Sat. Oct 5th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 883

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 হরমোন ও তার উৎস অনুযায়ী নীচের কোন্ জোড়টি সঠিক নয়?
(a) ডিম্বাশয়- প্রোজেস্টেরণ
(b) পিট্যুইটারী-TSH
(c) থাইরয়েড-এপিনেফ্রিন
(d) অগ্ন্যাশয়-গ্লুকাগণ।

1.2 পতঙ্গের সংস্পর্শে সূর্যশিশিরের পাতার কর্ষিকাগুলি বেঁকে গিয়ে পতঙ্গকে ঘিরে ফেলে। এই ধরনের উদ্ভিদচলনকে বলে-
(a) ফটোন্যাস্টিক
(b) কেমোন্যাস্টিক
(c) কেমোট্যাকটিক
(d) জিওট্রপিক চলন।

1.3 তারারন্ধ্রকে সংকুচিত ও প্রসারিত করতে সাহায্য করে
(a) অ্যাকুয়াস হিউমর
(b) রেটিনা
(c) লেন্স
(d) আইরিশ।

1.4 ক্যারিওকাইনেসিসের সঠিক পর্যায়ক্রমটি শনাক্ত করো –
(a) অ্যানাফেজ → টোলোফেজ → প্রোফেজ → মেটাফেজ
(b) প্রোফেজ → মেটাফেজ → টেলোফেজ → অ্যানাফেজ
(c) মেটাফেজ → সাইটোকাইনেসিস → অ্যানাফেজ → প্রোফেজ
(d) প্রোফেজ → মেটাফেজ → অ্যানাফেজ → টেলোফেজ।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.5 মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোম বিন্যাস হল –
(a) 22A+XY
(b) 22A+Y
(c) 22A+X
(d) 44A+X

1.6 নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে কোনটি অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য?—
(a) ক্রসিংওভার সংঘটিত হয়
(b) নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়
(c) বেমতন্তু গঠিত হয়
(d) অপত্যকোশে ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটে।

1.7 নীচের কোনটি প্রকট গুণ শনাক্ত করো –
(a) কান্ডের দৈর্ঘ্য – বেঁটে 
(b) বীজের আকার – কুঞ্চিত
(c) বীজপত্রের বর্ণ – হলুদ
(d) ফুলের বর্ণ – সাদা।

1.8 মানুষের অটোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না
(a) রোলার জিভ
(b) বর্ণান্ধতা
(c) থ্যালাসেমিয়া
(d) কানের মুক্ত লতি।

1.9 YYRr, Yyrr, YyRr, yyRr, yyRR, YyRR – এই জেনোটাইপগুলির মধ্যে কয়টি হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছের জেনোটাইপ?
(a) 3
(b) 4
(c) 2
(d) 5

1.10 মৌমাছির ওয়াগেল নৃত্যের কারণ কী?—
(a) প্রজনন সঙ্গীর খোঁজ করা
(b) শত্রুর আক্রমণ থেকে সতর্কীকরণ
(c) অন্য মৌমাছিদের খাদ্যের উৎস জানানো
(d) নতুন মৌচাকের স্থান নির্ধারণ করা।

1.11 নীচের কোনটি আধুনিক ও আদিমতম ঘোড়াকে নির্দেশ করে?—
(a) ইকুয়াস, মেসোহিপ্পাস
(b) ইকুয়াস, ইওহিপ্পাস
(c) ইওহিপ্পাস, মেরিচিপ্পাস
(d) প্লিওহিপ্পাস, মেসোহিপ্পাস।

1.12 মাটিতে উপস্থিত নাইট্রোজেন যৌগের মুক্ত নাইট্রোজেনে (N2) রূপান্তরকে বলে
(a) নাইট্রোজেন সংবন্ধন
(b) নাইট্রিফিকেশন
(c) ডিনাইট্রিফিকেশন
(d) অ্যামোনিফিকেশন।

1.13 ইউট্রফিকেশনের সঠিক কারণ কোনটি?—
(a) বৃক্ষচ্ছেদনের ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি
(b) রেফ্রিজারেটর শিল্পে ক্লোরো ফ্লুরো কার্বনের অতিমাত্রায় ব্যবহার
(c) প্লাস্টিক জাতীয় পদার্থের জলাশয়ে নিক্ষেপ
(d) কৃষিতে ব্যবহৃত ফসফেট সারের জলাশয়ে মেশা।

1.14 সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে সংরক্ষিত বিপদগ্রস্ত প্রাণীটি হল –
(a) একশৃঙ্গ গণ্ডার
(b) রয়্যাল বেঙ্গল টাইগার
(c) এশিয়ান সিংহ
(d) রেড পান্ডা।

1.15 মানবদেহের কোন্ অঙ্গটি নিষ্ক্রিয় নয়?—
(a) চোখের ঊর্ধ্বপল্লব
(b) কক্‌সিস
(c) চোখের নিকটিটেটিং পর্দা
(d) ভামিফর্ম অ্যাপেনডিক্স।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

বিভাগ-‘খ’. 2. নীচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি) : 

2.1 মাতৃদুগ্ধ উৎপাদনে সাহায্য করে ______ হরমোন।

উত্তরঃ প্রোল্যাকটিন 

 

2.2 প্রাণী কোশে ______ পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে।

উত্তরঃ ক্লিভেজ

 

2.3 মানুষের দেহকোশে অটোজোমের সংখ্যা ______ ।

উত্তরঃ ৪৪টি বা ২২ জোড়া

 

2.4 সমবৃত্তীয় অঙ্গ ______ অভিযোজনের ফলে গঠিত হয়।

উত্তরঃ অভিসারী 

2.5 পশ্চিমবঙ্গের ______ অরণ্যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সূত্রপাত।

উত্তরঃ আরাবাড়ি

Note: পশ্চিমবঙ্গের আরাবাড়ি অরণ্যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সূত্রপাত। ১৯৭১ সালে পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে ডিভিশনাল ফরেস্ট অফিসার (DFO) শ্রী অজিত কুমার ব্যানার্জির নেতৃত্বে শালগাছ চাষের ব্যবস্থা করা হয়। তিনি স্থানীয় ১১টি গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করে ১৯৭২ খ্রিস্টাব্দে বন সুরক্ষা কমিটি (FPC) গড়ে তোলেন। এই কমিটিকে সদ্য রোপিত শালগাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়।

আরাবারির ঘটনায় অনুপ্রাণিত হয়ে ভারত সরকারের পরিবেশ ও বনমন্ত্রক সমস্ত রাজ্য সরকারকে, স্থানীয় জনসাধারণ এবং স্বেচ্ছা সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে বন উন্নয়নের চালননীতি প্রণয়ন করে। সেই অনুযায়ী ২২টি রাজ্য সরকার সংশ্লিষ্ট রাজ্য বনদপ্তরকে যৌথ বন ব্যবস্থাপনা করবার নির্দেশ দেয়। বর্তমানে ভারতে ১৭.৩৩ মিলিয়ন হেক্টর বন পরিচালনে যৌথ বন ব্যবস্থাপনা সহায়তা করে।

2.6 ______ পেশি অ্যাবডাকশন ঘটায়।

উত্তরঃ ডেলটয়েড 

 

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :

2.7 দ্বিনেত্র দৃষ্টিতে দুটি চোখ দিয়ে দুটি পৃথক বস্তুর প্রতিবিম্ব দেখা যায়।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ

 

2.8 কোশচক্রের G2 দশায় DNA সংশ্লেষিত হয়।

উত্তরঃ মিথ্যা। 

 

2.9 পৃথক জেনোটাইপযুক্ত জীবের ফেনোটাইপ এক বা ভিন্ন উভয়ই হতে পারে।

উত্তরঃ সত্য। 

 

2.10 রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে গ্যাস শোষণকারী রেডগ্রন্থি উপস্থিত।

উত্তরঃ মিথ্যা।

2.11 পানীয় জলে অতিমাত্রায় আর্সেনিকের উপস্থিতিতে মানবদেহে ব্ল্যাকফুট ডিজিজ দেখা যায়।

উত্তরঃ সত্য। 

 

2.12 প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবল হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়।

উত্তরঃ সত্য। 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

A-স্তম্ভ ও B-স্তম্ভের শব্দের সমতা বিধান করো: (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B স্তম্ভ
2.13 নিউরোট্রান্সমিটার (a) অভিব্যক্তির ভ্রূণতত্ত্ব ঘটিত প্ৰমাণ
2.14 গৌন খাঁজ (b) সাপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের উপস্থিতি
2.15 লাল বর্ণান্ধতা (c) অ্যাসিটাইল কোলিন
2.16 বায়োজেনেটিক সূত্র (d) স্টক-সিয়ন
2.17 ব্রঙ্কাইটিস (e) প্রোটোনোপিয়া
2.18 গ্রাফটিং (f) প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাতির সৃষ্টি
(g) নিউক্লিওলার অরগানাইজার রিজিয়ন

উত্তরঃ 

A স্তম্ভ B স্তম্ভ
2.13 নিউরোট্রান্সমিটার (c) অ্যাসিটাইল কোলিন
2.14 গৌন খাঁজ (g) নিউক্লিওলার অরগানাইজার রিজিয়ন (NOR)
2.15 লাল বর্ণান্ধতা (e) প্রোটোনোপিয়া
2.16 বায়োজেনেটিক সূত্র (a) অভিব্যক্তির ভ্রূণতত্ত্ব ঘটিত প্ৰমাণ
2.17 ব্রঙ্কাইটিস (b) সাপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের (SPM) উপস্থিতি
2.18 গ্রাফটিং (d) স্টক-সিয়ন

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো দুটি) :

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো

• সেরিবেলাম • মেডুলা অবলংগাটা • থ্যালামাস • পনস্ ।

উত্তরঃ থ্যালামাস

 

2.20 ইতর পরাগযোগের একটি সুবিধা লেখো।

উত্তরঃ ইতর পরাগযোগের একটি সুবিধা হল জীববৈচিত্র্য বৃদ্ধি

Note: ইতর পরাগযোগের ফলে বিভিন্ন উদ্ভিদ প্রজাতির মধ্যে জিনগত বিনিময় হয়। এই জিনগত বিনিময়ের ফলে নতুন বৈশিষ্ট্য এবং অভিযোজন বিকাশ হতে পারে, যা উদ্ভিদগুলিকে তাদের পরিবেশের সাথে আরও ভালভাবে খাপ খাইয়ে নিতে সাহায্য করে।

ইতর পরাগযোগের ফলে উদ্ভিদের মধ্যে নতুন বর্ণ, আকার, গন্ধ, স্বাদ ইত্যাদি বৈশিষ্ট্য বিকাশ হতে পারে। এই বৈশিষ্ট্যগুলি উদ্ভিদগুলিকে নতুন পরিবেশে অভিযোজিত হতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, কিছু উদ্ভিদ ইতর পরাগযোগের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য বিকাশ করেছে যা তাদের উচ্চতা বৃদ্ধি করে, যা তাদের বায়ু দূষণ থেকে রক্ষা করে।

ইতর পরাগযোগের ফলে উদ্ভিদের মধ্যে নতুন রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশ হতে পারে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা উদ্ভিদগুলিকে রোগ এবং কীটপতঙ্গের আক্রমণ থেকে রক্ষা করে। উদাহরণস্বরূপ, কিছু উদ্ভিদ ইতর পরাগযোগের মাধ্যমে নতুন রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশ করেছে যা তাদের পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে।

সুতরাং, ইতর পরাগযোগ জীববৈচিত্র্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

2.21 লোকাস কী?

উত্তরঃ লোকাস হল ক্রোমোজোমের একটি নির্দিষ্ট, স্থির অবস্থান যেখানে একটি নির্দিষ্ট জিন বা জেনেটিক মার্কার অবস্থিত।

Note: লোকাসগুলিকে সাধারণত ক্রোমোজোমের একটি দৈর্ঘ্য বা একটি নির্দিষ্ট জিনের সাথে সম্পর্কিত একটি সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়।

লোকাসগুলি বিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ কারণ তারা জিনগত তথ্যের উত্তরাধিকারের জন্য দায়ী। জিনগুলি তাদের লোকাসে অবস্থিত এবং ডিম্বাণু এবং শুক্রাণুর মাধ্যমে বংশ থেকে বংশান্তরে প্রবাহিত হয়।

লোকাসগুলিকে বিভক্ত করা যেতে পারে:

  • অটোজোমাল লোকাস: এই লোকাসগুলি অটোজোমে অবস্থিত, যা ক্রোমোজোমের সেই অংশগুলি যা যৌনতা নির্ধারণ করে না।
  • লিঙ্গ-সংযুক্ত লোকাস: এই লোকাসগুলি লিঙ্গ-সংযুক্ত ক্রোমোজোমে অবস্থিত, যা যৌনতা নির্ধারণ করে।
  • মিউটেশন লোকাস: এই লোকাসগুলিতে জিনগত পরিবর্তন ঘটতে পারে, যা নতুন বৈশিষ্ট্য বা আচরণের দিকে পরিচালিত করতে পারে।

লোকাসগুলিকে সনাক্ত করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, যেমন:

  • লিঙ্কেজ বিশ্লেষণ: এই পদ্ধতিটি জিনগুলির মধ্যে ভৌত দূরত্ব নির্ধারণ করতে ব্যবহৃত হয়।
  • কম্পিউটার-ভিত্তিক বিশ্লেষণ: এই পদ্ধতিটি জিনগত তথ্যের বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়।

লোকাসগুলির জ্ঞান আমাদের জিনগত রোগের কারণ নির্ধারণ করতে, নতুন ওষুধ এবং চিকিত্সা বিকাশ করতে এবং জীবের বৈচিত্র্য বোঝার জন্য সহায়তা করতে পারে।

2.22 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয়টির অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো –

• যোগ্যতমের উদ্‌বর্তন • ডারউইনের মতবাদ • অস্তিত্বের জন্য সংগ্রাম • অত্যধিক হারে জীবের বংশবৃদ্ধি।

উত্তরঃ ডারউইনের মতবাদ

 

2.23 প্রথম শব্দজোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়ার শূন্যস্থানটিতে উপযুক্ত শব্দ বসাও –

অভয়ারণ্য : ইন সিটু সংরক্ষণ : : ______ : এক্স সিটু সংরক্ষণ।

উত্তরঃ ক্রায়োসংরক্ষন 

 

2.24 সুন্দরবনের লবণাম্বু উদ্ভিদের ধ্বংসের একটি কারণ উল্লেখ করো।

উত্তরঃ সুন্দরবনের লবণাম্বু উদ্ভিদের ধ্বংসের একটি কারণ হল লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি

Note: সুন্দরবন একটি ম্যানগ্রোভ বন, যা লবণাক্ত পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত উদ্ভিদ এবং প্রাণীদের আবাসস্থল। তবে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং নদীর মোহনায় বাঁধ নির্মাণের ফলে সুন্দরবনের লবণাক্ততার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এতে লবণাম্বু উদ্ভিদগুলির বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে।

লবণাক্ততা বৃদ্ধির ফলে লবণাম্বু উদ্ভিদের পাতায় লবণের দাগ পড়ে যায়। এতে উদ্ভিদ সালোকসংশ্লেষণে বাধা পায় এবং শেষ পর্যন্ত মারা যায়। এছাড়াও, লবণাক্ততা বৃদ্ধির ফলে লবণাম্বু উদ্ভিদের শিকড়গুলি শুকিয়ে যায় এবং উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করতে পারে না।

লবণাক্ততার পরিমাণ বৃদ্ধির ফলে সুন্দরবনের লবণাম্বু উদ্ভিদের ধ্বংস ঘটলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। লবণাম্বু উদ্ভিদগুলি পরিবেশের দূষণ নিয়ন্ত্রণে, জলস্তর নিয়ন্ত্রণে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সুন্দরবনের লবণাক্ততা বৃদ্ধির অন্যতম কারণ হল উষ্ণায়ন। উষ্ণায়নের ফলে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও, উষ্ণায়নের ফলে বাষ্পীভবন বৃদ্ধি পাচ্ছে, যা লবণাক্ততা বৃদ্ধিতে সহায়তা করে।

সুন্দরবনের লবণাক্ততা বৃদ্ধির সমস্যা মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। এর মধ্যে রয়েছে:

  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধ করা।
  • নদীর মোহনায় বাঁধ নির্মাণ বন্ধ করা।
  • লবণাক্ততা সহনশীল উদ্ভিদ প্রজাতি রোপণ করা।
  • সুন্দরবনের পরিবেশগত ব্যবস্থাপনা উন্নত করা।

 

2.25 বাষ্পমোচন কমানোর জন্য ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্যটি লেখো।

উত্তরঃ ক্যাকটাস হল এক ধরনের সপুষ্পক উদ্ভিদ যা সাধারণত শুষ্ক অঞ্চলে পাওয়া যায়। এই অঞ্চলে বাষ্পমোচন একটি বড় সমস্যা, কারণ এটি উদ্ভিদের জলশূন্যতা ঘটাতে পারে। ক্যাকটাস এই সমস্যা মোকাবেলায় বেশ কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য বিকাশ করেছে।

ক্যাকটাসের বাষ্পমোচন কমানোর জন্য অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হল:

  • পাতার পরিবর্তন: ক্যাকটাসগুলির পাতাগুলি সাধারণত ছোট, পাতলা বা অনুপস্থিত থাকে। পাতাগুলির আকার কমিয়ে বা অনুপস্থিত করে, ক্যাকটাসগুলি বাষ্পমোচন পৃষ্ঠফলকে কমিয়ে দেয়।
  • শরীরের আকৃতি: ক্যাকটাসগুলির শরীর সাধারণত গোলাকার বা নলাকার হয়। এই আকৃতিগুলি বাতাসের প্রবাহকে কমিয়ে দেয়, যা বাষ্পীভবনকেও কমায়।
  • ত্বকের কিউটিকল: ক্যাকটাসগুলির ত্বকে একটি ঘন কিউটিকল থাকে। কিউটিকল হল একটি প্রতিরক্ষামূলক স্তর যা জলকে বেরিয়ে যেতে বাধা দেয়।
  • স্টোমাটার নিয়ন্ত্রণ: ক্যাকটাসগুলি তাদের স্টোমাতা, যা বায়ু এবং কার্বন ডাই অক্সাইডের আদান-প্রদানের জন্য দায়ী, সেগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে। শুষ্ক আবহাওয়ায়, ক্যাকটাসগুলি তাদের স্টোমাতা বন্ধ করে দেয়, যা বাষ্পমোচনকে কমিয়ে দেয়।

এই অভিযোজনগত বৈশিষ্ট্যগুলির কারণে, ক্যাকটাসগুলি শুষ্ক অঞ্চলে বেঁচে থাকতে পারে।

 

2.26 কৃষিতে কৃত্রিম উদ্ভিদ হরমোনের ব্যবহার একটি উদাহরণ সহযোগে উল্লেখ করো ।

উত্তরঃ কৃষিতে কৃত্রিম উদ্ভিদ হরমোনগুলি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এর মধ্যে একটি হল মূল উৎপাদন

Note: অক্সিন হল একটি উদ্ভিদ হরমোন যা মূল উৎপাদন নিয়ন্ত্রণ করে। কৃত্রিম অক্সিন, যেমন ইনডোল-3-অ্যাসেটিক অ্যাসিড (IAA), ইনডোল-3-বুট্রিক অ্যাসিড (IBA) এবং নাফথ্যালিন-অ্যাসেটিক অ্যাসিড (NAA), কলম বা কাটিং-এ দ্রুত মূল উৎপাদন করতে ব্যবহার করা যেতে পারে। এই হরমোনগুলি উদ্ভিদের কোষ বিভাজন এবং বৃদ্ধিকে উদ্দীপিত করে, যা মূল গঠনের দিকে পরিচালিত করে।

উদাহরণস্বরূপ, টমেটো গাছের কলম বা কাটিং-এ IAA প্রয়োগ করলে দ্রুত মূল উৎপাদন হয়। এটি টমেটো চাষের সময় কলম পদ্ধতিতে চারা তৈরির ক্ষেত্রে সহায়তা করে।

কৃত্রিম উদ্ভিদ হরমোনগুলি কৃষিতে অন্যান্য উদ্দেশ্যেও ব্যবহৃত হয়। যেমন, ফলের অকাল পতন রোধ, ফলের পরিপক্বতা নিয়ন্ত্রণ, বীজবিহীন ফল উৎপাদন, পত্রপুটল ঝরা রোধ, ক্ষত নিরাময় ইত্যাদি।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!