Wed. Dec 4th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Physical Science Page 436

বিভাগ-ক’। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :

1.1 কোন জীবাশ্ম জ্বালানীর তাপনমূল্য সবচেয়ে বেশি?
(a) ডিজেল
(b) কেরোসিন
(c) কয়লা
(d) LPG

1.2 গ্রাম-আণবিক আয়তনের STP-তে মান
(a) 0 L
(b) 11.2 L
(c) 22.4 L
(d) 33.6 L

1.3 চার্লসের সূত্রের লেখচিত্রটি হল –

Note: বিকল্পগুলিতে যে যে লেখচিত্রগুলি দেওয়া আছে সেগুলি  সম্পূর্ণ নয়। 

 

1.4 উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক –
a) বাড়ে
b) কমে
c) অপরিবর্তিত থাকে
d) বাড়ে বা কমে

ব্যাখ্যাঃ একটি নির্দিষ্ট কঠিন পদার্থের জন্য, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একটি ধ্রুবক। অর্থাৎ, উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যাই হোক না কেন, সেই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অপরিবর্তিত থাকবে।

 

1.5 STP-তে 44.8L H2 গ্যাসের মোল সংখ্যা
a) 1
b) 2
c) 3
d) 1.5

ব্যাখ্যাঃ STP-তে, 1 মোল আদর্শ গ্যাসের আয়তন 22.4 L। সুতরাং, STP-তে 44.8 L H2 গ্যাসের মোল সংখ্যা হবে

\( \frac{44.8}{22.4}=2 \: mol \)

অতএব, উত্তর হল (b) 2

1.6 যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি সেটি হল –
a) X রশ্মি
b) অতিবেগুনি রশ্মি
c) γ গামা রশ্মি
d) বেতার তরঙ্গ

1.7 পাতলা লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে গেলে আলোক রশ্মির –
a) পার্শ্বসরণ হয়
b) চ্যুতি হয়
c) সোজা পথে যায়
d) লেন্স থেকে নির্গত হয় না

1.8 নীচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায় –
a) পরিবাহী
b) অর্ধপরিবাহী
c) অতিপরিবাহী
d) অন্তরক

ব্যাখ্যাঃ উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। ফলে, অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায় এবং রোধাঙ্ক হ্রাস পায়।

অতএব, উত্তর হল (b) অর্ধপরিবাহী।

1.9 তড়িৎচালক বল যে ভৌতরাশির সমতুল্য –
a) বল
b) শক্তি
c) ক্ষমতা
d) ভরবেগ

1.10 তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত β রশ্মি হল –
a) প্রোটনের স্রোত
b) ইলেকট্রনের স্রোত
c) নিউট্রনের স্রোত
d) তড়িৎচুম্বকীয় স্রোত

আরও পড়ুনঃ 

1.11 পর্যায় সারণির কোন Gr-এ কঠিন, তরল ও গ্যাস এই তিন ধরনের মৌলই দেখা যায় –
a) 15
b) 16
c) 17
d) 18

ব্যাখ্যাঃ 17 নম্বর Group এর মৌলগুলির মধ্যে –
Br2 (ব্রোমিন) : তরল 
I2 (আয়োডিন) : কঠিন 
F2 (ফ্লুওরিন), Cl2 (ক্লোরিন) : গ্যাসীয় 

 

1.12 একটি ধ্রুবীয় দ্রাবক হল –
a) জল
b) অ্যালকোহল
c) বেঞ্জিন
d) কেরোসিন

1.13 নীচের কোনটি আর্দ্র NH3 গ্যাস শুষ্কীকরণে ব্যবহৃত হয় –
a) গাঢ় H2SO4
b) CaO
c) CaCl2
d) P2O5

1.14 নীচের কোন ধাতুসংকরে Zn বর্তমান?
a) কাঁসা
b) পিতল
c) ব্রোঞ্জ
d) ডুরালুমিন

1.15 ইথান্যালের কার্যকরী মূলক হল–
a) – OH
b) – CHO
c) >C = O
d) – COOH

 

বিভাগ-‘খ’ 2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্ন লক্ষণীয়):

2.1 বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কী?

উত্তরঃ বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল মেসোস্ফিয়ার।এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে 50 থেকে 80 কিলোমিটার (প্রায়) এর মধ্যে অবস্থিত। মেসোস্ফিয়ারের গড় তাপমাত্রা প্রায় মাইনাস 85 ডিগ্রি সেলসিয়াস।

 

2.2 বায়োগ্যাসের মুখ্য উপাদান কী?

উত্তরঃ বায়োগ্যাসের মুখ্য উপাদান হল মিথেন (CH4)

ব্যাখ্যাঃ বায়োগ্যাস সাধারণত প্রায় 50-70 শতাংশ মিথেন (CH4) এবং 25-45 শতাংশ কার্বন ডাই অক্সাইড (CO2) দিয়ে তৈরি, অন্য গ্যাসগুলির মধ্যে থাকে হাইড্রোজেন (H2), হাইড্রোজেন সালফাইড (H2S), জলীয় বাষ্প (H2O), নাইট্রোজেন (N2), অক্সিজেন (O2), অ্যামোনিয়া (NH3)।

 

অথবা,

একটি পুনরায় নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম করো।

উত্তরঃ সৌর শক্তি একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস।

 

2.3 কেলভিন স্কেলে কোন্ তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য ধরা হয়?

উত্তরঃ কেলভিন স্কেলে 0K (= −273.15°C) তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য ধরা হয়। এই তাপমাত্রাকে পরমশূন্য তাপমাত্রা বলে।

Note: পরমশূন্য তাপমাত্রায়, গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায়। ফলে, গ্যাসের অণুগুলির মধ্যে দূরত্ব অসীম হয়ে যায় এবং গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়।

কেলভিন স্কেলে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। তাপমাত্রা কমে গেলে, গ্যাসের আয়তন কমতে থাকে। পরমশূন্য তাপমাত্রায়, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়।

এটি একটি তাত্ত্বিক ধারণা। বাস্তবে, পরমশূন্য তাপমাত্রা অর্জন করা সম্ভব নয়।

 

2.4 সত্য বা মিথ্যা লেখো:

গ্যাসের অণুগুলির মোট শক্তি, অণুগুলির মোট স্থিতিশক্তি ও মোট গতিশক্তির যোগফল।

উত্তরঃ বিবৃতিটি সত্য। 

ব্যাখ্যাঃ গ্যাসের অণুগুলির মোট শক্তি হল তাদের স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল।

স্থিতিশক্তি হল কোনও বস্তুর অবস্থান বা গতির কারণে যে শক্তি থাকে। গতিশক্তি হল কোনও বস্তুর গতির কারণে যে শক্তি থাকে।

গ্যাসের অণুগুলির মোট শক্তিকে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়:

E = K.E. + P.E.

যেখানে,

  • E হল গ্যাসের অণুগুলির মোট শক্তি
  • K.E. হল গ্যাসের অণুগুলির মোট গতিশক্তি
  • P.E. হল গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তি

সুতরাং, গ্যাসের অণুগুলির মোট শক্তি, অণুগুলির মোট স্থিতিশক্তি ও মোট গতিশক্তির যোগফল।

 

2.5 সমান উষ্ণতার পরিবর্তনে সব গ্যাসের আয়তন প্রসারণ কি সমান হয়?

উত্তরঃ না, সমান উষ্ণতার পরিবর্তনে সব গ্যাসের আয়তন প্রসারণ সমান হয় না। গ্যাসের আয়তন প্রসারণ তার অণুগুলির আকার এবং গ্যাসের মোলার ভরের উপর নির্ভর করে।

ব্যাখ্যাঃ গ্যাসের অণুগুলির আকার ছোট হলে, তারা তাপমাত্রা বৃদ্ধির ফলে বেশি দূরত্বে প্রসারিত হয়। ফলে, ছোট অণুযুক্ত গ্যাসের আয়তন প্রসারণ বেশি হয়।

গ্যাসের মোলার ভর কম হলে, গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল কম হয়। ফলে, মোলার ভর কম গ্যাসের আয়তন প্রসারণ বেশি হয়।

উদাহরণস্বরূপ, হাইড্রোজেন এবং হিলিয়াম হল সবচেয়ে হালকা গ্যাস। এদের অণুগুলির আকার ছোট এবং মোলার ভর কম। তাই, তাপমাত্রা বৃদ্ধির ফলে হাইড্রোজেন এবং হিলিয়ামের আয়তন প্রসারণ সবচেয়ে বেশি হয়।

অন্যদিকে, কার্বন ডাই অক্সাইড হল একটি ভারী গ্যাস। এদের অণুগুলির আকার বড় এবং মোলার ভর বেশি। তাই, তাপমাত্রা বৃদ্ধির ফলে কার্বন ডাই অক্সাইডের আয়তন প্রসারণ সবচেয়ে কম হয়।

সুতরাং, সমান উষ্ণতার পরিবর্তনে সব গ্যাসের আয়তন প্রসারণ সমান হয় না। গ্যাসের আকার এবং মোলার ভরের উপর নির্ভর করে গ্যাসের আয়তন প্রসারণ পরিবর্তিত হয়।

অথবা,

তাপ পরিবাহীতাংকের SI এককটি লেখো।

উত্তরঃ তাপ পরিবাহীতাংকের SI এককটি হল ওয়াট প্রতি মিটার-কেলভিন (W/(m⋅K))।

 

2.6 সাদা আলো প্রিজমে পড়লে কোন্ বর্ণের আলো বেশি কোণে বেঁকে যায়?

উত্তরঃ সাদা আলো প্রিজমে পড়লে বেগুনী রঙের আলো বেশি কোণে বেঁকে যায়। এটি আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভর করে। আলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট হলে এর প্রতিসরণ কোণ বেশি হয়। বেগুনী রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট, তাই এটি প্রিজমে পড়লে সবচেয়ে বেশি কোণে বেঁকে যায়। 

 

2.7 মোটরগাড়ির ‘ভিউ ফাইন্ডারে’ কোন্ ধরনের দর্পণ ব্যবহৃত হয়?

উত্তরঃ মোটরগাড়ির ‘ভিউ ফাইন্ডারে’ অবতল দর্পণ ব্যবহৃত হয়।

আরও পড়ুনঃ 

2.8 r1 ও r2 রোধ দুটিকে সমান্তরালে যোগ করলে তুল্যরোধ কত হবে?

উত্তরঃ r1 ও r2 রোধ দুটিকে সমান্তরালে যোগ করলে তুল্যরোধ হবে ​\( =\frac{r_{1} \times r_{2}}{r_{1}+ r_{2}} \)

 

2.9 ডায়নামোতে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তরঃ ডায়নামোতে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়। 

 

2.10 ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত হয় এরূপ একটি তেজস্ক্রিয় মৌলের নাম করো।

উত্তরঃ ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত হয় এরূপ একটি তেজস্ক্রিয় মৌল হল কোবাল্ট-60 (Co-60)

 

অথবা,

তেজস্ক্রিয়তার SI এককটির নাম লেখো।

উত্তরঃ তেজস্ক্রিয়তার SI একক হল বেকেরেল (Bq)। এক বেকেরেল হল প্রতি সেকেন্ডে একটি নিউক্লিয়াসের ক্ষয় হওয়ার সক্রিয়তা।

 

2.11 একটি কঠিন সমযোজী যৌগের নাম করো।

উত্তরঃ ন্যাপথালিন। 

 

2.12 তড়িৎ বিশ্লেষণ সময় কোন্ ইলেকট্রোডকে ‘ক্যাথোড’ বলা হয়?

উত্তরঃ তড়িৎ বিশ্লেষণ সময়, ঋণাত্মক ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়।

 

অথবা,

রূপার ওপর সোনার প্রলেপ দিতে অ্যানোডটি কী?

উত্তরঃ রূপার ওপর সোনার প্রলেপ দিতে হলে সোনাকে অ্যানোড হিসাবে ব্যবহার করতে হবে। 

 

2.13 তড়িৎবিশ্লেষণে কী প্রকার তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়?

উত্তরঃ তড়িৎবিশ্লেষণে সমপ্রবাহ বা DC (Direct Current) প্রকৃতির তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়। 

 

2.14 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো :

বামস্তম্ভ ডানস্তম্ভ
2.14.1 VII B শ্রেণিতে অবস্থিত একটি মৌল (a) Fe
2.14.2 রেড হিমাটাইট (b) Zn
2.14.3 কার্বন-বিজারণ পদ্ধতিতে প্রস্তুত হয় (c) Ni
2.14.4 একটি সন্ধিগত মৌল (d) Cl

উত্তরঃ 

বামস্তম্ভ ডানস্তম্ভ
2.14.1 VII B শ্রেণিতে অবস্থিত একটি মৌল (d) Cl
2.14.2 রেড হিমাটাইট (a) Fe
2.14.3 কার্বন-বিজারণ পদ্ধতিতে প্রস্তুত হয় (b) Zn
2.14.4 একটি সন্ধিগত মৌল (c) Ni

 

 

2.15 NH4NO2 কে উত্তপ্ত করলে কোন্ গ্যাস নির্গত হয়?

উত্তরঃ NH4NO2 কে উত্তপ্ত করলে নাইট্রোজেন (N2) গ্যাস নির্গত হয়। 

NH_{4}NO_{2}\xrightarrow[]{\Delta }N_{2}+2H_{2}O

অথবা,

শূন্যস্থান পূরণ করো :

CaC_{2}+N_{2}\xrightarrow[]{1100C^{\circ}}\underline{?}+C

উত্তরঃ CaC_{2}+N_{2}\xrightarrow[]{1100C^{\circ}}\underline{CaCN_{2}}+C

 

2.16 সরলতম জৈব যৌগটির নাম লেখো।

উত্তরঃ সরলতম জৈব যৌগটির নাম হলো মিথেন (CH4)

 

2.17 IUPAC নাম লেখো :

উত্তরঃ 2-butanal (2-বিউটান্যাল)

 

অথবা,

কার্বন পরমাণুর কোন্ ধর্মের জন্য বড় কার্বন শৃঙ্খল গঠন হয়?

উত্তরঃ কার্বন পরমাণুর শৃঙ্খলায়ণ (Catination) ধর্মের জন্য বড় কার্বন শৃঙ্খল গঠন হয়। 

 

2.18 কৃত্রিম উপায়ে তৈরি একটি পলিমারের নাম করো ।

উত্তরঃ কৃত্রিম উপায়ে তৈরি একটি পলিমারের নাম হল পলিথিন (Polyethylene)

 

আরও পড়ুনঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!