Fri. Oct 4th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 768

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 সঠিক জোড়টি নির্বাচন করো—
(a) গুরুমস্তিষ্ক — দেহের ভারসাম্য রক্ষা
(b) লঘুমস্তিষ্ক— দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ
(c) হাইপোথ্যালামাস — বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ
(d) সুষুস্নাশীর্ষক— হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ।

1.2 নীচের কোনটি স্বোয়ান কোশের সাথে সম্পর্কিত?–
(a) ডেনড্রাইট
(b) অ্যাক্সন
(c) দেহকোশ
(d) সাইন্যাপস।

1.3 বীজ ও মুকুলের সুপ্তদশা ভঙ্গ করতে সাহায্য করে –
(a) অক্সিন
(b) সাইটোকাইনিন
(c) জিব্বেরেলিন 
(d) জিয়াটিন।

1.4 নীচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ –
(a) গ্রাহক → কারক → বহিবাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → অর্ন্তবাহী স্নায়ু
(b) স্নায়ুকেন্দ্র → গ্রাহক → অন্তবাহী স্নায়ু → কারক → বহিবাহী স্নায়ু
(c) বহিবাহী স্নায়ু→ গ্রাহক → অর্ন্তবাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র →কারক
(d) গ্রাহক → অর্ন্তবাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → বহিবাহী স্নায়ু → কারক।

1.5 ‘ক’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘খ’ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলোর মধ্য কোনটি সঠিক তা নির্বাচন করো :

A স্তম্ভ B স্তম্ভ
(A) ফ্লেক্সন (i) কোয়াড্রিসেপস
(B) এক্সটেনশন (ii) পাইরিফরমিস
(C) রোটেশন (iii) বাইসেপস

(a) A (i) B (ii) C (iii)
(b) A (ii) B (iii) C (i)
(c) A (iii) B (i) C (ii)
(d) A (ii) B (i) C (iii)।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.6 মাইটোসিস কোশ বিভাজনের কোন্ দশায় ক্রোমোজোমগুলি ক্রোমাটিড গঠন করে –
(a) প্রোফেজ
(b) মেটাফেজ
(c) অ্যানাফেজ
(d) টেলোফেজ।

1.7 কালোবর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো—
(a) BbRr, BBRr
(b) BBrr, Bbrr
(c) bbRR, bbRr
(d) bbrr, bbRr

1.8 নীচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো –
(a) ফুলের বর্ণ – বেগুনি, ফুলের অবস্থান – কাক্ষিক
(b) কাণ্ডের দৈর্ঘ্য – খর্ব, পরিণত বীজের আকার – কুঞ্চিত
(c) পরিণত বীজের আকার – গোল, বীজের বর্ণ – হলুদ
(d) ফুলের অবস্থান – কাক্ষিক, কান্ডের দৈর্ঘ্য – লম্বা।

1.9 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কী হতে পারে –
(a) 3:1
(b) 2:1:1
(c) 9:3:3:1
(d) 1:2:1

1.10 মানুষের ক্ষেত্রে সঠিক জোড়টি নির্বাচন করো –
(a) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A+XX
(b) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A+Y
(c) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A+X
(d) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A+XY।

1.11 মিলার ও উরে তাঁদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতকগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন। সেগুলোর মধ্যে কোন্‌গুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো
(a) ল্যাকটিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড
(b) ইউরিয়া, অ্যাডেনিন
(c) গ্লাইসিন, অ্যালানিন
(d) ফরমিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড।

1.12 নীচের কোন্ জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে
(a) নাইট্রোসোমোনাস
(b) অ্যাজেটোব্যাক্টার
(c) সিউডোমোনাস
(d) থায়োব্যাসিলাস।

1.13 এক্স-সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল –
(a) সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প
(b) করবেট জাতীয় উদ্যান
(c) নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ
(d) ক্রায়োসংরক্ষণ।

1.14 জলদূষণের ফলে নীচের যেটি ঘটে তা হল –
(a) বিশ্ব উষ্ণায়ন
(b) ইউট্রফিকেশন
(c) বধিরতা
(d) ব্রংকাইটিস।

1.15 নীচের কোন্ জোড়টি সঠিক নয় তা স্থির করো –
(a) চোরাশিকার – গরিলার বিপন্নতা বৃদ্ধি
(b) বহিরাগত প্রজাতি – ল্যান্টানা, তেলাপিয়া
(c) হটস্পট নির্ধারণ – স্থানীয় প্ৰজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা
(d) গ্রিনহাউস গ্যাস – ইউট্রফিকেশন।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

বিভাগ-‘“খ” 2. নীচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:

নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ কর উপযুক্ত (যে কোনো পাঁচটি) :

2.1 আয়োডিনের অভাবে ______ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়।

উত্তরঃ থাইরক্সিন 

 

2.2 মস্তিষ্কের ______ অংশে পারকিনজি কোশ দেখা যায়।

উত্তরঃ লঘুমস্তিষ্ক

 

2.3 মানুষের পপুলেশন ‘X’ – ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত একটি রোগ হল ______ ।

উত্তরঃ হিমোফিলিয়া 

 

2.4 আধুনিক ঘোড়ার খুর হল তাদের পূর্বপুরুষের ______ নং আঙুলের রূপান্তর।

উত্তরঃ

 

2.5 বাজারে বহুলবিক্রিত বোতলজাতীয় ঠাণ্ডা পানীয় প্রস্তুত করতে ______  জলের প্রচুর অপচয় ঘটে।

উত্তরঃ মিষ্টি 

 

2.6 বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে ______ বলে, যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে ।

উত্তরঃ SPM 

 

 

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :

2.7 ট্রপিক চলন হল উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন।

উত্তরঃ সত্য। 

 

2.8 মাইটোসিস কোশবিভাজনে ক্রসিং-ওভার ঘটে।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ মিয়োসিস কোশবিভাজনে ক্রসিং-ওভার ঘটে।

 

2.9 মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোন্ ভূমিকাই নেই।

উত্তরঃ সত্য।

ব্যাখ্যাঃ মানুষের লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকাই সবচেয়ে বেশি।

 

2.10 ফুলের পরাগরেণ শ্বাসকষ্টের কারণ।

উত্তরঃ সত্য।

 

2.11 অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ুদূষণের ফলে সৃষ্ট SO2 এবং NO2 গ্যাস।

উত্তরঃ সত্য।

 

2.12 পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হল রোডোড্রেনড্রন।

উত্তরঃ সত্য।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

A স্তম্ভে দেওয়া শব্দের সাথে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো : (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B স্তম্ভ
2.13 CSF (a) বৃহৎ কোলয়েড সমন্বয়
2.14 ক্রসিং ওভার (b) জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ
2.15 হিমোফিলিয়া (c) মিয়োসিস
2.16 কোয়াসারভেট (d) অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী গমন
2.17 JFM মানুষের (e) X ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ
2.18 গ্রাফটিং (f) মস্তিষ্কের কোশে পুষ্টি সরবরাহ করে
(g) স্টক ও সিয়ন

উত্তরঃ 

A স্তম্ভ B স্তম্ভ
2.13 CSF (f) মস্তিষ্কের কোশে পুষ্টি সরবরাহ করে
2.14 ক্রসিং ওভার (c) মিয়োসিস
2.15 হিমোফিলিয়া (e) X ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ
2.16 কোয়াসারভেট (a) বৃহৎ কোলয়েড সমন্বয়
2.17 JFM মানুষের (b) জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ
2.18 গ্রাফটিং (g) স্টক ও সিয়ন

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোন 6টি) :

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো: বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ।

উত্তরঃ থ্যালাসেমিয়া

ব্যাখ্যাঃ অন্যভাবে বলা যায়, বামনত্ব, গলগণ্ড, মধুমেহ এই তিনটি রোগের মূল কারণ হরমোনজনিত সমস্যা। কিন্তু থ্যালাসেমিয়া রোগের মূল কারণ রক্তের লোহিত কণিকার গঠনগত সমস্যা। তাই থ্যালাসেমিয়া এই তিনটি রোগের থেকে বিসদৃশ।

 

2.20 কোন্ প্রকার কোশ বিভাজন জীবের বৃদ্ধিতে সাহায্য করে?

উত্তরঃ মাইটোসিস কোষ বিভাজন জীবের বৃদ্ধিতে সাহায্য করে।

Note: মাইটোসিস প্রক্রিয়ায় একটি কোষ বিভক্ত হয়ে দুটি কোষ তৈরি হয়। এই দুটি কোষের জিনগত বৈশিষ্ট্য মাতৃকোষের মতোই থাকে। মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত থাকে।

জীবের বৃদ্ধির জন্য কোষের সংখ্যা বৃদ্ধি প্রয়োজন। মাইটোসিস প্রক্রিয়ায় কোষের সংখ্যা বৃদ্ধি হয়। তাই মাইটোসিস প্রক্রিয়া জীবের বৃদ্ধিতে সাহায্য করে।

 

2.21 নীচে সম্পর্কযুক্ত একটি জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:

গুরুমস্তিষ্ক : করপাস ক্যালোসাম :: লঘুমস্তিষ্ক : ______

উত্তরঃ ভারমিস 

 

2.22 কোন্ পিরিমিডিন ক্ষার DNA-তে থাকলেও RNA-তে থাকে না?

উত্তরঃ থাইমিন 

 

2.23 ‘যোগ্যতমের উদ্‌বর্তন‘ – বাদের প্রবক্তা কে?

উত্তরঃ চার্লস ডারউইন।

 

2.24 একটি সংযোগরক্ষাকারী প্রাণীর নাম লেখো।

উত্তরঃ একটি উদাহরণ হল লিসসাস। লিসসাস হল একটি সরীসৃপ যা মাছ এবং উভচর প্রাণীর মধ্যে একটি সেতুবন্ধন রচনা করে। লিসসাসের দেহে মাছের মতো ত্বক, পঙ্খ এবং লেজ রয়েছে। কিন্তু এর পায়ে চারটি আঙুল রয়েছে, যা উভচর প্রাণীর মতো।

 

 

2.25 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো :

কলেরা, জন্ডিস, জলদূষণ, আমাশয়।

উত্তরঃ জলদূষণ

ব্যাখ্যাঃ কলেরা, জন্ডিস এবং আমাশয় হল তিনটি জলবাহিত রোগ। অর্থাৎ, এই রোগগুলি দূষিত জল পান বা খেলে ছড়ায়। তাই, এই তিনটি রোগ জলদূষণের সাথে সম্পর্কিত।

 

2.26 লেগ হিমোগ্লোবিন কী?

উত্তরঃ শিম্বীগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে ব্যাকটেরিয়ার মিথোজীবীতার ফলে আয়রন সমৃদ্ধ একধরণের রঞ্জক পদার্থ উৎপন্ন হয় যা নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। একে লেগ হিমোগ্লোবিন বলে।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!