Sat. Oct 5th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Physical Science Page 415

বিভাগ-ক’। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :

1.1 সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীব জগৎকে রক্ষা করে –
(a) ট্রপোস্ফিয়ার
(b) থার্মোস্ফিয়ার
(c) ওজোনোস্ফিয়ার
(d) ম্যাগনেটোস্ফিয়ার

1.2 S.I পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক ‘R’ এর মান –
(a) 8.314 জুল মোল −1K−1
(b) 8.314×107 জুল মোল −1K−1
(c) 8.314 আৰ্গ মোল −1K−1
(d) 8.14×107 আৰ্গ মোল −1K−1

1.3 দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক (α), ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক (β) ও আয়তন প্রসারণ গুণাঙ্ক (γ) এর মধ্যে সম্পর্কটি হল –
(a) γ = β = α
(b) α = 2β = 3γ
(c) α/3 = β/2 = γ
(d) α = β/2 = γ/3

1.4 সাদা আলো একটি প্রিজমে ফেললে যে ক’টি বর্ণে ভেঙ্গে যায় তার সংখ্যা হল—
(a) 7টি
(b) 6টি
(c) 5টি
(d) ভেঙ্গে যায় না

আরও পড়ুনঃ 

1.5 কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা কেন্দ্রে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে—
(a) ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে
(b) বক্রতা কেন্দ্রে
(c) বক্রতা কেন্দ্র ও অসীম দূরত্বের মাঝে
(d) অসীমে

1.6 ওহমের সূত্রকে লেখচিত্রে প্রকাশ করলে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে এটি –
(a) V অক্ষের সমান্তরাল সরলরেখা হয়
(b) I অক্ষের সমান্তরাল সরলরেখা হয়
(c) মূল বিন্দুগামী উপবৃত্তাকার রেখা হয়
(d) মূল বিন্দুগামী সরলরেখা হয়।

1.7 C.G.S পদ্ধতিতে রোধাঙ্কের একক-
(a) ওহম সেমি
(b) ওহম মিটার
(c) মো-সেমি
(d) মো-মিটার

1.8 CaO যৌগে Ca-এর তড়িৎযোজ্যতার মান কত?–
(a) 1
(b) 2
(c) 3
(d) 4

1.9 নীচের কোন গ্যাসটি কিপযন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়?-
(a) HCl
(b) NH3
(c) H2S
(d) N2

1.10 নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে –
(a) পারমাণবিক বোমাতে
(b) সূর্যে
(c) পৃথিবীর অভ্যন্তরে
(d) অক্সিজেন গ্যাস প্রস্তুতিতে।

1.11 একটি ক্ষার ধাতু হল
(a) Na
(b) Cl
(c) Zn
(d) Rb

Note: ক্ষার ধাতু হল পর্যায় সারণির প্রথম গ্রুপের মৌলসমূহ। এই গ্রুপের মৌলগুলির বৈশিষ্ট্য হল:

  • এগুলি নরম, চকচকে এবং অধিক সক্রিয়।
  • এগুলি কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে।
  • এর যোজ্যতা ইলেকট্রন একটি।
  • এগুলি ক্ষারীয় ধর্মবিশিষ্ট হয়।

সুতরাং, উত্তর হল (a) Na

1.12 অ্যামোনিয়ার বাষ্পঘনত্ব হল—
(a) 17
(b) 34
(c) 8.5
(d) 15

ব্যাখ্যাঃ অ্যামোনিয়ার (NH3) আণবিক গুরুত্ব = 14 + 1×3 = 17

যেহেতু, বাষ্পঘনত্ব = ½ × আণবিক গুরুত্ব 

∴ NH-এর বাষ্পঘনত্ব = ½ × 17 = 8.5

 

1.13 একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হল-
(a) সোডিয়াম হাইড্রক্সাইড
(b) ম্যাগনেশিয়াম সালফেট
(c) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(d) বেঞ্জিন

1.14 কপার বিশুদ্ধিকরণের সময় অবিশুদ্ধ কপার পাতকে যেখানে যুক্ত করতে হবে তা হল –
(a) ক্যাথোডে
(b) অ্যানোডে
(c) যে কোনো স্থানে
(d) তথ্য অসম্পূর্ণ

1.15 অ্যাসিটোনে উপস্থিত কার্যকরী মূলকটি হল—
(a) –OH
(b) –CHO
(c) COOH
(d) >C=O

বিভাগ-‘খ’ 2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

2.1 সৌর কোশে কোন্ শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তরঃ সৌর কোষে সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। 

ব্যাখ্যাঃ সৌরশক্তি হল সূর্য থেকে প্রাপ্ত শক্তি। সূর্যের আলোর ফোটন সৌর কোষের অর্ধপরিবাহী পদার্থের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং ইলেকট্রনকে তাদের পরমাণু থেকে বের করে দেয়। এই ইলেকট্রনগুলি একটি বৈদ্যুতিক ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যা একটি বিদ্যুৎ প্রবাহ তৈরি করে।

সৌর কোষে সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটিকে ফটোভোলটাইক প্রভাব বলে। ফটোভোলটাইক প্রভাব হল একটি শারীরিক ঘটনা যেখানে আলোর শক্তি সরাসরি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়।

অথবা,

বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

উত্তরঃ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়।

 

2.2 কোন্ উষ্ণতায় গ্যাসের অণুগুলির বেগশূন্য হয়?

উত্তরঃ গ্যাসের অণুগুলির বেগশূন্য হয় পরম শূন্য (-273.15 ডিগ্রি সেলসিয়াস বা -459.67 ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায়।

 

2.3 তাপ পরিবাহিতার SI একক কি?

উত্তরঃ তাপ পরিবাহিতার SI একক হল ওয়াট প্রতি মিটার-কেলভিন (W/(m⋅K)

আরও পড়ুনঃ 

2.4 একটি ক্ল্যাথরেট যৌগের নাম লেখো।

উত্তরঃ আর্গন-অর্থো ক্রিসল

ব্যাখ্যাঃ নির্দিষ্ট গঠনাকৃতি বিশিষ্ট কোন জৈব বা অজৈব যৌগের ক্রিস্টাল ল্যাটিসের ফাঁকা স্থানসমূহে অন্য কোন অণু বা পরমাণুর অবস্থানযুক্ত একক সাম্যাবস্থার কঠিন পদার্থকে অবরোধ যৌগ বা ক্ল্যাথরেটস্ (Clathrates) বলে।

 

2.5 গাড়ির লুকিং গ্লাসে কোন্ ধরনের দর্পণ ব্যবহার করা হয়?

উত্তরঃ গাড়ির লুকিং গ্লাসে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।

Note: উত্তল দর্পণে সর্বদা খর্বিত বিম্ব গঠিত হয়। এটি গাড়ির পিছনের দিকের একটি বৃহত্তর দৃশ্য প্রদান করে, যা গাড়ি চালককে পিছনের দিকের যানবাহন এবং পথচারীদের দেখতে সাহায্য করে।

অথবা,

একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের নিকট বিন্দু বলতে কত দূরত্ব বোঝায়?

উত্তরঃ একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের নিকট বিন্দু হল সেই দূরত্ব যেখানে অবস্থিত কোনো বস্তুকে চোখ স্পষ্ট দেখতে পায়। সাধারণত, একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের নিকট বিন্দুর দূরত্ব ২৫ সেমি বা ১০ ইঞ্চি। এর মানে হল যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ ২৫ সেমি বা ১০ ইঞ্চির মধ্যে অবস্থিত কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পায়। 

 

2.6 ফিউজ তারের রোধাঙ্ক ______ এবং গলনাঙ্ক ______ হয়।

উত্তরঃ ফিউজ তারের রোধাঙ্ক উচ্চ এবং গলনাঙ্ক নিম্ন হয়।

 

2.7 কোন্ মাধ্যমে আলোর বেগ 2×108 m/s হলে ঐ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?

উত্তরঃ আলোর বেগ 2×108 m/s হলে ঐ মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5

ব্যাখ্যাঃ 

আলোর প্রতিসরাঙ্ক হল শূন্যস্থানে আলোর বেগ এবং কোনো মাধ্যমে আলোর বেগের অনুপাত।

μ = c/v

যেখানে,

  • n হল প্রতিসরাঙ্ক
  • c হল শূন্যস্থানে আলোর বেগ (3×10^8 m/s)
  • v হল মাধ্যমে আলোর বেগ

এই প্রশ্নে,

  • c = 3×108 m/s
  • v = 2×108 m/s

সুতরাং,

\( μ =\frac{3×10^8}{2×10^8}=\frac{3}{2}=1.5 \)

অতএব, আলোর বেগ 2×108 m/s হলে ঐ মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5

 

2.8 বৈদ্যুতিক ফিউজে কোন্ কোন্ ধাতুর সংকর ব্যবহার করা হয়?

উত্তরঃ বৈদ্যুতিক ফিউজে টিন (Sn) ও সীসা (Pb) ধাতুর সংকর ব্যবহার করা হয়। 

 

2.9 অ্যাভোগাড্রো প্রকল্পটি লেখো।

উত্তরঃ অ্যাভোগাড্রো প্রকল্পের মূল সিদ্ধান্ত হল যে, স্থির তাপমাত্রা ও চাপে, সম আয়তনের গ্যাসে সমান সংখ্যক অণু থাকে

 

2.10 নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তরঃ নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা নিউক্লিয় বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়। নিউক্লিয় বন্ধন শক্তি হল নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন এবং নিউট্রনগুলিকে একসাথে আবদ্ধ রাখার শক্তি।

 

অথবা,

সূর্য ও নক্ষত্রের উষ্ণতা এতো বেশি হওয়ার কারণ কি?

উত্তরঃ সূর্য ও নক্ষত্রের উষ্ণতা এতো বেশি হওয়ার কারণ হল নিউক্লিয় সংযোজন

 

2.11 Be এবং O এর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ কম?

উত্তরঃ Be এবং O এর মধ্যে O পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ কম

 

2.12 2নং পর্যায়ের মৌলগুলির বিজারণ ধর্মের ক্রমটি লেখো।

উত্তরঃ Be > B > C > N > O > F

 

2.13 সত্য অথবা মিথ্যা লেখো : অ্যালকেনের সাধারণ সংকেত হল CnH2n+1

উত্তরঃ বিবৃতিটি মিথ্যা। 

ব্যাখ্যাঃ অ্যালকেনের সাধারণ সংকেত হল CnH2n+2

 

অথবা,

লোহার মরচের সাধারণ সংকেতটি কি?

উত্তরঃ লোহার মরচের সাধারণ সংকেত হল Fe2O3,xH2O। এই সংকেতে, x হল জলের অণুর সংখ্যা (x -এর মান সাধারণত 3 ধরা হয়।)

 

2.14 পিতল সংকর ধাতুর উপাদান মৌলগুলির নাম লেখো?

উত্তরঃ পিতল সংকর ধাতুর উপাদান মৌলগুলির নাম

  • তামা [Cu = 60% – 80%]
  • জিঙ্ক বা দস্তা [Zn = 20% – 40%]

2.15 N-এর কোন অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় দুটি অ্যাসিড উৎপন্ন হয়?

উত্তরঃ নাইট্রোজেন পেন্টাক্সইড (N2O5)

Note: N2Oও জলের (H2O) রাসায়নিক বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড (HNO3) ও নাইট্রাস অ্যাসিড (HNO2) উৎপন্ন হয়। 

রাসায়নিক বিক্রিয়াটি হলো : 

N2O5 + H2O → HNO3 + HNO2

অথবা,

নাইট্রোলিম কি?

উত্তরঃ 1100°C উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের (CaC2) ওপর দিয়ে নাইট্রোজেন (N2) গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়নামাইড (CaCN2) ও কার্বনের একটি ধূসর মিশ্রণ উৎপন্ন হয়, এই মিশ্রনকেই নাইট্রোলিম বলে। 

রাসায়নিক বিক্রিয়াটি হলো :

\( CaC_{2}+N_{2}\xrightarrow[]{1100^{\circ}C}CaCN_{2}+C \)

 

2.6 ইথানলের গাঢ় H2SO4 এর নিরুদনে কী উৎপন্ন হয়?

উত্তরঃ ইথানলের (C2H5OH) গাঢ় H2SO4 এর নিরুদনে ইথিলিন (C2H4) ও জল (H2O) উৎপন্ন হয়। রাসায়নিক বিক্রিয়াটি নিচে দেওয়া হলো –

\( C_{2}H_{5}OH\xrightarrow[170^{\circ}C]{ঘন\:H_{2}SO_{4}}CH_{2}=CH_{2}+H_{2}O \)

 

2.17 পরীক্ষাগারে H2S প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখো?

উত্তরঃ FeS + H2SO4 (লঘু) → FeSO4 + H2S↑

 

অথবা,

H2SO4 এবং NaOH এর বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিড লবণটির সংকেত লেখো ।

উত্তরঃ NaHSO4 (সোডিয়াম বাই-সালফেট)

Note: রাসায়নিক বিক্রিয়াটি হলো :

H2SO4 + NaOH → NaHSO4 + H2O

 

2.18 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো :

বামস্তম্ভ ডানস্তম্ভ
2.18.1 একটি ক্ষার ধাতু (i) F
2.18.2 যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে (ii) Fe
2.18.3 হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় (iii) Cl
2.18.4 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটি হল (iv) K

উত্তরঃ 

বামস্তম্ভ ডানস্তম্ভ
2.18.1 একটি ক্ষার ধাতু (iv) K
2.18.2 যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে (iii) Cl
2.18.3 হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় (ii) Fe
2.18.4 সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটি হল (i) F

আরও পড়ুনঃ 
One thought on “Madhyamik ABTA Test Papers 2024 : Physical Science Page 415”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!