Sat. Oct 5th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Physical Science Page 263

বিভাগ-ক’। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :

1.1 বায়োগ্যাসের মূল উপাদান হল-
(a) CH4
(b) CO2
(c) H2
(d) H2S

1.2 STP তে 11.2L CO2-এর ভর –
(a) 11 g
(b) 22 g
(c) 44 g
(d) 11.2 g

ব্যাখ্যাঃ

STP-তে, এক মোল আদর্শ গ্যাসের আয়তন 22.4 লিটার।

সুতরাং, 11.2 লিটার CO2-এর মোল সংখ্যা হল = 11.2 লিটার / 22.4 লিটার = 0.5 মোল

CO2-এর আণবিক ভর হল 44 গ্রাম/মোল।

সুতরাং, 0.5 মোল CO2-এর ভর হল:

0.5 মোল × 44 গ্রাম/মোল = 22 গ্রাম

অতএব, STP-তে 11.2 লিটার CO2-এর ভর 22 গ্রাম

 

1.3 N অ্যাভোগাড্রো সংখ্যা হলে, 16g O2 গ্যাসে অণুর সংখ্যা হল –
(a) N
(b) N/4
(c) N/2
(d) 2N

ব্যাখ্যাঃ

অ্যাভোগাড্রো সংখ্যা হল 1 মোল পদার্থে উপস্থিত অণুর সংখ্যা। 1 মোল O2 গ্যাসের ভর 32 গ্রাম।

সুতরাং, 16 গ্রাম O2 -এর মোল সংখ্যা হল = 16 গ্রাম / 32 গ্রাম = 0.5 মোল

1 মোল পদার্থে উপস্থিত অণুর সংখ্যা হল N।

সুতরাং, 0.5 মোল O2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা হল = 0.5 মোল × N = N/2

অতএব, উত্তর হল (c)।

 

1.4 তাপ পরিবাহীতাংকের CGS একক কী?—
(a) Cal/Cm
(b) Cal/°C. Sec
(c) Cal/Cm2. Sec
(d) Cal/Cm.°C.Sec

1.5 আলোর বর্ণ নির্ভর করে যার ওপর তা হল আলোর –
(a) কম্পাঙ্ক
(b) বেগ
(c) তরঙ্গ দৈর্ঘ্য
(d) কোনওটিই নয়

1.6 বস্তু অপেক্ষা বড় অসবিম্ব গঠিত হয়—
(a) উত্তল দর্পণ দ্বারা
(b) অবতল দর্পণ দ্বারা
(c) সমতল দর্পণ দ্বারা
(d) অবতল লেন্স দ্বারা

1.7 নিম্নলিখিতগুলির মধ্যে প্রবাহমাত্রা সূচিত করে-
(a) আর্গ/কুলম্ব
(b) কুলম্ব/সেকেন্ড
(c) আর্গ/সেকেন্ড
(d) ডাইন/সেকেন্ড

1.8 লেঞ্জের সূত্রটি কোন্ নীতি থেকে পাওয়া যায়—
(a) শক্তির সংরক্ষণ
(b) ভরের সংরক্ষণ
(c) ভরবেগের সংরক্ষণ
(d) আধানের সংরক্ষণ

1.9 যে ঘটনার দরুন নক্ষত্রগুলি অফুরন্ত তাপশক্তির উৎস হিসাবে আচরণ করে, তা হল—
(a) নিউক্লীয় সংযোজন
(b) আলোকীয় বিঘটন
(c) নিউক্লীয় বিভাজন
(d) γ-রশ্মি বিঘটন

1.10 পর্যায় সারণীর একটি সন্ধিগত মৌল হল—
(a) Li
(b) Mg
(c) Br
(d) Cr

ব্যাখ্যাঃ অন্য বিকল্পগুলি ভুল কারণ:

(a) লিথিয়াম (Li) হল প্রথম পর্যায়ের একটি ক্ষার ধাতু।

(b) ম্যাগনেসিয়াম (Mg) হল দ্বিতীয় পর্যায়ের একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু।

(c) ব্রোমিন (Br) হল তৃতীয় পর্যায়ের একটি হ্যালোজেন।

1.11 ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা—
(a) 5
(b) 6
(c) 7
(d) 8

ব্যাখ্যাঃ ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। অর্থাৎ, ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে 7 টি ইলেকট্রন রয়েছে।

আরও পড়ুনঃ 

1.12 অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন অনুপাত-
(a) 1:2
(b) 2:1
(c) 1:1
(d) 1:15

1.13 কোন গ্যাসের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে—
(a) H2S
(b) NH3
(c) CO2
(d) SO2

ব্যাখ্যাঃ NH3 হল একটি ক্ষারক। ক্ষারক জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন (OH) তৈরি করে। হাইড্রোক্সিল আয়নগুলি লাল লিটমাসকে নীল করে।

H2S, CO2 এবং SO2 হল অ্যাসিড। অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন (H+) তৈরি করে। হাইড্রোজেন আয়নগুলি লাল লিটমাসকে লাল করে।

সুতরাং, NH3-এর জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে।

1.14 সংকর ধাতু ব্রোঞ্জে আছে—
(a) তামা, জিংক
(b) তামা, টিন
(c) তামা, লোহা
(d) জিংক, টিন

1.15 দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা –
(a) 2
(b) 6
(c) 4
(d) 8

 

বিভাগ-‘খ’ 2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :

2.1 বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কী?

উত্তরঃ বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম হল মেসোস্ফিয়ার। 

 

2.2 বায়ুমণ্ডলের কোন্ স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে?

উত্তরঃ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারস্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে। 

অথবা,

রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে কোন্ গ্যাস ভরা থাকে?

উত্তরঃ রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (LPG) ভরা থাকে।

Note: LPG = Liquefied Petroleum Gas

 

2.3 বয়েলের সূত্রটিতে ধ্রুবক কী কী?

উত্তরঃ বয়েলের সূত্রটিতে ধ্রুবক রাশিগুলি হলো –

  • গ্যাসের ভর 
  • গ্যাসের তাপমাত্রা 

 

2.4 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত?

উত্তরঃ 1 গ্রাম জলে অণুর সংখ্যা = 3.34 × 1022টি 

ব্যাখ্যাঃ 

জলের আণবিক ভর হল 18 গ্রাম/মোল।

এক মোল পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যার সমান (6.022 × 10^23) অণু থাকে।

সুতরাং, 1 গ্রাম জলে (অর্থাৎ 1/18 মোল) অনু থাকে = (6.022 × 1023)/18 = 3.34 × 1022 অণু থাকে।

 

অথবা,

6.0022×1023 সংখ্যক অক্সিজেন অণুর ভর কত?

উত্তরঃ 6.0022×1023 সংখ্যক অক্সিজেন অণুর ভর = 32 গ্রাম। 

 

2.5 বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো : কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে।

উত্তরঃ বিবৃতিটি মিথ্যা। 

ব্যাখ্যাঃ কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক উষ্ণতার এককের ওপর নির্ভর করে।

 

2.6 একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেমি হলে তার ফোকাস দৈর্ঘ্য কত?

উত্তরঃ একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেমি হলে তার ফোকাস দৈর্ঘ্য হবে = 15 সেমি।

ব্যাখ্যাঃ একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য তার বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। সুতরাং, 30 সেমি বক্রতা ব্যাসার্ধের একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হবে 30/2 = 15 সেমি

 

2.7 অবতল দর্পণের একটি ব্যবহার লেখো।

উত্তরঃ অবতল দর্পণের একটি প্রধান ব্যবহার হল গাড়ির হেডলাইটের প্রতিফলক। হেডলাইটগুলি অবতল দর্পণ ব্যবহার করে আলোকে একটি সমান্তরাল রশ্মিতে ফোকাস করে। এটি দূরের বস্তুগুলিকে আরও ভালভাবে দেখার জন্য সাহায্য করে।

 

2.8 কোন্ মূলনীতির ওপর ভিত্তি করে ডায়নামো কাজ করে?

উত্তরঃ ডায়নামো কাজ করে ফ্যারাডের বৈদ্যুতিক আবেশের সূত্র-এর ওপর ভিত্তি করে। এই সূত্র অনুসারে, যখন একটি পরিবাহী তারের মধ্য দিয়ে একটি চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হয়, তখন তারে একটি তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়

 

2.9 1 ওয়াট-ঘণ্টা = কত জুল?

উত্তরঃ 1 ওয়াট-ঘণ্টা = 3.6×106 জুল। 

 

2.10 α, β ও γ রশ্মির মধ্যে কার আয়নায়ন ক্ষমতা বেশি?

উত্তরঃ α, β ও γ রশ্মির মধ্যে α-কণার আয়নায়ন ক্ষমতা বেশি।(কারণ α কণার আধানের মান β বা γ অপেক্ষা বেশি।)

 

অথবা,

ভর ও শক্তির তুল্যতার সম্পর্কটি লেখো।

উত্তরঃ আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে, ভর ও শক্তির মধ্যে একটি তুল্যতা সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্কটিকে ভর-শক্তি সমতা বলা হয়। ভর-শক্তি সমতার সূত্রটি হল:

E = mC2

যেখানে:

  • E হল শক্তির পরিমাণ
  • m হল ভরের পরিমাণ
  • C হল শূন্য মাধ্যমে আলোর গতিবেগ

আরও পড়ুনঃ 

2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :

বামস্তম্ভ ডানস্তম্ভ
2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু (a) 4টি
2.11.2 একটি চ্যালকোজেন (b) ক্যালসিয়াম
2.11.3 ইথিলিনে সমযোজী বন্ধনের সংখ্যা (c) সেলেনিয়াম
2.11.4 মিথেনে সমযোজী বন্ধনের সংখ্যা (d) 6টি

উত্তরঃ

বামস্তম্ভ ডানস্তম্ভ
2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু (b) ক্যালসিয়াম 
2.11.2 একটি চ্যালকোজেন (c) সেলেনিয়াম
2.11.3 ইথিলিনে সমযোজী বন্ধনের সংখ্যা (d) 6টি
2.11.4 মিথেনে সমযোজী বন্ধনের সংখ্যা (a) 4টি

 

2.12 কপার বিশোধনে অ্যানোড রূপে কী ব্যবহৃত হয়?

উত্তরঃ কপার বিশোধনে অ্যানোড রূপে অবিশুদ্ধ কপার (Cu) ব্যবহৃত হয়। 

 

2.13 Li, Na, K Rb এর মধ্যে কোনটির আয়োনাইজেশন শক্তি সবথেকে বেশি?

উত্তরঃ Li, Na, K Rb এর মধ্যে Li -এর আয়োনাইজেশন শক্তি সবথেকে বেশি। 

 

অথবা,

Li, Na, K Rb-কে ক্রমহ্রাসমান বিজারণ ধর্ম অনুসারে সাজাও।

উত্তরঃ ক্রমহ্রাসমান বিজারণ ধর্ম অনুসারে, Li, Na, K Rb হল:

Li > Na > K > Rb

2.14 শূন্যস্থান পূরণ করো:- তড়িদ্ বিশ্লেষণের সময় অ্যানোডে ______ বিক্রিয়া ঘটে। 

উত্তরঃ তড়িদ্ বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। 

 

2.15 নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করলে কোন্ বর্ণের দ্রবণ তৈরি হয়?

উত্তরঃ নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করলে বাদামী দ্রবণ তৈরি হয়।

 

2.16 অ্যালুমিনিয়াম পাত্রের  উপর বায়ুর উপস্থিতিতে সাদা প্রলেপ পড়ে। এই প্রলেপ কী?

উত্তরঃ অ্যালুমিনিয়াম পাত্রের উপর বায়ুর উপস্থিতিতে সাদা প্রলেপ পড়ে যাকে অ্যালুমিনিয়াম অক্সাইড বলা হয়।

 

অথবা,

তামার অধিকাংশ সংকর ধাতুর ওপর সবুজ ছোপ পড়ে-এটি কী?

উত্তরঃ তামার অধিকাংশ সংকর ধাতুর ওপর সবুজ ছোপ পড়ে-এটি হলো বেসিক কপার কার্বনেট [CuCO3, Cu(OH)2]। 

 

2.17 CH3CH2CHO-এর IUPAC নাম লেখো।

উত্তরঃ 1-propanal (1-প্রোপান্যাল)

 

2.18 পলিথিনের মনোমারের নাম লেখো।

উত্তরঃ পলিথিনের মনোমারের নাম হলো ইথিলিন বা ইথিন (C2H4)

অথবা,

টেফলন কী?

উত্তরঃ টেফলন হলো টেট্রাফ্লুরোইথিলিনের একটি পলিমার। 

এটি একটি সিন্থেটিক ফ্লুরোপলিমার যা গরম এবং রাসায়নিক প্রতিরোধের জন্য পরিচিত। টেফলনকে নন-স্টিক কোটিং হিসাবে ব্যবহার করা হয়, কারণ এটি অন্যান্য পদার্থের সাথে খুব কমই আবদ্ধ হয়।

আরও পড়ুনঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!