Sat. Jul 27th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Physical Science Page 32

বিভাগ-ক’। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :

1.1 বায়োগ্যাসের মূল উপাদানটি হল –

(a) CO2

(b) CH4

(c) H2

(d) H2S

 

1.2 5 mol হাইড্রোজেন গ্যাসের ভর কত?

(a) 5 g

(b) 10 g

(c) 10.5 g

(d) 15 g

ব্যাখ্যাঃ

হাইড্রোজেন গ্যাসের মোলের সংখ্যা = 5 mol

আমরা জানি, হাড্রোজেনের মোলার ভর = 2 g/mol

যেহেতু, ভর = মোলার ভর × মোলের সংখ্যা

∴ 5 mol হাইড্রোজেন গ্যাসের ভর = (2 g/mol) × (5 mol) = 10 g  

 

1.3 STP- তে 1 লিটার H2 এর ভর –

(a) 2 g 

(b) 1 g

(c) 0.089 g

(d) 0.89 g

1.4 সেলসিয়াস স্কেলে পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18 × 106 /°C হলে কেলভিন স্কেলে এই গুণাক্ষের মান – 

(a) 18 × 106 /K

(b) 18 × 106 × 273 /K 

(c) 10 × 106 /K 

(d) ​\( \frac{18}{273}\times 10^{-6} \)​ /K

ব্যাখ্যাঃ সেলসিয়াস ও কেলভিন স্কেলে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়। 

 

1.5 একটি কাচের স্ল্যাবে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে আপাতন কোণের মান –

(a) 90°

(b) 60°

(c) 30°

(d) 0°

 

1.6 সূর্যোদয়ের কিছু আগে ও সূর্যাস্তের কিছু পরের সূর্য দৃষ্টিগোচর থাকে কারণ –

(a) প্রতিফলন

(b) প্রতিসরণ

(c) বিক্ষেপণ

(c) অপবর্তন।

 

1.7 1 BOT একক = কত জুল?

(a) 3.6 × 10J

(b) 0.36 × 106 J

(c) 6.3 × 10J

(d) 3.6 × 106 J

 

1.8 লেঞ্জের সূত্র থেকে জানা যায়-

(a) আবিষ্ট তড়িৎচালক বলের মান

(b) আবিষ্ট প্রবাহের অভিমুখ

(c) আবিষ্ট প্রবাহের মান

(d) আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ।

1.9 প্রদত্ত কোনটি তাপীয় নিউক্লিও বিক্রিয়া—

(a) নিউক্লিও বিভাজন

(b) নিউক্লিও সংযোজন

(c) প্রাকৃতিক তেজষ্ক্রিয়তা

(d) কৃত্রিম তেজষ্ক্রিয়তা।

ব্যাখ্যাঃ নিউক্লিও সংযোজন হল এমন একটি প্রক্রিয়া যেখানে দুটি বা ততোধিক হালকা পরমাণুর নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে। এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। সূর্য এবং অন্যান্য নক্ষত্রগুলি তাদের শক্তির জন্য নিউক্লিও সংযোজন প্রক্রিয়ার উপর নির্ভর করে।

 

1.10 সবচেয়ে হালকা ধাতুটি পর্যায় সারণির কোন শ্রেণিতে অবস্থান করে-

(a) 18

(b) 17

(c) 13

(d) 1

ব্যাখ্যাঃ সবচেয়ে হালকা ধাতু হল লিথিয়াম (Li), যার পারমাণবিক সংখ্যা 3। পর্যায় সারণিতে, ক্ষারীয় ধাতু (Alkali Metals) শ্রেণীর প্রথম সদস্য হল লিথিয়াম। তাই, সবচেয়ে হালকা ধাতু পর্যায় সারণির 1 শ্রেণিতে অবস্থান করে

 

1.11 নীচের কোন যৌগটির ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য?-

(a) HCl

(b) CO2

(c) MgCl2

(d) CH4

ব্যাখ্যাঃ আয়োনীয় যুগে একক অণুর কোনো অস্তিত্ব থাকে না।  তাই আয়োনীয় যৌগের ক্ষেত্রে আমরা আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর শব্দটি ব্যবহার করি। এক্ষেত্রে MgCl2 আয়োনীয় যৌগ হওয়ায় সংকেত ভর কথাটি প্রযোজ্য। 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.12 সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে উৎপন্ন হয়—

(a) হাইড্রোজেন

(b) সোডিয়াম

(c) ক্লোরিন

(d) অক্সিজেন।

ব্যাখ্যাঃ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ধনাত্মক আয়নগুলি অর্থাৎ সোডিয়াম আয়নগুলি (Na+) ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু (Na) উৎপন্ন করে। তাই, সঠিক উত্তর হল (b) সোডিয়াম।

1.13 কোন্ গ্যাসটি কিপযন্ত্রে প্রস্তুত করা যায় না

(a) HCl

(b) CO2

(c) H2

(d) H2S।

 

1.14 কোন্ ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসাতে বর্তমান-

(a) লোহা

(b) নিকেল

(c) তামা

(d) টিন।

 

1.15 ভিনিগার প্রস্তুত করতে ব্যবহার করা হয়-

(a) ফরমিক অ্যাসিড

(b) ইথাইল অ্যালকোহল

(c) অ্যাসিটিক অ্যাসিড

(d) প্রোপানোয়িক অ্যাসিড।

ব্যাখ্যাঃ ভিনেগার হল অ্যাসিটিক অ্যাসিডের 6-10% জলীয় দ্রবণ। তাই, ভিনেগার প্রস্তুত করতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। তাই, সঠিক উত্তর হল (c) অ্যাসিটিক অ্যাসিড

Group-B 2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :

2.1 বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক কী?

উত্তরঃবায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হল ডবসন ইউনিট (DU)।

2.2 কোন্ জ্বালানির তাপনমূল্য সর্বাধিক।

উত্তরঃ সর্বোচ্চ তাপমূল্যের জ্বালানি হল তরল হাইড্রোজেন

অথবা,

গ্যাসোহোল কী কাজে ব্যবহৃত হয়।

উত্তরঃ গ্যাসোহোল বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যার মধ্যে রয়েছে:

  • যানবাহনের জ্বালানি: গ্যাসোহোল যানবাহনের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। এটি পেট্রোলিয়াম-ভিত্তিক জ্বালানির তুলনায় কম দূষণকারী।
  • বিদ্যুৎ উৎপাদন: গ্যাসোহোল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। এটি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করে।
  • রাসায়নিক শিল্প: গ্যাসোহোল রাসায়নিক শিল্পে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এটি প্লাস্টিক, ফার্নিচার, এবং অন্যান্য পণ্য তৈরিতে ব্যবহৃত হয়।

2.3 কোন্ উষ্ণতায় গ্যাসীয় অণুর গতি লোপ পায়।

উত্তরঃ পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুর গতি লোপ পায়। এই উষ্ণতা  −273.15 °C  বা −459.67 °F  -এর সমান।

2.4 স্থির উষ্ণতায় P—V লেখচিত্র কীরূপ?

উত্তরঃ স্থির উষ্ণতায় P—V লেখচিত্রটির প্রকৃতি হলো সমপরাবৃত্ত।

অথবা,

S.I পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক (R) এর একক লেখো।

উত্তরঃ S.I পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক (R) এর একক হল জুল/মোল/কেলভিন (J/mol/K)

2.5 লোহা ও পিতলের তৈরি একটি দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে, কোনটি বাইরের দিকে থাকবে।

উত্তরঃ লোহা ও পিতলের তৈরি একটি দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে, পিতল বাইরের দিকে থাকবে।

2.6 কোন্ শর্তে উত্তল লেন্স, বস্তুর সদ্, বিবর্ধিত, অবশীর্ষ প্রতিবিম্ব গঠন করে?

উত্তরঃ কোনো বস্তুকে উত্তল লেন্সের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে রাখলে বস্তুটির সদ্, বিবর্ধিত, অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে।

2.7 মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয়, সেটি হল ______।

উত্তরঃ মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয়, সেটি হল রেটিনা

অথবা,

লেন্সের f সংখ্যা বলতে কী বোঝ?

উত্তরঃ f– সংখ্যা (ইংরেজি: F-number) হলো আলোক লেন্সের ফোকাস দৈর্ঘ্যের (focal length) সাথে ঐ লেন্সের উন্মেষের অনুপাত, যা লেন্সের আলোক গ্রহণ ক্ষমতা নির্দেশ করে। 

2.8 ফিউজ তার কী?

উত্তরঃ ফিউজ তার হল একটি বিশেষ ধরনের তার যা দ্রুত গলে যায়। এটি সাধারণত তামা ও দস্তার একটি সংকর ধাতু। ফিউজ তার বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত হয় যাতে কোনও কারণে বর্তনীর মধ্য দিয়ে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজ তারটি গলে যায় এবং বর্তনীটি বিচ্ছিন্ন হয়ে যায়। এটি বৈদ্যুতিক বিস্ফোরণ এবং আগুনের মতো ক্ষতির হাত থেকে বর্তনী এবং অন্যান্য যন্ত্রপাতি রক্ষা করে।

2.9 3Ω ও 6Ω দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে?

উত্তরঃ 2Ω

ব্যাখ্যাঃ সমান্তরাল সমবায়ে, দুটি রোধের তুল্যরোধ হল:

R=\frac{r_{1}\times r_{2}}{r_{1}+r_{2}}

এই ক্ষেত্রে,

3Ω ও 6Ω দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে:

R=\frac{3\times 6}{3+6}=\frac{18}{9}=2\Omega

অথবা,

অর্ধপরিবাহীর ক্ষেত্রে I—V লেখচিত্রের প্রকৃতি কেমন হয়।

উত্তরঃ অর্ধপরিবাহীর ক্ষেত্রে I—V লেখচিত্রের প্রকৃতি বিভিন্ন ধরনের হতে পারে। অর্ধপরিবাহীর প্রকৃতি, তাপমাত্রা এবং প্রযুক্ত বিভব পার্থক্যের উপর নির্ভর করে লেখচিত্রের প্রকৃতি পরিবর্তিত হয়।

অর্ধপরিবাহীর ক্ষেত্রে I—V লেখচিত্রের প্রকৃতি নিম্নরূপ:

  • প্রকৃতি অনুসারে: সরলরেখা বা বক্ররেখা
  • তাপমাত্রা অনুসারে: নতির পরিবর্তন
  • প্রযুক্ত বিভব পার্থক্য অনুসারে: লেখচিত্রের উপরের অংশটি সরলরেখার মতো দেখায়

2.10 একটি তেজষ্ক্রিয় নিষ্ক্রিয় মৌল হল ______ ।

উত্তরঃ রেডন (Rn)

2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :

বামস্তম্ভ ডানস্তম্ভ
2.11.1 চ্যালকোজেন নামে পরিচিত (a) HCl
2.11.2 অষ্টক সূত্রের ব্যতিক্রম (b) AlCl3
2.11.3 সমযোজী যৌগ (c) BF3
2.11.4 তড়িৎযোজী যৌগ (d) S

উত্তরঃ

বামস্তম্ভ ডানস্তম্ভ
2.11.1 চ্যালকোজেন নামে পরিচিত (d) S
2.11.2 অষ্টক সূত্রের ব্যতিক্রম (c) BF3
2.11.3 সমযোজী যৌগ (a) HCl
2.11.4 তড়িৎযোজী যৌগ (b) AlCl3

2.12 তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোডে ______ ও অ্যানোডে ______ ঘটে।

উত্তরঃ তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে।

2.13 অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতির সময় ব্যবহৃত অণুঘটকটির নাম লেখো।

উত্তরঃ অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতির সময় ব্যবহৃত অণুঘটকটির নাম হল প্ল্যাটিনাম

Note : অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 উৎপাদনের জন্য প্ল্যাটিনাম অণুঘটক ছাড়াও অন্যান্য অণুঘটক যেমন প্যালেডিয়াম, ইরিডিয়াম, এবং রোডিয়াম ব্যবহার করা যেতে পারে। তবে, প্ল্যাটিনাম সবচেয়ে কার্যকর অণুঘটক।

অথবা,

সালফান কী?

উত্তরঃ 100% সালফিউরিক অ্যাসিডের মধ্যে 100% মুক্ত সালফার ট্রাই-অক্সাইড শোষিত হয়ে 100% ওলিয়াম উৎপন্ন করে । তরলীকৃত 100% ওলিয়ামকে সালফান বলে ।

2.14 লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত?

উত্তরঃ ০.৮৮

2.15 জার্মান সিলভারে শতকরা কত ভাগ সিলভার থাকে?

উত্তরঃ জার্মান সিলভারে 0% সিলভার থাকে।

Note : জার্মান সিলভার, তামা (60%), দস্তা (20%) এবং নিকেল (20%) ধাতুর সংমিশ্রণে তৈরি একটি সংকর ধাতু।

2.16 ম্যাগনেলিয়াম কী?

উত্তরঃ ম্যাগনালিয়াম বা ম্যাগনেলিয়াম হলো অ্যালুমিনিয়ামের একটি সংকর ধাতু। এতে শতকরা ৫ ভাগ ম্যাগনেসিয়াম এবং শতকরা ৯৫ ভাগ অ্যালুমিনিয়াম থাকে।

অথবা,

সমুদ্রগামী জাহাজে মরচে ধরার জন্য মূলত কোন্ আয়ন দায়ী?

উত্তরঃ সমুদ্রগামী জাহাজে মরচে ধরার জন্য মূলত ক্লোরাইড আয়ন (Cl) দায়ী।

 

2.17 বর্ষাতি প্রস্তুত করতে কোন্ পলিমার ব্যবহার করা হয়।

উত্তরঃ বর্ষাতি প্রস্তুত করতে পলিভিনাইল ক্লোরাইড (PVC) পলিমার ব্যবহার করা হয়। PVC একটি কৃত্রিম পলিমার যা টেকসই, জলরোধী এবং পোকামাকড় প্রতিরোধী। তাই, এটি বর্ষাতির জন্য আদর্শ উপাদান।

 

2.18 কার্বাইড বাতিতে জ্বালানি রূপে কী ব্যবহার করা হয়?

উত্তরঃ কার্বাইড বাতিতে জ্বালানি রূপে ক্যালসিয়াম কার্বাইড (CaC2) ব্যবহার করা হয়। ক্যালসিয়াম কার্বাইডকে জলে দ্রবীভূত করলে অ্যাসিটিলিন গ্যাস (C2H2) উৎপন্ন হয়। এই গ্যাসটিকে বাতাসের উপস্থিতিতে জ্বালিয়ে আলো তৈরি করা হয়।
2 thoughts on “Madhyamik ABTA Test Papers 2024 : Physical Science Page 32”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!