Sat. Jul 27th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 367

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 নিম্নলিখিত কোন উদ্ভিদটি পতঙ্গভুক নয়
(a) ড্রসেরা
(b) ডাইয়োনিয়া
(c) হেলিয়েনথাস
(d) নিপেনথেস।

1.2 নীচের বাক্যগুলির মধ্যে যেটি সঠিক নয় সেটি লেখো-
(a) পাতার ক্লোরোফিল বিনষ্টকরণে সাইটোকাইনিন বাধা দেয়
(b) উদ্ভিদের মূল লঘুঘনত্বের অক্সিনে বেশি সক্রিয়
(c) আখ গাছের পর্ব মধ্যের সংখ্যা বৃদ্ধি করে জিব্বেরেলিন
(d) 2, 4-D একটি উইডিসাইড হরমোন।

1.3 নীচের বাক্যগুলির মধ্যে যেটি মায়োলিন আবরণের সঙ্গে সম্পর্কিত নয়
(a) এটি তড়িৎ পরিবাহীরূপে কাজ করে।
(b) এটি স্ফিঙ্গোমায়োলিন নামক লিপিড নির্মিত আবরণ
(c) এটি ইন্সুলেটর হিসেবে কাজ করে।
(d) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিউরোনে অলিগোডেনড্রোগ্লিয়া কোশ মায়েলিন আবরণ তৈরি করে।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.4 কোশচক্রের যে দশায় সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ হয়—
(a) G2
(b) S
(c) G1
(d) M।

1.5 নীচের কোন উদ্ভিটির গেইটোনোগ্যামী প্রকৃতির স্বপরাগ দেখা যায়—
(a) দোপাটি
(b) কুমড়ো
(c) সরিষা
(d) সন্ধ্যামালতি।

1.6 মানব বিকাশের যে দশায় দেহের সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি ঘটে—
(a) বয়ঃসন্ধি
(b) পরিণত
(c) শৈশব
(d) সদ্যজাত।

1.7 YyRR জিনোটাইপ যুক্ত জীব কয় ধরনের গ্যামেট তৈরি করতে পারবে—
(a) ১ ধরনের
(b) ৩ ধরনের
(c) ২ ধরনের
(d) ৪ ধরনের

1.8 অ্যান্ড্রোস্পার্ম-এর ক্যারিওটাইপ হলো—
(a) 22A+X
(b) 23A+Y
(c) 22A+Y
(d) 44AA+XY

1.9 যে বৈশিষ্ট্যটি ঘোড়ার বিবর্তনে দেখা যায়নি
(a) ক্ষুরযুক্ত মধ্য আঙ্গুল
(b) ক্রাউনযুক্ত পেষক দাঁত
(c) আঙ্গুলের সংখ্যা বৃদ্ধি
(d) উচ্চতা বৃদ্ধি।

 

1.10 নীচের কোন অঙ্গটি নিষ্ক্রিয় অঙ্গ নয়
(a) অ্যাপেনডিক্স
(b) প্লিকাসেমিলুনারিস
(c) কক্সিস
(d) সিকাম।

1.11 নীচের কোন বৈশিষ্ট্য বায়ুথলির সঙ্গে সম্পর্কভুক্ত নয়
(a) ইহা ক্লোম শাখা থেকে সৃষ্টি হয়
(b) ইহা দ্বিশসনে সাহায্য করে
(c) ইহা রক্তজালক যুক্ত
(d) ইহাদের আপেক্ষিক গুরুত্ব হ্রাস করে।

1.12 ইউট্রোফিকেশনের ফলে জলে DO-র মাত্রা কিরূপ পরিবর্তিত হয়—
(a) DO-র মাত্রা বৃদ্ধি পায়
(b) DO-র মাত্রা কমে যায়
(c) DO-র মাত্রা পরিবর্তিত হয় না
(d) কোনোটিই নয়।

1.13 সাইল্যান্টভ্যালি জাতীয় উদ্যান যে Hotspot-র অন্তর্গত
(a) ইন্দোবার্মা
(b) সুন্দাল্যান্ড
(c) পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা
(d) পূর্ব হিমালয়।

1.14 বার্সিরোডোডেনড্রন স্যাংচুয়ারি কি জন্য বিখ্যাত
(a) এক শৃঙ্গ গণ্ডার সংরক্ষণের জন্য
(b) কোয়ালা সংরক্ষণের জন্য
(c) রেডপান্ডা সংরক্ষণের জন্য
(d) ঘড়িয়াল সংরক্ষণের জন্য।

1.15 নীচের যে অঙ্গের ‘H’ অক্ষরের ন্যায় ধূসর বস্তু দেখা যায়—
(a) গুরুমস্তিষ্ক
(b) সুষুম্নাশীর্ষক
(c) সুষুম্নাকাণ্ড
(d) পনস

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

বিভাগ-‘খ’ 2. নীচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো (যে কোনো পাঁচটি) :

2.1 উদ্ভিদের মূল ______ ঘনত্বের অক্সিনে বেশি সক্রিয়।

উত্তরঃ লঘু 

 

2.2 একই জিন লোকাসে ভিন্নপ্রকার অ্যালিল তাদের ______ জীব বলে।

উত্তরঃ হেটারোজায়গাস 

 

2.3 জীববৈচিত্র্যের ______ সংরক্ষণ ব্যবস্থায় প্রজাতির বিবর্তন সর্বদা সক্রিয় থাকে।

উত্তরঃ ইন-সিটু

 

2.4 ল্যামার্কবাদের ______ প্রতিপাদ্য থেকে নিষ্ক্রিয় অঙ্গের ধারণা পাওয়া যায়।

উত্তরঃ অঙ্গের ব্যবহার ও অব্যবহার 

 

2.5 ______ উদ্ভিদ হরমোনকে Stress Hormone বলে।

উত্তরঃ অ্যাবসিসিক অ্যাসিড (ABA)

 

2.6 পাইন উদ্ভিদের মূলে অবস্থিত ______ N2 চাহিদা মেটায়।

উত্তরঃ মাইকোরাইজা 

 

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :(যে কোনো পাঁচটি)

2.7 স্নায়ুকোশের অ্যাক্সোপ্লাজমে নিজল দানাবিহীন। 

উত্তরঃ সত্য। 

 

2.8 ইন্টারজোনাল তন্তু মাইটোসিসের মেটাফেজ দশায় তৈরি হয়।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ ইন্টারজোনাল তন্তু মাইটোসিসের অ্যানাফেজ দশায় তৈরি হয়।

 

2.9 অসম্পূর্ণ প্রকটতায় জিনোটাইপ অনুপাত 1:2:1 কিন্তু ফিনোটাইপ অনুপাত 1:1:1 হয়।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ অসম্পূর্ণ প্রকটতায় জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত 1:2:1 অর্থাৎ একই হয়।

 

2.10 উটের RBC ডিম্বাকার হয় ফলে বেশি জল চাপ সহ্য করতে পারে।

উত্তরঃ সত্য। 

 

2.11 বায়োস্ফিয়ার রিজার্ভ-এর কোর অঞ্চলে মানুষের প্রবেশ নিষেধ ।

উত্তরঃ সত্য। 

 

2.12 সচল অস্থিসন্ধিতে দুটি অস্থি টেনডন দ্বারা জোড়া থাকে।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ সচল অস্থিসন্ধিতে দুটি অস্থি লিগামেন্ট দ্বারা জোড়া থাকে।

 

A স্তম্ভ ও B স্তম্ভ-এর শব্দগুলির মধ্যে মিল করে লেখো। (যে কোনো পাঁচটি): 

A স্তম্ভ B স্তম্ভ
2.13 লঘু জলীয় মিশ্রণ (a) হেটারোক্রোমাটিন অঞ্চল
2.14 সেন্ট্রোমিয়ার (b) পলি নিউক্লিওটাইড
2.15 UV-রশ্মি (c) অ্যাকুয়াস হিউমর
2.16 ফসফোডাইএস্টার বন্ধনী (d) মিশ্রিত জৈব যৌগ
2.17 গর্ভযন্ত্ৰ (e) ভৌতকারসিনোজেন
2.18 লঘু তপ্ত স্যুপ (f) ডিম্বক

উত্তরঃ 

A স্তম্ভ B স্তম্ভ
2.13 লঘু জলীয় মিশ্রণ (c) অ্যাকুয়াস হিউমর
2.14 সেন্ট্রোমিয়ার (a) হেটারোক্রোমাটিন অঞ্চল 
2.15 UV-রশ্মি (e) ভৌতকারসিনোজেন 
2.16 ফসফোডাইএস্টার বন্ধনী (b) পলি নিউক্লিওটাইড
2.17 গর্ভযন্ত্ৰ (f) ডিম্বক 
2.18 লঘু তপ্ত স্যুপ (d) মিশ্রিত জৈব যৌগ

 

একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ছয়টি) :

2.19 বিসদৃশটি বের করো— NAA, IAA, IBA, IPA

উত্তরঃ NAA

ব্যাখ্যাঃ NAA হলো কৃত্রিমভাবে সংশ্লেষিত অক্সিন হরমোন এবং বাকি সবগুলি (IAA, IBA, IPA) হলো প্রাকৃতিক অক্সিন হরমোন। 

 

2.20 পীতগ্রন্থির কোন হরমোন ক্ষরণ করে।

উত্তরঃ প্রোজেস্টেরন হরমোন। 

 

2.21 প্রথম শব্দ জোড় থেকে দ্বিতীয় শব্দ জোড়টি তৈরি করো—

প্রাণী সাইটোকাইনেসিস : ক্লিভেজ : : উদ্ভিদ সাইটোকাইনেসিস : ______।

উত্তরঃ প্রাণী সাইটোকাইনেসিস : ক্লিভেজ : : উদ্ভিদ সাইটোকাইনেসিস : কোশপাত

 

2.22 মানুষের প্রজাতিতে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও।

উত্তরঃ মুক্ত কানের লোটি, রোলার জিভ প্রভৃতি। 

 

2.23 কোন বংশগত রোগকে ডালটনিজম বলে?

উত্তরঃ রেড-গ্রিন ডালটনিজম

Note: ডালটনিজম হল একটি বংশগত রোগ যা রঙ দৃষ্টিকে প্রভাবিত করে। এটি রঙের প্রতি সংবেদনশীলতা হ্রাস বা অভাবের দ্বারা চিহ্নিত করা হয়। ডালটনিজমের সবচেয়ে সাধারণ ধরন হল রেড-গ্রিন ডালটনিজম, যা লাল এবং সবুজ রঙের মধ্যে পার্থক্য করতে অসুবিধা করে।

ডালটনিজম একটি জিনগত রোগ যা X ক্রোমোজোমে অবস্থিত। একজন পুরুষের দুটি X ক্রোমোজোম থাকে, এবং একজন মহিলার একটি X ক্রোমোজোম এবং একটি Y ক্রোমোজোম থাকে। যদি একজন পুরুষের একটি X ক্রোমোজোমে ডালটনিজমের জিন থাকে, তাহলে সে ডাল্টোনিকে আক্রান্ত হবে। একজন মহিলার যদি একটি X ক্রোমোজোমে ডালটনিজমের জিন থাকে, তাহলে সে ডাল্টোনিকে আক্রান্ত হবে না, কারণ অন্য X ক্রোমোজোমটি স্বাভাবিক রঙ দৃষ্টি প্রদান করবে।

ডালটনিজমের কোন চিকিৎসা নেই, তবে রঙ দৃষ্টির উন্নতি করতে কিছু সহায়ক উপকরণ রয়েছে। উদাহরণস্বরূপ, রঙের বর্ণালী দেখার জন্য বিশেষ চশমা বা লেন্স ব্যবহার করা যেতে পারে।

ডালটনিজমের লক্ষণগুলি সাধারণত শৈশব বা কৈশোরের শুরুতে দেখা দেয়। লক্ষণগুলির মধ্যে রয়েছে:

  • লাল এবং সবুজ রঙের মধ্যে পার্থক্য করতে অসুবিধা
  • নীল এবং হলুদ রঙের মধ্যে পার্থক্য করতে অসুবিধা
  • রঙের তীব্রতা বা উজ্জ্বলতা কম অনুভব করা

 

2.24 বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের পাতা কোন অঙ্গে পরিবর্তিত হয়েছে।

উত্তরঃ বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় পরিবর্তিত হয়েছে।

 

2.25 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই একটি বিষয়টি নির্বাচন করো—

কোর অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, বাফার অঞ্চল, ট্রানজিশনাল অঞ্চল।

উত্তরঃ বায়োস্ফিয়ার রিজার্ভ

ব্যাখ্যাঃ কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশনাল অঞ্চল প্রভৃতি হলো বায়োস্ফিয়ার রিজার্ভ-এর অভ্যন্তরের বিভিন্ন অঞ্চল। 

 

2.26 নিউমেটাফোর যুক্ত একটি উদ্ভিদের নাম করো।

উত্তরঃ নিউমেটাফোর যুক্ত একটি উদ্ভিদের উদাহরণ হল কেয়া গাছ, সুন্দরী গাছ প্রভৃতি

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!