ব কমিয়ে দেওয়ার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পায়রা ওড়ার সময় তার দেহের আপেক্ষিক ঘনত্ব কম রাখতে পারে, যা তাকে আকাশে ভেসে থাকতে সাহায্য করে।

 

2.25 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো :-

ভ্রূণ, ভাজক কলা, বীজ, ক্রায়োসংরক্ষণ

উত্তরঃ ক্রায়োসংরক্ষণ

ব্যাখ্যাঃ উদ্ভিদের ভ্রূণ, ভাজক কলা, বীজ প্রভৃতি ক্রায়োসংরক্ষণ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। 

 

2.26 একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো ।

উত্তরঃ সিউডোমোনাস। 

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!